West Bengal News Live : মুদিয়ালিতে পিএসসি ভবনের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

West Bengal News LIVE Updates RG Kar Case : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

ABP Ananda Last Updated: 29 Oct 2024 03:12 PM
West Bengal News Live :মুদিয়ালিতে পিএসসি ভবনের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

মুদিয়ালিতে পিএসসি ভবনের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। ক্লার্কশিপ পরীক্ষা এক দিনে এক শিফটেই নিতে হবে, দাবি আন্দোলনকারীদের। 'স্বচ্ছতা বজায় রাখতে পরীক্ষার শেষে ওএমআর শিটের কার্বন কপি দিতে হবে পরীক্ষার্থীদের'। যেকোনও মূল্যে রুখতে হবে প্রশ্নফাঁস, দাবি আন্দোলনকারীদের

Suvendu Adhikari: SSKM-এ কাঁচি কেলেঙ্কারির অভিযোগে মুখ্যমন্ত্রীকে 'দায়ী' করলেন শুভেন্দু

এসএসকেএম-এ কাঁচি কেলেঙ্কারির অভিযোগ ঘিরে প্রশ্নের মুখে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। মূলত এসএসকেএম-এ প্রসূতি বিভাগে অপারেশন থিয়েটারে রোগীর পেট কাটতে গিয়ে ভেঙে মরচে ধরা কাঁচি ! ভাঙা কাঁচির ছবি পোস্ট করে প্রতিবাদে সরব হয় জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। এবার এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'এজন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়' !শুভেন্দু বলেন, 'জং ধরা কাঁচি পাওয়া যাচ্ছে এসএসকেম-এ। যাকে নিয়ে আমরা গর্ব করি, যে পশ্চিমবঙ্গের  সবচেয়ে ভাল হাসপাতাল। আর সেখানেই জং ধরা কাঁচি পাওয়া গিয়েছে! আমাদের তো বলার কিছু নেই। ১৩ বছর পশ্চিমবঙ্গ বিধানসভায় স্বাস্থ্য বাজেট হয় না। এরাজ্যে স্বাস্থ্য ব্যবস্থাকে গিলোটিনে পাঠানো হয়েছে। এজন্য দায়ী রাজ্যের অপদার্থ-অযোগ্য স্বাস্থ্যমন্ত্রী, যিনি সন্দীপ ঘোষের মাথার উপরে হাত ছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায়। '

PMAY Scam:আবাস যোজনায় সমীক্ষার কাজ শুরু হতেই দিকে দিকে ক্ষোভ-বিক্ষোভ

আবাস যোজনায় সমীক্ষার কাজ শুরু হতেই দিকে দিকে ক্ষোভ-বিক্ষোভ। এবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ২ নম্বর ব্লকের রায়দিঘিতে বিক্ষোভ । নামের তালিকায় গরমিল ও স্বজনপোষণের অভিযোগে BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ একাধিক গ্রামের বাসিন্দাদের

West Bengal News Live :গোসাবায় মন্ত্রী বঙ্কিম হাজরাকে ঘিরে তৃণমূলকর্মীদের একাংশের বিক্ষোভ

গোসাবায় মন্ত্রী বঙ্কিম হাজরাকে ঘিরে তৃণমূলকর্মীদের একাংশের বিক্ষোভ। স্থানীয় বিধায়ক সুব্রত মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ। বিক্ষোভের সময় হাজির ছিলেন তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল। মন্ত্রী-সাংসদ-বিধায়কের সামনে ক্ষোভ উগরে দেন তৃণমূলকর্মীদের একাংশ। কোনও বাজে কথা বললে কারও রেহাই নেই, হুঁশিয়ারি বঙ্কিমের। গোসাবা বিডিও অফিসে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন বঙ্কিম হাজরা, সুব্রত মণ্ডল ও প্রতিমা মণ্ডল। 

WB By Election 2024: উপ নির্বাচনের আগে আবাস যোজনার টাকা বিলির জন্য তালিকা চাওয়ার অভিযোগ

উপ নির্বাচনের আগে আবাস যোজনার টাকা বিলির জন্য তালিকা চাওয়ার অভিযোগ। ভোটের আগে বাঁকুড়ার ইন্দপুরের বিডিও-র বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। আবাস যোজনার টাকা গ্রামবাসীদের দিয়ে দেওয়ার জন্য তালিকা চান ওই বিডিও, অভিযোগ বিজেপির। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের বিজেপির। 

RG Kar Protest: 'অভয়ামঞ্চ' তৈরি করে ফের পথে নামতে চলেছে চিকিৎসকরা

আর জি কর হাসপাতালের নির্যাতিতার বিচারের দাবিতে, এবার, 'অভয়ামঞ্চ' তৈরি করে ফের পথে নামতে চলেছে চিকিৎসকরা। সোমবার, অ্য়াকাডেমি অফ ফাইন আর্টসে বৈঠকে বসেন ওয়েস্টবেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স এর সদস্যরা। বৈঠকে ছিলেন ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও। বৈঠকে স্থির হয়েছে, জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে ৩০ অক্টোবর, রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে CBI-এর দফতর CGO কমপ্লেক্স পর্যন্ত যে অভিযানের ডাক দেওয়া হয়েছে, তাতে অংশ নেবেন 'অভয়া মঞ্চের' প্রতিনিধিরা।

Ration Scam: রেশন দুর্নীতি মামলায় তল্লাশিতে বাজেয়াপ্ত মোবাইল ফোনেই কি লুকিয়ে রহস্যের চাবিকাঠি?

রেশন দুর্নীতি মামলায় তল্লাশিতে বাজেয়াপ্ত মোবাইল ফোনেই কি লুকিয়ে রহস্যের চাবিকাঠি? ED-র আশঙ্কা, মোবাইল ফোন থেকে প্রচুর তথ্য মুছে ফেলা হতে পারে। রেশন দুর্নীতি ৪ জেলার ১৩টি জায়গায় তল্লাশি চালায় ED। সূত্রের দাবি, বাজেয়াপ্ত করা হয়েছিল ৮টি মোবাইল ফোন। এই ফোনগুলি খুলে তথ্য উদ্ধারের জন্য বিশেষ দল গঠন করেছে কেন্দ্রীয় এজেন্সি। ED-র দাবি, তল্লাশিতে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ৩ হাজার পাতার নথি

Kalipuja 2024: জলপাইগুড়ির এই পুজো দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন স্থানীয়রা

কথিত আছে, এই পুজো শুরু করেছিলেন ভবানী পাঠকএখানে মা কালীর রয়েছে বিশেষ মাহাত্ম্য়। স্থানীয়রা বলেন, মায়ের এই রূপ দেখা যায় না অন্য় কোথাও । জলপাইগুড়ির এই পুজো দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন স্থানীয়রা।

West Bengal News Live : আবাস যোজনায় সমীক্ষার কাজ শুরু হতেই দিকে দিকে ক্ষোভ-বিক্ষোভ

আবাস যোজনায় সমীক্ষার কাজ শুরু হতেই দিকে দিকে ক্ষোভ-বিক্ষোভ। এবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ২ নম্বর ব্লকের রায়দিঘিতে বিক্ষোভ । নামের তালিকায় গরমিল ও স্বজনপোষণের অভিযোগে BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ একাধিক গ্রামের বাসিন্দাদের

Kali Puja 2024: পুজোর রাতেই মাকে নিবেদন করা হয় শোল মাছ পোড়া

 



দেবীর অপার মহিমা। তাঁকে ডাকলে পাওয়া যায় সবকিছু। তবে তাঁকে তুষ্ট করতে হলে মানতে হয় একাধিক নিয়ম। কোচবিহারের এই পুজো ঘিরে রয়েছে প্রাচীন ইতিহাস। মাকে সাজাতে লাগে ১০৮ টি সোনা এবং রুপোর মুণ্ডমালা।পুজোর রাতেই মাকে নিবেদন করা হয় শোল মাছ পোড়া।

West Bengal News Live: তৃণমূলের বিজয়া সম্মিলনীতে ডাক পেলেন না বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

তৃণমূলের বিজয়া সম্মিলনীতে ডাক পেলেন না বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। শিক্ষা দুর্নীতি মামলায় জেল খেটে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেয়েছেন জীবনকৃষ্ণ। জেলমুক্তির পর বিধায়ককে নিয়ে দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন বড়ঞার ব্লক সহ সভাপতি মঞ্চে দাঁড়িয়ে তাঁর ঘোষণা, যতদিন পদে আছেন, শুধুমাত্র কাগজে সই-সাবুদ করবেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। দলের সাংগঠনিক কাজে তাঁকে ব্যবহার না করার নির্দেশ রয়েছে। গতকাল মুর্শিদাবাদের বড়ঞায় বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিল তৃণমূল নেতৃত্ব। 

Kolkata News: কলকাতায় ফের দুষ্কৃতী-দৌরাত্ম্য

কলকাতায় ফের দুষ্কৃতী-দৌরাত্ম্য। নারকেলডাঙা নর্থ রোডের বাসিন্দা যুবককে ছুরির কোপ। ছুরি দিয়ে যুবককে কুপিয়ে উধাও দুষ্কৃতীরা। যুবককে লক্ষ্য করে গুলিও চালানো হয়েছে, দাবি পরিবারের। রাত সোয়া ৩টে নাগাদ নারকেলডাঙার কাইজার স্ট্রিটে এই ঘটনা ঘটেছে

SSKM: এসএসকেএম-কাণ্ডে রাজ্য সরকারকে আক্রমণ করতে ছাড়েনি বিরোধীরাও

এই ঘটনা নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করতে ছাড়েনি বিরোধীরাও। গোটা বিষয়টি নিয়ে এসএসকেএম হাসপাতালের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্য ভবন।

TET: চলতি বছরে হচ্ছে না প্রাথমিকের টেট

দীর্ঘদিন নিয়োগ নেই, চলতি বছরে হচ্ছে না প্রাথমিকের টেট, খবর সূত্রের। 'এখনও পুরনো পরীক্ষারই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি'। তাই এবছর পরীক্ষা নেওয়ার সম্ভাবনা নেই, খবর প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রের।

SSKM: এবার সামনে এল এসএসকেএম হাসপাতালে কাঁচি কেলেঙ্কারি

আর জি কর মেডিক্যালে গ্লাভস-কাণ্ডের পরে এবার সামনে এল এসএসকেএম হাসপাতালে কাঁচি কেলেঙ্কারি। হাসপাতালে প্রসূতির অস্ত্রোপচারের সময় মরচে ধরা কাঁচি ভেঙে যাওয়ার অভিযোগ করলেন এক জুনিয়র ডাক্তার। জুনিয়র চিকিৎসকের দাবি, মরচে ধরা কাঁচিটিও ছিল সিল করা প্যাকেটেই! ওই জুনিয়র ডাক্তারের আরও চাঞ্চল্য়কর দাবি, মরচে লুকোতে কাঁচির ওপর রঙ করা হয়েছিল! একের পর এক ঘটনায়, সরকারি হাসপাতালের বেহাল দশাই বেআব্রু  হয়ে যাচ্ছে বলে সরব হয়েছেন চিকিৎসকরা। 

West Bengal News Live : আবাস যোজনায় সমীক্ষার কাজ শুরু হতেই দিকে দিকে ক্ষোভ-বিক্ষোভ

আবাস যোজনায় সমীক্ষার কাজ শুরু হতেই দিকে দিকে ক্ষোভ-বিক্ষোভ। এবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ২ নম্বর ব্লকের রায়দিঘিতে বিক্ষোভ। নামের তালিকায় গরমিল ও স্বজনপোষণের অভিযোগে BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ একাধিক গ্রামের বাসিন্দাদের। 

Ration Scam: মালদায় তৃণমূল নেতা-ডিলারকে ৮ কোটি টাকা জরিমানা খাদ্য দফতরের

হাজারের বেশি ভুয়ো কার্ড, ৭ বছর ধরে রেশন লুঠ! মালদায় তৃণমূল নেতা-ডিলারকে ৮ কোটি টাকা জরিমানা খাদ্য দফতরের। ইনস্পেক্টরের বিরুদ্ধেও তদন্ত।

West Bengal News Live : আবার 'আবাস'!

অন্ডাল, গোঘাট থেকে পাথরপ্রতিমা, পুরুলিয়া। আবাসে স্বজনপোষণের অভিযোগে ফের বিক্ষোভ। পঞ্চায়েত অফিসে তালা! ফিরতে হল সমীক্ষকদের!

SSKM Update: এসএসকেএমের রিপোর্ট চাইল স্বাস্থ্য ভবন

কীভাবে হাসপাতালে জং ধরা কাঁচি? এসএসকেএমের রিপোর্ট চাইল স্বাস্থ্য ভবন। 

RG Kar Case : প্রায় ৩ মাস পার, অধরা বিচার, ফের আন্দোলনে ডাক্তাররা

প্রায় ৩ মাস পার, অধরা বিচার, ফের আন্দোলনে ডাক্তাররা। অমিত শাহ ফিরতেই ফের CGO অভিযানের ডাক। ৮০টা সংগঠনকে নিয়ে তৈরি হল ‘অভয়া মঞ্চ’। 

Madan Mitra: তৃণমূলের আর জি কর ইস্যু মোকাবিলা নিয়ে বিস্ফোরক মদন

‘অভিষেকের লেভেলের নয়, ওটা মুখ্যমন্ত্রীর ব্যাপার ছিল’। তৃণমূলের আর জি কর ইস্যু মোকাবিলা নিয়ে বিস্ফোরক মদন। 

RG Kar Protest : এবার 'দ্রোহের আলো জ্বালো'

দ্রোহের কার্নিভালের পর ৪ নভেম্বর বাড়িতে বাড়িতে দ্রোহের আলো জ্বালো। ৯ নভেম্বর জনতার চার্জশিট। জয়নগর থেকে জয়গাঁ মিছিলের ডাক। ৮০টি সংগঠন মিলে তৈরি হল অভয়া-মঞ্চ। 

প্রেক্ষাপট

কলকাতা: দ্রোহের কার্নিভালের পর ৪ নভেম্বর বাড়িতে বাড়িতে দ্রোহের আলো জ্বালো। ৯ নভেম্বর জনতার চার্জশিট। জয়নগর থেকে জয়গাঁ মিছিলের ডাক। ৮০টি সংগঠন মিলে তৈরি হল অভয়া-মঞ্চ। চলতি বছরে হচ্ছে না প্রাথমিকের টেট। তেইশে পরীক্ষা হয়েও অধরা রেজাল্ট। শুরু হয়নি বাইশের নিয়োগ প্রক্রিয়াও। কীভাবে হাসপাতালে জং ধরা কাঁচি? এসএসকেএমের রিপোর্ট চাইল স্বাস্থ্য ভবন।   ‘অভিষেকের লেভেলের নয়, ওটা মুখ্যমন্ত্রীর ব্যাপার ছিল’। তৃণমূলের আর জি কর ইস্যু মোকাবিলা নিয়ে বিস্ফোরক মদন।  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.