West Bengal News LIVE:মেয়র-ডেপুটি মেয়রের সামনেই তৃণমূলের সংঘর্ষে রণক্ষেত্র দমদম
West Bengal News LIVE : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...
প্রেক্ষাপট
কলকাতা: চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের আগে নেতাজি ইন্ডোরের সামনে ধুন্ধুমার । পাস নিয়ে বিবাদে কিল-চড়-ঘুসি থেকে মাটিতে ফেলে মার, বেনজির ছবি। চাকরিহারাদের দু’পক্ষের দফায়-দফায় সংঘর্ষ, নাস্তানাবুদ পুলিশ। বিশৃঙ্খলার মধ্যেই পাস...More
নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠকের পর, মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। এদিন এবিপি আনন্দ-র একান্ত সাক্ষাৎকারে তোপ দাগলেন তিনি। ' মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নাম করে, নিশানা করেছেন। তিনি বলেছেন বিকাশরঞ্জন ভট্টাচার্যকে কি রাজনৈতিকভাবে আইসোলেটেড করা উচিত নয় ?' প্রশ্নের উত্তরে এদিন বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ঠিকই বলেছেন উনি। উনি তো দুর্নীতির পক্ষে। আমি দুর্নীতির বিপক্ষে। রাজনৈতিকভাবে আইসোলেট করা মানে, উনিই পশ্চিমবঙ্গের মানুষকে ডাক দিচ্ছেন, যে আপনারা দুর্নীতির পক্ষে থাকবেন নাকি বিপক্ষে থাকবেন ? উনি অনেক কথা বলেন, সেটার গুরুত্ব বোঝেন না। আর যেভাবে চিৎকার করে কথা বলছিলেন, পাড়ার পাগলরা এভাবে চিৎকার করে কথা বলে। উনি তাই করেছেন। পুরো উন্মাদ।