West Bengal News LIVE: ভোটের আগে বঙ্গ রাজনীতিতে বঙ্কিমচন্দ্র-রবীন্দ্রনাথ সংঘাত ?

WB News LIVE: রাজ্য থেকে জেলা সব খবরের আপডেটস

Advertisement

ABP Ananda Last Updated: 07 Nov 2025 03:23 PM

প্রেক্ষাপট

ভোটের আগে বঙ্গ রাজনীতিতে বঙ্কিমচন্দ্র-রবীন্দ্রনাথ সংঘাত ? দেশজুড়ে মহা সমারোহে কেন্দ্রীয় সরকার পালন করছে বন্দেমাতরমের সার্ধ শতবর্ষ। নয়াদিল্লিতে বছরজোড়া উৎসবের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দেমাতরমের গুরুত্ব...More

ED Raid, West Bengal: পানশালার আড়ালে নারী পাচার মামলার তদন্তে ইডির তল্লাশি

পানশালার আড়ালে নারী পাচার মামলার তদন্তে ইডির তল্লাশি। কলকাতার ৭টি জায়গায় হানা ইডির। ৩ ব্যবসায়ীর বাড়ি ও একাধিক ঠিকানায় তল্লাশি। জগজিৎ সিংহ, আজমল সিদ্দিকি ও বিষ্ণু মুন্দ্রার একাধিক ঠিকানায় তল্লাশি। রেস্তোরাঁ চেনের মালিক জগজিৎ সিংহ। সল্টলেকের BH ব্লকের বাড়িতে তল্লাশি ইডির। কলকাতা জুড়ে একাধিক জায়গায় ব্যবসায়ীর একাধিক পানশালা রয়েছে। পানশালার আড়ালে নারী পাচার ও টাকা নয়ছয়ের অভিযোগ। ২০১৫ সালে করা এফআইআরের ভিত্তিতে তল্লাশি। ব্যবসায়ী ঘনিষ্ঠ পেশায় সিভিল ইঞ্জিনিয়ার গৌতম সরকারের বাড়িতেও তল্লাশি ইডির। নাগেরবাজারের সাঁচি গার্ডেনে গৌতম সরকারের বাড়িতে হানা ইডির

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.