West Bengal News Live Updates: এবার বিতান অধিকারীর পরিবারের লোকজনের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় তদন্তকারীরা
Bengali News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
ABP Ananda Last Updated: 27 Apr 2025 10:23 PM
প্রেক্ষাপট
কলকাতা : কাশ্মীরে জঙ্গি হামলা, কলকাতায় নিহতের বাড়িতে NIA। বৈষ্ণবঘাটা লেনে বিতান অধিকারীর বাড়িতে NIA । পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারী । ঠিক কী ঘটেছিল? পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড।...More
কলকাতা : কাশ্মীরে জঙ্গি হামলা, কলকাতায় নিহতের বাড়িতে NIA। বৈষ্ণবঘাটা লেনে বিতান অধিকারীর বাড়িতে NIA । পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারী । ঠিক কী ঘটেছিল? পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড। গতকাল বেহালায় সমীর গুহর বাড়িতে গেছিল NIA।'এটা কোনও সার্জিক্যাল স্ট্রাইক বা পাকিস্তানের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদের সময় নয়। এটা পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার সময়', পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'ওরা যে ভাষা বোঝে সেই ভাষায় পাকিস্তানকে জবাব দেওয়ার সময়', এটাই পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের সময়', পোস্ট অভিষেকের।নারকেলডাঙায় কলকাতা পুরসভার সাজানো গোছানো পার্ক দখল করে নিচ্ছে জমি হাঙররা। এই অভিযোগে বিবেক উদ্যানের সামনে রাস্তায় মঞ্চ বেঁধে ধর্না-অবস্থানে বসলেন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার ও ৩০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপিয়া ঘোষ বিশ্বাস। অভিযোগ, পুরসভার জায়গায় তৈরি এই পার্ক বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। কাউকে না জানিয়ে এই চুক্তি হয়েছে বলে মেয়র পারিষদ ও স্থানীয় কাউন্সিলরের দাবি। পুরসভার প্রতিক্রিয়া এখনও মেলেনি। বৈসরন ভ্যালিতে যাননি, কিন্তু আতঙ্কে কলমা পড়া অভ্যাস করেছিলেন হাওড়ার বালির বাসিন্দা ব্যবসায়ী অরুণ দাস। আতঙ্কের প্রহর কাটিয়ে কাশ্মীর থেকে বাড়ি ফিরে হাঁফ ছেড়ে বেঁচেছেন। ১৬ এপ্রিল বালির পাঠকপাড়ার ব্যবসায়ী স্ত্রী, ছেলেমেয়েকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গেছিলেন। শ্রীনগর ঘুরে ২২ তারিখ তাঁদের বৈসান ভ্যালিতে যাওয়ার কথা ছিল। কিন্তু মেঘভাঙা বৃষ্টিতে হড়পা বানের কারণে রামবনে ধস নামায় রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় আর বৈসরনে যাওয়া হয়নি। বিকল্প রাস্তা ধরে ফেরার সময় প্রতি মুহূর্তে তাড়া করেছে আতঙ্ক। রাস্তায় নিরাপত্তা বাহিনীর দেখা মেলেনি বলে বালির বাঙালি পর্যটকদের দাবি। প্রায় ২২ ঘণ্টা পর তাঁরা কাটরা শহরে পৌঁছন। গতকাল বালির বাড়িতে ফিরলেও এখনও চোখেমুখে আতঙ্কের ছাপ। ৪ দিন পার, এখনও পাক রেঞ্জার্সের হাতে বন্দি রিষড়ার BSF পিকে সাউ। রিষড়ায় পিকে সাউয়ের বাড়িতে বিএসএফ আধিকারিকরা। পাঠানকোট যাচ্ছেন জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী। পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান। পাকিস্তানের হাতে আটক হুগলির বিষড়ার বাসিন্দা পিকে সাউ। ভুল করে সীমান্তের ওপারে যেতেই আটক জওয়ান।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB News Live: এবার বিতান অধিকারীর পরিবারের লোকজনের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় তদন্তকারীরা
নিহত সমীর গুহর পর, এবার বিতান অধিকারীর পরিবারের লোকজনের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় তদন্তকারীরা। রবিবার বিতানের বৈষ্ণবঘাটা লেনের বাড়িতে যান NIA-এর ৩ সদস্যের দল। প্রায় ৫ ঘণ্টা ধরে বয়ান রেকর্ড করা হয় জঙ্গি হামলায় নিহত পর্যটকের স্ত্রীর। NIA সূত্রে খবর, প্রত্যক্ষদর্শীদের বয়ান ও সংগৃহীত তথ্য প্রমাণের ভিত্তিতে নতুন করে অভিযুক্তদের স্কেচ প্রকাশ করা হতে পারে।