West Bengal News LIVE: ভোটের আগে বঙ্গ রাজনীতিতে বঙ্কিমচন্দ্র-রবীন্দ্রনাথ সংঘাত ?
WB News LIVE: রাজ্য থেকে জেলা সব খবরের আপডেটস
প্রেক্ষাপট
ভোটের আগে বঙ্গ রাজনীতিতে বঙ্কিমচন্দ্র-রবীন্দ্রনাথ সংঘাত ? দেশজুড়ে মহা সমারোহে কেন্দ্রীয় সরকার পালন করছে বন্দেমাতরমের সার্ধ শতবর্ষ। নয়াদিল্লিতে বছরজোড়া উৎসবের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দেমাতরমের গুরুত্ব...More
পানশালার আড়ালে নারী পাচার মামলার তদন্তে ইডির তল্লাশি। কলকাতার ৭টি জায়গায় হানা ইডির। ৩ ব্যবসায়ীর বাড়ি ও একাধিক ঠিকানায় তল্লাশি। জগজিৎ সিংহ, আজমল সিদ্দিকি ও বিষ্ণু মুন্দ্রার একাধিক ঠিকানায় তল্লাশি। রেস্তোরাঁ চেনের মালিক জগজিৎ সিংহ। সল্টলেকের BH ব্লকের বাড়িতে তল্লাশি ইডির। কলকাতা জুড়ে একাধিক জায়গায় ব্যবসায়ীর একাধিক পানশালা রয়েছে। পানশালার আড়ালে নারী পাচার ও টাকা নয়ছয়ের অভিযোগ। ২০১৫ সালে করা এফআইআরের ভিত্তিতে তল্লাশি। ব্যবসায়ী ঘনিষ্ঠ পেশায় সিভিল ইঞ্জিনিয়ার গৌতম সরকারের বাড়িতেও তল্লাশি ইডির। নাগেরবাজারের সাঁচি গার্ডেনে গৌতম সরকারের বাড়িতে হানা ইডির
ভোটের আগে বঙ্গ রাজনীতিতে বঙ্কিমচন্দ্র-রবীন্দ্রনাথ সংঘাত ? দেশজুড়ে মহা সমারোহে কেন্দ্রীয় সরকার পালন করছে বন্দেমাতরমের সার্ধ শতবর্ষ। নয়াদিল্লিতে বছরজোড়া উৎসবের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দেমাতরমের গুরুত্ব অপরিসীম, জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাল্টা তৃণমূলের হাতিয়ার রবীন্দ্রনাথ ঠাকুর। সাংবাদিক বৈঠকে বিজেপির বিরুদ্ধে বিভাজনের অভিযোগ তৃণমূলের। বঙ্কিমচন্দ্র-রবীন্দ্রনাথের মধ্যে বিভাজন করছে বিজেপি, অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। 'বন্দে মাতরমের ১৫০ বছর পালিত হচ্ছে, জন গণ মন-র ১২৫ বছর পালন করবে তো বিজেপি?' সাংবাদিক বৈঠকে প্রশ্ন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। তৃণমূলের সাংবাদিক বৈঠকের আগে রবীন্দ্রনাথের ছবিতে পুষ্পার্ঘ্য দেওয়া হল। সাংবাদিক বৈঠক শেষে বাজল জন গণ মন।
'তৃণমূল কর্মীরা লাঠি ধরা ভুলে যায়নি, শুধু বারণ আছে। একবার লাঠি ধরতে বললে গাড়ি আস্ত থাকবে না, টিকি খুঁজে পাওয়া যাবে না', এসআইআর নিয়ে খোদ বিজেপি বিধায়কের বাড়ির সামনে সভা করে হুমকি তৃণমূল নেতার। বিজেপি বিধায়ককে হুমকি বাঁকুড়ার ইন্দাস ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি শেখ হামিদের। এসআইআর আবহে ইন্দাসে শুরু ফর্ম বিলি, পাল্টা প্রচারে তৃণমূল কংগ্রেস। টোটোয় চড়ে প্রচারের সময় হুমকি দেওয়ার অভিযোগ ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়ার বিরুদ্ধে। পাল্টা কুশমুড়ি বাজারে প্রতিবাদ সভা তৃণমূল কংগ্রেসের। ইট মারলে পাটকেল খেতে হবে, পাল্টা হুঁশিয়ারি বিজেপি বিধায়কের।
কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গ্রেফতার। গ্রেফতার করল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। ধৃতের নাম পার্থ চোঙদার। হিসাব বহির্ভূত ৫ কোটি টাকা বিভিন্ন অ্যাকাউন্টে থাকার অভিযোগ। 'ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে টাকা বিনিয়োগ করেছিলেন পার্থ চোঙদার। গত ৫ বছরে কলকাতা পুরসভা থেকে মাইনে পেয়েছেন ৫০ লক্ষ টাকার কাছাকাছি। অথচ তাঁর অ্যাকাউন্টে রয়েছে ৫ কোটি টাকা'। দুর্নীতি দমন আইনে গ্রেফতার পার্থ চোঙদার। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। ৭ দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে আবেদন সরকারি আইনজীবীর।
SSKM হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। SSKM-এর মহিলা ওয়ার্ডের ভিতর ফের বহিরাগত। নিজেকে হাসপাতাল কর্মী বলে পরিচয় ওই ব্যক্তি ঢোকে মহিলা ওয়ার্ডে। মেন ব্লকের কেবল ওয়ার্ডে ঢুকেছিল ওই বহিরাগত। গতকাল বেলার দিকে ওয়ার্ডে ওই বহিরাগতর অস্তিত্ব টের পান ওয়ার্ডের নার্সরা। বহিরাগত মত্ত অবস্থায় ঢুকে পড়েছিল ওয়ার্ডে। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে ওই ব্যক্তি বলেন তিনি পুরসভার কর্মী।
কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে গ্রেফতার। গ্রেফতার করল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। ধৃতের নাম পার্থ চোঙদার। হিসেব বহির্ভূত আয়ের ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।এরপরই তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা
তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে ৫৬ লক্ষের বেশি টাকা উধাও। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কালীঘাট শাখার অ্যাকাউন্ট থেকে উধাও টাকা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হাইকোর্ট শাখায় নিষ্ক্রিয় অ্যাকাউন্ট আছে তৃণমূল সাংসদের। সাংসদের অ্যাকটিভ অ্যাকাউন্ট থেকে টাকা নিষ্ক্রিয় অ্যাকাউন্টে নিয়ে গিয়ে প্রতারণা। লালবাজারে এ নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে।
দিল্লি ATC-তে যান্ত্রিক গোলযোগ। গোটা দেশে ব্যাহত বিমান পরিষেবা। দিল্লিতে নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলছে সমস্ত বিমান। প্রভাব পড়েছে কলকাতা বিমানবন্দরেও। কলকাতা থেকে দিল্লিগামী বিমানও দেরিতে চলছে, খবর সূত্রের।
সুপ্রিম কোর্টের পর অবিলম্বে ১০০ দিনের প্রকল্প শুরুর নির্দেশ হাইকোর্টের। ১০০ দিনের প্রকল্প শুরুর নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। বকেয়া টাকা নিয়ে হলফনামা আদান প্রদানের জন্য একমাস সময় দিল আদালত। চলতি বছরের ১ আগস্ট থেকে কাজ শুরু করার জন্য কেন্দ্রকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। সম্প্রতি সেই মামলা খারিজ করে সর্বোচ্চ আদালত। 'প্রকল্পের কাজ শুরু করতে কোন অসুবিধা নেই', আজ কলকাতা হাইকোর্টে জানান কেন্দ্রের আইনজীবী
রাজারহাটে খালে উল্টে গেল যাত্রী বোঝাই বাস। দুর্ঘটনায় আহত ৪০ থেকে ৫০ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রাজারহাট-হাড়োয়া খালে বাস উল্টে দুর্ঘটনা। বেড়াচাঁপা থেকে করুণাময়ী আসার পথে উল্টে যায় বাস। ঘটনাস্থলে পৌঁছেছে রাজারহাট থানার পুলিশ। ঘুমের ঘোরে দুর্ঘটনা কি না, চালক ও খালাসিকে তা নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ
আজই প্রকাশিত হতে চলেছে SSC-র প্রথম পর্যায়ের রেজাল্ট। প্রথমে নবম-দশমের পরীক্ষা হলেও আগে একাদশ-দ্বাদশের ফলাফল প্রকাশ। আজকের জন্য মোট শূন্যপদের সংখ্যা ১২ হাজার ৫১৪।সন্ধের দিকে কমিশনের ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল। এই প্রক্রিয়া শেষ হলে, SSC-র মাধ্যমিক স্তরের ফলপ্রকাশ
আগে আইজল, আর এবার নজরে সিকিম। এবার আরও সহজ হল সিকিম যাত্রা! সিকিমে আরও এক রেলপথের অনুমোদন দিল কেন্দ্র। রেলসূত্রে খবর, রংপো পর্যন্ত রেলপথের কাজ চলছিলই। তার মধ্যে, নতুন রেলপথের জন্য সার্ভে-র অনুমোদন দিল রেলমন্ত্রক। সিকিমের মেল্লি থেকে জোরথাং, লেগশিপ হয়ে ডেন্টাম - এই পথে রেললাইন পাতার জন্য শেষ পর্যায়ের সার্ভে-র অনুমোদন মিলেছে। এই সার্ভে-র কাজ করবে উত্তর-পূর্ব সীমান্ত রেল। রেল সূত্রে দাবি, মূলত ডেন্টামের মতো ভারত-নেপাল সীমান্তের প্রত্যন্ত এলাকায় পরিষেবা চালু করাই মূল উদ্দেশ্য রেলের। অন্যদিকে, ২০২৭ সালের মধ্যেই, সেবক-রংপো রুটের রেল প্রকল্প শেষ হয়ে যাবে বলে আশাবাদী কেন্দ্র। এর আগে ‘অ্যাক্ট ইস্ট’ নীতির অংশ হিসেবে, উত্তর-পূর্ব ভারতের সঙ্গে রেল সংযোগের বিশেষ উদ্যোগ নেয় কেন্দ্র। যার অংশ হিসেবে মিজোরামের আইজলে নতুন রেলপথের উদ্বোধনও করা হয়। আর এবার সেই নীতির আরেক ধাপ এগোচ্ছে কেন্দ্র।
আজ সন্ধের দিকে কমিশনের ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল। এই প্রক্রিয়া শেষ হলে, মাধ্যমিক স্তরের ফলপ্রকাশ হবে।আজই প্রকাশিত হতে চলেছে SSC-র প্রথম পর্যায়ের রেজাল্ট। সূত্রের খবর, প্রথমে নবম-দশমের পরীক্ষা হলেও আগে একাদশ-দ্বাদশের ফলাফল প্রকাশ করবে SSC। আজকের জন্য মোট শূন্যপদের সংখ্যা ১২ হাজার ৫১৪.
আজই প্রকাশিত হতে চলেছে SSC-র প্রথম পর্যায়ের রেজাল্ট। সূত্রের খবর, প্রথমে নবম-দশমের পরীক্ষা হলেও আগে একাদশ-দ্বাদশের ফলাফল প্রকাশ করবে SSC। আজকের জন্য মোট শূন্যপদের সংখ্যা ১২ হাজার ৫১৪. আজ সন্ধের দিকে কমিশনের ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল। এই প্রক্রিয়া শেষ হলে, মাধ্যমিক স্তরের ফলপ্রকাশ হবে।
সাতসকালে শহর কলকাতায় জোড়া ED হানা। একদিকে নাগেরবাজার, অন্যদিকে সল্টলেক। নাগেরবাজারের এক সিভিল ইঞ্জিনিয়ারের বাড়িতে ED হানা। নাম গৌতম সরকার। ED সূত্রে খবর, ২০১৫ সালে হওয়া একটি FIR-এর ভিত্তিতে চলছে এই তল্লাশি। মানব পাচার সংক্রান্ত মামলায় এই তল্লাশি বলে খবর। সেই সূত্রে, শুক্রবার সকালে তাঁর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি প্রতিনিধি দল। ED সূত্রে আরও দাবি, সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে একাধিক পুরসভায় কাজ করেছেন তিনি। অন্যদিকে, সল্টলেকের BH ব্লকে এক ব্যবসায়ীর বাড়িতেও জোরকদমে চলে ED তল্লাশি। সূত্রের খবর, ওই ব্যবসায়ীর নাম জগজিৎ সিংহ। হোটেল ব্যবসার সঙ্গে জড়িত তিনি। তবে ঠিক কোন মামলায় এই তদন্ত, তা এখনও জানা যায়নি।
বারুইপুরে বিজেপির বিএলএ-কে চড় মারার অভিযোগ বিএলও-র বিরুদ্ধে। বিএলএ সহ ২ বিজেপি কর্মীকে মারধর তৃণমূলের। বিএলও সহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের।
এসআইআর ফর্ম বিলির সময় আক্রান্ত বিরোধী বিএলএ-রা। বারুইপুরে আক্রান্ত বিজেপির বিএলএ। কোচবিহারে বিজেপির বিএলএকে মারধর, পরানো হল জুতোর মালা।