West Bengal News Live Updates: ধারের টাকা ফেরত চাওয়ায় ২টি কান কেটে নেওয়ার অভিযোগ, মুম্বইয়ে আক্রান্ত পরিযায়ী শ্রমিক

WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে

ABP Ananda Last Updated: 14 Aug 2025 02:39 PM

প্রেক্ষাপট

চাপের মুখে সাসপেনশন-এফআইআর নির্দেশ মানার পথে রাজ্য সরকার। ২১ তারিখের মধ্যেই কার্যকর, নির্বাচন কমিশনে গিয়ে জানিয়ে এলেন মুখ্যসচিব। ভোটার তালিকায় কারচুপি, ৪ অফিসার-সহ ৫জনের বিরুদ্ধে অবশেষে পদক্ষেপের পথে রাজ্য। সেই যখন...More

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসুর গাড়ির ওপর হামলাকাণ্ডে গ্রেফতার যাদবপুরের মেধাবী প্রাক্তনী

১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসুর গাড়ির ওপর হামলাকাণ্ডে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী। পাটিয়ালা হাউস কোর্টে পেশ মেধাবী ছাত্র হিন্দোল মজুমদারকে। হিন্দোল মজুমদারের ট্রানজিট রিমান্ড মঞ্জুর। হামলাকাণ্ডে গ্রেফতার মেধাবী ছাত্রের ৪ দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর। হামলাকাণ্ডে গ্রেফতার মেধাবী ছাত্র হিন্দোল মজুমদার। স্পেনের গ্রানাডা বিশ্ববিদ্যালয়ে বায়ো মেডিসিন ও ক্লিনিক্যাল সায়েন্সেসের ওপর গবেষণা করে দেশে ফিরেছেন। সাড়ে ৮ হাজার কিলোমিটার দূরে স্পেনে বসে উস্কানি দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। পাশাপাশি হামলার ছক তৈরি করার অভিযোগ যাদবপুরের ওই প্রাক্তনীর বিরুদ্ধে। স্পেন থেকে দিল্লি বিমানবন্দরে নামতেই গ্রেফতার গবেষক হিন্দোল মজুমদার। পুলিশ সূত্রে দাবি, স্পেনে বসেই শিক্ষামন্ত্রীর গাড়ির ওপর হামলার পরিকল্পনা ছকেন ওই গবেষক। অভিযোগ, যাদবপুরের পড়ুয়াদের সঙ্গে হোয়াটসঅ্যাপ মারফত হামলার ব্লু প্রিন্ট তৈরি করে দেন অভিযুক্ত। কোন জায়গায় বিক্ষোভ হবে, কীভাবে বিক্ষোভ দেখাতে হবে, তা ঠিক করে দেন হিন্দোল, দাবি পুলিশের। ওই দিন বিশ্ববিদ্য়ালয় ক্যাম্পাসে অগ্নিসংযোগের ঘটনাতেও তাঁর যোগ রয়েছে বলে দাবি পুলিশের। ওই গবেষকের বিরুদ্ধে একাধিক ধারায় পুলিশ FIR দায়ের করেছে। বারবার তলব করা হলেও তিনি হাজিরা দেননি বলে দাবি পুলিশের। এরপর তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি হয়। গবেষণা শেষ করে স্পেন থেকে দিল্লি ফিরতেই বিমানবন্দরে গ্রেফতার হন যাদবপুরের প্রাক্তনী। ধৃত ছাত্রকে ট্রানজিট রিমান্ডে দিল্লি থেকে কলকাতায় আনা হচ্ছে। গ্রেফতারির ঘটনায় আমরা অবাক, যাদবপুরকাণ্ডে গবেষকের গ্রেফতারিতে প্রতিক্রিয়া পরিবারের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার সময় ছেলে তো স্পেনে ছিল, দাবি গবেষকের পরিবারের। বাঙালি অস্মিতার কী হাল, বাঙালিকে এভাবে হেনস্থা! প্রতিক্রিয়া হিন্দোল মজুমদারের বাবার।