West Bengal News LIVE Updates: অবশেষে নবান্নে যেতে ছাড়পত্র যোগ্য চাকরিহারাদের, যাবেন ২০ জনের প্রতিনিধিদল
Nabanna Abhijan: যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার
প্রেক্ষাপট
পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবিতে আজ নবান্ন অভিযান। আজ যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে নবান্ন অভিযান। হাওড়া স্টেশনের সামনে জড়ো হয়ে নবান্নর দিকে মিছিল করে যাওয়ার কর্মসূচি। যোগ্য শিক্ষকদের সসম্মানে...More
যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে নবান্ন অভিযানে উত্তেজনা। অবশেষে নবান্ন যেতে ছাড়পত্র দেওয়া হয়েছে। ২০ জনের প্রতিনিধি দল যাবেন।
প্রধানমন্ত্রীর সভায় যাবেন দিলীপ ঘোষ। ১৮ তারিখ দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় যাবেন দিলীপ। ১৭ তারিখ দুর্গাপুরের উদ্দেশে রওনা দেবেন দিলীপ। এখনও দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি, এমনটাই জানিয়েছেন দিলীপ। দুর্গাপুরে দিলীপ গেলেও, মঞ্চে থাকবেন কিনা, তা নিয়ে এখনও ধোঁয়াশা।
যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে নবান্ন অভিযানে উত্তেজনা। বঙ্কিম সেতু পেরিয়ে মিছিল এগোতেই বারবার পুলিশের বাধা, ধস্তাধস্তি। নবান্ন অভিযানে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি। নবান্নর সামনে ২ মানুষ উঁচু ব্যারিকেডের সামনে আটকাল মিছিল। চাকরিহারা শিক্ষকদের সঙ্গে ধস্তাধস্তিতে RAF। গোলমাল হলে জলকামান তৈরি রেখেছে পুলিশ। আইনভঙ্গ করবেন না, নির্দিষ্ট রুটে মিছিল নিয়ে যান, ব্যারিকেডের সামনে জানাল পুলিশ। মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের সঙ্গে আলোচনায় বসার দাবিতে অনড় চাকরিহারা শিক্ষকরা। ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই তেড়ে গেল পুলিশ।
নবান্নর সামনে ২ মানুষ উঁচু ব্যারিকেডের সামনে আটকাল মিছিল। চাকরিহারা শিক্ষকদের সঙ্গে ধস্তাধস্তিতে RAF. গোলমাল হলে তৈরি জলকামান।
যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে নবান্ন অভিযানে উত্তেজনা। বঙ্কিম সেতু পেরিয়ে মিছিল এগোতেই বারবার পুলিশের বাধা, ধস্তাধস্তি।
মিছিলের আগে হাতে পায়ে প্রতীকী বেড়ি, কয়েদীর পোশাক পরে প্রতিবাদে চাকরিহারারা। আজ যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবিতে নবান্ন অভিযান। পুলিশের ব্যারিকেড। নজরদারিতে উড়ছে ড্রোন। বন্ধ মহাত্মা গাঁধী রোড।
যাঁরা বাংলাদেশ থেকে এসেছেন তাঁরা নাগরিকত্ব পেতে CAA-তে আবেদন করুন। গতকাল উত্তর ২৪ পরগনার গোপালনগরে মতুয়া চিন্তন শিবির থেকে বার্তা দেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও
বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বাংলাদেশ, পাকিস্তান থেকে যারা এসেছে, বেআইনিভাবে যারা এ দেশে এসেছে, তাদের বাংলাদেশে পুশব্যাক করানোর জন্য ধরপাকড় চলছে। CAA-তে আবেদন না করলে সমস্যায় পড়তে হবে। সেই জন্যই মানুষকে সচেতন করার চেষ্টা চলছে। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
হাওড়ার রাস্তায় মিছিল রুখতে কড়া পুলিশি বন্দোবস্ত। আনা হল জলকামান। নবান্নর দিকে গেলেই দেখা হচ্ছে পরিচয়পত্র। কাজিপাড়া, হাওড়া ময়দানে পুলিশের কড়া পাহারা।
ঠাকুরপুকুরের উদয়ন পল্লিতে জলে ডুবে যুবকের মৃত্যুকাণ্ডে খুনের অভিযোগ পরিবারের। গত শনিবার এখানে জলে ডুবে একজনের মৃত্যু হয়। পরিবারের দাবি, মৃত অমিত ভাণ্ডারী ভাল সাঁতার জানতেন। স্থানীয় সূত্রে খবর, শনিবার বন্ধুদের সঙ্গে পুকুর পাড়ে বসে মদ খাচ্ছিলেন অমিত। পরিবারের অভিযোগ, মদের আসরে বচসার জেরে অমিতকে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জলে ডুবে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। প্রশ্ন উঠছে, দিনে-দুপুরে পাড়ার মধ্যে কীভাবে মদের আসর বসেছিল? স্থানীয়দের অভিযোগ, এমন হামেশাই ঘটে, পুলিশকে জানিয়ে কাজ হয়নি। প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবিতে আজ নবান্ন অভিযান। আজ যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে নবান্ন অভিযান। হাওড়া স্টেশনের সামনে জড়ো হয়ে নবান্নর দিকে মিছিল করে যাওয়ার কর্মসূচি। যোগ্য শিক্ষকদের সসম্মানে স্বপদে পুনর্বহালের দাবি চাকরিহারা শিক্ষকদের। রিভিউ থেকে যোগ্যদের চাকরি ফেরানোর ক্ষেত্রে রাজ্যের উদ্যোগের দাবি চাকরিহারাদের। আনটেন্টেড সার্টিফায়েড লিস্ট ও OMR শিট প্রকাশ করে রি-প্যানেলিংয়ের মাধ্যমে চাকরি ফেরানোরও দাবি।
'দক্ষিণ দমদম পুরসভায় ২৯ জন গ্রুপ C কর্মীর নিয়োগ সংক্রান্ত কোনও নথি বা তথ্য নেই। বরানগর পুরসভায় ৬০ জন গ্রুপ D কর্মীর নিয়োগ সংক্রান্ত কোনও নথিও মিলছে না', পুর দুর্নীতি মামলার তদন্তে জানাল CBI। এর আগে পুর নিয়োগ দুর্নীতি মামলায় এই ২ পুরসভার পুরবোর্ড সংক্রান্ত তথ্য চেয়েছিল CBI। তখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ২ পুরসভার একাধিক আধিকারিককে। তৎকালীন পুর চেয়ারম্যান পাচু রায় সব জানেন, জানিয়েছেন দক্ষিণ দমদম পুরসভার আধিকারিকরা, খবর সূত্রের। নিয়োগ সংক্রান্ত কিছু তাঁদের জানা নেই, জানিয়েছেন বরানগর পুরসভার আধিকারিকরা, খবর সূত্রের।
ফের নিম্নচাপ সাগরে, বঙ্গে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি । অতি ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিম মেদিনীপুর জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা
অনুব্রত মণ্ডলের জেলায় সমবায় ভোটে বিজেপির জয়জয়কার। সবকটি আসনেই হার তৃণমূলের। কোর কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল দলেই। বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার ইটাহাট কৃষি সমবায় সমিতির পরিচালন কমিটির ৯টি আসনে গতকাল নির্বাচন ছিল। সবকটি আসনেই লড়েছিলেন তৃণমূল ও বিজেপি সমর্থিত প্রার্থীরা। সিপিএম সমর্থিত প্রার্থীরা ৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। পঞ্চায়েতের ১৮টি গ্রাম এই সমবায় সমিতির মধ্যে পড়ে। এর আগে এই সমবায় সমিতি ছিল তৃণমূলের দখলে। গত ১০ বছর কোনও নির্বাচন হয়নি। তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখের দাবি, এটা রাম-বামের জোটের জয়। বিধানসভা ভোটে এর প্রভাব পড়বে না বলে জানিয়েছেন কাজল শেখ। স্বচ্ছ নির্বাচন হলে বিজেপি জিতবে বলে ভোট করাতে দিচ্ছে না, অভিযোগ গেরুয়া শিবিরের। বামেদের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবিতে আজ যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে নবান্ন অভিযান। হাওড়া স্টেশনের সামনে জড়ো হয়ে নবান্নর দিকে মিছিল করে যাওয়ার কর্মসূচি রয়েছে।
চাকরিহারা শিক্ষকদের ৪টি দাবি হল, যোগ্য শিক্ষকদের সসম্মানে স্বপদে পুনর্বহাল করতে হবে। রিভিউ থেকে যোগ্যদের চাকরি ফেরানোর ক্ষেত্রে উদ্যোগ নিতে হবে রাজ্য সরকারকে। আনটেন্টেড সার্টিফায়েড লিস্ট প্রকাশ করতে হবে। OMR শিট প্রকাশ করে আইনি উপায়ে রি-প্যানেলিংয়ের মাধ্যমে চাকরি ফেরানোর ব্যবস্থা করা। যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে এই দাবিতেই আজ নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে।
খেজুরিতে জোড়ামৃত্যু, প্রতিবাদে আজ খেজুরিতে বন্ধ। খেজুরিতে ১২ ঘণ্টার বন্ধের ডাক শুভেন্দু অধিকারীর। সকাল থেকে বন্ধ দোকানপাট, খেজুরির বিভিন্ন এলাকায় পুলিশি টহল। জোর করে বন্ধ পালন করানোর অভিযোগে গ্রেফতার ৮। জোড়ামৃত্যুর প্রতিবাদে আজ খেজুরিতে পদযাত্রা করবেন বিরোধী দলনেতা।
পুরনো শত্রুতার জেরে বন্ধুর হাতে বন্ধু খুন। রবিবার রাতে ঘটনাটি ঘটে শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার অন্তর্গত নস্কর পাড়ায়। পুলিশ সূত্রে খবর এদিন চার বন্ধু খানাপিনার পর নস্কর পাড়ায় পুরনো একটি ঝামেলা নিয়ে নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে। শুভজিৎ মাইতি নামে এক যুবক ক্যারি রোডের বাসিন্দা শেখ সাহেব (২৩) কে প্রচন্ড জোরে মুখে ঘুষি মারে। শেখ সাহেব রাস্তায় পড়ে গেলে মাথায় রক্তক্ষরণের কারণে গুরুতর চোট পায়। বন্ধুরা এবং স্থানীয় বাসিন্দারা তাকে আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নাগরিকত্ব যাচাইয়ের জটে বক্সিরহাটের বাসিন্দা। তাঁর দাবি, অসমে বিয়ে হওয়ার পর সরকারের কাছে প্রয়োজনীয় নথি জমা দিতে না পারায় তাঁর আবেদন খারিজ করে দেওয়া হয়। ঘটনায় তুফানগঞ্জের মহকুমা শাসকের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি।
উত্তরের সঙ্গে দক্ষিণকে আরও বেশি করে জুড়বে কলকাতা মেট্রো। জোকা ছাড়িয়ে এবার IIM জোকা পর্যন্ত বাড়ছে পাতালপথ। অন্যদিকে, ইডেন গার্ডেন্স-বাবুঘাটের দিকে তৈরি করা হবে নতুন আরেকটি মেট্রো স্টেশন। নতুন নকশা অনুযায়ী সম্প্রসারিত অংশের টেন্ডার প্রক্রিয়ার কাজ শুরু করে দিল রেল বিকাশ নিগম লিমিটেড।
জোকার IIM ক্যালকাটায় তরুণী মনোবিদকে ধর্ষণের অভিযোগের তদন্তে এবার ৯ সদস্যের SIT গঠন করল কলকাতা পুলিশ। বিশেষ তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন কলকাতা পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। পুলিশ সূত্রে খবর, রাস্তার CC ক্যামেরার ফুটেজে তরুণীকে ক্যাম্পাসে ঢুকতে দেখা গেছে। এরপর কী হল? ঘটনাক্রম জানতে IIM কর্তৃপক্ষের কাছ থেকে ক্যাম্পাসের সমস্ত CCTV-র ফুটেজ চেয়েছে পুলিশ।
২১ শে জুলাইয়ের ২ দিন আগেই রাজ্যে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আর মোদির সভার ঠিক ১ দিন আগে এবার কেন্দ্রের বিরুদ্ধে পথে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি খেদাওয়ের অভিযোগে ১৬ই জুলাই বড় কর্মসূচি ঘোষণা করল তৃণমূল। বুধবারের প্রতিবাদ কর্মসূচিতে কলকাতার তৃণমূল নেতা-কর্মীরা ছাড়াও থাকবেন দমদম, বিধাননগর, হাওড়া,ও ভাঙড়ের তৃণমূল কর্মীরা। অন্যান্য জেলায় থাকছে আলাদা কর্মসূচি।