West Bengal News LIVE: কলকাতা মেডিক্যাল কলেজের হস্টেলেই'র্যাগিং'!
West Bengal News LIVE : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...
সহকর্মীদের মজাই কাল হল, হাওড়ার জুট মিলে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ! মাধ্যমিক পরীক্ষার্থী হারাল তাঁর বাবাকে। অভিযোগ, মলদ্বারে হাওয়া ঢুকিয়ে দেওয়ার ফলে মৃত্যু হয়েছে হাওড়ার বাউরিয়া জুট মিল শ্রমিকের ! গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর দমদম, এবার টার্গেট সত্তরোর্ধ্ব দম্পতি! বাড়ির একতলার জানলার গ্রিল ভেঙে ঢুকে দোতলায় উঠে লুঠ! গভীর রাতে বৃদ্ধার গলায় ছুরি ঠেকিয়ে, মুখ চেপে লুঠপাঠের অভিযোগ
কলকাতা মেডিক্যাল কলেজের হস্টেলেই 'র্যাগিং'! সিনিয়র, ২ সহপাঠীর বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ। ন্যাশনাল মেডিক্যাল কমিশনে র্যাগিংয়ের অভিযোগ। কলকাতা মেডিক্যালের ভাইস প্রিন্সিপালের নেতৃত্বে তদন্ত কমিটি।
মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক (Madhyamik Exam 2025 Mathematics Question)। '২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর', শনিবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় প্রশ্নপত্র-বিতর্ক। গোটা রাজ্যে জুড়ে ১৫ নম্বর প্রশ্নের ২ নম্বর প্রশ্ন, উত্তরবঙ্গ অঞ্চলের ৩ নম্বর প্রশ্নের ৬ নম্বর প্রশ্ন, বর্ধমান অঞ্চলের ৩ নম্বরে প্রশ্নের ৩ নম্বর প্রশ্ন,মেদিনীপুরে ৩ নম্বর প্রশ্নের ৪ নম্বর প্রশ্নে বিতর্ক এবং কলকাতা ৩ নম্বর প্রশ্নের ১ নম্বর প্রশ্নে বিতর্ক । 'মাধ্যমিকে অঙ্কের ২টি প্রশ্নে হাত দিলেই নম্বর' । বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে সিদ্ধান্ত পর্ষদের।
সহকর্মীদের মজাই কাল হল, হাওড়ার জুট মিলে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ! মাধ্যমিক পরীক্ষার্থী হারাল তাঁর বাবাকে। অভিযোগ, মলদ্বারে হাওয়া ঢুকিয়ে দেওয়ার ফলে মৃত্যু হয়েছে হাওড়ার বাউরিয়া জুট মিল শ্রমিকের ! গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
'এই জল কোথায় দাঁড়াবে আমরা এখনই জানি না। দোকানের স্টক রেজিস্টার দেখত অভিযুক্ত শান্তনু সরকার', জীবনতলায় অস্ত্র-কাণ্ডে কোর্টে সওয়াল সরকারি আইনজীবীর
বিধানসভা থেকে ফের সাসপেন্ড শুভেন্দু অধিকারী। এই নিয়ে ৪ বার সাসপেন্ড, ৩০ দিনের জন্য সাসপেন্ড। বিরোধী দলনেতা-সহ ৪ বিজেপি বিধায়ক সাসপেন্ড । সাসপেন্ড অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক, বঙ্কিম ঘোষ। সরস্বতী পুজোয় বাধার অভিযোগ, বিজেপির মুলতুবি প্রস্তাবে তুলকালাম।
নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু, হুড়োহুড়ির ছবি আসানসোলেও। গতকাল আসানসোল স্টেশনে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি। ব্যারিকেডের বদলে হাতে দড়ি নিয়ে ভিড় আটকাতে এল রেল পুলিশ। দড়ি সরিয়ে হুড়মুড়িয়ে ভিড় ঢোকে প্ল্যাটফর্মে, তৈরি হয় চরম বিশৃঙ্খলা
'আমরা দেবরাজ-নীতিতে বিশ্বাসী', দেবরাজের নামে নাগেরবাজার ব্রিজের তলায় ব্যানার! দেবরাজের ছবি দিয়ে ব্যানার যুব তৃণমূল নেতা বিকি সাহার
সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর দমদম, এবার টার্গেট সত্তরোর্ধ্ব দম্পতি! বাড়ির একতলার জানলার গ্রিল ভেঙে ঢুকে দোতলায় উঠে লুঠ! গভীর রাতে বৃদ্ধার গলায় ছুরি ঠেকিয়ে, মুখ চেপে লুঠপাঠের অভিযোগ
নয়াদিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনার পরেও নেই হেলদোল! কুম্ভগামী ট্রেনে উঠতে আসানসোলে হুড়োহুড়ি। দড়ি ফেলে হাজারো মানুষকে নিয়ন্ত্রণের চেষ্টায় রেল পুলিশ। বরাতজোরে বড় দুর্ঘটনা থেকে রক্ষা।
কার্তুজকাণ্ডে তৃণমূল-যোগ। ধৃত আবদুল সেলিম গাজি তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য, আশিক ইকবালের স্ত্রী তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। ধৃত ফারুক তৃণমূলকর্মী।
প্রেক্ষাপট
কলকাতা: বিধানসভা থেকে চতুর্থবারের জন্য সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ৩০ দিনের জন্য সাসপেন্ড অগ্নিমিত্রা পাল-সহ আরও ৩ বিধায়ক। জীবনতলায় গুলির পাহাড়!ভিড়ে ভাসছে কুম্ভ।নয়াদিল্লিতে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ করে পরিস্থিতি সামলানোর চেষ্টা রেলের। রিঙ্গার ল্যাকটেট স্যালাইন-বিতর্কের পর একটি সংস্থার ইঞ্জেকশন বন্ধ আর জি কর মেডিক্যালে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -