West Bengal News Live Updates: SIR-এর সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে BLO ও ভোটকর্মী ঐক্য মঞ্চ

WB News Live Updates: সব জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।

Advertisement

ABP Ananda Last Updated: 30 Nov 2025 11:35 PM

প্রেক্ষাপট

সাত দিন বাড়ল SIR-এর সময়সীমা। পশ্চিমবঙ্গ সহ ১২ রাজ্যেই খসড়া তালিকা প্রকাশ ৯ এর বদলে ১৬ ডিসেম্বর। চূড়ান্ত লিস্ট ৭-এর পরিবর্তে ১৪ ফেব্রুয়ারি। SIR-এর সময়সীমা বাড়তেই তুঙ্গে তরজা। আন্দোলনের প্রাথমিক...More

West Bengal News Live: নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে BSF-এর গুলিতে মৃত্যু পাচারকারীর

নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে BSF-এর গুলিতে মৃত্যু পাচারকারীর। মাটিয়ারিতে BSF-এর গুলিতে মৃত্যু বাংলাদেশি পাচারকারীর। সীমান্ত দিয়ে নিষিদ্ধ কাশির ওষুধ পাচারের চেষ্টা। 'BSF বাধা দিলে ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা পাচারকারীদের', ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা বাংলাদেশি পাচারকারীদের, দাবি BSF-এর। পাল্টা BSF-এর গুলিতে মৃত্যু বাংলাদেশি পাচারকারীর। উদ্ধার নিষিদ্ধ কাফ সিরাপ ও ধারালো অস্ত্র। 

© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.