West Bengal News Live Updates: এবার বিতান অধিকারীর পরিবারের লোকজনের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় তদন্তকারীরা

Bengali News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 27 Apr 2025 10:23 PM

প্রেক্ষাপট

কলকাতা : কাশ্মীরে জঙ্গি হামলা, কলকাতায় নিহতের বাড়িতে NIA। বৈষ্ণবঘাটা লেনে বিতান অধিকারীর বাড়িতে NIA । পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারী । ঠিক কী ঘটেছিল? পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড।...More

WB News Live: এবার বিতান অধিকারীর পরিবারের লোকজনের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় তদন্তকারীরা

নিহত সমীর গুহর পর, এবার বিতান অধিকারীর পরিবারের লোকজনের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় তদন্তকারীরা। রবিবার বিতানের বৈষ্ণবঘাটা লেনের বাড়িতে যান NIA-এর ৩ সদস্যের দল। প্রায় ৫ ঘণ্টা ধরে বয়ান রেকর্ড করা হয় জঙ্গি হামলায় নিহত পর্যটকের স্ত্রীর। NIA সূত্রে খবর, প্রত্যক্ষদর্শীদের বয়ান ও সংগৃহীত তথ্য প্রমাণের ভিত্তিতে নতুন করে অভিযুক্তদের স্কেচ প্রকাশ করা হতে পারে।