West Bengal News Live Updates: কমিশনের স্ক্যানারে নন্দকুমার ও রাজারহাট-গোপালপুরের ERO, গতকাল ২ ERO-কে তলব করেন মুখ্য নির্বাচনী আধিকারিক

WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবরের দিকে নজর রাখুন এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 03 Aug 2025 03:14 PM

প্রেক্ষাপট

মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি ঘিরে খড়গপুরে তৃণমূলের বৈঠকেই ধুন্ধুমার। নেতাদের বিরুদ্ধে দলেরই একাংশের ক্ষোভ। ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা, পাল্টা পুরপ্রধান। ছাব্বিশের ভোটের আগে শুরু আমাদের পাড়া, আমাদের সমাধান। সরকারি প্রকল্পের নামে দলের প্রচার,...More

WB News Live: কাল দলীয় সাংসদদের নিয়ে বৈঠক তৃণমূলনেত্রীর

কাল দলীয় সাংসদদের নিয়ে বৈঠক তৃণমূলনেত্রীর। লোকসভা ও রাজ্যসভার সাংসদদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর থেকে বাঙালি হেনস্থা, একাধিক ইস্যুতে তৃণমূলের রণকৌশল ঠিক করতে বৈঠক।