West Bengal LIVE Updates: 'যোগ্যদের ধরুন, চোরেদের পুষে রাখুন', ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশের ধাক্কায় মাটিতে শিক্ষক-শিক্ষিকারা
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলা সব খবরের লাইভ আপডেটস দেখুন...
প্রেক্ষাপট
ধর্মতলায় ধুন্ধুমার। পুলিশের ধাক্কায় মাটিতে শিক্ষিকা, ঝরল রক্ত। শিয়ালদা থেকে আন্দোলনকারীদের তোলা হল প্রিজন ভ্যানে। ...More
শনিবার রাজ্যে আসছেন অমিত শাহ। রবিবার নেতাজি ইন্ডোরে বঙ্গ বিজেপির সাংগঠনিক সভায় যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবারই আলিপুরদুয়ারে এসে তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছিলেন নরেন্দ্র মোদি। এবার অমিত শাহ এসে কী বলেন, সেদিকেই নজর সকলের। যদিও বিজেপির শীর্ষ নেতাদের পরপর বঙ্গ সফর নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।
আগে অখিল গিরি, আর এবার অনুব্রত মণ্ডল। মহিলাদের নিয়ে কুরুচিকর, কদর্য কথার স্রোত বয়েই চলেছে। কিন্তু এদের কারও বিরুদ্ধেই কোনও কড়া পদক্ষেপ নেয়নি তৃণমূল কংগ্রেস। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে আপাতত ক্ষমা চাইতে বলেই থেমে থাকল দল। আর এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে, শুধুমাত্র মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দিয়েই অখিল গিরির ক্ষেত্রে যেমন সাতখুন মাফ হয়ে গেছিল, অনুব্রতর ক্ষেত্রেও কি ক্ষমাতেই কাজ হয়ে যাবে?
বঙ্গে সবে প্রবেশ করেছে বর্ষা। এখনও দক্ষিণবঙ্গে তেমনভাবে শুরু হয়নি ভারী বৃষ্টি। তার আগেই জল ছাড়া নিয়ে ডিভিসির সঙ্গে দুবার বৈঠক সেরে ফেলেছে রাজ্য সরকার। বৃষ্টির মরশুমে বন্যা পরিস্থিতি এড়াতে, ডিভিসিকে একবারে ৫০ হাজার কিউসেকের বেশি জল না ছাড়ার অনুরোধ করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের এই অনুরোধেই এবার মান্যতা দিল ডিভিসি।
কদর্যভাষায় বোলপুরের IC-কে হুমকি, ক্ষমা চেয়েই সাতখুন মাফ? দলের হুঁশিয়ারির ৩৮ মিনিটেই দায়সারা ক্ষমাপ্রার্থনা কেষ্টর। 'নজর ঘোরাতে হুঁশিয়ারি-FIR' বলছে বিজেপি, অবিলম্বে গ্রেফতারির দাবি
জেলে থাকার সময়েও পাশে, এখন কেষ্ট-য় তৃণমূলের 'কষ্ট'? কেষ্টর বিরুদ্ধে পুলিশের FIR, অফিসে গিয়ে হাজিরার নোটিস। কেষ্টর ভাইরাল অডিওয় তোলপাড়, অস্বস্তির মুখে দলের কড়া বার্তা
কদর্যভাষায় বোলপুর থানার IC-কে হুমকি দিয়ে বিপাকে কেষ্ট। দলের হুঁশিয়ারি, ৩৮ মিনিটের মধ্যেই 'ঝুঁকলেন' কেষ্ট। জেলে থাকার সময়েও পাশে, এখন কেষ্ট-য় তৃণমূলের 'কষ্ট'? বারবার পুলিশকে হুমকি, অবশেষে কেষ্টর বিরুদ্ধে FIR
প্যাসেঞ্জার তোলা কে কেন্দ্র করে মধ্যমগ্রাম এবং সোদপুর অটো রুটের ইউনিয়নের গন্ডগোল তার জেরে মধ্যমগ্রাম এবং সোদপুরের মধ্যে অটো চলাচল বন্ধ। অভিযোগ, মধ্যমগ্রাম উড়ালপুলের নিচে অটো স্ট্যান্ডের অটোচালকরা সোদপুর থেকে আসা অটো গুলোকে দাঁড়াতে দিচ্ছেন না। শুধু সোদপুর থেকে আসা অটো গুলোর পাসেঞ্জারদেরকে মধ্যমগ্রামের বাদামতলা এবং সাজিরহাটের নামিয়ে দেয়া হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে যে মধ্যমগ্রাম থানার পুলিশ। এই মুহূর্তে ২ রুটেরই অটো চলাচল বন্ধ।
মুখ্যমন্ত্রীর সিঁদুর মন্তব্য, চুঁচুড়ায় বিক্ষোভে বিজেপির মহিলা কর্মীরা। চুঁচুড়ার পিপুলপাতি পাঁচমাথা মোড়ে রাস্তা অবরোধ বিক্ষোভ বিজেপির। বিক্ষোভ মিছিল তুলতে গেলে মহিলা পুলিশের সঙ্গে বচসা বিজেপি কর্মীদের। পাল্টা মহিলা পুলিশ কর্মীদের সিঁদুর পড়িয়ে দেয় বিজেপির মহিলা কর্মীরা।
বেহাল রাস্তা, এবার ডুলিতে রোগী! নারায়ণগড়ের পর এবার দাসপুর। বাঁশের ডুলিতে করে অসুস্থ রোগীকে নিয়ে হাসপাতাল রওনা। ডুলিতে রোগী, ভাইরাল ছবি সোশাল মিডিয়ায়। বছরের পর বছর ধরে খারাপ রাস্তা, কঙ্কালসার রাস্তায় ঢোকে না অ্যাম্বুল্যান্স। দীর্ঘদিন রাস্তা খারাপ, অভিযোগ গ্রামবাসীদের।
বোলপুরের IC-কে কদর্যভাষায় হুমকি দিয়ে বিপাকে কেষ্ট। IC-র অভিযোগে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে FIR, পার্টি অফিসে নোটিস দেওয়া হয়েছে। বোলপুর থানায় গিয়ে কেষ্টকে হাজিরার নোটিস পুলিশের।
ভাইরাল অডিওতে বিতর্কে কেষ্ট। এবার অনুব্রতর গ্রেফতারির দাবিতে বিক্ষোভ। সিউড়িতে পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ বিজেপির।
ফের ধুন্ধুমার পরিস্থিতি বিকাশ ভবনের সামনে। সেন্ট্রাল পার্কে অর্ধনগ্ন মিছিল চাকরিহারা শিক্ষকদের। চাকরিহারাদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। টেনে হিঁচড়ে, চ্যাংদোলা করে চাকরিহারাদের তোলা হল প্রিজন ভ্যানে। রক্তাক্ত হলেন চাকরিহারা শিক্ষকরা। ধর্মতলা থেকে আটক চাকরিহারাদের আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল। প্রিজন ভ্যানে ওঠার সময় তিনি পুলিশকে লক্ষ্য করে বলেন, 'যোগ্যদের ধরুন, চোরেদের পুষে রাখুন'।
তৃণমূলের দেওয়া সময় চার ঘণ্টা শেষ হওয়ার আগেই ক্ষমা চাইলেন অনুব্রত। 'আমি নানা ধরণের ওষুধ খাই, দিদির পুলিশের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে মাথা গরম হয়। আমি সত্যিই দুঃখিত', চিঠিতে লিখলেন অনুব্রত মণ্ডল। ক্ষমা চাইলেও চক্রান্তের তত্ত্ব অনুব্রতর। 'বিজেপি কীভাবে আইসির সঙ্গে আমার কথাবার্তার ফুটেজ পেল? কোনও চক্রান্ত নেই তো?, চিঠিতে প্রশ্ন কেষ্টর।
বোলপুর থানার IC-কে কদর্যভাষায় কেষ্টর হুমকি, ভাইরাল অডিওয় তোলপাড়। বোলপুরের থানার IC-কে অনুব্রত মণ্ডলের কদর্যভাষায় হুমকি!
সরে যেতে বলেছিলেন সরে গেছি, তাও তুলছেন কেন? শিয়ালদা থেকে আন্দোলনকারীদের তোলা হল প্রিজন ভ্যানে।
জমায়েতে নজর। অতিসক্রিয় পুলিশ। যাত্রী সেজে নেই তো কোনও আন্দোলনকারী? আটক নিত্যযাত্রীও।