West Bengal News Live Updates: আড়াই ঘণ্টার স্নায়ুযুদ্ধ শেষ, অবশেষে ভবানী ভবনের ভিতরে বিজেপির প্রতিনিধি দল, সঙ্গে ঘরছাড়ারাও

WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

ABP Ananda Last Updated: 16 Apr 2025 11:55 PM

প্রেক্ষাপট

থমথমে ধুলিয়ান। তৃণমূল পরিচালিত পুরসভার ভাইস চেয়ারম্যানের দাদার দোকান পু়ড়ে ছাই। বাহিনী-পুলিশের উপস্থিতিতেও আগুন ঘিরে প্রশ্ন। শর্ট সার্কিট থেকে লাগতে পারে আগুন, দাবি পুলিশের। ওয়াকফ-আন্দোলনের নামে ধুলিয়ানে তাণ্ডব। পরপর দোকানে হামলা,...More

West Bengal News Live: মুর্শিদাবাদের ধুলিয়ানে বন্ধ দোকানে আগুন, প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, দুর্ঘটনাবশত দোকানে আগুন লাগে

এবার মুর্শিদাবাদের ধুলিয়ানে বন্ধ দোকানে আগুন। ৫ নম্বর ওয়ার্ডে পুড়ে ছাই কসমেটিক্সের দোকান। দোকান মালিকের দাবি, বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, দুর্ঘটনাবশত দোকানে আগুন লাগে। এর সঙ্গে স্থানীয় অশান্তির ঘটনার কোনও যোগ নেই। জঙ্গিপুর পুুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় জানিয়েছেন, প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান। ক্ষতিগ্রস্ত দোকানটি তৃণমূল পরিচালিত ধুলিয়ান পুরসভার ভাইস চেয়ারম্যান সুমিত সাহার দাদা ব্যবসায়ী প্রবীর সাহার। ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দূরে ব্যবসায়ীর বাড়ি। তিনি আসার আগেই জ্বলে-পুড়ে ছাই হয়ে যায় গোটা দোকান।