West Bengal News : ৯ অগাস্ট নবান্ন অভিযানের ডাক, আজ ফের রাত দখলের আহ্বান

আর জি করকাণ্ডের এক বছরে আজ ফের রাত দখলের ডাক। "প্রতিবাদের অধিকার মৌলিক অধিকার", নবান্ন অভিযান মামলায় বলল কলকাতা হাইকোর্ট।

ABP Ananda Last Updated: 08 Aug 2025 03:04 PM

প্রেক্ষাপট

বাংলায় ভোটার তালিকায় বিশেষ সংশোধনের জন্য প্রস্তুত। জাতীয় নির্বাচন কমিশনকে সবুজ সঙ্কেত CEO দফতরের। জেলাভিত্তিক রিপোর্ট পাঠানো হল দিল্লির দফতরে।  বাংলায় বিন্যাস অনুযায়ী বাড়ছে বুথের সংখ্যা। বর্ধিত বুথ নিয়ে বিশেষ...More

WB News Live : কয়লা, বালি চুরির অভিযোগে রানিগঞ্জে উত্তেজনা

কয়লা, বালি চুরির অভিযোগে রানিগঞ্জে উত্তেজনা। রানিগঞ্জ থানার সামনে বিক্ষোভে বিজেপি । থানার গেটের সামনে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা । পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের।