West Bengal News Live : ভর সন্ধেয় কসবায় তৃণমূল কাউন্সিলরের উপর হামলা !
West Bengal News LIVE Updates : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...
নিহতর পরিবারের এনআইএ তদন্তের দাবিকে সমর্থন অর্জুন সিংয়ের। এনআইএ তদন্তের দাবিতে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখবেন বলে জানিয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন।
ফরাক্কায় ফের মহিলার 'শ্লীলতাহানি', কান টেনে ছিঁড়ে নেওয়ার চেষ্টার অভিযোগ। মহিলার গায়ে থুতু ফেলার প্রতিবাদ করায় শ্লীলতাহানির অভিযোগ। প্রতিবেশীর বিরুদ্ধে মহিলার শ্লীলতাহানির অভিযোগ। ফরাক্কা থানায় প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ দায়ের।
সালকিয়ার শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দিরে দেব দীপাবলি উদযাপন। শত শত মানুষের ভিড় করেছিলেন সালকিয়ায় গঙ্গা আরতি দেখার জন্য। যা তাদের কাছে হরিদ্বারের মতো অভিজ্ঞতা। যেখানে দেব দীপাবলি সমান জাঁকজমকের সঙ্গে পালিত হয়। আজ সন্ধ্যায় শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির যা বঙ্গেশ্বর মহাদেব মন্দির নামেও পরিচিত। সেখানে সাধুদের পাশাপাশি পূর্ণ্যার্থীরা নদীর ধারে আরতি করেন।
ভর সন্ধেয় কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি ! এই ঘটনায় ইতিমধ্যেই হামলাকারীর মধ্যে অস্ত্র-সহ একজনকে আটক করা হয়েছে। সূত্র মারফত খবর, যাকে আটক করা হয়েছে, তাঁর বাড়ি বিহারে। অপরজনকে খোঁজ করা হচ্ছে।জানা গিয়েছে, কসবায় ভিড়ে ঠাসা শপিং মলের কাছে এই শ্যুটআউটের ঘটনা ঘটেছে। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ করা হয়েছে।
ভর সন্ধেয় কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি ! সূত্র মারফত খবর, 'কসবায় তৃণমূল কাউন্সিলরকে গুলি, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছে। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার সময় বাইকে চেপে হামলার অভিযোগ উঠেছে। প্রথমে সুশান্তর বুকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করার চেষ্টা করা হয় বলে অভিযোগ।এদিকে প্রথমে গুলি না বেরোনোয় ফের গুলি করার চেষ্টা চালিয়েছে দুষ্কৃতীরা বলে সূত্র মারফত খবর।এরপরেই ধাক্কাধাক্কিতে লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি লাগে কাউন্সিলরের বাড়ির দরজায়। এই ঘটনায় ইতিমধ্যেই হামলাকারীর মধ্যে অস্ত্র-সহ একজনকে আটক করা হয়েছে।
'বৈদ্যবাটি পুরসভা লোকের বাড়ি কার্তিক ফেলছে! ' তৃণমূল কাউন্সিলরের ফেসবুক পোস্ট প্রকাশ্যে এল ঘটনা। কাউন্সিলর প্যাডে কার্তিক ফেলার খরচ চেয়ে চিঠি দিয়ে বিতর্কে চুপ কাউন্সিলর।চেয়ারম্যান,বিধায়ক বললেন এটা ঠিক হয়নি।বিজেপির দাবি কাউন্সিলর প্যাডের গুরুত্ব বোঝে না এরা। কার্তিক ফেলেও তোলাবাজি করছে।
'বৈদ্যবাটি পুরসভা লোকের বাড়ি কার্তিক ফেলছে! ' তৃণমূল কাউন্সিলরের ফেসবুক পোস্ট প্রকাশ্যে এল ঘটনা। কাউন্সিলর প্যাডে কার্তিক ফেলার খরচ চেয়ে চিঠি দিয়ে বিতর্কে চুপ কাউন্সিলর।চেয়ারম্যান,বিধায়ক বললেন এটা ঠিক হয়নি।বিজেপির দাবি কাউন্সিলর প্যাডের গুরুত্ব বোঝে না এরা। কার্তিক ফেলেও তোলাবাজি করছে।
লটারি-কাণ্ডে ED-র ম্যারাথন অভিযান, ৮ কোটি ৮০ লক্ষ বাজেয়াপ্ত। কলকাতা-চেন্নাইয়ের ২০ জায়গায় তল্লাশি, প্রায় ৯ কোটি বাজেয়াপ্ত! লেক মার্কেট-সহ কলকাতার ৩ জায়গায় কেন্দ্রীয় বাহিনীর অভিযান। লটারির অফিসে ED ম্যারাথন অভিযান, ৮ কোটি ৮০ লক্ষ টাকার হদিশ ।
ফরাক্কায় ফের মহিলার 'শ্লীলতাহানি', কান টেনে ছিঁড়ে নেওয়ার চেষ্টার অভিযোগ। মহিলার গায়ে থুতু ফেলার প্রতিবাদ করায় শ্লীলতাহানির অভিযোগ। প্রতিবেশীর বিরুদ্ধে মহিলার শ্লীলতাহানির অভিযোগ । ফরাক্কা থানায় প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ দায়ের ।
আজ বিরসা মুণ্ডার ১৫০তম জন্মবার্ষিকী। বিরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষে ধুমধাম করে অনুষ্ঠান য় পোলবা দাদপুর ব্লকের কৃষি খামার প্রাঙ্গনে। অনুষ্ঠানে উপস্থিত হন রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন আদিবাসী মহিলাদের সঙ্গে হাতে হাত ধরে, বাজনার তালে নৃত্যে মেতে ওঠেন হুগলির সাংসদ।এইদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ মিতালী বাগ, বিধায়ক অসীমা পাত্র, জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, গ্ৰমীন পুলিশ সুপার কামনাষিস সেন সহ জেলার অন্যান্য আধিকারিকরা।
নিহতর পরিবারের এনআইএ তদন্তের দাবিকে সমর্থন অর্জুন সিংয়ের। এনআইএ তদন্তের দাবিতে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখবেন বলে জানিয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন।
জেলায় জেলায় 'তরুণের স্বপ্ন' উধাও, আঁতুড়ঘর উত্তর দিনাজপুর? 'ট্যাব কেলেঙ্কারির এপিসেন্টার উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর ও বিহারের কিষাণগঞ্জের একাধিক অ্যাকাউন্ট ফ্রিজ', ২ দিনে ৪৯টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল কলকাতা পুলিশ
ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনের ৪৮ ঘণ্টা পরেও গ্রেফতার মাত্র ১। মোটিভ নিয়ে ধন্ধে পুলিশ।খুনের নেপথ্যে তৃণমূল কাউন্সিলরের ভাগ্নে। অভিযোগ নিতে চায়নি পুলিশ। অভিযোগ তুলে NIA চাইল ভাটপাড়ার নিহত শাসক নেতার পরিবারই।
লটারির মাধ্যমে কালো টাকা সাদা, কলকাতায় টাকার পাহাড়! লেক মার্কেটে আবাসনে ED-র অভিযান, ৩ কোটির হদিশ! ধৃত লটারি কিং, জেরা করে ডিয়ার লটারির অফিসে অভিযান
ট্যাবের টাকা বণ্টনের ইন্টিগ্রেটেড সিস্টেমে কীভাবে হল কারচুপি? কী ভাবে মিলল সরকারি পোর্টালের access? ভূত কি তবে সরষের মধ্যেই? প্রয়োজনে শিক্ষা দফতরের আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
ট্যাব কেলেঙ্কারির এপিসেন্টার উত্তর দিনাজপুর হলেও নিয়ন্ত্রিত হয়েছে কেন্দ্রীয় ভাবেই। বিকাশ ভবনে তথ্য যাচাই করে অনুমান পুলিশের। খতিয়ে দেখা হচ্ছে ফ্লো চার্ট।
প্রেক্ষাপট
কলকাতা: ট্যাব কেলেঙ্কারির এপিসেন্টার উত্তর দিনাজপুর হলেও নিয়ন্ত্রিত হয়েছে কেন্দ্রীয় ভাবেই। বিকাশ ভবনে তথ্য যাচাই করে অনুমান পুলিশের। খতিয়ে দেখা হচ্ছে ফ্লো চার্ট। । ট্যাব কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। ৩ চাকার গাড়ি থাকলে আবাসের টাকা নয়, দুর্নীতি-ক্ষোভের আবহে সিদ্ধান্ত রাজ্যের। ভাটপাড়ায় ভয়াবহ হত্যাকাণ্ড, আতঙ্কে সাধারণ মানুষ । দিকে দিকে বেপরোয়া। দুষ্কৃতীরাজ, কেন গুলি-বোমা রুখতে ব্যর্থ পুলিশ?
আরও পড়ুন, সকাল থেকে দুপুর তিনটে পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি মিস করেছেন ? একনজরে দেখে নিন এখানে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -