West Bengal News Live Updates: নবান্নর সামনে কড়া নিরাপত্তা , মোড়ে মোড়ে পুলিশ ও র‍্যাফ মোতায়েন

পঁচিশেই বেজে গেল, ছাব্বিশের বিধানসভা ভোটের দামামা।নতুন করে পরীক্ষার বিরোধিতায় আজ ফের পথে SSC-র চাকরিহারারা।রাজ্যে আগাম এল বর্ষা। দক্ষিণেও ঢুকবে আগেই।

ABP Ananda Last Updated: 30 May 2025 03:23 PM

প্রেক্ষাপট

 প্রধানমন্ত্রী ও মুখ্য়মন্ত্রীর এই বাগযুদ্ধে, পঁচিশেই বেজে গেল, ছাব্বিশের বিধানসভা ভোটের দামামা। একজন বললেন নির্মম সরকার, পাল্টা আরেকজন বললেন, জুমলা সরকার। তরজায় এল সিঁদুরের প্রসঙ্গও। আর প্রধানমন্ত্রী এদিন বলেন, 'পশ্চিমবঙ্গের...More

Anubrata Mondal News : ৪ ঘণ্টার মধ্যে অনুব্রতকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দলের

বোলপুর থানার IC-কে কদর্যভাষায় হুমকি অনুব্রত মণ্ডলের। ভাইরাল অডিওয় তোলপাড়