West Bengal News LIVE: সোমবার চাকরিহারাদের সংগঠনের সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী

West Bengal News LIVE : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

ABP Ananda Last Updated: 06 Apr 2025 11:44 PM

প্রেক্ষাপট

কলকাতা: রামনবমী পালন ঘিরে রাজ্যে প্রতিযোগিতা। বিজেপি-VHP-র একের পর এক মিছিল। সোনাচূড়ায় রামমন্দিরের শিলান্যাস শুভেন্দুর। রাস্তায় তৃণমূলও। নামলেন কুণাল-শতাব্দী।হাওড়ায় VHP-র মিছিলে উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক। কেন গেলেন জানতে চাইব, বলছে...More

Kolkata News: ঠাকুরপুকুরে গাড়ি দুর্ঘটনায় গ্রেফতার সিরিয়ালের পরিচালক সিদ্ধান্ত দাস

ঠাকুরপুকুরে গাড়ি দুর্ঘটনায় গ্রেফতার সিরিয়ালের পরিচালক সিদ্ধান্ত দাস। 'মত্ত' পরিচালকের বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক পথচারী। ঠাকুরপুকুরে বাজারে ঢুকে পথচারীকে পিষে মারল বেপরোয়া গাড়ি। 'মত্ত' পরিচালকের হাতে ছিল স্টিয়ারিং, গাড়িতে ছিলেন আরও ১ জন। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাগানবাড়িতে রাতভর পার্টির পর সকালে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা। পরপর পথচারীদের ধাক্কা গাড়ির, মৃত ১, জখম ৫। ধৃত পরিচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু।