West Bengal News Live Updates: অনিকেত, অলোকের পর এবার অসুস্থ জুনিয়র চিকিৎসক অনুষ্টুপ, ভর্তি করা হল কলকাতা মেডিক্যালে

WB News Live Updates: রাজ্যের সব জেলার প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে নজর রাখুন। এক ক্লিকেই পাবেন সমস্ত খবর।

ABP Ananda Last Updated: 13 Oct 2024 02:18 AM
অনিকেত, অলোকের পর এবার অসুস্থ জুনিয়র চিকিৎসক অনুষ্টুপ, ভর্তি করা হল কলকাতা মেডিক্যালে

RG Kar Live Update : অনিকেত, অলোকর পর এবার অসুস্থ জুনিয়র চিকিৎসক অনুষ্টুপ মুখোপাধ্যায়। পেটে যন্ত্রণা নিয়ে ভর্তি করা হল কলকাতা মেডিক্যালে। রয়েছেন CCU -তে।

West Bengal News Live Updates: শনিবারই পুজোর কার্নিভালের দিনই কলকাতায় 'দ্রোহের কার্নিভাল'

এর মাঝেই শনিবারই পুজোর কার্নিভালের দিনই কলকাতায় 'দ্রোহের কার্নিভাল'(droho Karnival)-এর ডাক দেওয়া হল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের (joint platform of doctors)। আর জি কর কাণ্ডে বিচারের দাবিতে দ্রোহের কার্নিভালের ডাক দেওয়া হয়েছে। আগামী ১৫ তারিখ বিকাল চারটের সময় রানি রাসমণি অ্যাভিনউ-তে 'দ্রোহের কার্নিভাল'ডাক দিয়েছে তারা। কলকাতায় পুজোর কার্নিভ্যালের দিন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের দ্রোহের কার্নিভালের এই আহ্বান নতুন করে বিতর্কের সৃষ্টি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

WB News Live Updates : অনশনে জুনিয়র ডাক্তাররা, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল্লি এইমস ও চণ্ডীগড় পিজিআই-এর চিকিৎসকদের

আর জি কর-কাণ্ডের বিচার-সহ ১০-দফা দাবিতে শনিবার থেকে ধর্মতলায় অনশন করছেন সাতজন জুনিয়র ডাক্তার। শুক্রবার তাঁদের সঙ্গে যোগ দেন আরও দু'জন জুনিয়র ডাক্তার। তাঁদের পাশে দাঁড়িয়ে প্রতীকী অনশন করছেন সিনিয়র চিকিৎসকরাও। সমর্থনের বার্তা দিতে প্রতিদিন হাজির হচ্ছেন অসংখ্য সাধারণ মানুষ। এবার জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে সংহতি জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি-পত্র পাঠাল দিল্লি এইমস ও চণ্ডীগড় পিজিআই-এর রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন।

West Bengal News Live Updates: মহানবমীর সন্ধেয় প্রতিবাদমুখর ধর্মতলা, মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বেলে গানে গানে প্রতিবাদ

মহানবমীর সন্ধেয় প্রতিবাদমুখর ধর্মতলা। মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বেলে গানে গানে প্রতিবাদ। 

WB News Live Updates : আরামবাগ মেডিক্যাল কলেজেও চিকিৎসকদের গণ ইস্তফার হুঁশিয়ারি !

আরামবাগ মেডিক্যাল কলেজেও এবার চিকিৎসকদের গণ ইস্তফার হুঁশিয়ারি। ধর্মতলায় আমরণ অনশরত জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে এবার গণ ইস্তফার হুঁশিয়ারি। ৩৮ জন চিকিৎসকের গণ ইস্তফার হুঁশিয়ারি। আর জি কর কাণ্ডে দ্রুত পদক্ষেপ না নিলে গণ ইস্তফার হুঁশিয়ারি প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজের চিকিৎসকদের গণ ইস্তফার হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্য ভবনে চিঠি পাঠালেন চিকিৎসকরা।

West Bengal News Live Updates: পুজো কার্নিভালের দিনই কলকাতায় 'দ্রোহের কার্নিভাল'

পুজো কার্নিভালের দিনই কলকাতায় 'দ্রোহের কার্নিভাল'। মঙ্গলবার জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের ডাকে 'দ্রোহের কার্নিভাল'। আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে দ্রোহের কার্নিভালের ডাক। মঙ্গলবার বিকেল ৪: রানি রাসমণি অ্যাভিনিউয়ে 'দ্রোহের কার্নিভাল'।

WB News Live Updates : টানা ৭দিন ধরে অনশন, চাপ বাড়িয়ে সোমবার রাজ্য জুড়ে ৪৮ ঘণ্টার কর্মবিরতির ডাক

টানা ৭দিন ধরে অনশন। অসুস্থ আরও চিকিৎসক। চাপ বাড়িয়ে সোমবার রাজ্য জুড়ে ৪৮ ঘণ্টার কর্মবিরতির ডাক। নাগরিক সমাজের সিজিও অভিযান।

West Bengal News Live Updates: কেন এখনও নির্লিপ্ত সরকার? প্রশ্ন তুলে এবার চন্দননগরেও ১২ ঘণ্টার প্রতীকী অনশন

কলকাতা থেকে উত্তরবঙ্গ-আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা। কেন এখনও নির্লিপ্ত সরকার? প্রশ্ন তুলে এবার চন্দননগরেও ১২ ঘণ্টার প্রতীকী অনশন। 

WB News Live Updates : সোমবার থেকে আংশিক কর্মবিরতি ঘোষণা বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের

সোমবার থেকে আংশিক কর্মবিরতি। কর্মবিরতি ঘোষণা বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের। জরুরি ছাড়া অন্য পরিষেবা বন্ধ থাকবে। রাজ্যের সব চিকিৎসককে আহ্বান জানানো হয়েছে বলে জানালেন চিকিৎসকরা।

West Bengal News Live Updates: বিচারের দাবিতে স্লোগান দিয়ে গ্রেফতার, জামিনের পর লালবাজার থেকে বের করা হল ৯ জনকে

বিচারের দাবিতে স্লোগান দিয়ে গ্রেফতার। জামিনের পর লালবাজার থেকে বের করা হল ৯ জনকে। লালবাজার থেকে নিয়ে যাওয়া হচ্ছে রবীন্দ্র সরোবর থানায়। 

WB News Live Updates : কসবায় প্রকাশ্যে মহিলাকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ; আটক ২ অভিযুক্ত

কসবায় প্রকাশ্যে মহিলাকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ। ১০ বছরের ছেলেকে 'মার'। ছেলেকে বাঁচাতে গেলে মাকেও মারধরের অভিযোগ। কসবা থানায় অভিযোগ দায়ের, আটক ২ অভিযুক্ত।

West Bengal News Live Updates: CBI দফতরের মুখে ব্যারিকেড করে নাগরিক সমাজের মিছিল রুখে দিল পুলিশ !

আরজি কর কাণ্ডে ফের পথে নাগরিক সমাজ। আরজি কর কাণ্ড থেকে জয়নগর, ফের প্রতিবাদে সরব তাঁরা। এবার সিবিআই দফতর অভিযানে নাগরিক সমাজ। কেন্দ্রীয় এজেন্সির তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তাঁদের। কিন্তু, CBI দফতরের মুখে ব্যারিকেড করে মিছিল রুখে দেয় পুলিশ। সেখানেই একের পর এক স্লোগানে মুখরিত হয়ে ওঠে নাগরিক সমাজ। তাঁরা স্লোগান তোলেন, 'সিবিআই কী হল ? মেরদণ্ড ভেঙে গেল !' 'আর কতদিন সময় চায়, জবাব চাই সিবিআই !' 'কলকাতা পুলিশের তদন্তকে সিলমোহর কেন সিবিআই জবাব দাও !'

WB News Live Updates : আর জি কর-এর নিহত নির্যাতিতার বাড়িতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার

আর জি কর-এর নিহত নির্যাতিতার বাড়িতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে অবস্থানে বসেছেন তাঁর মা-বাবা, পরিজনরা। তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন শুভঙ্কর। প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি , এই লড়াই চালিয়ে যেতে হবে।

West Bengal News Live Updates: অষ্টমীর রাতে দক্ষিণ ২৪ পরগনার সাগরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের

অষ্টমীর রাতে দক্ষিণ ২৪ পরগনার সাগরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃত যুবক সাগরের খাসরামকর এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টমীর রাতে ঠাকুর দেখতে বাইক নিয়ে রুদ্রনগরের দিকে যাচ্ছিলেন  প্রবীর। আনুমানিক দশটা নাগাদ হরিণবাড়ি কলেজ মোড়ের কাছে হঠাৎ বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি যুবককে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হলে কলকাতার এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়। ভোর রাতে এসএসকেএমে  যুবকের মৃত্যু হয়।

WB News Live Updates: সিসি ক্যামেরায় ধরা পরলো নবমীর রাতে দুর্গা প্রতিমার গা থেকে খুলে নেওয়া হচ্ছে সোনার অলংকার

দুর্গা পুজোর শেষ দিনে, দুর্গা মন্দিরে চুরি। কেতুগ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার পাঁচুন্দি গ্রামের শতাব্দী প্রাচীন চ্যাটার্জি বাড়ির দুর্গা মন্দিরে চুরি। এলাকাজুড়ে উত্তেজনার পরিবেশ। মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় গতকাল রাত্রি ১ টা নাগাদ মন্দিরের তালা ভেঙে এক ব্যাক্তি মন্দিরে প্রবেশ করে এবং দেবী প্রতিমার সমস্ত অলঙ্কার খুলতে দেখা যায়। পরিবারের তরফ থেকে দাবি করা হয় সমস্ত দেবদেবীর প্রতিমার গায়ের গহনাই চুরি হয়ে গেছে যার বাজার মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা। এই বিষয়ে কেতুগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেতুগ্রাম থানার পুলিশ এবং ঘটনার তদন্তে নেমেছে তারা।

West Bengali News Live Updates: তিথি মেনে আজ দশমী, বিসর্জনের প্রস্তুতির পাশপাশি শুরু হয়েছে সিঁদুর খেলা

তিথি মেনে আজ দশমী। সকালেই দশমীর পুজো শেষ হয়ে যাওয়ার পর শুরু হয়ে গেছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি। অনেক বনেদি বাড়িতেই দর্পণে প্রতিমা বিসর্জনও হয়ে গেছে। আর বিসর্জনের প্রস্তুতির পাশপাশি শুরু হয়েছে সিঁদুর খেলাও। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের কীর্ণাহার, পশ্চিম বর্ধমানের কুলটিতে মহিলারা মেতে উঠছেন সিঁদুর খেলায়। কাঁকসা, দুর্গাপুর, শিলিগুড়ি এবং মালদাতেও চলছে সিঁদুরখেলা। 

WB News Live Updates: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অনশনরত চিকিৎসক আলোক ভার্মার শারীরিক অবস্থার অবনতি, ভর্তি হাসপাতালে

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অনশনরত চিকিৎসক আলোক ভার্মার শারীরিক অবস্থার অবনতি। আলোক ভার্মাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আইসিইউ-তে রাখা হয়েছে আলোক ভার্মাকে। কিটোন বডি বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে লিভার এবং কিডনিতে। রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে গেছে, হার্ট-রেট অনিয়মিত। 

RG Kar News Update: আর জি কর কাণ্ডের প্রতিবাদ ও সিবিআই তদন্ত নিয়ে করুণাময়ী থেকে সিজিও দফতর পর্যন্ত অভিযান

ধর্মতলায় অনশনে ৮ জন জুনিয়র ডাক্তাররা, সমর্থনে নাগরিক সমাজ। আর জি কর কাণ্ডের প্রতিবাদ ও সিবিআই তদন্ত নিয়ে করুণাময়ী থেকে সিজিও দফতর পর্যন্ত অভিযান। নাগরিক সমাজের ডাকে সিবিআই অভিযান। ১০০ এর বেশি নাগরিক সমাজ, মানবাধিকার কমিশনের একাংশ আছে। ডেপুটেশন জমা দেবেন বলে জানা গিয়েছে। 

RG Kar News Update: আর জি কর-এর নিহত নির্যাতিতার বাড়িতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার

আর জি কর-এর নিহত নির্যাতিতার বাড়িতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে অবস্থানে বসেছেন তাঁর মা-বাবা, পরিজনরা। তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন শুভঙ্কর। প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, এই লড়াই চালিয়ে যেতে হবে। 

RG Kar News Update: বিচারের দাবিতে আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা, হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ফেডারেশন অফ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের

ব্রিটিশ শাসনের পর বাংলায় অন্ধকারতম সময়। সমাধান না বেরোলে, অনশনকারীরা মৃত্যুর দিকে এগিয়ে যাবেন। হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ফেডারেশন অফ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের। 

RG Kar News Update: জুনিয়র ডাক্তারদের কাছে অনশন তুলে নেওয়ার আবেদন মুখ্যসচিবের

অনশনের ৬ দিন, জুনিয়র ডাক্তারদের চিঠি মুখ্যসচিবের। জুনিয়র ডাক্তারদের কাছে অনশন তুলে নেওয়ার আবেদন মুখ্যসচিবের। নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপের কথা জানিয়ে ইমেল মুখ্যসচিবের। রাজ্য সরকারের কাছে স্টেটাস রিপোর্ট চেয়েছিলেন আন্দোলনকারীরা। তার প্রেক্ষিতে স্টেটাস রিপোর্ট অ্যাটাচ করে পাল্টা ইমেল মুখ্যসচিবের। 

West Bengal News Live Updates: বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের কনফারেন্স হলের বুকিং শেষ মুহূর্তে বাতিল করে দেওয়ার অভিযোগ শহরের এক হোটেলের বিরুদ্ধে

বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের কনফারেন্স হলের বুকিং শেষ মুহূর্তে বাতিল করে দেওয়ার অভিযোগ উঠল শহরের একটি হোটেলের বিরুদ্ধে। টাকা মেটাতে গেলে পুলিশের বারণ রয়েছে এই কারণ দেখিয়ে বুকিং বাতিল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আজ বিকেলে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে পেন ডাউনের ঘোষণায় সাংবাদিক সম্মেলনের ডাক দিয়েছিলেন দেশের বিভিন্ন বেসরকারি চিকিৎসকরা। সেই জন্য় ধর্মতলার একটি হোটেল বুক করেন তাঁরা। কিন্তু, শেষ মুহূর্তে সেই বুকিং বাতিল করে দেওয়া হয় বলে অভিযোগ। প্রতিবাদে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চের সামনে খোলা আকাশের নীচে বিকেল ৫টায় সাংবাদিক সম্মেলন করবেন চিকিৎসকরা।

RG Kar News Update: আর জি করে অনিকেত মাহাতোকে দেখতে এলেন তাঁর বাবা

ধর্মতলায় আমরণ অনশন চলাকালীন অসুস্থ হয়ে পড়েন অনিকেত মাহাতো। ভর্তি রয়েছেন আর জি কর মেডিক্যালের সিসিইউতে। অনিকেত মাহাতোকে দেখতে এলেন অনিকেতের বাবা।

West Bengal News Live Updates: ভুল চিকিৎসায় রোগী মৃত্য়ুর অভিযোগ ঘিরে মালদা মেডিক্য়াল কলেজ হাসপাতালে তুলকালাম

ভুল চিকিৎসায় রোগী মৃত্য়ুর অভিযোগ ঘিরে মালদা মেডিক্য়াল কলেজ হাসপাতালে তুলকালাম। হাসপাতালে ভাঙচুর, চিকিৎসকদের খুনের হুমকি দেওয়ার অভিযোগ মৃতের পরিবারের সদস্য়দের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের।

WB News Live Updates: আর জি করকাণ্ডের সমালোচনায় আরএসএস সঙ্ঘপ্রধান মোহন ভাগবত

'আর জি কর মেডিক্যালে লজ্জাজনক ঘটনা ঘটেছে। প্রতিবাদে চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছে সমাজের সব স্তরের মানুষ। এরকম ঘটনা যাতে না ঘটে, তার জন্য সতর্ক থাকা উচিত, নিরাপত্তা দেওয়া উচিত। কিন্তু ঘটনা ঘটার পর অপরাধীদের বাঁচানোর চেষ্টা করা হয়েছে। অপরাধ ও রাজনীতি হাতে হাত মিলিয়েছে', আর জি করকাণ্ডের সমালোচনায় আরএসএস সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। 

West Bengal News Live Updates: ভয়ঙ্কর পথ দুর্ঘটনা মুর্শিদাবাদের রেজিনগরে, মৃত্যু একই পরিবারের ৩ সদস্যের

ভয়ঙ্কর পথ দুর্ঘটনা মুর্শিদাবাদের রেজিনগরে। মৃত্যু একই পরিবারের ৩ সদস্যের। মৃত্যু বাবা, মা, মেয়ের। মৃতেরা রেজিনগরের দাদপুর গ্রামের বাসিন্দা।  নবমীর রাতে ঠাকুর দেখে রেজিনগর থেকে দাদপুরের দিকে যাচ্ছিলেন। জাতীয় সড়কের উপর বাইকে ফিরছিলেন একই পরিবারের ৩ সদস্য। স্থানীয়দের দাবি, সেই সময় পিছন থেকে এসে ধাক্কা মারে বাস।  ঘটনাস্থলের মৃত্যু হয় এক জনের। ৩ জনকে উদ্ধার করে বেলডাঙা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে ১ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি ২ জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হলে সেখানে তাঁদের মৃত্যু হয়।

WB News Live Updates: আর জি কর-কাণ্ডে উই ওয়ান্ট জাস্টিস লেখা প্ল্যাকার্ড নিয়ে মৌন প্রতিবাদেও 'বাধা', 'আপত্তি' পুলিশের

আর জি কর-কাণ্ডে উই ওয়ান্ট জাস্টিস লেখা প্ল্যাকার্ড নিয়ে মৌন প্রতিবাদেও 'বাধা', 'আপত্তি' পুলিশের। জলপাইগুড়িতে দিশারী ক্লাব চত্বরে উত্তেজনা
তিলোত্তমার বিচার চেয়ে প্ল্যাকার্ড হাতে মহিলাদের প্রতিবাদে 'বাধা' পুলিশের। মহিলাদের হাত থেকে পুলিশ প্ল্যাকার্ড ছিনিয়ে নেয় বলে অভিযোগ। পুলিশের বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিক্ষোভ, হাজির নাগরিক সংসদের চিকিৎসকরাও। 

West Bengal News Live Updates: বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের লেডিজ হোস্টেলের শৌচালয়ে ঢুকে পড়ল এক যুবক

ফের চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের লেডিজ হোস্টেলের শৌচালয়ে ঢুকে পড়ল এক যুবক। নিরাপত্তারক্ষীর চোখ এড়িয়ে শৌচালয়ে ঢুকে পড়ে ওই যুবক। খবর পেয়েই আতঙ্ক ছড়িয়ে পড়ে আবাসিকদের মধ্যে। হোস্টেলে হানা দিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় লেডিজ হোস্টেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। হোস্টেলে গেলে মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে ঘিরেও বিক্ষোভ দেখান আবাসিকরা। 

WB News Live Updates: আরামবাগ মেডিক্যাল কলেজেও এবার চিকিৎসকদের গণ ইস্তফার হুঁশিয়ারি

আরামবাগ মেডিক্যাল কলেজেও এবার চিকিৎসকদের গণ ইস্তফার হুঁশিয়ারি। ধর্মতলায় আমরণ অনশরত জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে এবার গণ ইস্তফার হুঁশিয়ারি। ৩৮ জন চিকিৎসকের গণ ইস্তফার হুঁশিয়ারি। আর জি কর কাণ্ডে দ্রুত পদক্ষেপ না নিলে গণ ইস্তফার হুঁশিয়ারি প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজের চিকিৎসকদের গণ ইস্তফার হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্য ভবনে চিঠি পাঠালেন চিকিৎসকরা। 

West Bengal News Live Updates: আজ মহানবমী, দুর্গাপুজোর আজ শেষ দিন, মণ্ডপে মণ্ডপে চলছে উমার আরাধনা

আজ মহানবমী। দুর্গাপুজোর আজ শেষ দিন। মণ্ডপে মণ্ডপে চলছে উমার আরাধনা। তিথি মেনে হচ্ছে নবমীর পুজো। বেলুড় মঠে চলছে নবমীর বিশেষ পুজো। শনিবার পেরোলেই রবিবার বিষাদের দশমী। অনেক জায়গায় ইতিমধ্য়েই শুরু হয়ে গেছে দশমীর পুজো। ফের এক বছরের অপেক্ষা। তার আগে শেষ মুহূর্তে পুজোর আনন্দ চেটেপুটে উপভোগ করতে ব্য়স্ত সকলে। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়। ঠাকুর দেখার পাশাপাশি খাওয়া-দাওয়া হই-হুল্লোড় চলছে সমান তালে।

WB News Live Updates: পুরুলিয়ার ঝালদার নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুর মৃত্য়ু

পুরুলিয়ার ঝালদার নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুর মৃত্য়ু হল। পরিবার সূত্রে খবর, গতকাল রাতে হঠাৎ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন পূর্ণিমা। তাঁকে তড়িঘড়ি ঝালদা ১ নম্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্য়ু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। খবর পেয়ে স্বাস্থ্যকেন্দ্রে আসেন পুরুলিয়া জেলার কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো, ঝালদা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ স্থানীয় নেতৃত্ব। ২০২২ সালের ১৩ মার্চ খুন হন ঝালদার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় তাঁকে।

West Bengal News Live Updates: দুর্গাপুরে গাড়িতে আগুন, দুর্গাপুজো মণ্ডপের সামনে রাস্তায় গাড়িটি দাঁড় করিয়ে ঠাকুর দেখতে গিয়েছিলেন যাত্রীরা

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে গাড়িতে আগুন। গতকাল রাতে স্থানীয় ভগৎ সিং মোড়ে বুদ্ধবিহার সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপের সামনে রাস্তায় গাড়িটি দাঁড় করিয়ে ঠাকুর দেখতে গিয়েছিলেন বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা ৪ জন। ফিরে এসে গাড়িতে উঠে হঠাৎ ধোঁয়া বেরোতে দেখে নেমে যান তাঁরা। নিমেষে দাউ দাউ করে জ্বলে ওঠে গাড়িটি। দমকলের একটি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নেভায়। শর্টসার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান দমকলের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ। গাড়ির নথিপত্র ঠিক আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

WB News Live Updates: নবমীতে বেলুড় মঠে বিশেষ পূজার্চনা

নবমীতে বেলুড় মঠে বিশেষ পূজার্চনা। ভোরবেলা পুজো শুরু হয়। দুপুরে বিশেষ হোমযজ্ঞ হবে। দেওয়া হবে চালকুমড়ো, শসা, কলা-সহ ফল বলি। এরপর চলবে অঞ্জলি দেওয়া। বিতরণ করা হবে খিচুড়ি ভোগ। পুজোর ক’দিন সারাদিন খোলা রয়েছে বেলুড় মঠের দরজা।

West Bengal News Live Updates: ছড়াচ্ছে প্রতিবাদের আঁচ, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আংশিক কর্মবিরতির পথে হাঁটল আরও দুই বেসরকারি হাসপাতাল

ছড়াচ্ছে প্রতিবাদের আঁচ। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এবং জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে, আংশিক কর্মবিরতির পথে হাঁটল আরও দুই বেসরকারি হাসপাতাল। শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য় আংশিক কর্মবিরতি ফর্টিসে। সোম ও মঙ্গলবার পেনডাউনের সিদ্ধান্ত পিয়ারলেসে।

RG Kar News Update: সিবিআই হেফাজতের পর এবার জেল হেফাজত আশিস পাণ্ডের

সিবিআই হেফাজতের পর এবার জেল হেফাজত। ২১ তারিখ পর্যন্ত টিএমসিপি নেতা আশিস পাণ্ডেকে জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। জেরায় মিলেছে অনেক তথ্য, আদালতে দাবি সিবিআইয়ের আইনজীবীর। 

RG Kar News Live Updates: অনিকেত মাহাতোর শারীরিক অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল, জানালেন চিকিৎসকরা

লাগাতার অনশনের  জেরে অসুস্থ অনিকেত মাহাতো। ভর্তি রয়েছেন আর জি কর মেডিক্যালের CCU-তে। অনিকেত মাহাতোর শারীরিক অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল, জানালেন চিকিৎসকরা।

West Bengal News Live Updates: মহাষ্টমীতে মহাসমাবেশের পর এবার একাদশীতে একবেলা অরন্ধনের ডাক

মহাষ্টমীতে মহাসমাবেশের পর এবার একাদশীতে একবেলা অরন্ধনের ডাক। আর জি কর-কাণ্ডে ক্রমশ আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এদিন মহাসমাবেশে জনসমাগম ছিল চোখে পড়ার মতো। এরই মধ্যে জুনিয়র ডাক্তারদের দাবি মতো স্টেটাস রিপোর্ট ইমেল করে অনশন প্রত্যাহারের আবেদন জানান মুখ্যসচিব। যদিও তা সন্তুষ্ট করতে পারেনি আন্দোলনকারীদের।

WB News Live Updates: মহাষ্টমীতে হাইকোর্টে মহাধাক্কা কলকাতা পুলিশের

মহাষ্টমীতে মহাধাক্কা খেল কলকাতা পুলিশ। 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান দেওয়ায় গ্রেফতার হওয়া ন'জনকেই জামিন দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি শম্পা সরকার বলেন, রাজ্য় সরকার যথেচ্ছভাবে ক্ষমতা ব্য়বহার করতে পারে না। ক্ষমতা আছে বলেই যাকে ইচ্ছে গ্রেফতার করা যায় না। ক্ষমতার অপব্যবহার থেকে মানুষকে রক্ষার ক্ষমতা রয়েছে আদালতের।

প্রেক্ষাপট

মহাষ্টমীতে হাইকোর্টে মহাধাক্কা পুলিশের। মণ্ডপে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান দিয়ে ধৃত ৯ জনেরই জামিন মঞ্জুর। ধর্মতলায় অনশন মঞ্চে উচ্ছ্বাস। 


রাজ্য় যথেচ্ছভাবে ক্ষমতা ব্য়বহার করতে পারে না। ক্ষমতা আছে বলেই যাকে ইচ্ছে গ্রেফতার করা যায় না। উপযুক্ত প্রমাণ থাকা প্রয়োজন। স্লোগানকাণ্ডে পুলিশকে ভর্ৎসনা হাইকোর্টের। 


এটা সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ। সবাইকে মতপ্রকাশের অধিকার দিয়েছে সংবিধান। ধৃতদের কাছে থাকা প্ল্যাকার্ড-হোয়াটসঅ্যাপ চ্যাটে ঘৃণা ছড়ানোর মতো কিছু নেই। মন্তব্য হাইকোর্টের। 


আহত ৩ পুলিশকর্মীর প্রেসক্রিপশন একই ধরনের। শুধু অ্য়াসিডিটির ও ব্যথানাশক ওষুধের উল্লেখ। বাহ্যিক আঘাতের কথাও নেই। মন্তব্য বিচারপতি শম্পা সরকারের। 


৭ দিন। অনশনে অনড় জুনিয়র ডাক্তাররা। ধর্মতলার মঞ্চে আরও ২ চিকিৎসকের অনশনে যোগ। সাধারণ মানুষের ঢল। চোখে জল আন্দোলনকারীদের। রবিবার অরন্ধন কর্মসূচির ডাক। 


অনিকেত মাহাতোর অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল। আরও ৬ অনশনকারীর অবস্থাও উদ্বেগজনক। অনশন তোলার আর্জি জানিয়ে ফের জুনিয়র ডাক্তারদের ইমেল মুখ্যসচিবের। 


ধর্মতলায় অনশনরত স্নিগ্ধা হাজরার বাঁকুড়ার বাড়িতে পুলিশ, দাবি প্রতিবেশীদের। উত্তরবঙ্গ মেডিক্যালে অনশনকারীদের পরিবারের ওপর চাপ সৃষ্টির অভিযোগ। অস্বীকার মাটিগাড়া থানার। 


শান্তিপূর্ণ পরিবেশ এবং নিরাপত্তা কোনও বিলাসিতা নয়। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে এবার চিঠি আইএমএ-র। চরম পদক্ষেপের হুঁশিয়ারি রাজ্য শাখার। অনশন মঞ্চে গেলেন IMA সভাপতি। 


ব্রিটিশ শাসনের পর বাংলায় অন্ধকারতম সময়। সমাধান না বেরোলে, অনশনকারীরা মৃত্যুর দিকে এগিয়ে যাবেন। হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ফেডারেশন অফ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের। 


আর জি করে জরুরি বিভাগে সিলড বক্সে রক্তমাখা গ্লাভস! অভিযোগ নার্স-ডাক্তারদের। খতিয়ে দেখতে ৫ সদস্যের তদন্ত কমিটি গড়ল হাসপাতাল কর্তৃপক্ষ। 


জুনিয়র ডাক্তারদের সমর্থনে ফর্টিসে আংশিক কর্মবিরতি। সোম-মঙ্গল পিয়ারলেস জরুরি ছাড়া সব পরিষেবা বন্ধ। ১৬ তারিখ পর্যন্ত মেডিকায় কর্মবিরতিতে ১১৬ জন ডাক্তার। 


মৌন প্রতিবাদে উই ওয়ান্ট জাস্টিস লেখা প্ল্যাকার্ডেও এবার আপত্তি পুলিশের। জলপাইগুড়িতে দিশারী ক্লাব চত্বরে উত্তেজনা। প্ল্যাকার্ড ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে কোতোয়ালি থানায় বিক্ষোভ। 


সিবিআই হেফাজতের পর এবার জেল হেফাজতে টিএমসিপির চিকিৎসক নেতা আশিস পাণ্ডে। ২১ তারিখ পর্যন্ত জেল হেফাজতে সন্দীপ ঘনিষ্ঠ আশিস। জেরায় মিলেছে অনেক তথ্য, দাবি সিবিআইয়ের। 


ফের একই লাইনে দুই ট্রেন। চেন্নাই থেকে ৪৫ কিলোমিটার দূরে মালগাড়িতে ধাক্কা বাগমতী এক্সপ্রেসের। ১২ থেকে ১৩টি বগি লাইনচ্যুত, আহত ১৯। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.