West Bengal News Live Updates: শান্তনু সেনের গ্রেফতারির দাবিতে সিঁথি থানার সামনে তৃণমূলের বিক্ষোভ
WB News Live Updates: একনজরে দেখুন সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর।
প্রেক্ষাপট
বাইক থামিয়ে এলোপাথাড়ি কোপ। এবার মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল কর্মীকে খুন। জড়িত সন্দেহে আটক ২। খুনের পর থমথমে ভরতপুর। খুন করেছে যারা, তারা তৃণমূলের সঙ্গে জড়িত, বিস্ফোরক দাবি বিধায়ক হুমায়ুন কবীরের। বিরোধীদের...More
'ভোটার তালিকা সংশোধন হলে তৃণমূল ৭০টা আসনও পাবে না', দাবি মিঠুন চক্রবর্তীর। 'বেছে বেছে কাউকে বাদ দেওয়া হচ্ছে না। বেছে বেছে যাঁরা এসেছেন, তাঁদের বাদ দেওয়া হচ্ছে', এই সংশোধন শেষ হলে তৃণমূল ৭০টা আসনও পাবে না, আক্রমণ বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর।
নাগরিকত্ব প্রমাণ বিতর্কে এবার সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ। প্রধানমন্ত্রীকে আক্রমণ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর। 'প্রধানমন্ত্রীর জন্মের সার্টিফিকেট নেই', মোদিকে নিশানা উদয়ন গুহর। 'আমি '৯৫-এর অনেক আগে জন্মেছি, তাই জন্মের শংসাপত্র নেই। জন্মের সার্টিফিকেট শুরু হয়েছে ১৯৯৫ সাল থেকে। প্রধানমন্ত্রী আমার আগে জন্মগ্রহণ করেছেন, তাহলে ওঁনার জন্ম সার্টিফিকেট নেই।'
বিহারে এসআইআর-এর প্রভাব, বাংলায় সীমান্তবর্তী জেলায় ভোটার তালিকায় নাম তোলার হিড়িক। গত ৭ দিনে সীমান্ত এলাকায় ভোটার কার্ডের জন্য আবেদন বেড়ে দ্বিগুণ, কমিশন সূত্রে খবর। কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় আবেদনের হিড়িক। ৭ জেলায় ভোটার কার্ড পেতে ৭৫ হাজার জনের আবেদন। কেন এত আবেদন, খতিয়ে দেখছে নির্বাচন কমিশন।
মুর্শিদাবাদের ভরতপুরে কুপিয়ে খুন করা হল তৃণমূল কর্মীকে। এই ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর তৃণমূল কর্মী খুনের নেপথ্যে দলীয় যোগ রয়েছে বলে জানিয়েছেন। নিজেদের মধ্যে খুনোখুনি তৃণমূলের নতুন সিনড্রোম, কটাক্ষ করেছে কংগ্রেস। যদিও পুলিশের দাবি, খুনের সঙ্গে রাজনীতির যোগ নেই।
চলতি মাসেই ৪ জেলায় তৃণমূলের ৫ জন নেতা, কর্মী খুন হয়েছেন। মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন। ১০ জুলাই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে গুলি করে, কুপিয়ে খুন করা হয় চালতাবেড়িয়ার তৃণমূল অঞ্চল সভাপতি রাজ্জাক খানকে। একই দিনে মালদার ইংরেজবাজারের লক্ষ্মীপুরে জন্মদিনের পার্টিতে স্ত্রীর সামনেই কুপিয়ে খুন করা হয় আবুল কালাম আজাদকে। গত ১৩ জুলাই বীরভূমের সাঁইথিয়ায় গুলি করে খুন করা হয় শ্রীনিধিপুরের তৃণমূল অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে। ১৯ জুলাই মল্লারপুরে বোমার আঘাতে মৃত্যু হয় তৃণমূল নেতা ও ময়ূরেশ্বর ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ বায়তুল্লা শেখের।
এসি সারানোর নামে প্রতারণা, উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার ১। অনলাইনে এসি সারাইয়ের জন্য যোগাযোগ করেন অভিষেক দাস। আধ ঘণ্টার মধ্যে অন্য নম্বর থেকে ফোন আসে, অভিযোগ অভিষেকের। ফোনে লাইভ লোকেশন চাওয়ার অভিযোগ। মুহূর্তের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যায় বলে অভিযোগ। এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের অভিযোগকারীর। অভিযোগ পেয়ে উত্তরপ্রদেশ থেকে একজনকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানার পুলিশ।
ফের কলকাতায় ধর্ষণের অভিযোগ। পার্ক স্ট্রিট এলাকায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ। জেলবন্দি স্বামীকে ছাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ
৪ অগাস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। গতকাল রাতে ওয়াটগঞ্জ এলাকা থেকে গ্রেফতার অসমে কর্মরত সেনাকর্মী।
রাজ্যে একদিনে বাজ পড়ে মৃত ১৫। বাঁকুড়ায় মৃত্যু ৯ জনের, পূর্ব বর্ধমানে মৃত ৫ জন, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় মৃত ১। বাঁকুড়ায় ওন্দায় মৃত ৪, কোতুলপুর, ইন্দাস, জয়পুরে, পাত্রসায়র, বিষ্ণুুপুরে মৃত ৫ জন। পূর্ব বর্ধমানের আউশগ্রাম, মাধবডিহি, মঙ্গলকোট ও রায়নায় মৃত ৫ জন। বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের ফলে তৈরি নিম্নচাপ। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে কাল থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, জানাল আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকায় সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।
ডার্বিতে 'অশান্তি' রুখতে আইএফএ-র সঙ্গে বৈঠকের পরামর্শ ডিজির। শনিবার কল্যাণীতে কলকাতা লিগের ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি। ডার্বিতে সমর্থকদের 'অশান্তি' রুখতে আইএফএ-র সঙ্গে বৈঠকে বিশেষ পরামর্শ রাজীব কুমারের। 'বেশি সংখ্যক মহিলা দর্শক মাঠে আসলে, অবাঞ্ছিত হিংসা কমবে', বৈঠকে পরামর্শ রাজীব কুমারের। মহিলা দর্শকদের মাঠে টানতে বড় ম্যাচের টিকিটের মূল্যে ছাড় আইএফএ-র। মহিলা দর্শকদের জন্য ১৫০ টাকার টিকিটের দাম কমিয়ে করা হয়েছে ১০০ টাকা। এমনটাই জানালেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।
নতুন পরীক্ষায় না, দিল্লিতে ধর্নায় SSC-র চাকরিহারারা। রামলীলা ময়দানে ধর্নায় চাকরিহারা শিক্ষকরা। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন চাকরিহারারা।
ফের হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে বাংলার ৭ পরিযায়ী শ্রমিককে গ্রেফতারির পর হেনস্থার অভিযোগ। বিজেপি শাসিত হরিয়ানায় ডিটেনশন ক্যাম্পে রেখে অত্যাচারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ পরিবারের। এলাকায় কাজ নেই, বাইরে কাজ না করলে খাবে কি ? প্রশ্ন স্থানীয়দের। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপের আশ্বাস হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তাজমুল হোসেনের। হরিয়ানার গুরগাঁওয়ে নির্মাণ শ্রমিকের কাজ করতেন হরিশ্চন্দ্রপুরের ৭ বাসিন্দার। বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও বাংলাদেশি সন্দেহে আটকের অভিযোগ। গ্রেফতার করে ডিটেনশন ক্যাম্পে রেখে অত্যাচারের অভিযোগ, দেওয়া হচ্ছে না খাবারও বলে অভিযোগ।
ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ, সুরাহা দিতে ইটাহারে ক্যাম্প। ইটাহারের তৃণমূল বিধায়ক মোশারফ হোসেনের উদ্যোগে সহায়তা শিবির। নথির জন্য ক্যাম্পে ভিড় আতঙ্কিত পরিযায়ী শ্রমিকদের পরিবারের লোকজনের। ইটাহারে বিধায়কের কার্যালয়ে শিবিরে নথি সংক্রান্ত সহায়তা। নথি নিয়ে থানায় জমা দিচ্ছেন পরিযায়ী শ্রমিকদের পরিবারের সদস্যরা।
তারকেশ্বরে নন্দীগ্রামের বাসিন্দাকে শাসানোর অভিযোগ শুভেন্দু অধিকারীর। তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে অভিযোগ শুভেন্দুর, পাল্টা আক্রমণ রামেন্দুর। 'তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায় দোকানদারকে শাসাচ্ছেন। তারকেশ্বরের ওই দোকানদার আমার বিধানসভা এলাকার বাসিন্দা। সারা রাজ্যে কি তৃণমূল নেতাদের বরাত দেওয়া হয়েছে নন্দীগ্রামবাসীদের হেনস্থা করার?' সোশাল মিডিয়ায় রামেন্দুকে নিশানা করে আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুভেন্দুকে পাল্টা জবাব তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়ের। 'উনি না জেনে ভুল বলছেন, দোকানের টেন্ডার পেয়েছেন রাজস্থানের লোক। রেল থেকে টেন্ডার পেয়েছে, রেল কেন্দ্রীয় সরকারের। বিজেপি সরকারের রেল টেন্ডার দিচ্ছে। রাজস্থানের লোক টেন্ডার পাচ্ছে, আর কর্মী নন্দীগ্রামের। তাই বলেছি ভারতীয় রেল এখন বিজেপির রেল হয়ে গেছে। উনি জানেন না তাই ভুল বুঝছেন, ওনার মাথা খারাপ হয়ে গেছে', সোশাল মিডিয়ায় পাল্টা আক্রমণ তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দুর।
এবার সিঁথি থানার সামনে বিক্ষোভ তৃণমূলের। শান্তনু সেনের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ তৃণমূলের। সিঁথিতে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল, শান্তনু সেনের বাড়ির সামনে বিক্ষোভ। শান্তনু সেনের বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। সাসপেন্ডেড তৃণমূল নেতার বিরুদ্ধে বিক্ষোভ দলীয় কর্মীদের। শান্তনুর উপস্থিতিতে তৃণমূলকর্মীকে মারধরের অভিযোগ। শান্তনুর স্ত্রী তৃণমূল কাউন্সিলর কাকলি সেনের বিরুদ্ধে বৃদ্ধাকে চড় মারার অভিযোগ। পাল্টা সিঁথি থানায় অভিযোগ শান্তনু সেনের।
এবার মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন। তৃণমূল কর্মী খুনে জড়িত সন্দেহে আটক ২। গতকাল রাত ৯টা নাগাদ বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষ। অভিযোগ, বাঁধের রাস্তায় বাইক থামিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষের। পরিবারের অভিযোগ, এর আগেও তৃণমূল কর্মীকে ৩-৪ বার খুনের চেষ্টা হয়েছে। কেন বারবার হামলা? ব্যক্তিগত শত্রুতা, নাকি রাজনৈতিক কারণে খুন?
এবার কাকদ্বীপে তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাইপোকে নৃশংসভাবে কুপিয়ে খুন। কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় চাঞ্চল্য। রাকিবের কাকা সালাউদ্দিন শেখ মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য। গতকাল বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিলেন নিহত যুবক রাকিব শেখ। আজ সকালে বাড়ির কাছে মাঠে রাকিবের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। ঘটনাস্থলে পৌঁছেছে হারউড পয়েন্ট উপকূল থানার পুলিশ। খুনের কারণ গোষ্ঠীদ্বন্দ্ব, অভিযোগ পঞ্চায়েত সদস্যর।