West Bengal News Live Updates: 'কংগ্রেস নয়, তৃণমূলই বিজেপির বিরুদ্ধে লড়তে সক্ষম', হাত ছেড়ে জোড়াফুলে এলেন শঙ্কর মালাকার

Bengali News Live Updates: প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।

Advertisement

ABP Ananda Last Updated: 04 Jun 2025 03:47 PM

প্রেক্ষাপট

নতুন নিয়োগ ঘিরেও মামলার জট। নতুন নিয়োগ বিধি ও ভাতা-সিদ্ধান্তকে চ্যালেঞ্জ কথা হাইকোর্টে পরপর মামলা। বিধি বদলে একাধিক প্রশ্ন। দুর্নীতিগ্রস্তদের কেন সুবিধা? (SSC Case)২৬ হাজার চাকরি বাতিল, নতুন নিয়োগেও জল...More

Shankar Malakar: 'কংগ্রেস নয়, তৃণমূলই বিজেপির বিরুদ্ধে লড়তে সক্ষম', হাত ছেড়ে জোড়াফুলে এলেন শঙ্কর মালাকার

ছাব্বিশের ভোটের আগে কংগ্রেসে ভাঙন। 'হাত' ছেড়ে এবার তৃণমূলে দার্জিলিঙের শঙ্কর মালাকার। তৃণমূলে যোগদানের আগেই শঙ্কর মালাকারকে বহিষ্কার কংগ্রেসের। 
সুব্রত বক্সী, অরূপ বিশ্বাসের হাত ধরে তৃণমূলে যোগদান। বললেন, 'কংগ্রেস নয়, তৃণমূলই বিজেপির বিরুদ্ধে লড়তে সক্ষম। শাসক দলে না থেকে মানুষের কাজ করা যায় না।
'গতকালই মল্লিকার্জুন খাড়গেকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। লড়াই করার কোনও যোগ্যতা ও দক্ষতা নেই বর্তমান প্রদেশ কংগ্রেসের। উন্নয়নে সামিল হতে তৃণমূলে যোগদান।'


 

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.