West Bengal News Live Updates: SSC-র দাগি তালিকায় তৃণমূল নেতা-নেত্রী থেকে বিধায়কের বউমা

WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।

ABP Ananda Last Updated: 31 Aug 2025 03:08 PM

প্রেক্ষাপট

সুপ্রিম কোর্টে ধাক্কার পর অবশেষে দাগিদের তালিকা প্রকাশ। ১ হাজার ৮০৪ জনের নাম ওয়েবসাইটে আপলোড করল SSC। নাম, রোল, সিরিয়াল নম্বর থাকলেও উল্লেখ নেই স্কুলের। নতুন করে পরীক্ষায় আবেদন করেছিলেন দাগিদের...More

West Bengal News Live: স্কুল সার্ভিস কমিশনের তালিকায় বাড়ল দাগির সংখ্যা, SSC-র প্রথম তালিকায় দাগি শিক্ষক ১,৮০৪ থেকে ১,৮০৬

স্কুল সার্ভিস কমিশনের তালিকায় বাড়ল দাগির সংখ্যা। SSC-র প্রথম তালিকায় দাগি শিক্ষক ১,৮০৪ থেকে ১,৮০৬। SSC-র নতুন তালিকায় তৃণমূল বিধায়কের কন্যা! কেন নাম বাদ গেল প্রথম দাগি তালিকায়? উঠছে প্রশ্ন। রাতে SSC-র নতুন তালিকায় আরও ২ দাগি শিক্ষকের নাম। তালিকায় চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশেনারা খাতুন। তালিকায় জুড়েছে সঞ্চিতা দাস নামে আরেক দাগি শিক্ষিকার নামও।