West Bengal News LIVE: বিচার চেয়ে শাসকের রোষানলে অভয়ার পরিবার

West Bengal News LIVE : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

ABP Ananda Last Updated: 28 Jan 2025 03:50 PM
RG Kar Case: সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশে হতাশ মুখ্যমন্ত্রী

সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশে হতাশ মুখ্যমন্ত্রী। শেষ প্রমাণ লোপাটের জন্য মরিয়া হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী। ফাঁসি চেয়ে হাইকোর্টে রাজ্যের আবেদনের পর আক্রমণ করেছিলেন আর জি করকাণ্ডে নিহত মহিলা চিকিৎসকের মা।

Madan On RG Kar Case: আরও বেলাগাম মদন, রেহাই নেই সন্তানহারা পরিবারেরও!

আরও বেলাগাম মদন, রেহাই নেই সন্তানহারা পরিবারেরও! কুণাল, ববি, কল্যাণের পরে চিকিৎসকের মা-বাবাকে বেলাগাম আক্রমণ। 'পরিষ্কার করে বলুন কী চাই? টাকা? মনে করলে টাকাই চান', সবকিছু টাকা দিয়েই ঢাকা যায়, পরিবারকে বেলাগাম আক্রমণে মদন । 

CBI ON RG Kar Case: আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় রিপোর্ট জমা দিল CBI

আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় রিপোর্ট জমা দিল CBI।'৩ ভেন্ডরের কাছ থেকে বরাত পিছু ৮-১০ শতাংশ কাটমানি নিতেন সন্দীপ ঘোষ।  হাসপাতালের জন্য বরাদ্দ টাকা অন্য জায়গায় ব্যবহার করতেন সন্দীপ ঘোষ। ৭০ শতাংশেরও বেশি বরাত পেয়েছেন বিপ্লব সিংহ এবং সুমন হাজরা। কয়েকজন হাউসস্টাফের কাছ থেকে মাসিক টাকা আদায় করতেন আশিস পাণ্ডে', আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় রিপোর্ট জমা দিল CBI

RG Kar Case: আর জি করকাণ্ডে শেষ প্রমাণ লোপাটের জন্য মরিয়া হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী

সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশে হতাশ মুখ্যমন্ত্রী। শেষ প্রমাণ লোপাটের জন্য মরিয়া হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী। ফাঁসি চেয়ে হাইকোর্টে রাজ্যের আবেদনের পর আক্রমণ করেছিলেন আর জি করকাণ্ডে নিহত মহিলা চিকিৎসকের মা।

Actor Biswanath Basu : বেলদায় অনুষ্ঠানে হেনস্থার শিকার অভিনেতা বিশ্বনাথ বসু

বেলদায় অনুষ্ঠানে হেনস্থার শিকার অভিনেতা বিশ্বনাথ বসু। অভিনেতার গাড়ি ধাওয়া করে ভাঙচুরের অভিযোগ । ক্লাব সদস্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের বিশ্বনাথ বসুর। বিশ্বনাথের দাবি, বেলদার নেতাজি তরুণ সঙ্ঘ ক্লাবের ৩০ বছর পূর্তিতে শনিবার অনুষ্ঠান করতে যান। জুতো পরে নেতাজির মূর্তিতে মালা দেওয়ায় আপত্তি জানান ক্লাব সদস্যরা। ক্ষমা চেয়ে অভিনেতাকে ফের মূর্তিতে মালা দিতে হবে, এমন দাবি করেন তাঁরা। 

Birbhum TMC Clash: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে সিউড়িতে ধুন্ধুমার, আক্রান্ত পুলিশ

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে সিউড়িতে ধুন্ধুমার, আক্রান্ত পুলিশ। অভিযুক্তকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিল স্থানীয়রা। পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জ। আগ্নেয়াস্ত্র-সহ ১ দুষ্কৃতীকে ধরে পুলিশের হাতে তুলে দেন তৃণমূলের এক গোষ্ঠীর লোকেরা। দুই গোষ্ঠীর সংঘধর। আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা। পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে আক্রমণ। লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। আগ্নেয়াস্ত্র-সহ আটক একজন।

Bangladesh News: ফের ত্রিপুরায় হামলা অনুপ্রবেশকারীদের

ফের ত্রিপুরায় হামলা অনুপ্রবেশকারীদের। এবার ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাশহরের জিরো পয়েন্টে হামলা। ভারতীয় কৃষকদের কোপানোর অভিযোগ উঠল বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে। 

Sougata On RG Kar Victim Family: ফের শাসকের রোষানলে আর জি কর-কাণ্ডে সন্তানহারা মা-বাবা !

কুণাল, ফিরহাদ, কল্যাণের পর এবার সৌগত। ফের শাসকের রোষানলে আর জি কর-কাণ্ডে সন্তানহারা মা-বাবা। 'ওঁদের বক্তব্যের কোনও গুরুত্ব দিতে চাই না। ওঁরা ঠিক করবেন না, কে মুখ্যমন্ত্রী থাকবেন বা থাকবেন না। ওঁদের কথা আমরা অবহেলা করছি', মন্তব্য সৌগত রায়ের। 'অভয়ার পরিবারের কথায় শুধু সংবাদমাধ্যম গুরুত্ব দেয় ,আর কেউ গুরুত্ব দেয় না', মন্তব্য দমদমের তৃণমূল সাংসদের। 

Sougata On RG Kar Case: কুণাল, ফিরহাদ, কল্যাণের পর এবার সৌগত


কুণাল, ফিরহাদ, কল্যাণের পর এবার সৌগত। ফের শাসকের রোষানলে আর জি কর-কাণ্ডে সন্তানহারা মা-বাবা। 'ওঁদের বক্তব্যের কোনও গুরুত্ব দিতে চাই না। ওঁরা ঠিক করবেন না, কে মুখ্যমন্ত্রী থাকবেন বা থাকবেন না। ওঁদের কথা আমরা অবহেলা করছি, মন্তব্য সৌগত রায়ের। 'অভয়ার পরিবারের কথায় শুধু সংবাদমাধ্যম গুরুত্ব দেয়', আর কেউ গুরুত্ব দেয় না, মন্তব্য দমদমের তৃণমূল সাংসদের। 

WB News LIVE: ভলিবল ম্যাচে গুলিকাণ্ডের পর এবার পিকনিকে গুলি!

ভলিবল ম্যাচে গুলিকাণ্ডের পর এবার পিকনিকে গুলি! এবার শূন্যে গুলি ছুড়ে পিকনিক! নৈহাটির শিবদাসপুর থানা এলাকার ভবাগাছির ঘটনা। গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের নাম সুরজিৎ হালদার ও প্রদীপ বর্মন। তাদের কাছ থেকে ৭ এমএম পিস্তল উদ্ধার করেছে পুলিশ। 

West Bengal News LIVE: স্কুল চলাকালীন মাইক বাজিয়ে নৃত্য পরিবেশন ! দুয়ারে সরকার কর্মসূচি ঘিরে মুখে কুলুপ প্রধানের

স্কুলের সামনে মাঠে মাইক বাজিয়ে নৃত্য পরিবেশন করে দুয়ারে সরকার কর্মসূচি, রাজনৈতিক তরজা তুঙ্গে

Fire Arms in Kolkata: কলকাতায় বেআইনি অস্ত্রের রমরমা, হাতবদলের সেন্টার শিয়ালদা?

কলকাতায় বেআইনি অস্ত্রের রমরমা, হাতবদলের সেন্টার শিয়ালদা? আড়াই মাসের মধ্যে ফের শিয়ালদাতেই অস্ত্রের হদিশ! বৈঠকখানা রোডেই আগ্নেয়াস্ত্র, গুলি-সহ পাকড়াও । ২টি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড গুলি-সহ উত্তরপ্রদেশের ৫জন গ্রেফতার। সুরেন্দ্রনাথ কলেজের কাছে বৈঠকখানা রোডে অস্ত্রের কারবার! 
 

West Bengal News LIVE:উত্তরাখণ্ডে 'অভিন্ন বিধি'

প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর। লিভ টুগেদারেও বাধ্যতামূলক রেজিস্ট্রেশন। মুক্ত হবে ধর্মের ভেদাভেদ, দাবি ধামীর। 

Chinmay Krishna Das: 'আমার ছেলে দেশদ্রোহী নয়'

বিনা বিচারে ২ মাসেরও বেশি বাংলাদেশের জেলে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ। দ্রুত শুনানির আর্জিও হাইকোর্টে খারিজ। মুখ খুললেন মা।  

Chinmay Krishna Das: 'আমার ছেলে দেশদ্রোহী নয়'

বিনা বিচারে ২ মাসেরও বেশি বাংলাদেশের জেলে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ। দ্রুত শুনানির আর্জিও হাইকোর্টে খারিজ। মুখ খুললেন মা। (বাইট...)

Fake Saline: আরএমও-কে জিজ্ঞাসাবাদ

প্রসূতির মৃত্যু, সিআইডির নজরে মেদিনীপুর মেডিক্যালের আরএমও। ওটিতে না থাকার অভিযোগ। আরও ৪ জুনিয়র ডাক্তারকেও ভবানীভবনে জিজ্ঞাসাবাদ। 

RG Kar Case: কার মামলা গ্রহণ? 

 রাজ্য না সিবিআই-সঞ্জয়ের ফাঁসি চেয়ে কার মামলা গ্রহণ? শুনানির পরে হাইকোর্টে রায় স্থগিত। অধিকারের পক্ষে সওয়াল রাজ্যের। হঠাৎ কেন সক্রিয়? পাল্টা সিবিআই। 

AMit Shah In Mahakumbh: মহাকুম্ভে অমিত শাহ

মহাকুম্ভে সপরিবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ত্রিবেণী সঙ্গমে গিয়ে সাধু সন্তদের সঙ্গে করলেন পুণ্যস্নান। খেলেনও একসঙ্গে। অক্ষয়বটে দিলেন পুজো। সঙ্গী যোগী। 

Recruitment Scam: 'শিক্ষায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি'

ওএমআর সিটের ২৩ বদলে সার্ভারে ৫৩। পরীক্ষায় না দিয়েই চাকরি। দুর্নীতির স্পনসর রাজ্য সরকার, অভিযোগ বিকাশের। ১০ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে শুনানি। 

SSC Case: কীভাবে যোগ্য-অযোগ্য?

২৬ হাজার চাকরিপ্রাপকের ভবিষ্যৎ কী? সুপ্রিম কোর্টে ২ ঘণ্টার শুনানিতেও অধরা উত্তর। কীভাবে যোগ্য-অযোগ্য আলাদা? জানতে চাইলেন প্রধান বিচারপতি। 

প্রেক্ষাপট

কলকাতা: শিয়ালদাই কি কলকাতায় অস্ত্র পাচারের এপিসেন্টার? । ফের অশান্ত ভাঙড়।  ২৬ হাজার চাকরিপ্রাপকের ভবিষ্যৎ কী? সুপ্রিম কোর্টে ২ ঘণ্টার শুনানিতেও অধরা উত্তর। কীভাবে যোগ্য-অযোগ্য আলাদা? জানতে চাইলেন প্রধান বিচারপতি। শিক্ষাক্ষেত্রে মানোন্নয়নের দাবিতে এসএফআই-এর বিকাশ ভবন অভিযান। রাজ্য না সিবিআই-সঞ্জয়ের ফাঁসি চেয়ে কার মামলা গ্রহণ? শুনানির পরে হাইকোর্টে রায় স্থগিত।সীমান্তে লাগাতার বাংলাদেশের উস্কানি। পুণের গুলেন বেরি সিনড্রোমের আতঙ্ক এবার কলকাতায়। ২ শিশু আক্রান্ত। মহাকুম্ভে অমিত শাহ।  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.