West Bengal News Live Updates: বাবরি মসজিদের শিলান্যাসের পরেই রেজিনগরে হুমায়ুন কবীরের সভায় হুড়োহুড়ি

WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।

Advertisement

ABP Ananda Last Updated: 06 Dec 2025 03:14 PM

প্রেক্ষাপট

সাসপেনশনের পরেও আজ বেলডাঙা ও রেজিনগরের মাঝে বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে হুঙ্কার হুমায়ুন কবীরের। মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস-মামলায় হস্তক্ষেপ করল না আদালত। আইনশৃঙ্খলার দায়িত্ব রাজ্যের ওপর ছাড়ল হাইকোর্ট। আদালতের নির্দেশের পরেই বেলডাঙায়...More

WB News Live: মুর্শিদাবাদে 'বাবরি মসজিদের' শিলান্যাস করলেন হুমায়ুন কবীর

মুর্শিদাবাদে 'বাবরি মসজিদের' শিলান্যাস। শিলান্যাস করলেন সাসপেন্ডেড তৃণমূল নেতা ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। শিলান্যাস ঘিরে সকাল থেকে ছিল জোরকদমে প্রস্তুতি। সভাস্থলে মোতায়েন প্রচুর পুলিশবাহিনী, RAF। রেজিনগরে সভাস্থলে প্রচুর মানুষের ভিড়। 

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.