West Bengal News Live Updates: 'এটাই পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের সময়', পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Bengali News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।

Advertisement

ABP Ananda Last Updated: 27 Apr 2025 02:58 PM

প্রেক্ষাপট

পহেলগাঁওয়ের বদলা চায় দেশ। অ্যাকশনে সেনা। ২দিনে ধূলিসাৎ ৬ জঙ্গির বাড়ি। (Kashmir Terror Attack)প্রধানমন্ত্রীর হুঙ্কারের পরেই জঙ্গিদের খোঁজে তল্লাশি। কুলগামে গ্রেফতার ২। উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি। নাম, ছবি দিয়ে লস্কর, জইশ,...More

Abhishek Banerjee: 'এটাই পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের সময়', পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

'এটা কোনও সার্জিক্যাল স্ট্রাইক বা পাকিস্তানের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদের সময় নয়। এটা পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার সময়', পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'ওরা যে ভাষা বোঝে সেই ভাষায় পাকিস্তানকে জবাব দেওয়ার সময়', এটাই পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের সময়', পোস্ট অভিষেকের। 

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.