West Bengal News Live Updates:সোমবার সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি
WB News Live Updates: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাতদখল ঘিরে বারাসাত কলোনি মোড়ে তুলকালাম
বিশ্বভারতীতে ভিনরাজ্যের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু
সোমবার সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই হবে শুনানি
প্রধান বিচারপতির বেঞ্চ না বসায় আজ সুপ্রিম কোর্টে শুনানি হয়নি
সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি
আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই-নির্দেশ চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ সন্দীপ ঘোষও ----
কাল সুপ্রিম কোর্টে সন্দীপ ঘোষের মামলার শুনানি
অবশেষে সাসপেন্ড অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাস
আর জি কর-কাণ্ডের আবহে এবার পুরুলিয়ায় কলেজ ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগ, গ্রেফতার কলেজেরই এক অধ্যাপক
আর জি কর কাণ্ডের প্রতিবাদে একের পর এক শিল্পীর পদ ও পুরস্কার প্রত্যাখ্যান
নাম না করে চন্দন সেনকে কটাক্ষ করলেন শিক্ষামন্ত্রী
আর জি কর কাণ্ডের প্রতিবাদে এবার ডোরিনা ক্রসিংয়ে ধর্নায় বসছে বিজেপির তফশিলি মোর্চা। টানা ১০ ধর্নার অনুমতি দিল হাইকোর্ট। রাজ্যের আপত্তি খারিজ।
আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই সাগর দত্ত মেডিক্যালে তাণ্ডব। কলেজ কাউন্সিলের বৈঠক চলাকালীন ভাঙচুর। পড়ুয়াদের একাংশ ও বহিরাগতদের বিরুদ্ধে হামলার অভিযোগ অধ্যক্ষের।
এসএসকেএম হাসপাতালের বাইরে পুরসভার রোগী সহায়তা কেন্দ্র ঘিরে তুলকালাম। রোগীদের ভুল বোঝানোর অভিযোগ তুলে সহায়তা কেন্দ্র ঘিরে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের।
সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে সিবিআই তল্লাশিতে উদ্ধার চাঞ্চল্যকর নথি
সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে সিবিআই তল্লাশিতে উদ্ধার চাঞ্চল্যকর নথি
অবশেষে সাসপেন্ড অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাস
কোচবিহারের মাথাভাঙায় রাত দখল কর্মসূচিতে হামলার ঘটনায় ৩ গ্রেফতার করল পুলিশ
আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই সাগর দত্ত মেডিক্যালে হামলা। কলেজ কাউন্সিলের বৈঠক চলাকালীন হামলা।
এবার বিদ্যাসাগর পুরস্কার ফেরাচ্ছেন প্রাবন্ধিক কৃত্যপ্রিয় ঘোষ। আর জি করকাণ্ডের জেরে ফেরাচ্ছেন সাম্মানিক ২৫ হাজার টাকা। আর জি করকাণ্ডে সরকারের যা করণীয় তা করতে ব্যর্থ, এখন সহ্য করা মুশকিল, জানালেন কৃত্যপ্রিয় ঘোষ।
আর জি কর মেডিক্যালের সেমিনার রুম সংলগ্ন শৌচাগার ভাঙা নিয়ে নতুন বিতর্ক
'ভিডিওতে যা বলেছি, বলতে বাধ্য হয়েছি' বিস্ফোরক অভিযোগ আর জি কর মেডিক্যালে নিহত তরুণীর পরিবারের
আর জি কর কাণ্ডের প্রতিবাদে একের পর এক শিল্পীর পদ ও পুরস্কার প্রত্যাখ্যান
ডাক্তারদের ডিউটি রুম ও অ্যাটাচড টয়লেট সংস্কারের সম্মতি এসেছিল স্বাস্থ্য ভবন থেকে?
আর জি কর কাণ্ডের প্রতিবাদে ফের পথে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও অধ্যাপকরা
আর জি কর-কাণ্ডের আবহে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগকারিণীর পরিবারের বিরুদ্ধে অভিযুক্তকে পিটিয়ে মারার অভিযোগ। খুনের অভিযোগে ২ মহিলা-সহ ৩ জনকে গ্রেফতার করেছে মথুরাপুর থানার পুলিশ। স্থানীয়দের দাবি, কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন গৃহবধূ। অভিযোগ, ঝাড়ফুঁক করানোর নামে মহিলার শ্লীলতাহানি করেন গুণিন বলে পরিচিত এক প্রৌঢ়। মহিলার আত্মীয়দের মারধরে গুনিন অসুস্থ হয়ে পড়ায়, তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে প্রৌঢ়কে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরই নিহতের পরিবারের অভিযোগ মথুরাপুর থানায় খুনের অভিযোগ দায়ের করে।
মাথাভাঙায় রাত দখল কর্মসূচিতে হামলা, প্রতিবাদী নাট্যকর্মীকে মারধর। তৃণমূলের শহর ব্লক সভাপতির সামনেই মারধর। প্রতিবাদ আটকাতে চুন দিয়ে মুছে দেওয়া হয় রাস্তায় লেখা ‘উই ওয়ান্ট জাস্টিস’ গ্রাফিতি। অভিযোগপত্রে নাম থাকা ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ৩ তৃণমূলকর্মীর নাম ছিল অভিযোগপত্রে।
কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে বিনীত গোয়েলের অপসারণ চেয়ে জনস্বার্থ মামলা। বিনীত গোয়েলের হয়ে মামলার নোটিশ গ্রহণের নির্দেশ সরকারি আইনজীবীকে। নির্দেশ দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে এবার পদত্যাগ শিল্পী সনাতন দিন্দার। রাজ্য চারুকলা পর্ষদের সদস্যপদ ছাড়লেন সনাতন। দীর্ঘদিন রাজ্য চারুকলা পর্ষদের কার্যকরী সদস্য ছিলেন সনাতন।
নাট্যকার-শিল্পীদের পুরস্কার 'প্রত্যাখ্যান' নিয়ে এবার কটাক্ষ ব্রাত্য বসুর। 'নাটকের যিনি পুরস্কার ত্যাগ করছেন, তিনি বামফ্রন্টের প্রার্থী ছিলেন'
তারপরেও নাট্য অ্যাকাডেমি তাঁকে পুরস্কৃত করেছে, মন্তব্য শিক্ষামন্ত্রীর। 'কেন্দ্রীয় স্তরে যদি এমন কোনও ঘটনা ঘটে, তাঁদের কাছে কেন্দ্রীয় সরকারের পুরস্কার থাকলে, ফেরত দেবেন তো?' পুরস্কার ত্যাগ নিয়ে মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। এবার নাট্য অ্যাকাডেমির দেওয়া সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার ফেরালেন সঞ্জিতা মুখোপাধ্যায়।
মাথাভাঙায় রাত দখল কর্মসূচিতে হামলা, ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। ৩ জনেরই নাম ছিল অভিযোগপত্রে। তৃণমূলের শহর ব্লক সভাপতির সামনেই মারধর করা হয়েছিল আন্দোলনকারীদের। প্রতিবাদ আটকাতে চুন দিয়ে মুছে দেওয়া হয় রাস্তায় লেখা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান। ছবি প্রকাশ্যে এলেও ঘটনায় দলীয়-যোগ অস্বীকার করল তৃণমূল। রাজ্য তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায়ের দাবি, রাস্তায় প্রতিবাদ-আলপনা আঁকা নিয়ে স্থানীয়দের ক্ষোভ সামাল দিতেই ঘটনাস্থলে যান তৃণমূলের শহর ব্লক সভাপতি বিশ্বজিৎ রায়। যদিও গতকাল প্রতিবাদ জানানোর কথা মেনে নিয়েছিলেন অভিযুক্ত তৃণমূল নেতা।
আর জি কর-কাণ্ডের আবহে এবার পুরুলিয়ায় কলেজ ছাত্রীর। শ্লীলতাহানীর অভিযোগ, গ্রেফতার কলেজেরই এক অধ্যাপক । ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। আজই তাঁকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে।পুরুলিয়া শহরের দেশবন্ধু রোডে ভাড়া বাড়িতে থাকতেন ওই অধ্যাপক। গতকাল তাঁর বিরুদ্ধে পুরুলিয়া মহিলা থানায় অভিযোগ দায়ের করেন কলেজ ছাত্রীর মা।
চেতলায় মদের আসরে বন্ধুর হাতে বন্ধু খুন। পীতম্বর ঘটক লেনে সিআইটি আবাসনে কুপিয়ে খুন। বন্ধুপত্নী সম্পর্কে কুকথা বলায় চপারের কোপ
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
আর জি কর কান্ডের আবহে এবার শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে। নিহত ৬২ বছরের বাবলু পাহাড়ি স্থানীয় মন্দিরবাজারের বাসিন্দা।
ফের মধ্যমগ্রামে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। তার জেরে উত্তপ্ত বিটি কলেজ পালপাড়া এলাকা। ঘটনাস্থলে যায় এয়ারপোর্ট থানার পুলিশ। নামানো হয় raf.। পরিস্থিতির সামাল দিতে হিমশিম খায় পুলিশ। অবশেষে অভিযুক্ত এবং তার আত্মীয়কে আটক করে পুলিশ।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এবার পদত্যাগ করার ইচ্ছাপ্রকাশ করলেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ২ সদস্য। এরপরই রাজ্য় মেডিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট সুদীপ্ত রায়কে চিঠি পাঠিয়ে পদত্যাগ করতে অনুরোধ করল ইন্ডিয়ান মেডিক্য়াল অ্য়াসোসিয়েশনের রাজ্য় শাখা। পাশাপাশি আরও পাঁচ সদস্যকে সাসপেন্ড করতেও আর্জি জানিয়েছে রাজ্য় আইএমএ।
শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায়, ফের ED-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ। আজ সকাল সাড়ে ১০টা নাগাদ, CGO কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। সূত্রের দাবি, বাজেয়াপ্ত হওয়া ফোন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চন্দ্রনাথ সিংহকে তলব করা হয়েছে।
সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার ২৪ ঘণ্টার মধ্যে বর্ধমান মেডিক্যালের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে সরিয়ে দিল স্বাস্থ্য ভবন। পাঠানো হল কাকদ্বীপে। স্বাস্থ্যভবনের সিদ্ধান্তে খুশির হাওয়া বর্ধমান মেডিক্যাল কলেজে। স্বাস্থ্যভবনের অনুমতি নিয়েই তাঁকে রাখা হয়েছিল, দাবি করেছেন বর্ধমান মেডিক্যালের অধক্ষ। আট মাস আগের মেরিট বেসড কাউন্সেলিং-এর ফলে বদলি। এর সঙ্গে আর জি কর-কাণ্ডের কোনও যোগ নেই, দাবি করেছেন বিরূপাক্ষ।
দেহ কেন হাইজ্যাক, কেন টাকা অফার? জুনিয়র ডাক্তারদের প্রতিবাদে সামিল হয়েই পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলল চিকিৎসকের পরিবার।
প্রেক্ষাপট
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাতদখল ঘিরে বারাসাত কলোনি মোড়ে তুলকালাম। ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে টেনে-হিঁচড়ে প্রতিবাদীদের সরায় পুলিশ। মত্ত অবস্থায় পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে ৫ মহিলা সহ ১৮ জন গ্রেফতার। ধৃতরা বহিরাগত বলে পুলিশের দাবি। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে গতকাল বারাসাতের তিন জায়গায় রাতদখলে যোগ দেন প্রতিবাদীরা। পুলিশের দাবি, এরপর বারাসাত কলোনি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েকজন। যানজট তৈরি হওয়ায় রাত সাড়ে ৩টে নাগাদ বারাসাতের SDPO-র নেতৃত্বে সেখানে পৌঁছয় পুলিশ শুরু হয় ধরপাকড়, বিক্ষোভকারীদের টেনে-হিঁচড়ে তুলে দেয় বারাসাত থানার পুলিশ।
কোচবিহারে রাত দখল কর্মসূচিতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের ব্লক সভাপতির সামনেই মারা হল আন্দোলনকারীকে। ঘটনার প্রতিবাদে সরব বিরোধীরা। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আর জি কর-মামলার শুনানি। আর জি কর-মামলায় আজ সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না
আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ বসবে না।
দেহ কেন হাইজ্যাক, কেন টাকা অফার? জুনিয়র ডাক্তারদের প্রতিবাদে সামিল হয়েই পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলল চিকিৎসকের পরিবার।
প্রথম থেকেই অসম্ভব চাপ তৈরি করেছিল পুলিশ। সাদা কাগজে সই করানোর চেষ্টাও হয়েছিল। বারবার মিথ্যে বলছে পুলিশ। চাঞ্চল্যকর পরিবার।
শ্যামবাজারে রাত দখল কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে ঋতুপর্ণা। গাড়ি ঘিরে বিক্ষোভ।
নেতাদের হুঁশিয়ারির মধ্যেই কোচবিহারের মাথাভাঙায় রাত দখলে হামলা! বিচারের দাবিতে গ্রাফিতি মুছে ব্লক সভাপতির সামনেই বেধড়ক মার তৃণমূলের।
শহর ব্লক সভাপতির সামনেই কোচবিহারে মার। রেহাই পেলেন না প্রবীণরাও। দলবল নিয়ে মারধরের পরে কিছুই হয়নি বলে নেতার!
রবিবারের পুনরাবৃত্তি বুধবারেরও। গড়িয়া থেকে সিঁথি-রাত দখল অভিযানেও মহিলাদের কটূক্তি। ধরে বেধড়ক মার। কোনওরকমে উদ্ধার করল পুলিশ।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে নিভল আলো। জুনিয়র ডাক্তারদের ডাকে সাড়া দিয়ে রাজ্য জুড়ে বেনজির প্রতিবাদ। আলো নিভল রাজভবন থেকে ভিক্টোরিয়াও।
দিন বদলের স্বপ্নে রাত দখল। ১ ঘণ্টার জন্য নামল আঁধার। বিচারের দাবিতে হাতে মোমবাতি, মশাল নিয়ে প্রতিবাদে এক সুর কলকাতা থেকে কোচবিহার।
সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আর জি কর মামলার শুনানি। আজ বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ।
বিচার যত পিছোবে, মিছিল তত এগোবে। আর জি কর মামলায় বলছেন আন্দোলনকারীরা।
শাসকের রক্তচক্ষুকে থোড়াই কেয়ার। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের হুমকির পরেও রাত দখল!
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ফের রাত দখল। বাংলা থেকে দিল্লি-পথে নেমে প্রতিবাদ।
বিচারের দাবিতে ফের রাজপথে নেমে জনগর্জন। যাদবপুরের মিছিলে যোগ দিলেন আর জি করের জুনিয়র চিকিৎসকরাও।
কলকাতা থেকে দিল্লি। আর জি কর-কাণ্ডে প্রতিবাদের আঁচ রাজধানীতেও।
বাস্তিল দুর্গ পতন স্মরণ করানোর পর মর্যাদা নিয়ে বাঁচার ডাক। ফের সরব সুখেনদুশেখর। দিল্লিতে মোমবাতি হাতে প্রতিবাদ, চোখে জল।
এখনও পুলিশ কমিশনারের ইস্তফার দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। বৃহত্তর লড়াইয়ের ডাক।
আর জি কর কাণ্ডে আরও চাপ বাড়াচ্ছেন চিকিৎসকরা। বেনজির মানববন্ধনের পর এবার এসএসকেএমে কনভেশন।
সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল চেয়ে কাউন্সিল থেকে পরপর চিকিৎসকের ইস্তফা। নাম জড়ানো সদস্যদের আপাতত কাজ থেকে দূরে রাখার দাবিতে চিঠি।
মুর্শিদাবাদ থেকে কলকাতা। সন্দীপের দৌলতেই পরপর হাসপাতালে ২ ঘনিষ্ঠ বিপ্লব-সুমন হাজরার বরাত! অ্যাকাডেমিক ফান্ড থেকেও বিল, দাবি সিবিআইয়ের।
১ বছর আগের বদলির নির্দেশ, সন্দীপ সাসপেন্ডের পরে সরানো হল বিরূপাক্ষকেও। বর্ধমান থেকে পাঠানো হল কাকদ্বীপে। রুটিন বদলি, দাবি চিকিৎসকের।
আর জি কর-কাণ্ডের মধ্যেই উত্তপ্ত উত্তরবঙ্গ মেডিক্যাল। হুমকি-দাদাগিরি থেকে তোলাবাজির অভিযোগে বিক্ষোভ। ডিন অফ স্টুডেন্টেসের ইস্তফা।
ধর্ষণে মৃত্যুদণ্ড চেয়ে বিধানসভায় বিল। মুখ্যমন্ত্রীর সদিচ্ছা নিয়ে প্রশ্ন প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রীর। রাজ্যে কেন হয়নি পর্যাপ্ত ফাস্ট ট্র্যাক ও পকসো কোর্ট, প্রশ্ন শুভেন্দুর।
শিক্ষা-নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির মুখোমুখি মন্ত্রী চন্দ্রনাথ সিন্হা। বাজেয়াপ্ত ফোনে পাওয়া তথ্যের ভিত্তিতে সিজিও কমপ্লেক্সে ম্যারাথন জিজ্ঞাসাবাদ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -