West Bengal News LIVE:BLO এবং ERO-দের বর্ধিত ভাতা আটকে রাখার অভিযোগ কমিশনের

WB News LIVE: রাজ্য থেকে জেলা সব খবরের আপডেটস দেখুন...

Advertisement

ABP Ananda Last Updated: 29 Nov 2025 10:25 PM

প্রেক্ষাপট

BLO এবং ERO-দের বর্ধিত ভাতা আটকে রাখার অভিযোগ কমিশনের। কমিশন ও বিজেপিকে পাল্টা আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। BLO এবং ERO-দের সাম্মানিক বৃদ্ধির ঘোষণা নিয়ে ২৪ জুলাইয়ে বিজ্ঞপ্তি পোস্ট। 'BLO-দের ভাতা বাড়িয়ে...More

BLO West Bengal News: BLO এবং ERO-দের বর্ধিত ভাতা আটকে রাখার অভিযোগ কমিশনের

BLO এবং ERO-দের বর্ধিত ভাতা আটকে রাখার অভিযোগ কমিশনের। কমিশন ও বিজেপিকে পাল্টা আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। BLO এবং ERO-দের সাম্মানিক বৃদ্ধির ঘোষণা নিয়ে ২৪ জুলাইয়ে বিজ্ঞপ্তি পোস্ট। 'BLO-দের ভাতা বাড়িয়ে ১৮ হাজার টাকা করার নির্দেশ দেওয়া হয়েছিল। কমিশনের নির্দেশের পর অদ্ভুতভাবে সেই টাকা আটকে রেখেছে রাজ্য সরকার। অবিলম্বে BLO এবং ERO-দের বর্ধিত ভাতার টাকা মঞ্জুর করুক রাজ্য', তৃণমূলের প্রতিনিধি দলকে বার্তা, দাবি জাতীয় নির্বাচন কমিশনের

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.