= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News Live: ভোটার লিস্টে কারচুপি, ২ WBCS অফিসার-সহ ৫ জনের বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ ভোটার লিস্টে কারচুপি, ২ WBCS অফিসার-সহ ৫ জনের বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ। ২ ERO ও ২ AERO-কে সাসপেন্ড করতে রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। ২ WBCS অফিসার-সহ ৫ জনের বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ। রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। দঃ ২৪ পরগনার বারুইপুর পূর্ব ও পূঃ মেদিনীপুরের ময়নার ERO সাসপেন্ড করতে মুখ্যসচিবকে চিঠি কমিশনের। বারুইপুর পূর্বের ERO দেবোত্তম দত্ত চৌধুরীকে সাসপেন্ড করতে মুখ্যসচিবকে নির্দেশ কমিশনের। ময়নার ERO বিপ্লব সরকারকে সাসপেন্ড করতে মুখ্যসচিবকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের। বারুইপুর পূর্বের AERO তথাগত মণ্ডল ও ময়নার AERO সুদীপ্ত দাসকে সাসপেন্ড করতে মুখ্যসচিবকে চিঠি কমিশনের। CEO-র পাঠানো রিপোর্টের ভিত্তিতে পদক্ষেপ কমিশনের। ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও FIR দায়েরের নির্দেশ কমিশনের। ভোটার তালিকায় অনিয়ম ও অপরাধমূলক কাজের অভিযোগে FIR দায়েরের নির্দেশ। 'কমিশনের নির্দেশ পালন করে পাঠাতে হবে রিপোর্ট', রাজ্যের মুখ্যসচিবকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB News Live: ২ ERO, 2 AERO-র বিরুদ্ধে FIR-এর নির্দেশে কড়া নির্বাচন কমিশন ২ ERO, 2 AERO-র বিরুদ্ধে FIR-এর নির্দেশে কড়া নির্বাচন কমিশন। কমিশনের চিঠির জবাব দিতে বাধ্য মুখ্যসচিব, দাবি কমিশন সূত্রে। 'জবাবে সন্তুষ্ট না হলে বা ব্যাখ্যা না পেলে পদক্ষেপ করতে পারে কমিশন', মুখ্যসচিবের বিরুদ্ধেও পদক্ষেপ করতে পারে কমিশন, খবর কমিশন সূত্রে।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News Live: বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে হরিয়ানায় ফের নির্মম নির্যাতন, হরিয়ানায় পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করলেন অধীর চৌধুরী বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে হরিয়ানায় ফের নির্মম নির্যাতন? এবার হরিয়ানায় পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করলেন অধীর চৌধুরী। পানিপথে কার্পেট কারখানা থেকে থানায় তুলে নিয়ে গিয়ে অত্যাচারের অভিযোগ।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB News Live: বাংলাদেশি মডেল শান্তার সহযোগী শেখ মমতাজউদ্দিনের আরও কীর্তি ফাঁস বাংলাদেশি মডেল শান্তার সহযোগী শেখ মমতাজউদ্দিনের আরও কীর্তি ফাঁস। 'জাল ভোটার, আধার তৈরির পাশাপাশি ভুয়ো লেটার হেড তৈরি করে জালিয়াতি চক্র', জালিয়াতি চক্র চালাচ্ছিলেন ধৃত শান্তার সহযোগী শেখ মমতাজউদ্দিন, খবর পুলিশ সূত্রে। 'বিডিও, পঞ্চায়েত প্রধান, কাউন্সিলরের লেটার হেড বানিয়ে ভুয়ো সার্টিফিকেট। জাল সার্টিফিকেট দিয়ে আধার ও ভোটার কার্ডের আবেদন করা হত', ভুয়ো আধার, ভোটার কার্ড তৈরি করত শেখ মমতাজউদ্দিন, খবর পুলিশ সূত্রে। 'স্কুলের জাল লেটার হেড তৈরি করে ভুয়ো স্কুল লিভিং সার্টিফিকেটও দিতেন', বাড়িতেই খুলে বসেছিলেন অফিস, রেখেছিলেন এজেন্ট, খবর পুলিশ সূত্রে। মমতাজউদ্দিনের বাড়ি থেকে উদ্ধার প্রচুর রাবার স্ট্যাম্প। বিডিও, মেডিক্যাল অফিসার সহ বিভিন্ন সরকারি অফিসারের নামে তৈরি রাবার স্ট্যাম্প উদ্ধার। ১৮ অগস্ট পর্যন্ত শেখ মমতাজউদ্দিনকে পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। শেখ মমতাজউদ্দিনকে গতকাল গ্রেফতার করে পুলিশ।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News Live: ২ ARO, 2 AERO-র বিরুদ্ধে FIR, আসরে WBCS অফিসার্স অ্যাসোসিয়েশন ২ ARO, 2 AERO-র বিরুদ্ধে FIR, আসরে WBCS অফিসার্স অ্যাসোসিয়েশন। দুই WBCS অফিসারের পাশে দাঁড়িয়ে মুখ্যসচিবকে চিঠি অ্যাসোসিয়েশনের। সাসপেনশন হলে লঘু পাপে গুরুদণ্ড হবে, বক্তব্য অফিসার্স অ্যাসোসিয়েশনের। 'কঠিন পরিস্থিতির মধ্যে অনেক চাপ নিয়ে কাজ করতে হয় অফিসারদের। কমিশনের সঙ্গে বিষয়টি আলোচনা করে রিভিউয়ের আর্জি জানান', মুখ্যসচিবকে লেখা চিঠিতে উল্লেখ WBCS অফিসার্স অ্যাসোসিয়েশনের। যাচাই না করেই নাম তোলার অভিযোগ ৪ অফিসারের বিরুদ্ধে। চার অফিসারের বিরুদ্ধে FIR-এর নির্দেশ দিয়ে মুখ্যসচিবকে চিঠি কমিশনের। চার অফিসারের মধ্যে রয়েছেন ২ WBCS অফিসার।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB News Live: ফুলবাগানে পেট্রোল পাম্পে INTTUC নেত্রীর গুন্ডামি ফুলবাগানে পেট্রোল পাম্পে INTTUC নেত্রীর গুন্ডামি। পেট্রোল পাম্পে ঢুকে মালকিনকে চড়, দলবল নিয়ে চড়াও হয়ে ম্যানেজারকে মারধর। মমতা বন্দ্যোপাধ্যায়কে খারাপ কথা বলেছিলেন, তাই মেরেছি, সাফাই INTTUC নেত্রীর। পাম্পের পুরনো কর্মীদের কাজে ফেরানোর দাবিতে গতকাল দুপুরে চড়াও হন ওই INTTUC নেত্রীর। পাম্পের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে INTTUC নেত্রীর মারধরের ছবি।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News Live: আদালতের রায়ের পরও খোলা ইউনিয়ন রুম? বিদ্যাসাগর কলেজে SFI-এর ডেপুটেশন ঘিরে উত্তেজনা আদালতের রায়ের পরও খোলা ইউনিয়ন রুম? বিদ্যাসাগর কলেজে SFI-এর ডেপুটেশন ঘিরে উত্তেজনা। বিদ্যাসাগর কলেজের ইউনিয়ন রুম খোলা, অভিযোগ SFI-এর। অভিযোগ তুলে ডেপুটেশন দিতে গেলে ভিতরে ঢুকতে 'বাধা' পুলিশের। পুলিশের সঙ্গে বচসা SFI-এর, পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ। পুলিশের মারে আহত কয়েকজন কর্মী, দাবি SFI-এর।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB News Live: ফের জেলাওয়াড়ি বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, জলপাইগুড়ি, মালদার নেতৃত্বের সঙ্গে বৈঠক ফের জেলাওয়াড়ি বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি, মালদার নেতৃত্বের সঙ্গে বৈঠক। '৭টি বিধানসভায় ৭টিতেই জয়ের লক্ষ্যে ঝাঁপাতে হবে', জলপাইগুড়ির নেতৃত্বকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, খবর সূত্রের। 'বাংলাদেশি সন্দেহে অত্যাচার, এই ইস্যুতেও মানুষের কাছে যেতে হবে। সবাইকে এক হয়ে একটা দল হিসেবে কাজ করতে হবে', জেলা নেতৃত্বকে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News Live: গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মালদা জেলা নেতৃত্বকে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মালদা জেলা নেতৃত্বকে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মালদা ও জলপাইগুড়ি জেলা নতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'একুশে ব্যাপক জয়ের পরেও ২৪-এ পরাজয় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে, এটা হতাশাজনক। দলের মধ্যে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত নয়, সবাইকে এক হয়ে চলতে হবে। দল সবার উপরে, দলের ঊর্ধ্বে কেউ নয়', মালদা জেলা নেতৃত্বকে কড়া বার্তা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।
মালদার এক শীর্ষ নেতাকে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'সাংবাদিকদের সামনে বিতর্কিতভাবে বলে ফেললাম, এসব বরদাস্ত নয়। সাংবাদিকদের সামনে চারটে মাইক দেখে কথা বলার জন্য লালায়িত হবেন না', মালদা জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বার্তা অভিষেকের।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB News Live: ৯ অগাস্ট কালীঘাট চলো, ১৪ অগাস্ট ফের রাত দখলের ডাকের মধ্যে পুলিশি সমন আর জি করকাণ্ডে এক বছরের মাথায় আন্দোলনকারী চিকিৎসকদের সমন! জুনিয়র থেকে সিনিয়র-আন্দোলনকারী একাধিক চিকিৎসককে পুলিশের নোটিস। বউবাজার, হেয়ার স্ট্রিট থানায় জুনিয়র, সিনিয়র ডাক্তারদের তলব। 'আইনি পরামর্শ নিয়েই থানায় যাওয়ার সিদ্ধান্ত', প্রতিহিংসাতেই থানায় তলব, দাবি জুনিয়র ডাক্তারদের। ভয় দেখিয়ে লাভ নেই, আন্দোলন চলবে, জানিয়ে দিলেন সিনিয়র ডাক্তাররা। কেউ তো আইনের ঊর্ধ্বে নয়, পাল্টা দাবি রাজ্য মেডিক্যাল কাউন্সিল সদস্যের।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News Live: শনিবার নবান্ন অভিযান, তার আগে দিল্লিতে অভয়ার পরিবার শনিবার নবান্ন অভিযান, তার আগে দিল্লিতে অভয়ার পরিবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিল্লি গেলেন অভয়ার বাবা-মা। কালই অমিত শাহের সঙ্গে অভিয়ার পরিবারের সাক্ষাতের সম্ভাবনা।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB News Live: লোকসভার মুখ্য সচেতক পদে ইস্তফা গৃহীত হতেই কার্যত চ্যালেঞ্জ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লোকসভার মুখ্য সচেতক পদে ইস্তফা গৃহীত হতেই কার্যত চ্যালেঞ্জ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সংসদের সামনে তৃণমূলের ধর্নায় 'গরহাজির' থেকে কটাক্ষের সুরে আক্রমণ। 'যা হয় ভালোর জন্যেই হয়, আমার চেয়েও জোরে বলার লোক আছে। সবাইকে শুভেচ্ছা, আমার চেয়েও ভাল কাজ করবে, প্রমাণ করবে আমি অযোগ্য', লোকসভায় চিফ হুইপের পদে ইস্তফার পরে এবার চ্যালেঞ্জ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের আগেই গৃহীত ইস্তফা, ফের অভিমানী কল্যাণ। অভিষেকের ভার্চুয়াল বৈঠকে গরহাজির, তৃণমূল সাংসদদের ধর্নাতেও 'অনুপস্থিত'।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News Live: কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয়ে আক্রমণের ঘটনায় গ্রেফতার ৭ কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয়ে আক্রমণের ঘটনায় গ্রেফতার ৭। ধৃত ৭ জনই তৃণমূল কর্মী বলে সূত্রের খবর। ধৃতদের মধ্যে একজন তৃণমূল ছাত্র পরিষদের নেতা। এই ঘটনায় উদয়ন গুহ ও তৃণমূলের জেলা সভাপতি-সহ ৪১ জনের বিরুদ্ধে কোচবিহার জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ। ই-মেল মারফৎ অভিযোগ শুভেন্দু অধিকারীর আইনজীবীর।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB News Live: রহড়ায় অস্ত্রভাণ্ডার কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে 'বিহারে তৈরি আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল রহড়ার ফ্ল্যাটে। গুলি কেনা হয়েছিল খাস কলকাতার লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রের দোকান থেকে', রহড়ায় অস্ত্রভাণ্ডার কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। কেন এত গুলি কেনা হয়েছিল? সেটাই ভাবাচ্ছে পুলিশকে। ধৃত মধুসূদন মুখোপাধ্যায় তদন্তকারীদের বিভ্রান্ত করতে ভুল তথ্য দিচ্ছেন কি? খতিয়ে দেখা হচ্ছে তাও। সোমবার রহড়ার রিজেন্ট পার্ক এলাকায় একটি ফ্ল্যাটে এই অস্ত্র ভাণ্ডারের হদিশ মেলে। উদ্ধার হয় ১৫টি আগ্নেয়াস্ত্র, ৯০৫টি কার্তুজ এবং নগদ ১ লক্ষ ৪৮ হাজার টাকা। ধৃত মধুসূদন মুখোপাধ্য়ায়ের কাছ থেকে উদ্ধার হয়েছে দুষ্প্রাপ্য় কয়েন। পুলিশের অনুমান, অ্যান্টিক কয়েন কেনাবেচার আড়ালেই চলত অস্ত্রের কারবার।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News Live: দিল্লিতে প্রতারণার অভিযোগ, কলকাতায় গ্রেফতার অভিযুক্ত, ফিল্মি কায়দায় অভিযুক্তকে গ্রেফতার দিল্লি পুলিশের দিল্লিতে প্রতারণা মামলায় কলকাতায় গ্রেফতার অভিযুক্ত। ফিল্মি কায়দায় অভিযুক্তকে গ্রেফতার দিল্লি পুলিশের। ২১ জুলাই: প্রতারণা মামলায় পুলিশের হাত থেকে পালায় ধৃত রাজেশ গুপ্ত। ২৪ জুলাই: দিল্লি থেকে ভয়ে পালিয়ে আসে কলকাতায়। ২৪ জুলাই: কলকাতায় এসে আর জি কর মেডিক্যালে ভর্তি হয় অভিযুক্ত। মোবাইল লোকেশন ট্র্যাক করে অভিযুক্তের খোঁজ মেলে আর জি করে। ৬ অগাস্ট: আর জি করের ট্রমা কেয়ারের বেডে অভিযুক্তকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। দিল্লিতে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার নাম ভাঙিয়ে প্রতারণা। লক্ষধিক টাকা প্রতারণার অভিযোগ রাজেশ গুপ্তর বিরুদ্ধে।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB News Live: মিঠুনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তাঁর সচিবের, আদালতে স্বস্তি মিঠুনের, ১০ সেপ্টেম্বর পর্যন্ত রক্ষাকবচ আদালতে স্বস্তি মিঠুন চক্রবর্তীর, ১০ সেপ্টেম্বর পর্যন্ত রক্ষাকবচ। 'চিৎপুর থানার FIR-এর ভিত্তিতে মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার নয়', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর। ৩ সেপ্টেম্বর মামলার কেস ডায়েরি তলব বিচারপতির। মিঠুনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তাঁর সচিব সুমন রায়চৌধুরীর। কাজ করেও টাকা পাননি, অভিযোগ সুমন রায়চৌধুরীর।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News Live: আর জি করকাণ্ডের এক বছরের মাথায়, ফের প্রতিবাদী ডাক্তারদের সমন, ৮টি পৃথক মামলায় থানায় হাজিরা দিতে ৮টি আলাদা আলাদা নোটিস আর জি করকাণ্ডের এক বছরের মাথায়, ফের প্রতিবাদী ডাক্তারদের সমন! ৮টি পৃথক মামলায় থানায় হাজিরা দিতে ৮টি আলাদা আলাদা নোটিস। জুনিয়র চিকিৎসক অনিন্দ্যসুন্দর মণ্ডলকে হাজিরার জন্য ৮টি নোটিস। গত বছরের ৫ থেকে ২১ অক্টোবরে ৮টি পৃথক মামলার ১০ মাস পরে তলব
হেয়ার স্ট্রিট থানায় হাজিরার জন্য জুনিয়র ডাক্তারকে পুলিশের সমন। 'আইন অমান্য, অবরোধ, সরকারি কাজে বাধা, বেআইনি জমায়েত, হুমকি, প্রাণঘাতী অস্ত্র নিয়ে জমায়েত, সম্মিলিত অপরাধ'-সহ একাধিক ধারায় মামলা। ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন-বিক্ষোভের সময় মামলা, ১০ মাস পরে তলব! ২০ অগাস্ট হাজিরা দিতে জুনিয়র চিকিৎসকের হাওড়ার বাড়িতে পুলিশের চিঠি। হঠাৎ পুলিশের সমনে প্রতিহিংসা দেখছেন জুনিয়র-সিনিয়র ডাক্তাররা। আইনজীবীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত, প্রতিক্রিয়া সমন পাওয়া চিকিৎসকের।