West Bengal News LIVE: মুখ্যমন্ত্রীর বার্তার পরেই ভূতুড়ে ভোটার নিয়ে পথে নামছে তৃণমূল কংগ্রেস

West Bengal News LIVE : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

ABP Ananda Last Updated: 28 Feb 2025 11:18 PM

প্রেক্ষাপট

কলকাতা: ২৬-এর আগে ফের ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সরব মমতা। ফের তৃণমূলনেত্রীর মুখে খেলা হবে। বাংলার ভোটার তালিকায় বহিরাগতদের নাম। অভিযোগ মমতার। ২৬-এর আগে CBI চার্জশিট নিয়ে এজেন্সিকে নিশানা মমতা-অভিষেকের।...More

Jagannath Temple: দিঘার জগন্নাথ মন্দিরের প্রস্তুতি তুঙ্গে

  অক্ষয় তৃতীয়ার দিন, উদ্বোধন হবে দিঘার জগন্নাথ মন্দিরের। জোরকদমে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি।  নীল সমুদ্র আর সোনালি বালির তটে, এবার এক নতুন আকর্ষণ। আমাদের রাজ্য়ের দিঘায়, সারা দেশের পুণ্য়ার্থী এবং পর্যটকদের স্বাগত জানাতে তৈরি, জগন্নাথদেবের মন্দির। একেবারে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। সেই স্থাপত্য়, সেই উচ্চতা। মুখ্য়মন্ত্রী ঘোষণা করেছেন, মন্দিরের উদ্বোধন হবে অক্ষয় তৃতীয়ায়।