West Bengal News LIVE Updates: 'অনেকেই জুনিয়র ডাক্তারদের বোড়ে হিসেবে ব্যবহার করতে চাইছেন', পোস্ট চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের

West Bengal News Updates LIVE: রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

ABP Ananda Last Updated: 18 Oct 2024 10:41 AM
RG Kar News Live: 'অনেকেই জুনিয়র ডাক্তারদের বোড়ে হিসেবে ব্যবহার করতে চাইছেন', পোস্ট চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের

কুণাল ঘোষের সঙ্গে বৈঠক নিয়ে মুখ খুললেন বামপন্থী চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। 'অনেকেই জুনিয়র ডাক্তারদের বোড়ে হিসেবে ব্যবহার করতে চাইছেন। অচলাবস্থা কাটানোর উপায় খুঁজতেই বৈঠক। কোর্টের মাধ্যমে সমাধান সময় সাপেক্ষ। জট কাটাতে আলোচনাই একমাত্র পথ। স্বাস্থ্য দফতরের সর্বোচ্চ স্তরে বার্তা পৌঁছে দেওয়াই লক্ষ্য। এমন কিছু করবেন না যাতে আন্দোলনের উদ্দেশ্য ব্যর্থ হয়।' জুনিয়র ডাক্তারদের বার্তা দিয়ে পোস্ট চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের।

West Bengal News Live: হাওড়ায় গাড়ির ধাক্কায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের মৃত্যু

হাওড়ায় গাড়ির ধাক্কায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের মৃত্যু । নিহত ট্রাফিক পুলিশের নাম সোমনাথ রায়। উলুবেড়িয়ায় ৬ নম্বর জাতীয় সড়কে ডিউটির সময় গাড়ির ধাক্কা।
হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা । ঘাতক গাড়ির হদিশ মেলেনি।

WB News Live: কৃষ্ণনগরে 'জীবিত অবস্থাতেই তরুণীর গায়ে আগুন, জানালেন ময়নাতদন্তকারী চিকিৎসক

কৃষ্ণনগরে তরুণীকে জীবন্ত পুড়িয়ে খুন ! কৃষ্ণনগর-কাণ্ডে হাড়হিম করা তথ্য । 'জীবিত অবস্থাতেই তরুণীর গায়ে আগুন' । জানালেন ময়নাতদন্তকারী চিকিৎসক সৌম্যজ্যোতি বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিক টিমের। 'কৃষ্ণনগর-কাণ্ডের তদন্তে এসপি-র নেতৃত্বে SIT গঠন'। তদন্তে CID-র সাহায্য নেওয়া হচ্ছে: এডিজি দক্ষিণবঙ্গ। সিবিআই তদন্ত দাবি নিহত ছাত্রীর পরিবারের।

RG Kar News Live: আজ সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক জুনিয়র ডাক্তারদের

বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের অনশনের আজ ১৪ দিন। পরবর্তী কী পদক্ষেপ ? কোন পথে মিলবে সমাধান ? আজ সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক জুনিয়র ডাক্তারদের। তার আগে হঠাৎ কুণাল ঘোষের সঙ্গে বৈঠক বামপন্থী চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল নেতা ও প্রতিবাদী ডাক্তারের হঠাৎ বৈঠক ঘিরে তুমুল জল্পনা

WB News Live: শিয়ালদা ESI হাসপাতালে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

শিয়ালদা ESI হাসপাতালে আগুন। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। ভোর ৫টা নাগাদ হাসপাতালে আগুন লাগে ।

West Bengal News Live: পূর্ণিমা কান্দুর পাকস্থলিতে মিলেছে বিষাক্ত পদার্থ, উল্লেখ ময়নাতদন্তের রিপোর্টে; নেপথ্যে কোন রহস্য ?

বিষক্রিয়ায় মৃত্যু ঝালদার কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দুর ? পূর্ণিমা কান্দুর পাকস্থলিতে মিলেছে বিষাক্ত পদার্থ, উল্লেখ ময়নাতদন্তের রিপোর্টে । নেপথ্যে কোন রহস্য ? তদন্তে পুলিশ। শুক্রবার বাড়ি থেকে পূর্ণিমা কান্দুকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। ঝালদা ১ নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কংগ্রেস কাউন্সিলরকে মৃত বলে ঘোষণা করা হয়। পরিবার, ও জেলা কংগ্রেসের সহমতের ভিত্তিতে দেহের ময়নাতদন্ত করা হয়।

RG Kar News Live: শনিবার ন্যায় বিচার যাত্রার ডাক জুনিয়র ডাক্তারদের, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক মুখ্যসচিবের

পরপর মায়ের কোল খালি। শনিবার ন্যায় বিচার যাত্রার ডাক জুনিয়র ডাক্তারদের। পাশে দিল্লির ডক্টর্স অ্যাসোসিয়েশন। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক মুখ্যসচিবের।

প্রেক্ষাপট

কলকাতা : আর জি কর-কাণ্ডে দ্রুত বিচারের দাবিতে এর আগে সিজিও কমপ্লেক্স অভিযান করেছিলেন চিকিৎসকরা। এবার একই দাবিতে CBI অফিস অভিযান করল 'জাগো নারী জাগো বহ্নিশিখা' নামে মহিলাদের এক সংগঠন। বিচার পেতে আর কতদদিন সময় দরকার, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দফতরের সামনে দাঁড়িয়েই স্লোগান তুললেন আন্দোলনকারীরা। সিবিআইয়ের প্রথম চার্জশিটে কলকাতা পুলিশের তদন্তেই কেন সিলমোহর দিল CBI, উঠল সেই প্রশ্নও।


প্রায় এক সপ্তাহ ভর্তি থাকার পর গতকাল হাসপাতাল থেকে ছুটি পেলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। গত ৬ অক্টোবর থেকে আমরণ অনশন কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। আপাতত তাঁকে সাতদিন বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েই এদিন সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন অনিকেত।


সুন্দরবনে বাঁধ নিয়ে ক্ষোভ নতুন কিছু নয়। এবার স্থানীয়দের সেই বাঁধভাঙা ক্ষোভই আছড়ে পড়ল খোদ সুন্দরবন উন্নয়নমন্ত্রীর সামনে। নামখানায় স্থানীয় বিধায়ক ও মন্ত্রী বঙ্কিম হাজরাকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দিলেন এলাকার মহিলা, গ্রামবাসীরা। এদিকে বিক্ষোভের মুখে পড়ে, এলাকার জনপ্রতিনিধিদেরই কাঠগড়ায় তুলেছেন মন্ত্রী। 


একসময় নকুলদানা বা চড়াম চড়াম ঢাকের আওয়াজের কথা বলতে শোনা যেত তাঁকে। খোদ DSP-কে দাঁড় করিয়ে একেবারে ঘড়ি ধরে হুঁশিয়ারি দেওয়ার সাহসও কেবল তিনিই রাখতেন। গোটা জেলায় তাঁর নামেই বাঘে-গরুতে একঘাটে জল খেত। কিন্তু ১৮ মাস তিহাড়ে কাটানোর পর সেই তিনিই পুরো বদলে গিয়েছেন। হুমকি-হুঁশিয়ারির বদলে এখন সবাইকে একসঙ্গে নিয়ে চলার কথা বলছেন। তিনি আর কেউ নন, বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা ও জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.