WB News Live Updates: 'বাংলাকে আঘাত করলে, প্রত্যাঘাত পাবে, জিরোতে নামিয়ে আনব', বিজেপি-কে আক্রমণ মমতার

West Bengal News Live Updates: প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।

Advertisement

ABP Ananda Last Updated: 25 Nov 2025 03:45 PM

প্রেক্ষাপট

মধ্যরাতে সিইও দফতরের সামনে বেনজির সংঘাত! বিএলওদের নামে তৃণমূলপন্থীদের বিএলওদের বিক্ষোভের পাল্টা বিক্ষোভ বিজেপির। (Election Commission)বিএলও অধিকাররক্ষা কমিটির নামে সিইও দফতরের সামনে বিক্ষোভ, ১৪জনের মধ্যে মাত্র ৪জন বিএলও! বাকিরা সবাই...More

Election Commission: বিএলও মৃত্যু নিয়ে ফের বিজেপি ও কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রীর

বিএলও মৃত্যু নিয়ে ফের বিজেপি ও কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রীর। 'আমার মৃত্যুর জন্য কমিশন দায়ী, সুইসাইড নোটে লিখে গেছে রিঙ্কু। ভোট আসছে বলে ২ মাসের মধ্যে গায়ের জোরে SIR করছেন? ৩ বছরে এসআইআর করুন, ঘটি বাটি বিক্রি করে পাশে থাকব। খসড়া তালিকা বেরোলে দেখবেন, কি ভয়ঙ্কর অবস্থা...', আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.