West Bengal News Live Updates: হিলি স্থলবন্দর দিয়ে সোমবার পর্যন্ত বাংলাদেশে বন্ধ আমদানি-রফতানি

West Bengal Live Update: রাজ্যের নানা কোণার সব খবরের লাইভ আপডেট

ABP Ananda Last Updated: 21 Jul 2024 11:30 PM

প্রেক্ষাপট

হিলি স্থলবন্দর দিয়ে সোমবার পর্যন্ত বাংলাদেশে বন্ধ আমদানি-রফতানি। এই রবিবার ঘোষণা করা হয়েছে বাংলাদেশ সরকারের তরফে।রানাঘাটে লাইনচ্যুত হল একটি মালগাড়ি। খবর পেয়ে রেলকর্মীরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।"নির্বাচনে যত...More

WB News Live Updates: মৎস্যপ্রেমীদের জন্য সুখবর, দিঘার মোহনায় ধরা পড়ল ৫ টন ইলিশ

দিঘার মোহনাতে ধরা পড়ল ৫ টন ইলিশ। দিঘা-শঙ্করপুর ফিসারম্যান ফিস ট্রেডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত মোট পাঁচ টন ইলিশ দিঘা মোহনায় এসে পৌঁছেছে। যার ফলে আগামীকাল থেকে বাজারগুলোতে ইলিশের দাম কমার সম্ভাবনা রয়েছে।