West Bengal News LIVE Updates: উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার ৩ দিনের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর
West Bengal News Updates: দেশ থেকে রাজ্য সব খবরের লাইভ আপডেট দেখুন...
প্রেক্ষাপট
কলকাতা: উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কলকাতা থেকে বাগডোগরা পৌঁছবেন। এবার ৩ দিনের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। আজ শিলিগুড়িতে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন রয়েছে। উত্তরবঙ্গের শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল...More
'পরিচালক-প্রযোজকদের কাজে যেন বাধা দেওয়া না হয় সেটা নিশ্চিত করতে হবে তথ্যসংস্কৃতি সচিবকে। কোথাও কোনও অসুবিধা হলে স্থানীয় পুলিশের সাহায্য নিতে পারবেন তথ্যসংস্কৃতি সচিব।জীবন ও জীবিকার মৌলিক অধিকার যাতে ক্ষুণ্ণ না হয়, সেটা নিশ্চিত করাই আদালতের মূল উদ্দেশ্য', আগামী ১৬ জুন হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি। ফেডারেশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন কয়েকজন পরিচালক। আদালতের নির্দেশকে অমান্য করা হচ্ছে এই অভিযোগে দায়ের হয়েছে আদালত অবমাননার মামলাও
৩ দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, শিলিগুড়িতে বাণিজ্য সম্মেলন। উত্তরবঙ্গে ৫ একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির প্রস্তাব মুখ্যমন্ত্রীর। শিল্পের জন্য জিএসটি আদায়ের নামে হয়রানির অভিযোগ।পুলিশি হয়রানির অভিযোগে মুখ্যমন্ত্রীর কাছে নালিশ। 'কেন্দ্র টোল নেয়', পুলিশ যেন কিছু না করে দেখার আশ্বাস মুখ্যমন্ত্রীর। মালদা, রায়গঞ্জ-সহ ৬ জায়গা থেকে দিঘা যাওয়ার জন্য বাসের ঘোষণা।
'কাউকে জোর করে আটকে রাখা যায় না, মানুষের ক্ষতি করা যায় না। টিচারের সংখ্যা কম, বাইরের লোকের সংখ্যা বেশি। অন্তঃস্বত্তা মহিলাকে বাইরে যেতে দেওয়া হয়নি। আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণরেখা আছে। আইনি লড়াই করুন, আমরা সাহায্য করব। রাজনৈতিক দল জলঘোলা করার চেষ্টা করছে। সেই রাজনৈতিক দলকে প্রশ্ন থাকবে, কোর্টে কেস আপনারা করেছিলেন, এটা কি ঠিক ছিল ?' বিকাশ ভবনে চাকরিহারাদের আন্দোলন নিয়ে প্রথমবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিচারপতি বিশ্বজিৎ বসুকে অবমাননা, বিকাশরঞ্জন ভট্টাচার্য-সহ আইনজীবীদের চেম্বারের সামনে বিক্ষোভকাণ্ডে আদালত অবমাননার রুল। কুণাল ঘোষ সহ মোট ৮ জনের বিরুদ্ধে রুল জারি করল আদালত । আগামী ১৬ জুন এই মামলার পরবর্তী শুনানি। ওইদিন ৮ জন ব্যক্তি যাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, তাদের আদালতে এসে নিজেদের বক্তব্য জানাতে হবে। নির্ধারিত সময়ে হলফনামা জমা না দেওয়ায় বিরক্ত আদালত। হলফনামা দেওয়ার জন্য বাড়তি সময় চাইলেন কুণাল ঘোষের আইনজীবী। 'ঘটনাস্থলে ছিলেন না কুণাল ঘোষ, রাজারহাটে অনুষ্ঠানে ছিলেন', এই ঘটনার সঙ্গে তিনি কোনওভাবে যুক্ত নন, সওয়াল কুণাল ঘোষের আইনজীবীর। আমি কি কিছু বলতে পারি? আর্জি কুণাল ঘোষের। আপনার আইনজীবী আছেন, জানালেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়।আমি দু মিনিট সময় পেতে পারি? সওয়াল কুণাল ঘোষের। আজকের জন্য এই পর্যন্তই থাক, জানালেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। তারপরেই এজলাস ছাড়লেন বিচারপতিরা,
চাকরি চেয়ে জুটেছে মার। মার খাওয়া শিক্ষকদের আজ থেকে টানা তিনদিন থানায় তলব। এখনও যাননি কেউ। আইনজীবীদের সঙ্গে পরামর্শ। গণ্ডগোলের দিন দিল্লিতে থাকা শিক্ষককে তলব ঘিরে প্রশ্ন।
বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রথম প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। 'কোর্টের কেসে আমি কিছু বলি না', যা করি, আইনত করি, মন্তব্য মুখ্যমন্ত্রীর। ৬ সপ্তাহের মধ্যে ২৫ শতাংশ বকেয়া ডিএ নির্দেশ কার্যকরের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।
'আন্দোলনে টিচারের সংখ্যা কম, বাইরের লোক বেশি আছে। চাকরিহারাদের উস্কানি দিচ্ছে কয়েকজন। আমি আন্দোলনের বিপক্ষে নই, তবে কোথাও একটা লক্ষ্মণরেখা থাকা দরকার', বিকাশ ভবনে চাকরিহারাদের আন্দোলন নিয়ে প্রথমবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়
খড়গপুরে চাকরিহারা শিক্ষিক-শিক্ষিকাদের মিছিল। মিছিলে বাধা পুলিশের। পুলিশ মিছিলে বাধা দিলে তুমুল বিক্ষোভ চাকরিহারাদের। একঘণ্টা ধরে জাতীয় সড়ক আটকে বিক্ষোভ
অপারেশন সিঁদুরকে সামনে রেখে ভারতীয় সেনাকে সম্মান জানানোকে কেন্দ্র করেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় আলাদা মিছিল করলেন ব্লক সভাপতি হীরালাল ঘোষ ও চন্দ্রকোণার বিধায়ক অরূপ ধাড়া। বিধায়কের মিছিলে ছিলেন জেলা সভাপতি-সহ তৃণমূলের একাধিক বিধায়ক। চন্দ্রকোণা ১-এর তৃণমূল ব্লক সভাপতির দাবি, বিধায়কের মিছিলে তিনি ডাক পাননি। দলের নির্দেশ মেনে তিনি মিছিল করেছেন। চন্দ্রকোণার তৃণমূল বিধায়ক অরূপ ধাড়া এ নিয়ে মুখ খুলতে চাননি। দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সদ্য নিযুক্ত সভাপতি অজিত মাইতি।
সাতসকালে টিটাগড়ে আতঙ্ক। বহুতলের পাঁচতলার ফ্ল্যাটে বিস্ফোরণ। উড়ে গেল দেওয়ালের একাংশ। শৌচাগারে মজুত ছিল বোমা, দাবি স্থানীয়দের। যে ফ্ল্যাটে বিস্ফোরণ, তা জবরদখল করে রেখেছিলেন তৃণমূল কাউন্সিলর, অভিযোগ প্রোমোটারের। দরজায় তালা থাকত না, যে কেউ ঢুকতে পারে, আমিও আতঙ্কিত, প্রতিক্রিয়া শাসক কাউন্সিলরের।
বিকাশভবন সংলগ্ন এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ এলাকার এক বাসিন্দা। 'প্রতিদিন নতুন নতুন ঘটনা ঘটছে, পুলিশি নিষ্ক্রিয়তার কারণে সাধারণ মানুষ অসুবিধায় পড়ছে', দ্রুত শুনানির আর্জি বিচারপতি সৌমেন সেনের এজলাসে। মামলা দায়ের করার অনুমতি দিলেও দ্রুত শুনানিতে সায় দিল না আদালত। 'হাইকোর্টে ৭০০ জনস্বার্থ মামলা বিচারাধীন, যার ৮০ শতাংশের সঙ্গেই কোনও জনস্বার্থ জড়িত নেই', বহু মামলাই প্রচারকেন্দ্রিক মামলা, মন্তব্য বিচারপতি সৌমেন সেনের
শিক্ষা নিয়োগ দুর্নীতির গ্রুপ C, গ্রুপ D মামলায় এবার ED-র স্ক্যানারে দক্ষিণ দিনাজপুরের যুব তৃণমূলের জেলা সভাপতি। আজ CGO কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অম্বরীষ সরকারকে। যুব তৃণমূলের জেলা সভাপতি অম্বরীষ দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহ সভাধিপতি। ED সূত্রে দাবি, ২০২০ সালে গ্রুপ C, গ্রুপ D নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে যারা টাকা তুলেছে, তার সঙ্গে অম্বরীষের যোগ রয়েছে বলে প্রাথমিক বয়ান মিলেছে, দাবি ED-র।
অপারেশন সিঁদুর নিয়ে সর্বদলীয় প্রতিনিধিদলে সিঁদুরে মেঘ। ইউসুফ পাঠান-সহ কোনও সাংসদকেই না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। পহেলগাঁওকাণ্ড এবং অপারেশন সিঁদুরের পর সন্ত্রাসবাদ নিয়ে ভারতের জিরো টলারেন্স এবং পাকিস্তানের মদতদাতার ভূমিকা তুলে ধরতে বিশ্বের দরবারে সর্বদলীয় প্রতিনিধিদল পাঠাচ্ছে মোদি সরকার। JDU-র সঞ্জয়কুমার ঝায়ের নেতৃত্বাধীন দলে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের নাম ছিল। তৃণমূলের তরফে জানানো হয়েছে, তারা দেশের এবং জাতীয় স্বার্থরক্ষায় কেন্দ্রীয় সরকারের পাশে রয়েছে। কিন্তু বিদেশ নীতি একান্তভাবেই কেন্দ্রের বিষয় এবং এটা পরিচালনা করা সম্পূর্ণ ভাবে তাদেরই দায়িত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রতিনিধিদল পাঠানো নিয়ে তৃণমূলের কোনও আপত্তি নেই, কিন্তু দলের তরফে কারা প্রতিনিধিত্ব করবেন, তা নিয়ে তৃণমূলই সিদ্ধান্ত নেবে।
পাক গুপ্তচর সন্দেহে ধৃত হরিয়ানার জ্যোতি মালহোত্রর বং-কানেকশন। ওই ইউটিউবারের ট্রাভেল ব্লগে দেখা যাচ্ছে, কলকাতায় এসে চষে বেড়িয়েছেন জ্যোতি। এমনকী, বেশ কিছু জেলাতেও গেছেন
ট্রাভেল ব্লগিংয়ের নামে তোলা শিয়ালদা, হাওড়া, দমদমের মতো ব্যস্ত স্টেশনের একাধিক ছবি তাঁর ব্লগে। আছে নদিয়ার গেদে সীমান্তর ছবিও। বরানগর মেট্রো, দক্ষিণেশ্বর মন্দিরের ছবিও ছিল জ্যোতির কাছে। ভুটান যাওয়ার পথে সেবক রোডে করোনেশন ব্রিজের ছবিও তুলেছেন জ্যোতি। কলকাতার হলুদ ট্যাক্সি, শিয়ালদা, দমদম, ব্যারাকপুর, হাওড়া-সহ বিভিন্ন স্টেশনের ছবি রয়েছে জ্যোতির ব্লগে।জ্যোতির কাছে কলকাতা বিমানবন্দর, রেললাইনের পাশে ঝুপড়ি, কাঁকুড়গাছি ব্রিজ, বালি ব্রিজ, দামোদর ব্রিজের ছবি। তিন-তিনবার ট্রেনে চেপে কলকাতায় এসেছিলেন জ্যোতি, শেষ আসা মাসতিনেক আগে। এরপর ২ মাস আগে পাকিস্তানে যান জ্যোতি। শুধুই ঘোরাফেরা নাকি তথ্য পাচারের উদ্দেশে পশ্চিমবঙ্গে এসেছিলেন জ্যোতি, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।
পুলিশের ওপর গুলি চালানোর অভিযোগ, নদিয়ার করিমপুরে গ্রেফতার তৃণমূল নেতা। ধৃত সাজিজুল হক শা ওরফে মিঠু করিমপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। অভিযোগ, গতকাল রাতে মত্ত অবস্থায় নিজের নিরাপত্তারক্ষী জাহাঙ্গির আলমকে লক্ষ্য করে গুলি চালান তৃণমূল নেতা। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বরাতজোরে বেঁচে যান রাজ্য পুলিশের ওই কনস্টেবল। খুনের চেষ্টার অভিযোগে তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে থানারপাড়া থানার পুলিশ। উদ্ধার হয়েছে ৩টি বেআইনি আগ্নেয়াস্ত্র এবং ৮ রাউন্ড গুলি।
বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের ধর্নার আজ ১৩ দিন, জারি রয়েছে আন্দোলন। এর মধ্যেই মার খাওয়া শিক্ষকদের নামে থানায় হাজিরার নোটিস এসেছে। হাজিরা না দিলে গ্রেফতারির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আজ ও বুধবার, আন্দোলনরত শিক্ষকদের বিধাননগর উত্তর থানায় হাজিরার নির্দেশ দিয়েছে পুলিশ। হাজিরা দেওয়া নিয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে বলে চাকরিহারারা জানিয়েছেন। চাকরি ফেরত চাইতে গিয়ে জুটেছে পুলিশের লাথি-লাঠি। রক্ত ঝরা সত্ত্বেও উল্টে শিক্ষকদের নামেই জামিন অযোগ্য ধারা-সহ ১৫টি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এরপরও আন্দোলন চালিয়ে যেতে অনড় চাকরিহারারা।
বিকাশভবন অভিযানকাণ্ডে সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীদের কাজে বাধা ও হুমকির অভিযোগে মামলায় তলব করা হয়েছে চাকরিহারাদের। কর্তব্যরত পুলিশকর্মীদের মারধরের অভিযোগেও মামলা হয়েছে চাকরিহারাদের বিরুদ্ধে। যে কয়েকটি ধারায় মামলা হয়েছে, তার মধ্যে আছে জামিন অযোগ্য ধারাও।
সাতসকালে টিটাগড়ে আবাসনে বিস্ফোরণ। আবাসনের যে ফ্ল্যাটে বিস্ফোরণ, সেই ফ্ল্যাটেই থাকেন টিটাগড় পুরসভার তৃণমূল কাউন্সিলর। কীভাবে বিস্ফোরণ, খতিয়ে দেখছে পুলিশ
উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কলকাতা থেকে বাগডোগরা পৌঁছবেন। এবার ৩ দিনের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। আজ শিলিগুড়িতে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন রয়েছে। উত্তরবঙ্গের শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল জলপাইগুড়িতে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি রয়েছে। বুধবার উত্তরকন্যায় উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
পদ খুইয়েই দলের একাংশকে নিশানা। বিতর্কে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান। একাবারে প্রকাশ্য়ে বিস্ফোরক দাবি করে বসলেন তিনি। বললেন, 'আমি লবিবাজির শিকার গোড়া থেকে'। যদিও প্রাক্তন চেয়ারম্য়ানের এমন মন্তব্য়কে গুরুত্ব দিতে চাননি বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি। এদিকে গোটা বিষয় নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
ভোর রাতে বিধ্বংসী আগুন লাগল দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়ার বিবিরহাটে। পুড়ে ছাই কাঠের গোলা এবং আশেপাশের বেশ কয়েকটি বাড়ি। গতকাল রাত ৩টে নাগাদ বিবিরহাটের ওই কাঠের গোলায় আগুন লাগে। কাঠ এবং প্লাইউডের মতো দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আশেপাশের কয়েকটি বাড়িতেও আগুন লেগে যায়। ৩টি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হওয়ায় আগুনের তীব্রতা বাড়ে। দমকলের ৫টি ইঞ্জিনের ঘণ্টাচারেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা। কী থেকে আগুন, তা এখনও স্পষ্ট নয়।
চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীদের পাশে থাকার বার্তা দিতে আজ DSO-র ডাকে সারা বাংলা ছাত্র ধর্মঘট। সাতসকালে হাজরায় যোগমায়া দেবী কলেজের সামনে পিকেটিং করছেন SUC-র ছাত্র সংগঠনের সদস্যরা। দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা এবং চাকরিহারা যোগ্য শিক্ষকদের পুনর্বহালের দাবিতে এই ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে DSO।
সোমবার ও বুধবার, চাকরিহারা শিক্ষকদের বিধাননগর উত্তর থানায় হাজিরার নির্দেশ। না গেলে গ্রেফতারির হুঁশিয়ারি।
চাকরি চেয়ে জুটেছে মার। সেই মার খাওয়া শিক্ষকদেরই থানায় তলব। সরকারি সম্পত্তি নষ্ট, কাজে বাধা, হুমকি-সহ একাধিক অভিযোগে মামলা। চিহ্নিত ১৫ জন, পাঠানো হচ্ছে নোটিস।