West Bengal News Live: নেতাজির সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা TMC বিধায়কের !

West Bengal News LIVE Updates : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

ABP Ananda Last Updated: 24 Jan 2025 12:01 AM
West Bengal News Live: CBI-এ অনাস্থা, হাইকোর্টের দ্বারস্থ হলেন নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা

CBI-এ অনাস্থা। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। হাইকোর্টে রিট পিটিশন দায়ের করলেন কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মীর দাদা।CBI-এর ভূমিকায় প্রশ্ন তুলে তাঁর দাবি, প্রথম চার্জশিটে ২০ জনের উল্লেখ ছিল। পরে তিনি আরও কয়েকজনের নাম বলেন। কিন্তু তাঁদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়নি সিবিআই। ২ অভিযুক্তের জামিনের বিরোধিতায় সুপ্রিম কোর্টে আবেদন করা হলেও সেখানে সিবিআইয়ের আইনজীবী উপস্থিত ছিলেন না বলে অভিযোগ কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মীর দাদা বিশ্বজিৎ সরকারের। ২০২১ সালে বিধানসভা ভোটের গণনার দিন অর্থাৎ ২ মে খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। 

Jalpaiguri News: এবার নিউ জলপাইগুড়িতে গ্রেফতার বাংলাদেশি

এবার নিউ জলপাইগুড়িতে গ্রেফতার বাংলাদেশি। অনুপ্রবেশে সাহায্য়ের অভিযোগে ধৃত আরও ১ দালাল। বাংলাদেশের ঠাকুরগঞ্জে ভারতে অনুপ্রবেশ আতাউর রহমানের। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ যাওয়ার পথে ধৃত বাংলাদেশি

TMC MLA On Netaji Mamata: নেতাজির সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা TMC বিধায়কের !

আজ নেতাজির জন্মদিন। সারাদেশ জুড়ে সাড়ম্বড়ে পালিত হচ্ছে উৎসব। এমনই এক দিনে নেতাজি জন্মজয়ন্তীতে সুভাষচন্দ্র বসুর সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা করলেন শাসকনেতা সৌমেন মহাপাত্র ! 'মুখ্যমন্ত্রীর যা গুণ রয়েছে, তাতে তিনি বিত্তশালী হতে পারতেন, কিন্তু হননি। নেতাজির মতো মুখ্যমন্ত্রীও জনগণের জন্য আত্মনিবেদন করেছেন', মহিষাদলের অনুষ্ঠানে মন্তব্য তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্রর। 


 

Rachana Banerjee: চুঁচুড়ার মেলায় স্টল দিলেন রচনা

কিনলেই মিলবে ডিসকাউন্ট। মিলবে উপরি গিফট। চুঁচুড়া মাঠে স্টল দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়া বক্সিং গ্রাউন্ডে আজ থেকে শুরু হল চুঁচুড়া বিধানসভা উৎসব।সেই উৎসবে শাড়ি ও বিউটি প্রডাক্টের স্টল দিলেন রচনা।বললেন, 'যারা কিনবে তারাই ১০ শতাংশ ছাড় পাবেন।এছাড়াও বেশি কেনাকাটার উপর মিলবে আকর্ষণীয় ছাড়,শাড়ি ফ্রি দেওয়া হবে।'

Kunal Compares Suvendu Sukanta: সুকান্ত নবজাতক, শুভেন্দু অভিজ্ঞ : কুণাল ঘোষ

'বিজেপির অভ্যন্তরীণ রাজনীতিতে সুকান্ত মজুমদার নবজাতক। শুভেন্দু অধিকারী সাংগঠনিক কাজ ও প্রশাসনিক দিক থেকে অনেক বেশি অভিজ্ঞ। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুলের ছাত্র। বিজেপির রাজনীতিতে সুকান্ত ৪০-৫০ পেলে শুভেন্দু ৭০-৮০ পাওয়ার যোগ্য'। বিজেপিতে শুভেন্দু বনাম সুকান্ত সংঘাত জল্পনার মধ্যেই শুভেন্দুকে সার্টিফিকেট তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের।

Kolkata Building Collapse: ট্যাংরায় হেলে পড়া বহুতলে পুরসভার নোটিস

ট্যাংরায় হেলে পড়া বহুতলে পুরসভার নোটিস। ৩ দিনের মধ্যে বাড়ি খালি করতে বলা হয়েছে নোটিসে। কারও আপত্তি থাকলে, তা লিখিত আকারে জানাতে হবে ২৪ ঘণ্টার মধ্যে। গতরাত থেকে বহুতলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ফলে বাসিন্দারা জল পাচ্ছেন না, বহুতলের লিফটও কাজ করছে না। বহুতলে এখনও রয়েছে ১১টি পরিবার।


 


 

Murder Case: ফের শহরে হাড়হিম করা হত্যাকাণ্ড!


ফের শহরে হাড়হিম করা হত্যাকাণ্ড!  জোকার ডায়মন্ড পার্কে মহিলাকে নৃশংসভাবে খুন। ভাড়া বাড়ি থেকে মহিলার গলা কাটা মৃতদেহ উদ্ধার
মুখে গোঁজা ছিল কাপড়, কাটা ছিল গলা । ৭ দিন আগে স্বামী-স্ত্রী পরিচয়ে বাড়ি ভাড়া নিয়েছিলেন যুগল। আজ মহিলার দেহ উদ্ধার, ঘটনার পর উধাও সঙ্গী। পরিকল্পিত খুন, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তদন্তে হরিদেবপুর থানা ও লালবাজারের হোমিসাইড শাখা।

WB News Live: গোয়ালপোখরের ঘটনায় জালে আরও ১


গোয়ালপোখরের পর কালিয়াচক। ফের পুলিশকে লক্ষ্য করে গুলি। বেআইনি কাফ সিরাপ উদ্ধারে গিয়ে আক্রান্ত উর্দিধারীরা। ধৃত ২, উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি।  

West Bengal News Live: বহুতলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বহুতলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। জল পাচ্ছেন না বাসিন্দারা। ওঠানামার জন্য লিফটও অচল। যাব কোথায়, প্রশ্ন আবাসিকদের। 

Kolkata Building Collapse: ফের হেলে পড়ল বহুতল

গত ৮ দিনে এই নিয়ে ৫। বাঘা যতীন, বেলঘরিয়া, ট্যাংরার পর এবার বিধাননগর পুরসভার দুটি এলাকায় হেলে পড়ল বহুতল। আতঙ্কিত বাসিন্দারা।

Kolkata Metro: মেট্রোর সামনে ঝাঁপ ! পরিষেবা বন্ধ এই রুটে..

গড়িয়ায় মেট্রোর সামনে ঝাঁপ, টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল বন্ধ। দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত চলছে মেট্রো রেল। 

প্রেক্ষাপট

কলকাতা: গত ৮ দিনে এই নিয়ে ৫। বাঘা যতীন, বেলঘরিয়া, ট্যাংরার পর এবার বিধাননগর পুরসভার দুটি এলাকায় হেলে পড়ল বহুতল। আতঙ্কিত বাসিন্দারা। CCR ব্রিজ সংস্কারের জন্য সকাল থেকে বালি ব্রিজে যান নিয়ন্ত্রণ। আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে হাজির প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা। হবে কি ফুল বদল? আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়ি-অফিসে দুষ্কৃতী হামলা। পাথর দিয়ে ভাঙা হল টেবিলের কাচ। ব্যারাকপুরের চিড়িয়ামোড়ে গুলিকাণ্ডে ৩ জন গ্রেফতার।  রাজ্যের পর এবার CBI, সঞ্জয়ের ফাঁসি চেয়ে কাল হাইকোর্টে আবেদন। এক্তিয়ার নিয়ে প্রশ্ন, ফাঁসির আবেদন নিয়ে কী কৌশল নেবে রাজ্য? শীতের আমেজে রসনা তৃপ্তির হরেক পদ নিয়ে ফের হাজির খাইবার পাস। বাগবাজার সর্বজনীনে আজ থেকে শুরু। চলবে ২৬ তারিখ পর্যন্ত। দুপুর ১টা থেকে রাত ১০টা। 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.