West Bengal News Live Updates: 'কংগ্রেস নয়, তৃণমূলই বিজেপির বিরুদ্ধে লড়তে সক্ষম', হাত ছেড়ে জোড়াফুলে এলেন শঙ্কর মালাকার
Bengali News Live Updates: প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
ABP Ananda Last Updated: 04 Jun 2025 03:47 PM
প্রেক্ষাপট
নতুন নিয়োগ ঘিরেও মামলার জট। নতুন নিয়োগ বিধি ও ভাতা-সিদ্ধান্তকে চ্যালেঞ্জ কথা হাইকোর্টে পরপর মামলা। বিধি বদলে একাধিক প্রশ্ন। দুর্নীতিগ্রস্তদের কেন সুবিধা? (SSC Case)২৬ হাজার চাকরি বাতিল, নতুন নিয়োগেও জল...More
নতুন নিয়োগ ঘিরেও মামলার জট। নতুন নিয়োগ বিধি ও ভাতা-সিদ্ধান্তকে চ্যালেঞ্জ কথা হাইকোর্টে পরপর মামলা। বিধি বদলে একাধিক প্রশ্ন। দুর্নীতিগ্রস্তদের কেন সুবিধা? (SSC Case)২৬ হাজার চাকরি বাতিল, নতুন নিয়োগেও জল গড়াল আদালতে। নতুন বিধি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী।চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা। (SSCScam)২০১৬ ও পঁচিশের বিধিতে একাধিক বদল। শিক্ষাগত যোগ্যতার নম্বর ৩৫ থেকে কমে ১০। পড়ানোর অভিজ্ঞতায় বরাদ্দ ১০ নম্বর।বিধি চ্যালেঞ্জ করে মামলা। ৫ জুন শুনানি। (Calcutta High Court)এক দুর্নীতি ঢাকতে আরেক দুর্নীতির চেষ্টা। এটা হওয়ারই ছিল। প্রতিক্রিয়া আইনজীবীদের। বিকাশ বললেন, "একটা দুর্নীতি ঢাকতে আরেকটা দুর্নীতির পর্দা খুলছে।নিয়োগ-বিধির পরে ভাতা-সিদ্ধান্তও চ্যালেঞ্জ। শুধু চাকরিহারাদের জন্য কেন ভাতা? কেন ২০১৬-র নিয়োগে অংশ নেওয়া সবার জন্য ভাতা নয়? হাইকোর্টে ৪টি মামলা। যাঁরা দুর্নীতি করে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন, তাঁদের কেন বাড়তি সুবিধে? ভাতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা।শুরু হয়নি টাকা ফেরত। অযোগ্যদেরও নিয়োগে অংশ নেওয়ার সুযোগ। সুপ্রিম কোর্টের নির্দেশের অবমাননার অভিযোগ। সকুল শিক্ষা সচিব, SSC চেয়ারম্যানকে নোটিস চাকরিপ্রার্থীদের।পুলিশের মারে রক্তাক্ত, চাকরিহারা শিক্ষকদের পরপর নোটিস!cতলব পেয়ে বিধাননগর উত্তর থানায় মেহবুব মণ্ডলের হাজিরা।চাকরিহারা শিক্ষক অমিত ভুঁইয়াকেও তলব।গরু, কয়লা, শিক্ষার পর এবার সাহিত্যেও দুর্নীতি? কবিতা পাঠের জন্য টাকা তোলার অভিযোগে অ্যাকাডেমির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে চিঠি। এখনও হল না কবিতা উৎসব। কারণ একটাই, দুর্নীতি! বলছে বিজেপি। মানতে নারাজ অ্যাকাডেমির সভাপতি। পুলিশকে হুমকি। বীরভূমের সাসপেন্ডেড টিএমসিপি সভাপতিকে তলব সিউড়ি থানার। আজ সকাল ১১টায় হাজিরার নির্দেশ। হাজিরা দেবেন, নাকি কেষ্টর পথেই বিক্রমজিৎ?IC-কে কদর্য কথা। হুমকিকাণ্ডে ৫ দিন পার। দ্বিতীয় নোটিসেও হাজিরা দেননি কেষ্ট। এখনও হাত গুটিয়ে পুলিশ।TMCP নেতাকে সাসপেন্ড করলেও স্রেফ ক্ষমাতেই অনুব্রতকে মাফ? (Anubrata Mondal)মেডিক্যাল সার্টিফিকেট দিয়ে হাজিরা এড়িয়েছেন অনুব্রত, কোথায় কেষ্টর চিকিৎসক? হাসপাতাল থেকে ফ্ল্যাট, কোথাও দেখা নেই হিটলার চৌধুরীর।এখনও হাজিরা দেননি কেষ্ট, মুখ খুললেন কাজল। কাজল বললেন, "কেউ ভুল করলে তার উত্তর সে দেবে। শৃঙ্খলারক্ষা কমিটি দেখছে, যাবতীয় সিদ্ধান্ত দলের রাজ্য নেতৃত্ব নেবে।"বোলপুরের IC-কে কদর্য ভাষায় হুমকি, কেষ্টর পাশে নেই হুমায়ুন। বললেন, "বীরের সম্মান দিয়ে বীরভূমে আনতে বলেছিলেন দিদি......পুলিশকে নিয়ে আমি জিতিনি।" (Bolpur News)IC-কে কুকথা। বীরভূমেই প্রশ্নের মুখে কেষ্ট? রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকির পর ফের সরব কাজল ঘনিষ্ঠ তৃণমূল নেতা।কেষ্টর বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি ঘিরে প্রকাশ্যে বিজেপির কোন্দল। করুণাময়ীতে দলেরই দুই গোষ্ঠীর হাতাহাতি। পুলিশের সামনেই তুলকালাম। মাথা ফাটল এক নেতার।কাকদ্বীপে তৃণমূল বনম তৃণমূল! পঞ্চায়েত অফিসে ত্রাণ বিলি ঘিরে ধুনধুমার। বাশ, লাঠি নিয়ে দুপক্ষের মারপিট। আহত পঞ্চায়েত সদস্যার ছেলে-সহ ৬।আগের দিন পুলিশের সামনেই হুমকির অভিযোগ। পরের দিনই জয়নগরে পিটিয়ে হত্যা! এলাকায় মদ-জুয়ার আসর থেকে মহিলাদের কটূক্তি। পুলিশকে জানিয়েও লাভ হয় না, অভিযোগ স্থানীয়দের।জয়নগরকাণ্ডে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। পুলিশের সামনেই খুনের হুমকি নিয়ে কিছুই জানা নেই। এই ধরনের কোনও অভিযোগ হয়নি, অন রেকর্ড আছে, দাবি এসপির।জয়নগরের বকুলতলায় প্রতিবাদী খুন। ১৩ জনের বিরুদ্ধে FIR হলেও গ্রেফতার মাত্র ২। খড়দা থেকে ফরাক্কা, দিকে দিকে অস্ত্র উদ্ধার। খড়দায় বাজেয়াপ্ত ৪টি আগ্নেয়াস্ত্র ও ১৭ রাউন্ড কার্তুজ। গ্রেফতার ১। ফরাক্কার হোটেলে তল্লাশি, অস্ত্র-সহ জালে বিহারের বাসিন্দা।গুলিবিদ্ধ গোপালনগরের কনস্টেবল। আত্মহত্যার চেষ্টা নয়, স্বামীর কাছে অস্ত্র ছিল না। খুনের চেষ্টা করা হয়েছে, বিস্ফোরক অভিযোগ পুলিশকর্মীর স্ত্রীর।মহেশতলার পোশাক কারখানায় মোবাইল চুরির অভিযোগ, নাবালককে উল্টো করে ঝুলিয়ে মার! ইলেকট্রিক শক! হাড়হিম করা ভাইরাল ভিডিও। আটক ১।আলিপুরদুয়ারে কাস্টমস ইনস্পেক্টরের রহস্যমৃত্যু। ৩দিন নিখোঁজ থাকার পর সুপারি বাগানে উদ্ধার দেহ। কী কারণে মৃত্যু? খতিয়ে দেখছে পুলিশ।ট্রেনের গেটে দাঁড়ানো নিয়ে বচসা। বিরাটি স্টেশনে বেসরকারি ব্যাঙ্ক কর্মীকে মারধর। ওভারব্রিজ থেকে লাইনে ফেলে দেওয়ার অভিযোগ। হাসপাতালে মৃত্যু। গ্রেফতার অভিযুক্ত।সোনারপুরের তরুণীকে হোটেলে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত সুমন সাহা, পার্থ ভৌমিকের ঘনিষ্ঠ। ছবি পোস্ট করে দাবি অর্জুনের। প্রতিক্রিয়া দিতে নারাজ তৃণমূল সাংসদ। দিল্লিতে বিচারপতির বাড়িতে নোটের পাহাড়।বাদল অধিবেশনে যশবন্ত বর্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনছে কেন্দ্র। বিরোধীদের সঙ্গেও কথা বলার সিদ্ধান্ত।বিদেশে পাকিস্তানের মুখোশ খুলে, সর্বদলীয় প্রতিনিধি দলের সফর শেষে ফিরলেন অভিষেক। ৪ দিনের টেস্টে এক ইনিংসে হার পাকিস্তানের। ৪৮ ঘণ্টা অপারেশনের ছক কষেছিল ওরা, ৮ ঘণ্টাতেই গুটিয়ে গিয়েছে। পরমাণু নিয়ে ব্ল্যাকমেল বরদাস্ত নয়। হুঙ্কার CDS অনীল চৌহানের। কতদূর ছড়িয়ে একের ISI-এর জাল? জমমু কাশ্মীরে চরবৃত্তির অভিযোগে বরখাস্ত পুলিশকর্মী, শিক্ষক-সহ ৩। জয়পুরে জালে সরকারি কর্মী। পাঞ্জাবেও ধৃত এক।পহেলগাঁও কাণ্ডের পরবর্তী পরিস্থিতি নিয়ে সংসদে বিশেষ অধিবেশনের দাবি। প্রধানমন্ত্রীকে চিঠি ইন্ডিয়া জোটের। চিঠিতে সই খাড়গে, রাহুল, অভিষেক, অখিলেশদের।পহেলগাঁওয়ের প্রত্যাঘাতে পর্যুদস্ত পাকিস্তান। ট্রাম্পের ফোনেই আত্মসমর্পণ মোদির। ভোপালের অনুষ্ঠানে আক্রমণ রাহুলের।পাকিস্তানের জন্য বুকে ব্যথা, পাল্টা বিজেপি।ভারতের প্রত্যাঘাতের ধাক্কা সামলাতে না সামলাতেই পাকিস্তানে ভূমিকম্প। বাংলাদেশের পর করাচির জেল ভেঙে পালাল দুশোরও বেশি বন্দি। পরে পাকড়াও ৭৮।রাজধানী দিল্লিতে হাড় হিম কাণ্ড। প্রেমে প্রত্যাখ্যান। তরুণীকে পার্কে ডেকে শ্বাসরোধ করে কুপিয়ে খুন। পেট্রোল ঢেলে দেহ জ্বালিয়ে দেওয়ার চেষ্টা। পুলিশের জালে অভিযুক্ত যুবক।ছাব্বিশে আগে কংগ্রেসে ধাক্কা ভাঙন। হাত ছেড়ে তৃণমূলে যাচ্ছেন দার্জিলিঙের শঙ্কর মালাকার।চলতি বছরে রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু। এক দিনে একদিনে নতুন করে আক্রান্ত ৪১ জন। রাজ্যে মোট আক্রান্ত ৩৭২। দেশে আক্রান্ত ৪ হাজার পার। মৃত ৩৭।তাজপুরে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর নিয়ে আগ্রহ নেই গৌতম আদানি গোষ্ঠীর। চুক্তি বাতিল করে ফের টেন্ডার ডাকছে সরকার। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত।রাজীব কুমারকে তথ্যপ্রযুক্তি দফতরের প্রধান সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি। অতিরিক্ত সচিবের দায়িত্বে অনুপকুমার আগরওয়াল। আপাতত শুধু ডিজিপি পদেই রাজীব কুমার।দুর্যোগে বিপর্যস্ত উত্তর পূর্ব। মৃতের সংখ্যা বেড়ে ৩৬। ক্ষতিগ্রস্ত সাড়ে ৫ লক্ষেরও বেশি। সিকিম, অসমের মুখ্যমন্ত্রীকে ফোন প্রধানমন্ত্রীর। মণিপুরের রাজ্যপালের সঙ্গেও কথা।গোসাবায় প্রবল ঝড়বৃষ্টি। উত্তাল বিদ্যাধরী নদীতে আটকে গেল যাত্রীবাহি নৌকা। কোনও ক্রমে রক্ষা। গোবাসায় ভাঙল বিদ্যুতের খুঁটি। উপড়ে পড়ল গাছ।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Shankar Malakar: 'কংগ্রেস নয়, তৃণমূলই বিজেপির বিরুদ্ধে লড়তে সক্ষম', হাত ছেড়ে জোড়াফুলে এলেন শঙ্কর মালাকার
ছাব্বিশের ভোটের আগে কংগ্রেসে ভাঙন। 'হাত' ছেড়ে এবার তৃণমূলে দার্জিলিঙের শঙ্কর মালাকার। তৃণমূলে যোগদানের আগেই শঙ্কর মালাকারকে বহিষ্কার কংগ্রেসের।
সুব্রত বক্সী, অরূপ বিশ্বাসের হাত ধরে তৃণমূলে যোগদান। বললেন, 'কংগ্রেস নয়, তৃণমূলই বিজেপির বিরুদ্ধে লড়তে সক্ষম। শাসক দলে না থেকে মানুষের কাজ করা যায় না।
'গতকালই মল্লিকার্জুন খাড়গেকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। লড়াই করার কোনও যোগ্যতা ও দক্ষতা নেই বর্তমান প্রদেশ কংগ্রেসের। উন্নয়নে সামিল হতে তৃণমূলে যোগদান।'