West Bengal News Live Updates: বারাসাতে কন্যা সুরক্ষা যাত্রায় উত্তেজনা, শুভেন্দু অধিকারী পৌঁছনোর আগে বিশৃঙ্খলা

WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।

ABP Ananda Last Updated: 06 Aug 2025 11:18 PM

প্রেক্ষাপট

হাতে মণীষীদের ছবি। ঝাড়গ্রামে ভাষা মিছিলে প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভিনরাজ্যে বাংলাভাষীদের ওপর অত্যাচারের প্রতিবাদে সংসদেও সরব তৃণমূল।কোচবিহারে শুভেন্দু অধিকারীরৃ মিছিলে ধুন্ধুমার, গ্রেফতার ৭। ধৃতরা সবাই তৃণমূলকর্মী, ১ জন TMCP নেতা।...More

West Bengal News Live: ভোটার লিস্টে কারচুপি, ২ WBCS অফিসার-সহ ৫ জনের বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ

ভোটার লিস্টে কারচুপি, ২ WBCS অফিসার-সহ ৫ জনের বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ। ২ ERO ও ২ AERO-কে সাসপেন্ড করতে রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। ২ WBCS অফিসার-সহ ৫ জনের বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ। রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। দঃ ২৪ পরগনার বারুইপুর পূর্ব ও পূঃ মেদিনীপুরের ময়নার ERO সাসপেন্ড করতে মুখ্যসচিবকে চিঠি কমিশনের। বারুইপুর পূর্বের ERO দেবোত্তম দত্ত চৌধুরীকে সাসপেন্ড করতে মুখ্যসচিবকে নির্দেশ কমিশনের। ময়নার ERO বিপ্লব সরকারকে সাসপেন্ড করতে মুখ্যসচিবকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের। বারুইপুর পূর্বের AERO তথাগত মণ্ডল ও ময়নার AERO সুদীপ্ত দাসকে সাসপেন্ড করতে মুখ্যসচিবকে চিঠি কমিশনের। CEO-র পাঠানো রিপোর্টের ভিত্তিতে পদক্ষেপ কমিশনের। ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও FIR দায়েরের নির্দেশ কমিশনের। ভোটার তালিকায় অনিয়ম ও অপরাধমূলক কাজের অভিযোগে FIR দায়েরের নির্দেশ। 'কমিশনের নির্দেশ পালন করে পাঠাতে হবে রিপোর্ট', রাজ্যের মুখ্যসচিবকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের।