West Bengal News Live Updates: নির্বঘ্নেই শেষ হল এসএসসি- র শিক্ষক নিয়োগের নবম-দশমের পরীক্ষা

WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ সমস্ত খবর দেখুন একনজরে।

ABP Ananda Last Updated: 07 Sep 2025 03:18 PM

প্রেক্ষাপট

দাগি তালিকায় তোলপাড়ের মধ্যেই আজ SSC-র অ্যাসিড টেস্ট। প্রায় ৯ বছর পর নবম-দশমে শিক্ষক নিয়োগের পরীক্ষা। যোগ্য চাকরিহারা ও নতুন মিলিয়ে প্রায় ৩ লক্ষ ১৯ হাজার পরীক্ষার্থী। দাগি-মুক্ত হবে নবম-দশমের নিয়োগ...More

West Bengal News Live: নির্বিঘ্নেই মিটল SSC-র শিক্ষক নিয়োগের পরীক্ষা, পরীক্ষা শেষে OMR শিটের কার্বন কপি দেওয়া হল পরীক্ষার্থীদের

নির্বিঘ্নেই মিটল SSC-র শিক্ষক নিয়োগের পরীক্ষা। পরীক্ষা শেষে OMR শিটের কার্বন কপি দেওয়া হল পরীক্ষার্থীদের। রাজ্যজুড়ে ৬৩৬ কেন্দ্রে নির্বিঘ্নে মিটল পরীক্ষা। পরীক্ষা কেন্দ্র: ৬৩৬, পরীক্ষার্থী: ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯। নবম-দশমে শিক্ষকের শূন্যপদ: ২৩,২১২। প্রায় ৯ বছর পর হল শিক্ষক নিয়োগের পরীক্ষা। SSC-র পরের পরীক্ষা ১৪ সেপ্টেম্বর। ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা। একাদশ-দ্বাদশ শিক্ষকের শূন্যপদ: ১২,৫১৪।