WB News Live Updates: ঝালদাকাণ্ডের তদন্তে ঝালদা থানায় সিবিআই আধিকারিকরা
West Bengal News Live Updates: ত্রিশঙ্কু ঝালদা পুরসভায় নির্দলদের সমর্থনে বোর্ড গঠন করল তৃণমূল। তৃণমূলের বিরুদ্ধে ঝালদা পুরসভা দখলের অভিযোগ তুলে মঙ্গলবার কালা দিবস পালন করে কংগ্রেস।
ঝালদাকাণ্ডের আর এক প্রত্যক্ষদর্শীকে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা।
ঝালদায় সিবিআই আধিকারিকরা। ঝালদা থানায় গিয়ে কেস ডায়েরি সংগ্রহ।
বাঁকুড়ায় মেজিয়া শিল্পাঞ্চলে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু। ইস্পাত কারখানায় ক্রেন থেকে ভারী জিনিস পড়ে দুর্ঘটনা। ভারী জিনিসে চাপা পড়ে পুরুলিয়ার বাসিন্দা আসলাম হোসেনের মৃত্যু। জখম হয়েছেন আরও ৪ জন।
কাজের খতিয়ান তুলে ধরা ও মানুষের অভাব অভিযোগ শোনা। ‘বিধায়ক আপনার দরজায়’ নামে নতুন কর্মসূচি শুরু করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। কটাক্ষ বিজেপির, পাত্তা দিচ্ছেন না বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক।
সোমবার দিদির বাড়ি যাবেন বলে বেরিয়েছিলেন। তারপর থেকে নিখোঁজ কেশপুরের তৃণমূলের বুথ সভাপতি। অপহরণের অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে।
ফের শাসকের নিশানায় পুলিশ, বেঁধে রাখার ফরমান! না শোধরালে স্থানীয় ফাঁড়ির ওসিকে বেঁধে রাখার হুমকি। ইসলামপুরের সভা থেকে চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের হুমকি। ৪টা অঞ্চলের লোক দিয়ে ফাঁড়িতে ওসিকে বেঁধে রাখার হুমকি বিধায়কের।
ঝালদাকাণ্ডের তদন্তে সিবিআই। ঝালদা থানায় গেলেন সিবিআইয়ের গোয়েন্দারা।
তৃণমূলের ব্লক সভাপতির সভায় না যেতে হুমকি তৃণমূলেরই অঞ্চল সভাপতিরই! একটি ভাইরাল অডিও ক্লিপ ঘিরে এমনই অভিযোগ উঠল কোচবিহারের তুফানগঞ্জে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
আসানসোল জুড়ে ভোটের উত্তাপ। নির্বাচন কমিশন জানিয়েছে, আসানসোলে ৫১ শতাংশ বুথে ওয়েবকাস্টিং হবে। বাকি বুথে থাকবে সিসিটিভি ক্যামেরা। এখানে মোট বুথের সংখ্যা ২ হাজার ১০২টি। এর মধ্যে উত্তেজনাপ্রবণ বুথ ৬৮০টি।
বালিগঞ্জে ভোট প্রচারে ব্যস্ত সব শিবির। বুধবার বিকেলে বালিগঞ্জের ৬৮ নম্বর ওয়ার্ডে প্রচার তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র। স্থানীয় কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে রোডশো। গান গাইলেন পাড়ার মহিলাদের সঙ্গে।
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পুলিশকে হুমকি, বালিগঞ্জের উপনির্বাচনে প্রভাব খাটানোর লিখিত অভিযোগ দায়ের তৃণমূলের। সংশ্লিষ্ট আধিকারিকের রিপোর্ট তলব করেছে কমিশন।
মন্ত্রীর সঙ্গেই শিবদাসন নায়ার নামে আরও একজনকে ইডির নোটিস। নায়ারকে ১১ এপ্রিল দিল্লির দফতরে হাজিরার নোটিস।
অবৈধ লেনদেনের অভিযোগে আইনমন্ত্রী মলয় ঘটককে ইডির তলব। কাল মলয় ঘটককে ইডির দিল্লির দফতরে হাজিরার নির্দেশ।
'আমার উপরে হামলা হয়েছিল, আক্রান্ত হয়েছিলেন নাড্ডা’। ‘আমার রোড শোয়ে আগুনের গোলা ছোড়া হয়েছিল, ‘ফ্যাসিস্ট শব্দের নতুন সংজ্ঞা দিয়েছে বাংলার সরকার’, তীব্র আক্রমণ অমিত শাহের।
‘বাংলায় গেলে খুন হয়ে যেতে পারেন, না যাওয়াই ভাল’, রাজ্যসভায় আপের প্রশ্নের জবাবে তীব্র আক্রমণ অমিত শাহর।
‘আমাকে যখন ডাকবে, তখনই যাব, সবরকম সহযোগিতা করব’। আইনজীবী মারফৎ আদালতে জানালেন শান্তিপ্রসাদ সিন্হা। ‘পুলিশ নিয়ে যাওয়ার দরকার পড়বে না’। আদালতে জানালেন প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার আইনজীবী। ২৭ এপ্রিল পর্যন্ত শুনানি মুলতুবি।
দিল্লিতে ইডি দফতরে হাজিরা দেওয়া থেকে রুজিরাকে অব্যাহতি। ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিল দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট।
অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে বাঘের আতঙ্ক ধূপগুড়ি বারঘরিয়া গ্রামে। এলাকায় বনকর্মীদের দল।
বালিগঞ্জে তুঙ্গে ভোটপ্রচার। বুধবার বাড়ি বাড়ি গিয়ে প্রচার কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরীর। পথচলতি নাগরিকদের সঙ্গে কথা। জোরকদমে প্রচারে বালিগঞ্জের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমও।
১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভায় উপনির্বাচন। জোরকদমে চলছে প্রচার। গোলপার্ক থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল করল বিজেপি। বালিগঞ্জের বিজেপি প্রার্থী কেয়া ঘোষের সমর্থনে প্রচার করলেন শুভেন্দু অধিকারী।
লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বৈঠক। কাল দুপুর ৩টেয় নবান্ন সভাঘরে মূল্যবৃদ্ধি নিয়ে কৃষি, কৃষি বিপণন-সহ একাধিক দফতরের সঙ্গে বৈঠক। থাকবেন পুলিশ, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।
বিভিন্ন বাজার কমিটির প্রতিনিধিরাও থাকবেন।
বাংলাদেশ সরকারের ওষুধ এই রাজ্যের হাসপাতালে। বিতর্ক শুরু হতেই সরকারি হাসপাতালে ওষুধ দেওয়া বন্ধ। রাজ্যকে ওষুধ পাঠিয়েছে কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা। সেন্ট্রাল মেডিক্যাল স্টোর থেকে ওষুধ আসে ৫ জেলায়। বাংলাদেশ সরকারের দান করা ওষুধ দিয়েছে কেন্দ্র। ওষুধ-বিতর্কে দাবি রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার
বাংলাদেশ সরকারের ওষুধ এই রাজ্যের হাসপাতালে। বিতর্ক শুরু হতেই সরকারি হাসপাতালে ওষুধ দেওয়া বন্ধ। রাজ্যকে ওষুধ পাঠিয়েছে কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা। সেন্ট্রাল মেডিক্যাল স্টোর থেকে ওষুধ আসে ৫ জেলায়। বাংলাদেশ সরকারের দান করা ওষুধ দিয়েছে কেন্দ্র। ওষুধ-বিতর্কে দাবি রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার
বালিগঞ্জে ১০০ শতাংশ বুথে লাইভ ওয়েবকাস্ট। বালিগঞ্জে ২৩টি বুথ স্পর্শকাতর, চিহ্নিত করেছে কমিশন। আসানসোলে ৬৮০টি বুথ স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। আসানসোলে ৫১ শতাংশ বুথে লাইভ ওয়েবকাস্ট। ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা, আসানসোল লোকসভায় উপনির্বাচন।
সল্টলেকে এসএসসি ভবনের সামনে টেট পরীক্ষার্থীদের বিক্ষোভ। পুলিশের সঙ্গে বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের ধস্তাধস্তি।
শুভেন্দুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের। রবীন্দ্র সরোবর থানার ওসির ঘরে ঢুকে হুমকি দেওয়ার অভিযোগ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।
নিউটাউনে সাপুরজি আবাসনে বন্ধ ফ্ল্যাট থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার। দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর প্রতিবেশীদের। দরজা ভেঙে দেহ উদ্ধার করল পুলিশ।
হাইকোর্টে রিপোর্ট পেশের আগের দিন ফের বগটুই গ্রামে গেলেন সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিং। নিহত তৃণমূল উপ প্রধান ভাদু শেখের বাড়ির সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীর সঙ্গে কথা বলেন তিনি।
'আমরা নির্দোষ। পুলিশই ফাঁসিয়েছে। আস্থা রয়েছে সিবিআইয়ের ওপর। ন্যায্য বিচার হোক।' দাবি রামপুরহাট হত্যাকাণ্ডে পুলিশের হাতে গ্রেফতার হওয়া অভিযুক্তদের। এদিন তাঁদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়।
চিত্তরঞ্জন হাসপাতালের পিছনে উদ্ধার প্রচুর নেশার সামগ্রী। রাজ্য ড্রাগ কন্ট্রোলের অভিযানে দোকান থেকে নিষিদ্ধ ওষুধ, নেশার সামগ্রী উদ্ধার। দোকান-গুদাম সিল, আটক বেশ কয়েকজন।
হাজরায় টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিক্ষোভ। মিছিল করে কালীঘাটের দিকে যাওয়ার চেষ্টা। বাধা পুলিশের। মেয়ো রোডের জমায়েত থেকে আটক ৪
কোনও পড়ুয়ার মার্কশিট আটকানো যাবে না। সব পড়ুয়াকে নতুন ক্লাসে যোগদান করতে দিতে হবে। সব পড়ুয়াকে তাদের প্রাপ্য সুযোগ সুবিধা দিতে হবে। কোভিডকালে কোন পড়ুয়া কত বেতন দিয়েছেন তার হিসাব আদালত নিযুক্ত বিশেষ আধিকারিকদের দিতে হবে। নথি খতিয়ে দেখে কোন পড়ুয়ার কত বকেয়া তা নির্ধারণ করবেন ওই আধিকারিক। নির্দেশ আদালতের।
‘রাজ্যের ১৪৫টি বেসরকারি স্কুল কোনও পড়ুয়ার প্রোমোশন আটকাতে পারবে না’। স্কুল ফি সংক্রান্ত মামলায় জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জেলায় জেলায় অভিযান পুলিশের। উত্তর দিনাজপুরের হেমতাবাদ থেকে উদ্ধার হল পাঁচটি তাজা বোমা। বম্ব স্কোয়াড গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে।
এসএসসি উপদেষ্টা কমিটির সদস্য অলক সরকারকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। সন্ধে ৬টার মধ্যে নিজাম প্যালেসে অলক সরকারকে হাজিরা দিতে হবে। নির্দেশ আদালতের।
এসএসসি মামলায় পার্টি করা হল তৎকালীন প্রোগ্রাম অফিসার সমরজিত্ আচার্যকে। আজ সন্ধে ৬টার মধ্যে সিবিআইয়ের সামনে হাজিরার নির্দেশ।
এসএসসি মামলায় এফআইআর দায়ের সিবিআইয়ের।
রামপুরহাট হত্যাকাণ্ডে পলিগ্রাফ টেস্টের আবেদন সিবিআইয়ের। রামপুরহাট আদালতে আনারুল হোসেন-সহ ৮ জনের লাই ডিটেক্টর টেস্টের আবেদন।
গরুপাচারকাণ্ডে সিবিআইয়ের কাছে গেলেন না অনুব্রত মণ্ডল। আর এ নিয়েই কটাক্ষ করে গান গাইলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও হরিণঘাটার বিজেপি বিধায়ক।
১৬দিনে ১৪ বার! প্রায় ১ টাকা বেড়ে আজ থেকে কলকাতায় পেট্রোল ১১৫ টাকা পার। রাজ্যের অধিকাংশ জেলাতেই ডিজেলের সেঞ্চুরি!
মনমোহন সিংহ প্রয়াত বলে পার্থ চট্টোপাধ্যায়ের ফেসবুক পোস্টে তোলপাড়। দায়িত্বজ্ঞানহীনের মতো অপকীর্তি, নাম না করে দলেরই মহাসচিবকে ধিক্কার কুণালের।
এসএসকেএম-এ ভর্তি হলেন অনুব্রত মণ্ডল। স্বাস্থ্য পরীক্ষার পর তাঁকে ভর্তি করার সিদ্ধান্ত চিকিৎসকদের।
১৬ ও ১৭ এপ্রিল রাজ্যে আসছেন অমিত শাহ। দু’দিনের সফরে রয়েছে একগুচ্ছ সরকারি কর্মসূচি। দলীয় নেতৃত্ব ও বিধায়কদের নিয়েও বৈঠকের সম্ভাবনা। বিধানসভা নির্বাচনে পরাজয়ের প্রথমবার বঙ্গ সফরে অমিত শাহ।
মেডিক্যাল বোর্ড গঠিত। অনুব্রত মণ্ডলের শরীর কতটা খারাপ, খতিয়ে দেখছেন তাঁরা। শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর চূড়ান্ত মতামত জানাবে পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড।
গত ৬ বছর ধরে কোচবিহার পুরসভার কর্মীদের গ্র্যাচুইটি জমা পড়ছে না। ফলে প্রাপ্য থেকে বঞ্চিত প্রায় ১২০ জন অবসরপ্রাপ্ত কর্মী। সূত্রের খবর, বকেয়া গ্র্যাচুইটির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা। সমস্যার কথা স্বীকার করেছেন কোচবিহার পুরসভার নতুন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। যা নিয়ে কটাক্ষের সুর বাম-বিজেপির গলায়।
তপন কান্দুর খুনের প্রত্যক্ষদর্শীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এবার মোবাইল ফোন ঘিরে তৈরি হয়েছে রহস্য। মৃতের পরিবারের দাবি, গতকাল থেকেই নিরঞ্জন বৈষ্ণবের মোবাইল ফোন বন্ধ ছিল। সকালে দেহ উদ্ধারের পর খোঁজ মিলছে না মোবাইল ফোনের। ফোনে কি কেউ হুমকি দিয়েছিল নিরঞ্জনকে? সেই কারণেই ফোন গায়েব? উঠছে প্রশ্ন।
ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় আদালতে গোপন জবানবন্দি বাবার। আজ বেলা সাড়ে ১২টা নাগাদ উলুবেড়িয়া মহকুমা আদালতে যান আনিসের বাবা সালেম খান। সঙ্গে ছিলেন আইনজীবী ও সিটের সদস্যরা।
বুকে সমস্যা অনুব্রত মণ্ডলের। শারীরিক পরীক্ষার জন্য গঠিত মেডিক্যাল টিম। নিজাম প্যালেসে অনুব্রতকে জিজ্ঞাসাবাদে প্রস্তুত সিবিআইয়ের পাঁচ সদস্যের দল।
ঝালদায় নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে এফআইআর দায়ের সিবিআইয়ের। এফআইআর দায়ের করে তদন্ত শুরু সিবিআইয়ের। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারা এবং অস্ত্র আইনে মামলা রুজু। আজই রামপুরহাট থেকে ঝালদা যাচ্ছে সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ।
গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের সিবিআই দফতরে হাজিরা দেওয়া নিয়ে টানটান উত্তেজনা। এদিন চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে মা উড়ালপুল ধরে এগোয় অনুব্রত মণ্ডলের গাড়ি। নিজাম প্যালেস নাকি এসএসকেএম, কোথায় যাচ্ছেন অনুব্রত? তা নিয়ে তৈরি হয় সাসপেন্স। শেষপর্যন্ত এজেসি বোস রোড উড়ালপুল ধরে এসএসকেএমে ঢুকে যায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতির গাড়ি।
সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়ার নামে প্রতারণার ছক। সোশাল মিডিয়ায় ভুয়ো বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ। পুরাতন মালদার সাহাপুর থেকে গ্রেফতার বেসরকারি সংস্থার কর্মী। পুলিশ সূত্রে খবর, দিনকয়েক আগে সোশাল মিডিয়ায় সিভিক ভলান্টিয়ার পদে চাকরির বিজ্ঞাপন দেয় ধৃত ব্যক্তি। বিষয়টি নজরে আসতেই গতকাল ওই ব্যক্তিকে গ্রেফতার করে মালদা থানার পুলিশ। পুলিশের দাবি, নেপথ্যে সক্রিয় বড় কোনও চক্র। চক্রের পাণ্ডাদের সন্ধান চলছে। বিজেপির দাবি, তৃণমূলের মদতেই প্রতারণা চক্রের রমরমা। তৃণমূল এ ধরনের ঘটনা প্রশ্রয় দেয় না, তাই গ্রেফতার, পাল্টা দাবি শাসকদলের।
ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের প্রত্যক্ষদর্শীর রহস্যমৃত্যুর পর পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি। তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দুর দাবি, খুনের প্রত্যক্ষদর্শী হিসেবে নিরঞ্জন বৈষ্ণব ও আরও একজনকে দিয়ে অভিযোগপত্র লেখায় ঝালদা থানার পুলিশ। কিন্তু নিরঞ্জনের অভিযোগপত্র জমা পড়েনি। তাই নিয়েই আতঙ্কে ভুগছিলেন নিরঞ্জন। দাবি নিহত কংগ্রেস কাউন্সিলরের ভাইপো মিঠুন কান্দুর।
নিজাম প্যালেসে সিবিআই দফতর নয়, এসএসকেএমে পৌঁছলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
দুই প্রতিবেশীর বিবাদকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে বোমাবাজিতে একজনের মৃত্যু হয়েছে। আহত আরও একজন। স্থানীয় সূত্রে খবর, কুলপির গাজিপুর গ্রামে একই জমিতে বাড়ি করা নিয়ে দীর্ঘদিন ধরে দুই প্রতিবেশীর বিবাদ চলছিল। অভিযোগ, আজ সকালে একপক্ষ বাড়ির নির্মাণ কাজ শুরু করতে যাওয়ায়, অপর পক্ষ চড়াও হয়ে বোমাবাজি শুরু করে। বোমা ফেটে মৃত্যু হয় কলিমউদ্দিন পাইক নামে বছর পঁচিশের এক যুবকের। জখম হন আরও একজন। আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি। অভিযুক্তরা পলাতক। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বোমাবাজির নেপথ্যে তৃণমূল, দাবি কংগ্রেসের। পারিবারিক বিবাদ, রাজনীতি নেই, পাল্টা দাবি শাসক দলের।
গরুপাচার মামলায় আজ নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার সম্ভাবনা অনুব্রত মণ্ডলের। সিবিআই সূত্রে খবর, অ্যাডিশনাল এসপি-র নেতৃত্বে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করবে ৫ সদস্যের দল। দলে রয়েছেন গরুপাচারকাণ্ডের তদন্তকারী অফিসাররা। সামগ্রিক পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর। অনুব্রত মণ্ডলের হাজিরার সম্ভাবনায় নিজাম প্যালেসে নিরাপত্তা বাড়ানো হয়েছে। মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।
এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহকে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই। মঙ্গলবার তাঁকে রক্ষাকবচ দেয় কলকাতা হাইকোর্ট। এরপর সিবিআইয়ের কাছে হাজিরা দেন এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা।
অব্যাহত পেট্রোপণ্যের দাম বৃদ্ধি। ২৩টি জেলার মধ্যে ১৭টিতে সেঞ্চুরি পার করল ডিজেল। কলকাতাতেও ডিজেল ১০০ ছুঁইছুঁই। ইতিমধ্যেই দেশে সর্বকালীন রেকর্ড ছুঁয়েছে পেট্রোলের দাম। লিটারে ৮৪ পয়সা বেড়ে কলকাতায় আজ পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১১৫ টাকা ১২ পয়সা। অন্যদিকে ৮১ পয়সা বেড়ে শহরে ডিজেলের দাম হয়েছে ৯৯ টাকা ৮৩ পয়সা। এই নিয়ে ১৬ দিনে ১৪ বার দাম বাড়ল জ্বালানির।
বাংলার জন্য সুখ-শান্তি-সমৃদ্ধির কামনা করে পুজো দিলাম। হিংসামুক্ত হোক বাংলা। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে মন্তব্য রাজ্যপালের । আজ সস্ত্রীক কালীঘাট মন্দিরে যান জগদীপ ধনকড়।
বেহালার পর্ণশ্রী থানা এলাকায় বটতলা বাজারের কাছে পুকুর থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। মৃতের নাম অতনু মিত্র। পরিবারের দাবি, গতকাল রাত সাড়ে ৮টা থেকে নিখোঁজ ছিলেন বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তি। আজ সকালে বাড়ির কাছেই পুকুরে দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পর্ণশ্রী থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পরিবারের দাবি, আর্থিক অনটনের কারণে ডিপ্রেশনে ভুগছিলেন ওই ব্যক্তি। সেই কারণে আত্মঘাতী বলে অনুমান।
আজ কংগ্রেসের ডাকে ১২ ঘণ্টার ঝালদা বন্ধ। সকাল হতে না হতেই রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু-সহ মহিলা কংগ্রেস কর্মীরা। ঝালদার আনন্দবাজার এলাকায় শুরু হয়েছে পথ অবরোধ। পাশাপাশি, এলাকায় কংগ্রেস কর্মীদের মিছিল শুরু হয়েছে। বন্ধের জেরে ঝালদা এলাকায় বন্ধ দোকান, বাজার। যান চলাচলও বন্ধ।
নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর সঙ্গী নিরঞ্জন বৈষ্ণবের সুইসাইড নোট উদ্ধার। পরিবারের দেওয়া সুইসাইড নোটে লেখা, যেদিন তপনের মৃত্যু হয়, সেদিন থেকে আমি মানসিক অবসাদে ভুগছি। যে দৃশ্যটি দেখেছি, তা মাথা থেকে কোনওরকমে বার হচ্ছে না। ফলে রাতে ঘুম হচ্ছে না। খেতে মন যাচ্ছে না। শুধু এই ঘটনাই মনের মধ্যে ঘোরাফেরা করছে। তারপর পুলিশের বারবার ডাক। আমি জীবনে থানার চৌকাঠ পার করিনি। এইসব আমি আর সহ্য করতে না পারার জন্য এই পথ বেছে নিলাম। এতে কারও কোনওরূপ প্ররোচনা, চাপ বা হাত নেই। আমি স্বেচ্ছায় আত্মত্যাগ করলাম। ইতি নিরঞ্জন বৈষ্ণব (সেফাল)।
ঝালদার নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর সঙ্গীর রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা। বাড়ি থেকে উদ্ধার নিরঞ্জন বৈষ্ণব নামে ওই ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। সুইসাইড নোটে পুলিশের বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ। দেহ উদ্ধার গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের।
চেয়ারম্যান কাজ শুরু করে দিয়েছেন। অথচ উত্তর দিনাজপুরে ইসলামপুরে এখনও নাম ঘোষণা হল না ভাইস চেয়ারম্যানের। আর এই নিয়ে বিরোধীদের কটাক্ষ, গোষ্ঠীদ্বন্দ্বের ভয়ে এগোচ্ছে না তৃণমূল। যদিও শাসক দলের দাবি দ্রুত নাম জানানো হবে।
১০ এপ্রিল শীতলকুচিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল পাঁচজনের। এক বছর পূর্তিতে ১০ এপ্রিল দিনটিকে শহিদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে তৃণমূল, কটাক্ষ করেছে বিজেপি।
পশ্চিম মেদিনীপুরের কেশপুরে নিখোঁজ তৃণমূলের বুথ সভাপতি। তাঁকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ তুলেছে তাঁর পরিবার। সোমবার বিকেল থেকে নিখোঁজ রয়েছেন আনন্দ রায়। তাঁর মোবাইল ফোনও সুইচড অফ বলে জানিয়েছে পরিবার। আনন্দপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছে তারা।
ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনায় এবার সামনে এল নতুন অডিও ক্লিপ। যেখানে এক তৃণমূলকর্মীকে সরাসরি কংগ্রেস কাউন্সিলরের উদ্দেশেই হুমকি দিতে শোনা গেছে বলে দাবি তপন কান্দুর পরিবারের। অডিও ক্লিপের কণ্ঠস্বর তাঁর বলে স্বীকার করে নিয়েছেন ওই তৃণমূলকর্মীও।
প্রেক্ষাপট
ব্রতদীপ ভট্টাচার্য, হংসরাজ সিংহ ও সন্দীপ সমাদ্দার, ঝালদা: পুরুলিয়ার (Purulia) ঝালদায় (Jhalda) কংগ্রেস কাউন্সিলর (Congress Councillor) খুন ঘিরে আরও উত্তপ্ত রাজনীতি। কংগ্রেসের আন্দোলন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। যে বোর্ড গঠনের ঠিক মুখে কংগ্রেস কাউন্সিলরকে খুন করা হয়, মঙ্গলবার সেই পুরসভার বোর্ড গঠন ঘিরে ঝালদায় তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দু-সহ কংগ্রেস কাউন্সিলর ও নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়। ব্যারিকেড ভেঙে এগিয়ে যান কংগ্রেস কর্মীরা। ধস্তাধস্তির মাঝে মাটিতে পড়ে যান এক মহিলা পুলিশ কর্মী।
পুরসভার বাইরের পাশাপাশি ভিতরেও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ফেলে দেওয়া হয় চেয়ারম্যানের ঘরের চেয়ার। শপথ নেওয়ার পর বোর্ড গঠন বয়কট করে বেরিয়ে আসেন পূর্ণিমা কান্দু-সহ কংগ্রেস কাউন্সিলরা। নিহত কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দুকে নিগ্রহের অভিযোগে আজ ১২ ঘণ্টা ঝালদা বনধের ডাক দিয়েছে কংগ্রেস।
পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো (Nepal Mahato) বলেছেন, ‘পূর্ণিমা কান্দুকে যেভাবে নিগ্রহ করা হল, তা মানুষ মেনে নেবে না। শয়ে শয়ে মহিলা বেরোবে। বন্ধ পালন করব। পুলিশের বিরুদ্ধে হেনস্থার কেস করব।’
পুরভোটে ঝালদায় পাঁচটি করে আসনে জিতেছিল কংগ্রেস ও তৃণমূল। নির্দলের দখলে ছিল দু’টি আসন। পুরভোটের পরই এক নির্দল কাউন্সিলর তৃণমূলে যোগ দিয়েছিলেন। মঙ্গলবার তৃণমূল থেকে বহিষ্কৃত নির্দল কাউন্সিলরের সমর্থনে ঝালদার বোর্ড গঠন করল রাজ্যের শাসক দল।
এই অবস্থায় তৃণমূলের ঝালদা পুরসভা দখলের প্রতিবাদে এদিন কালা দিবস পালন করে কংগ্রেস। পুরসভার চেয়ারম্যান নির্বাচনে অংশ নেননি কংগ্রেস কাউন্সিলররা। এদিন কালো ব্যাজ পরে ঝালদায় মিছিল করে কংগ্রেস। পুরসভার আগে ব্যারিকেড করে মিছিল আটকায় পুলিশ। এরপরই শুরু হয় ধস্তাধস্তি। ব্যারিকেড ভেঙে এগিয়ে যান কংগ্রেস কর্মীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দু-সহ কংগ্রেস কাউন্সিলর ও কর্মীদের।
ঝালদার এসডিপিও সুব্রত দেব জানান, ‘কংগ্রেসের মিছিলের কোনও অনুমতি ছিল না। ১৪৪ ধারা জারি ছিল। তাই বাধা দেওয়া হয়েছে। মাইকে প্রচার করা হয়েছে।’
পূর্ণিমা কান্দু জানিয়েছেন, ‘আমরা শপথ নিয়েছি, কিন্তু বোর্ড গঠনে থাকিনি। কারণ ওরা ওই সিটে বসার জন্য আমার স্বামীকে হত্যা করেছে। আমরা মানব না। আমাদের ঢুকতে দেওয়া হয়নি। পুলিশ ও তৃণমূল মিলে আমার স্বামীকে হত্যা করেছে।’
পাল্টা ঝালদা পুরসভার নব নির্বাচিত প্রধান সুরেশকুমার আগরওয়াল বলেছেন, ‘কে আবেগের বশে কী অভিযোগ করছে বলতে পারব না। আমি ফল বেরনোর দিন প্রথমবার পূর্ণিমাকে দেখি। সিবিআই তদন্তকে আমরা স্বাগত জানাচ্ছি। যারা দোষী তারা শাস্তি পাবে।’
সবমিলিয়ে ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুন ঘিরে সরগরম রাজনীতি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -