West Bengal News LIVE Updates: আর জি কর-কাণ্ডে সন্দীপ-অভিজিতের জামিন, CBI-এর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে ফের পথে চিকিৎসকরা

WB News LIVE Updates: রাজ্যের সব গুরুত্বপূর্ণ খবর দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 14 Dec 2024 03:52 PM
RG Kar News: 'সিবিআই কী করছে জানি না, আইনি লড়াই চালিয়ে যেতে হবে'

সন্দীপ-অভিজিতের জামিনের খবরে কান্নায় ভেঙে পড়েছিলেন আর জি কর মেডিক্যালে নির্যাতিতার বাবা-মা। ২৪ ঘণ্টার মধ্যে ফের চোয়াল শক্ত করে লড়াইয়ের তোড়জোড়। আইনজীবী বৃন্দা গ্রোভারের পরিবর্তে নতুন আইনজীবীদের সঙ্গে কথা। 'আশা হারালে চলবে না, বিচার ছিনিয়ে আনতেই হবে। মেয়ে সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠছিলেন বলেই তাঁকে সরিয়ে দেওয়া হল। সিবিআই কী করছে জানি না, আইনি লড়াই চালিয়ে যেতে হবে', সন্দীপ-অভিজিতের জামিনের ২৪ ঘণ্টা পর প্রতিক্রিয়া নিহত চিকিৎসকের বাবা-মায়ের। 

West Bengal News LIVE Updates: শীত পড়লেও সাঁতরাগাছি ঝিলে দেখা নেই পরিযায়ী পাখির

ফি বছর শীতে পরিযায়ী পাখির কলতানে ভরে ওঠে সাঁতরাগাছি স্টেশন লাগোয়া সাঁতরাগাছি ঝিল। হাজার হাজার পরিযায়ী পাখি কয়েক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে জড়ো হয় সাঁতরাগাছি ঝিলে। রাজ্য সরকারের বনদপ্তর এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ঝিলের মাঝখানে কচুরিপানা দিয়ে ছোট ছোট তৈরি দ্বীপে পাখিরা বসত গড়ত। নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে হাজার হাজার পরিযায়ী পাখি হিমালয়ের পাদদেশ, মানস সরোবর এমন কি সাইবেরিয়া থেকেও পাখিরা এখানে খাবারের সন্ধানে চলে আসত। ৩৩ বিঘা এই ঝিলে দেখা যেত লেসার হুইসলিং ডাক, কমন টিল, গাডওয়াল, নর্দান পিনটেল, গার্গেনি,  ফেরুজেনাস পোচারড, পিগমি গুজ, নাকটা সহ বিভিন্ন পরিযায়ী পাখিরা। এর পাশাপাশি পানকৌড়ি, মাছরাঙা, জলপিপি, নানা ধরনের বক সহ  বিভিন্ন প্রজাতির পাখি ভিড় করত। কিন্তু এবছর সময়ে ঝিলিক পরিষ্কার না হওয়ায় গোটা ঝিল কচুরিপানায় ভরে গেছে। পাখিদের বসার জন্য দ্বীপ তৈরি না হওয়ায় পাখিরা এসেও অন্য জায়গায় উড়ে চলে যাচ্ছে। 

RG Kar News Updates: ফের পথে চিকিৎসকরা

আর জি কর-কাণ্ডে সন্দীপ-অভিজিতের জামিন, CBI-এর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে ফের পথে চিকিৎসকরা। দুপুর ৩টেয় রানি রাসমণি অ্যাভিনিউয়ে প্রতিবাদী গণ জমায়েতের ডাক অভয়া মঞ্চর। চার্জশিট না দিতে পারায় আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ ও টালা থানার প্রাক্তন ওসি-র জামিন। কাল প্রতিবাদে ফের পথে নামছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স

Bangladesh News LIVE Updates: বাংলাদেশে মহাশ্মশান কালী মাতা মন্দিরে প্রতিমা ভাঙচুর

বাংলাদেশের সংবাদপত্র সমকালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জামালপুরের সরিষাবাড়ীতে মহাশ্মশান কালী মাতা মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল সকালে মন্দিরের আশপাশের বাসিন্দারা দেখতে পায়, কে বা কারা প্রতিমাগুলো ভাঙচুর করে ফেলে রেখেছে। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। কালী মাতা মন্দিরের সভাপতি উত্তম কুমার তিওয়ারি জানান, মন্দিরের ছয়টি প্রতিমা ভাঙচুরসহ কিছু নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট হয়েছে।

RG Kar Case Updates: নিজাম প্যালেসে কংগ্রেসের বিক্ষোভ

নিজাম প্যালেসে কংগ্রেসের বিক্ষোভ। আর জি কর-এর ঘটনায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কংগ্রেসের। 

RG Kar Case: আর জি কর-এর ঘটনায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিনের প্রেক্ষিতে এসইউসিআই-এর বিক্ষোভ

আর জি কর-এর ঘটনায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিনের প্রেক্ষিতে এসইউসিআই-এর বিক্ষোভ। সল্টলেকের করুণাময়ীতে বিক্ষোভ

WB News LIVE Updates: ভারত-বিদ্বেষ নিয়ে এই মন্তব্য করছেন ওপার বাংলা থেকে আসা এপারের বাসিন্দারা

যারা করল চক্ষুদান, তাদেরই করছে অপমান। বাংলাদেশে ভারত-বিদ্বেষ নিয়ে এই মন্তব্য করছেন ওপার বাংলা থেকে আসা এপারের বাসিন্দারা। এদের অনেকেই সত্তরের দশকে পাক সেনাদের আক্রমণের মুখে পড়ে বাংলাদেশ ছেড়ে পাড়ি দিয়েছিলেন ভারতে। পুরাতন মালদার মুচিয়া এলাকায় এমন অনেকের বাস। কীভাবে ভিটেমাটি ছেড়ে আসতে হয়েছিল, তা ভাবলে এখনও চোখে জল আসে। তাঁদের আক্ষেপ, বাংলাদেশের স্বাধীনতায় যে হিন্দুদের অবদান অনস্বীকার্য, ইউনূস সরকারের আমলে সেই হিন্দুদের ওপরেই দমন-পীড়ন-নিপীড়ন চলছে। ওপার বাংলায় যে সমস্ত আত্মীয়-পরিজন আছেন, তাঁদের কথা ভেবে দুশ্চিন্তায় রয়েছেন এপারের বাসিন্দারা। 

WB News LIVE Updates: অশান্ত বাংলাদেশের পরিস্থিতির বিরুদ্ধে এবার একজোট হল ময়দানের ৩ প্রধান

অশান্ত বাংলাদেশের পরিস্থিতির বিরুদ্ধে এবার একজোট হল ময়দানের ৩ প্রধান। ওপার বাংলায় হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করল ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডান স্পোর্টিং। গ্যালারিতেও আছড়ে পড়ল প্রতিবাদ।

Tollygunge Murder Updates: টালিগঞ্জের গ্রাহামস রোডে ভ্যাটের মধ্যে যুবতীর মাথা, আততায়ীকে চিহ্নিত করেছে পুলিশ

টালিগঞ্জের গ্রাহামস রোডে ভ্যাটের মধ্যে যুবতীর মাথা। আততায়ীকে চিহ্নিত করেছে পুলিশ। জানা গেছে নিহতের পরিচয়।কাটা মাথা উদ্ধার হলেও দেহের বাকি অংশের হদিশ এখনও মেলেনি। নিহত দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। পরিচারিকার কাজ করতেন ওই মহিলা। পুলিশ সূত্রে খবর, নিহতের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে এক রাজমিস্ত্রির। টাওয়ার ডাম্পিং পদ্ধতি ব্যবহার করে আততায়ী চিহ্নিত করেছে পুলিশ। মাথার পিছনে ভারী কিছু দিয়ে আঘাত করা হয় যুবতীকে। মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করার পর মাথা কাটা হয়। এমনই বলছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট।কাটা মাথা পাওয়ার ১২ ঘণ্টা আগে খুন, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।  

RG Kar Case: সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের জামিনের খবরে হতাশ তিলোত্তমার মা-বাবা

সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের জামিনের খবরে হতাশ তিলোত্তমার মা-বাবা। কান্নাভেজা গলায় তাঁরা সাফ জানিয়েছেন, আর সিবিআইয়ের ওপর ভরসা রাখতে পারছেন না তাঁরা। 

WB News LIVE Updates: চারঘণ্টার মধ্যে কেষ্টপুরে মহিলা খুনের কিনারা করল বাগুইআটি থানার পুলিশ

চারঘণ্টার মধ্যে কেষ্টপুরে মহিলা খুনের কিনারা করল বাগুইআটি থানার পুলিশ। নাগেরবাজারের মুড়াগাছা থেকে গ্রেফতার নিহত মহিলার ফেসবুক ফ্রেন্ড কৌশিক সাহা। মৃতের নাম অভিষিক্তা দে সাহা। কেষ্টপুরের রবীন্দ্র পল্লিতে স্বামী ও ৩ বছরের ছেলেকে নিয়ে থাকতেন বছর সাতাশের মহিলা। বিউটি পার্লারে কাজ করতেন। পুলিশ সূত্রে খবর, মাসকয়েক আগে কৌশিক সাহার সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব গড়ে ওঠে মহিলার। ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে। পুলিশ 
সূত্রে খবর, সম্প্রতি বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।অভিযোগ, তার জেরেই গতকাল মহিলাকে বাড়িতে একা পেয়ে গলায় ওড়নার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করে প্রেমিক। মহিলার মোবাইল ফোনের সূত্র ধরে অভিযুক্তকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ।

West Bengal News LIVE Updates: একই দিনে কেন্দ্রীয় এজেন্সির জোড়া ধাক্কা!

একই দিনে কেন্দ্রীয় এজেন্সির জোড়া ধাক্কা! নিয়োগ দুর্নীতিতে ED-র মামলায়, সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে গেলেন পার্থ চট্টোপাধ্য়ায়। ৯০ দিনেও CBI চার্জশিট দিতে না পারায়, আর জি কর হাসাপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুন মামলায় জামিন পেলেন প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন OC অভিজিৎ মণ্ডল। প্রশ্নের মুখে দুই কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা।

HS 2025 News Updates: উচ্চ মাধ্যমিকের সিলেবাসে বদল!

উচ্চমাধ্যমিক স্তরের সিলেবাসে এবার জাতীয় দলের পাশাপাশি আঞ্চলিক রাজনৈতিক দলের আখ্যান। দলগুলির বৈশিষ্ট, কার্যাবলী-সহ একাধিক বিষয় যুক্ত হচ্ছে উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচিতে। রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইংরেজি-সহ ১৯টি বিষয়ের পাঠ্যক্রমে পরিমার্জন করা হয়েছে। পরিবর্তিত পাঠ্যসূচির তালিকা প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে চালু হবে নতুন সিলেবাস। 

West Bengal News LIVE Updates: ট্যাব কেলেঙ্কারির পর এবার স্কলারশিপে দুর্নীতির অভিযোগ উঠল মালদায়

ট্যাব কেলেঙ্কারির পর এবার স্কলারশিপে দুর্নীতির অভিযোগ উঠল মালদায়। মাদ্রাসায় পড়ুয়াদের স্কলারশিপের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ। আলিয়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রতুয়ার বাটনা জেএম সিনিয়র মাদ্রাসায় স্নাতকোত্তরের পড়ুয়াদের অভিযোগ, স্কলারশিপের দ্বিতীয় দফার টাকা পাননি তাঁরা। যাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাঁরা কেউ পড়ুয়া নন। স্কলারশিপের লক্ষ লক্ষ টাকা তছরূপে অভিযুক্ত ফর্ম ফিলাপের দায়িত্বে থাকা কম্পিউটার শিক্ষক ইনজামামুল হক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, জেলাশাসক এবং জেলা শিক্ষা দফতররে অভিযোগ দায়ের করেছেন পড়ুয়ারা। দুর্নীতির তদন্তের দাবিতে সিআইডির কাছেও লিখিত আবেদন জানিয়েছেন তাঁরা।

SSC Recruitment Scam: ইডি-র মামলায় জামিন পেলেন পার্থ

সুপ্রিম কোর্টে ইডি-র মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। ২০২৫ সালের পয়লা ফেব্রুয়ারির মধ্যে তাঁর জেল-মুক্তির নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। তবে সিবিআই-এর মামলা বিচারাধীন হওয়ায়, এখনই মুক্তি পাচ্ছেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী। 

RG Kar Case: CBI নব্বই দিনেও চার্জশিট দিতে ব্য়র্থ হওয়ায়, জামিন পেয়ে গেলেন তৎকালীন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ

একই দিনে প্রশ্নের মুখে দুই কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা। আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুনের মামলায়, CBI নব্বই দিনেও চার্জশিট দিতে ব্য়র্থ হওয়ায়, জামিন পেয়ে গেলেন তৎকালীন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। অন্য়দিকে, নিয়োগ দুর্নীতিতে ED-র মামলায়, সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে গেলেন পার্থ চট্টোপাধ্য়ায়ও। 

প্রেক্ষাপট

আর জি কর-কাণ্ডে সন্দীপ-অভিজিতের জামিন, CBI-এর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে ফের পথে চিকিৎসকরা


দুপুর ৩টেয় রানি রাসমণি অ্যাভিনিউয়ে প্রতিবাদী গণ জমায়েতের ডাক অভয়া মঞ্চর


চার্জশিট না দিতে পারায় আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ ও টালা থানার প্রাক্তন ওসি-র জামিন


কাল প্রতিবাদে ফের পথে নামছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.