West Bengal News LIVE Updates: অধীর-জমানার ইতি? বিকল্প প্রদেশ কংগ্রেস সভাপতি খোঁজার প্রক্রিয়া শুরু করল AICC

West Bengal LIVE News: জেলা থেকে রাজ্যের সব খবর দেখুন এক ক্লিকে...

ABP Ananda Last Updated: 29 Jul 2024 11:37 PM
West Bengal News LIVE Updates: সম্পর্কে বাধা, প্রেমিকের সঙ্গে মিলে মাকে খুন!

সম্পর্কে বাধা, প্রেমিকের সঙ্গে মিলে মাকে খুন! ঠাকুরপুকুরে চাঞ্চল্যকর অভিযোগ। আটক নাবালক ও নাবালিকা, জেরায় অপরাধ কবুল, দাবি পুলিশের।

West Bengal News LIVE Updates: অধীর-জমানার ইতি? বিকল্প প্রদেশ কংগ্রেস সভাপতি খোঁজার প্রক্রিয়া শুরু করল AICC

অধীর-জমানার ইতি? বিকল্প প্রদেশ কংগ্রেস সভাপতি খোঁজার প্রক্রিয়া শুরু করল AICC, দিল্লিতে ২৩ জন প্রদেশ কংগ্রেস নেতার সঙ্গে বৈঠক AICC-র। AICC-র ডাকা বৈঠকে ছিলেন অধীর চৌধুরীও। 'অধীর চৌধুরী এখন অস্থায়ী সভাপতির দায়িত্বে রয়েছেন', বৈঠকে বলেন পশ্চিমবঙ্গে নিযুক্ত AICC পর্যবেক্ষক। 'ভোটের পরই দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন অধীর চৌধুরী', অধীর চৌধুরীর ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি ।

West Bengal News LIVE Updates: টালিগঞ্জে অচলাবস্থা, ফেডারেশনের ভূমিকায় প্রশ্ন পরিচালকদের

টেকনিসিয়ান-পরিচালক দ্বন্দ্বে টালিগঞ্জে অচলাবস্থা। ফেডারেশনের ভূমিকায় প্রশ্ন পরিচালকদের। টলিপাড়ার নিয়ম-কানুন নিয়ে প্রশ্ন পরিচালকদের।

West Bengal News LIVE Updates: মেডিক্যাল কলেজের শিক্ষক-চিকিৎসকদের হাজিরায় আরও কড়া পদক্ষেপ ন্যাশনাল মেডিক্যাল কমিশনের

মেডিক্যাল কলেজের শিক্ষক-চিকিৎসকদের হাজিরায় আরও কড়া পদক্ষেপ করল ন্যাশনাল মেডিক্যাল কমিশন। এবার শিক্ষক-চিকিৎসকদের নাম, রেজিস্ট্রেশন নম্বর, বিভাগ সম্পর্কিত সমস্ত তথ্য় কলেজের ওয়েবসাইটে আপলোড করা বাধ্যতামূলক করেছে NMC. নির্দেশিকায় উল্লেখ, এই সমস্ত শিক্ষক-চিকিৎসকদের বায়োমেট্রিক হাজিরা দেওয়া বাধ্যতামূলক। 

West Bengal News LIVE Updates: দক্ষিণ পূর্ব রেলের হাওড়া-আমতা শাখায় বন্ধ ট্রেন চলাচল

রেলের ওভারহেড তারে গাছের ডাল ভেঙে পড়ে বিপত্তি। দক্ষিণ পূর্ব রেলের হাওড়া-আমতা শাখায় বন্ধ ট্রেন চলাচল। ট্রেন বন্ধে চরম দুর্ভোগে অফিস ফেরত যাত্রীরা। 'ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন, ট্রেন পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে', জানালেন দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক। ট্রেন লেটের অভিযোগে টিকিয়াপাড়ায় রেল অবরোধ।

West Bengal News LIVE Updates: 'অস্ত্র হাতে কলেজের ইউনিয়ন রুমে বসে টিএমসিপি নেতা', বিজেপি নেতার অভিযোগে চাঞ্চল্য

'অস্ত্র হাতে কলেজের ইউনিয়ন রুমে বসে টিএমসিপি নেতা', এক্স হ্যান্ডলে ভিডিও পোস্ট করে দাবি বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ির। পাল্টা বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ির নামে থানায় অভিযোগ টিএমসিপি নেতার। 'ভিডিওয় দেখা যাওয়া যুবক কৃষ্ণনগরের টিএমসিপি নেতা ইমরান শেখ', এক্স হ্যান্ডল পোস্টে দাবি বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ির
পাল্টা রাজর্ষি লাহিড়ির নামে থানায় অভিযোগ ইমরান শেখের।

West Bengal News LIVE Updates: জলপাইগুড়ির দিনবাজারে পুলিশের ওপর গুলি চালানোর ৫ দিন পরেও অধরা দুষ্কৃতীরা

জলপাইগুড়ির দিনবাজারে পুলিশের ওপর গুলি চালানোর ৫ দিন পরেও অধরা দুষ্কৃতীরা। এরই মধ্যে ভাইরাল হয়েছে গুলি চালানোর ছবি। CC ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, পুলিশের পেট্রলিং ভ্যানের দুষ্কৃতীদের গাড়ি ধাওয়া করার ছবি। একজন দুষ্কৃতীকে ধরেও ফেলে। পুলিশ ওই দুষ্কৃতীকে পেট্রলিং ভ্যানে তোলার চেষ্টা করতেই পুলিশকে লক্ষ্য করে পরপর গুলি! পুলিশকে লক্ষ্য করে পরপর গুলি চালায় আরেক দুষ্কৃতী। প্রাণ বাঁচাতে আটক দুষ্কৃতীকে ফেলে রেখেই এলাকা ছাড়ে পুলিশ।

West Bengal News LIVE Updates: 'শ্যুটিং বন্ধ অনভিপ্রেত ঘটনা', পরিচালকদের একাংশের বিরুদ্ধে অভিযোগ স্বরূপ বিশ্বাসের

'শ্যুটিং বন্ধ অনভিপ্রেত ঘটনা। কিছু মুষ্টিমেয় পরিচালকদের কর্মবিরতি অনভিপ্রেত। কী কারণে অচলাবস্থা জানে না ফেডারেশন। রেজিস্টার্ড সিনেমার জন্য মৌ চুক্তি আছে, কিছু শর্ত আছে। কিছু মুষ্টিমেয় পরিচালক ইন্ডাস্ট্রি স্তব্ধ করে দিয়েছেন। ইন্ডাস্ট্রিকে বন্ধ করে মুখ্যমন্ত্রীর অবমাননা করেছেন পরিচালকদের একাংশ। অনেক সমস্যা হলেও ইন্ডাস্ট্রি বন্ধ হয়নি। পূর্ব পরিকল্পিতভাবে ইন্ডাস্ট্রিকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। কাল রাত ৯ থেকে আজ বেলা ১২ পর্যন্ত শ্যুটিং হয়েছে, কলাকুশলীরা কাজ বন্ধ করেননি। আমরা শ্যুটিং করতে চাই', সাংবাদিক বৈঠকে বললেন স্বরূপ বিশ্বাস।

BJP Agitation: বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ বিজেপির

বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ বিজেপির। শুভেন্দু অধিকারীদের আটকে দেওয়ার অভিযোগ। ব্যারিকেড করে আটকে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

BJP Agitation: বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ বিজেপির

বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ বিজেপির। শুভেন্দু অধিকারীদের আটকে দেওয়ার অভিযোগ। ব্যারিকেড করে আটকে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

West Bengal News LIVE Updates: পঞ্চায়েত নির্বাচনে নিহত বিজেপি কর্মী বিজয় কৃষ্ণ ভুঁইয়ার হত্যা মামলায় জামিনের আবেদন খারিজ

পঞ্চায়েত নির্বাচনে নিহত বিজেপি কর্মী বিজয় কৃষ্ণ ভুঁইয়ার হত্যা মামলায় জামিনের আবেদন খারিজ। অভিযুক্ত ৫ জনের আগাম জামিনের আবেদন খারিজ। আগাম জামিনের আবেদন খারিজ করল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। পঞ্চায়েত নির্বাচনের পরে মৃত্যু হয় ময়নার বিজেপি কর্মী বিজয় কৃষ্ণ ভুঁইয়ার। বোমাবাজি করা হয়েছে বলে অভিযোগ জানায় মৃতের পরিবার, আদালতের নির্দেশে তদন্ত শুরু করে এনআইএ। সেই মামলায় আজ ৫ জনের আগাম জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট।

BJP Walkout from WB Assembly: ফের বিধানসভা থেকে বিজেপির ওয়াক আউট, কী কারণে বিক্ষোভ বিজেপির?

ফের বিধানসভা থেকে বিজেপির ওয়াক আউট। দ্বিতীয়ার্ধের আলোচনায় বিজেপির বক্তা হিসেবে সুমন কাঞ্জিলালের নাম ছিল। 'বাইরে যিনি তৃণমূল কংগ্রেস করছেন, তাঁকে কী করে বিজেপির তালিকায় যুক্ত করা হল?' বিজেপির পক্ষ থেকে এই নাম পাঠানো হয়নি, দাবি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। এতে কোনও সমস্যা নেই, এখনও তিনি বিধানসভায় বিজেপি বিধায়ক, অনুমতি দিয়ে জানালেন স্পিকার। এরপরই স্লোগান তুলে বিজেপির বিধায়করা বিধানসভা ওয়াক আউট করেন।

West Bengal News LIVE Updates: টেকনিসিয়ান-পরিচালক দ্বন্দ্বে টালিগঞ্জের স্টুডিওপাড়ায় অচলাবস্থা

টেকনিসিয়ান-পরিচালক দ্বন্দ্বে টালিগঞ্জের স্টুডিওপাড়ায় অচলাবস্থা। বন্ধ সিনেমা, সিরিয়াল, ওটিটি'র শ্যুটিং। প্রসেনজিতের বাড়িতে বৈঠক পরিচালকদের। 'সংঘাতের জায়গা নয় স্টুডিওপাড়া', কলাকুশলীরা নমনীয় হোন, বার্তা পরিচালকদের। স্টুডিওপাড়ায় অচলাবস্থায় পরিচালকদের পাশে প্রযোজকরাও। 'আমরা চাপিয়ে দেওয়া অনৈতিক নিয়মের ঘেরাটোপে আটকে যাচ্ছি। সব বিষয়েই আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়', এটা আমাদের ইন্ডাস্ট্রির স্বাধীনতা রক্ষার লড়াই, বার্তা প্রযোজকদের সংগঠনের
আজই বৈঠকে বসছে ফেডারেশনও

West Bengal News LIVE Updates: হাতে অস্ত্র নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতার ছবি ভাইরাল

হাতে অস্ত্র নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতার ছবি ভাইরাল। বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ির এক্স হ্যান্ডলে পোস্ট করা ছবি ঘিরে বিতর্ক। কৃষ্ণনগরের শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইমরান শেখের ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য।  অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা ইমরান শেখ। পাল্টা থানায় রাজর্ষি লাহিড়ির নামে অভিযোগ দায়ের করেছেন ইমরান শেখ

Justice Amrita Sinha on TET: ১ লক্ষ ২৬ হাজার টেট সার্টিফিকেটের 'ওয়ার্কিং' কপি হস্তান্তরের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার

১ লক্ষ ২৬ হাজার টেট সার্টিফিকেটের 'ওয়ার্কিং' কপি হস্তান্তরের নির্দেশ।  'ওয়ার্কিং' কপি হস্তান্তরের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। দ্রুত সার্টিফিকেট বোর্ডকে হস্তান্তর করবে সিবিআই। সেখান থেকে বেছে মামলাকারীদের সার্টিফিকেট দেবে বোর্ড। ২০১৪ সালে পাস করা প্রার্থীরা সার্টিফিকেট চেয়ে মামলা করেন কলকাতা হাইকোর্টে ।বোর্ডের যুক্তি ছিল, সব তথ্য আছে এস বসু রায় কোম্পানি এবং সিবিআইয়ের কাছে। বোর্ড জানিয়েছিল তাদের হাতে কিছু নেই।  এবার হাইকোর্টের নির্দেশে বাজেয়াপ্ত নথির কপি বোর্ডকে দেবে সিবিআই

Mamata Banerjee LIVE News: 'বাংলাকে ভাগ করার জন্য চক্রান্ত চলছে', বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী

'বাংলাকে ভাগ করার জন্য চক্রান্ত চলছে, একেক জন একেক রকম প্রস্তাব করছে। কেউ বলছে কোচবিহার আলাদা কর, কেউ বলছে মালদা, মুর্শিদাবাদ নিয়ে আলাদা রাজ্য কর। কেন বঞ্চিত জানতে চায় বাংলা, এ নিয়ে সরব হবেন তৃণমূল সাংসদরা। ভোট এলেই বিজেপির মুখে ভাগের কথা, ক্ষমতা থাকলে বিধানসভায় আসুন, ভোটাভুটি হোক। যাঁরা বাংলা ভাগের কথা বলছেন, রাজ্যের মানুষ তা চায় কি না, তা জানতে বিধানসভায় ভোটাভুটি হোক', বিজেপি সরকার আসার পর থেকে সব বন্ধ করে দিয়েছে, বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী। 

West Bengal News LIVE Updates: ওদের লজ্জা নেই, বাংলা ভাগ নিয়ে চিৎকার করছে, বিধানসভায় আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়

'উত্তরবঙ্গ থেকে এত আসন জিতেও কিছু দিল না কেন্দ্রীয় সরকার। বন্যার জন্য বিহার টাকা পেয়েছে, অসম পেয়েছে, বাংলা এক টাকাও পায়নি। ওদের লজ্জা নেই, বাংলা ভাগ নিয়ে চিৎকার করছে', বিধানসভায় আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায় 

WB News LIVE Updates:তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের বক্তব্য ঘিরে উত্তাল সংসদ

'সংসদ চলাকালীন কোনও মন্ত্রী নীতিগত ঘোষণা করতে পারেন না। সংসদে আলোচনা না করে বাইরে সরকারি নীতির ঘোষণা করতে পারেন না। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বাংলা ভাগ করে উত্তরবঙ্গকে আলাদা করার কথা বলছেন', তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের বক্তব্য ঘিরে উত্তাল সংসদ

West Bengal News LIVE Updates: ফের বিধানসভা থেকে বিজেপির ওয়াক আউট

ফের বিধানসভা থেকে বিজেপির ওয়াক আউট। দ্বিতীয়ার্ধের আলোচনায় বিজেপির বক্তা হিসেবে সুমন কাঞ্জিলালের নাম ছিল। 'বাইরে যিনি তৃণমূল কংগ্রেস করছেন, তাঁকে কী করে বিজেপির তালিকায় যুক্ত করা হল?' বিজেপির পক্ষ থেকে এই নাম পাঠানো হয়নি, দাবি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। এতে কোনও সমস্যা নেই, এখনও তিনি বিধানসভায় বিজেপি বিধায়ক, অনুমতি দিয়ে জানালেন স্পিকার। এরপরই স্লোগান তুলে বিজেপির বিধায়করা বিধানসভা ওয়াক আউট করেন

WB News LIVE Updates: ফের সালিশির নামে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ফের সালিশির নামে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রাজারহাটে তৃণমূলের পার্টি অফিসে ডেকে এনে মারধরের অভিযোগ। কাঠগড়ায় রাজারহাট বিষ্ণুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য রক্তিম কর। রাজারহাট থানায় শাসক-নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের। অভিযোগকারী বেসরকারি ঋণদানকারী সংস্থায় কাজ করেন। অভিযোগ শনিবার তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় রক্তিম করের বাইক বাহিনী। তৃণমূল পার্টি অফিসে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ।  ঘটনার ভিডিও করায়, অভিযোগকারীর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ। মীমাংসার কথা স্বীকার করলেও মারধরের অভিযোগ উড়িয়ে দিয়েছেন শাসক-নেতা


 

West Bengal News LIVE Updates: মুর্শিদাবাদের সামসেরগঞ্জে গঙ্গায় ভয়াবহ ভাঙন

মুর্শিদাবাদের সামসেরগঞ্জে গঙ্গায় ভয়াবহ ভাঙন। জলস্তর বাড়তেই শুরু গঙ্গার ভাঙন। ভাঙনে  তলিয়ে গেছে কৃষিজমি, শৌচালয় এবং একটি বাড়ির অংশ। আতঙ্কে এলাকা ছেড়ে পালাতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। নিজেদের সামান্য সম্বল নিয়ে পালাচ্ছেন বাসিন্দারা। যেকোনও মুহূর্তে আরও ৫-৭টি বাড়ি তলিয়ে যেতে পারে বলে অনুমান স্থানীয়দের

WB News LIVE Updates: পুরসভার নিয়োগ পরীক্ষার কোয়েশ্চন পেপার সেটার ছিলেন পেশায় প্রোমোটার অয়ন শীল ও তাঁর সংস্থার কর্মীরা

পুরসভার নিয়োগ পরীক্ষার কোয়েশ্চন পেপার সেটার ছিলেন পেশায় প্রোমোটার অয়ন শীল ও তাঁর সংস্থার কর্মীরা। চার্জশিটে চাঞ্চল্যকর দাবি করেছে CBI। CBI-এর দাবি, দোকান থেকে জেনারেল নলেজ ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার বই কিনে এনে প্রশ্নপত্র তৈরি করা হয়েছিল। 'কোয়েশ্চন পেপার সেটের জন্য কোনও ফ্যাকাল্টি বা বিশেষজ্ঞ প্যানেলের সাহায্য় নেওয়া হয়নি', CBI-র স্ক্যানারে রাজ্যের ১৭টি পুরসভায় ১ হাজার ৮১৪ জনের নিয়োগ প্রক্রিয়া। কেন্দ্রীয় এজেন্সির দাবি, দুর্নীতির শুরুটা হয়েছিল প্রশ্নপত্র তৈরি করা থেকেই। পুর-নিয়োগের গোটা প্রক্রিয়াই নিয়ন্ত্রণ করেছিলেন অয়ন শীল, চার্জশিটে দাবি CBI-র

West Bengal News LIVE Updates:নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীকে বলতে না দেওয়ার অভিযোগে উত্তাল বিধানসভা

নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীকে বলতে না দেওয়ার অভিযোগে উত্তাল বিধানসভা। বিধানসভায় এ নিয়ে প্রস্তাব পেশ করেন মানস ভুঁইয়া । বাংলার বঞ্চনা নিয়ে সরব হওয়ায় বারবার বৈঠকে আটকানো হয় মুখ্যমন্ত্রীকে, প্রস্তাব পাঠ মানস ভুঁইয়ার। সত্যের অপলাপ, প্রস্তাবের বিরোধিতায় বিধানসভা থেকে ওয়াক আউট বিজেপির

WB News LIVE Updates: স্টুডিওপাড়ায় অচলাবস্থার মধ্যেই বিকেলে বৈঠকে বসতে চলেছেন টেকনিসিয়ানরা

স্টুডিওপাড়ায় অচলাবস্থার মধ্যেই বিকেলে বৈঠকে বসতে চলেছেন টেকনিসিয়ানরা। ফেডারেশনের বিবৃতিতে সই করে জানাতে হবে, কারা পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে চান না। এই পরিস্থিতিতে সব পক্ষের মধ্যে আলোচনার প্রস্তাব দিয়েছে আর্টিস্ট ফোরাম। ফিল্ম, টেলিভিসন, OTT মাধ্যমের সমস্ত শিল্পী, কলাকুশলীদের স্বার্থে অচলাবস্থার অবসান হওয়া জরুরি বলে বিবৃতি। টেকনিসিয়ান-পরিচালক-প্রযোজকদের দ্বন্দ্ব মেটাতে প্রয়োজনে মধ্যস্থতা করারও প্রস্তাব দিয়েছে আর্টিস্ট ফোরাম। 

West Bengal News LIVE Updates:জলপাইগুড়ির দিনবাজারে পুলিশের ওপর গুলি চালানোর ৫ দিন পরেও অধরা দুষ্কৃতীরা

জলপাইগুড়ির দিনবাজারে পুলিশের ওপর গুলি চালানোর ৫ দিন পরেও অধরা দুষ্কৃতীরা। এরই মধ্যে ভাইরাল হয়েছে গুলি চালানোর ছবি। CC ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, পুলিশের পেট্রলিং ভ্যানের দুষ্কৃতীদের গাড়ি ধাওয়া করার ছবি। একজন দুষ্কৃতীকে ধরেও ফেলে। পুলিশ ওই দুষ্কৃতীকে পেট্রলিং ভ্যানে তোলার চেষ্টা করতেই পুলিশকে লক্ষ্য করে পরপর গুলি! পুলিশকে লক্ষ্য করে পরপর গুলি চালায় আরেক দুষ্কৃতী। প্রাণ বাঁচাতে আটক দুষ্কৃতীকে ফেলে রেখেই এলাকা ছাড়ে পুলিশ

WB News LIVE Updates: সংখ্যালঘু মোর্চা নিয়ে শুভেনদু অধিকারীর মন্তব্য়কে কেন্দ্র করে নদিয়া বিজেপিতে ভাঙন

সংখ্যালঘু মোর্চা নিয়ে শুভেনদু অধিকারীর মন্তব্য়কে কেন্দ্র করে নদিয়া বিজেপিতে ভাঙন। বিরোধী দলনেতার মন্তব্য়ের প্রতিবাদ করে পদত্য়াগ করলেন বিজেপির নদিয়া উত্তরের সংখ্যালঘু মোর্চার সভাপতি রফিকুল শেখ। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে পুরনো দলের বিরুদ্ধে আক্রমণ শানালেন তিনি।

West Bengal News LIVE Updates: গাড়িতে তেল ভরানোর ভুয়ো বিল দেখিয়ে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ

গাড়িতে তেল ভরানোর ভুয়ো বিল দেখিয়ে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের চন্ডীপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতির বিরুদ্ধে । স্থানীয় এক বাসিন্দার দাবি, ব্লক প্রশাসনের কাছে RTI করে তিনি জানতে পেরেছেন এই তথ্য়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বর্তমান শিক্ষা কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য।    

WB News LIVE Updates: টেকনিসিয়ান-পরিচালক দ্বন্দ্বে টালিগঞ্জের স্টুডিও পাড়ায় আজ থেকে কর্মবিরতির ডাক দিয়েছেন পরিচালকরা

টেকনিসিয়ান-পরিচালক দ্বন্দ্বে টালিগঞ্জের স্টুডিও পাড়ায় আজ থেকে কর্মবিরতির ডাক দিয়েছেন পরিচালকরা। পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে টেকনিসিয়ানদের বয়কটের সিদ্ধান্তের বিরোধিতায় এবার ডিরেক্টর্স গিল্ডের পাশে দাঁড়ালেন প্রযোজকরাও। ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ TV প্রোডিউসার্স, WATP-র নিশানায় ফেডারেশন। প্রযোজক সংগঠন বিবৃতিতে জানিয়েছে, ফেডারেশনের চাপিয়ে দেওয়া অনৈতিক নিয়মের বেড়াজালে বেঁধে ফেলা হচ্ছে। স্বাধীনতায় হস্তক্ষেপ করার পাশাপাশি, প্রজেক্ট সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারও কুক্ষিগত করে রাখা হয়েছে।ফেডারেশনের কার্যকলাপে প্রযোজনা শিল্পের ভবিষ্যৎ হুমকির মুখে। দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এটা ইন্ডাস্ট্রির সৃজনশীল স্বাধীনতা রক্ষার লড়াই। যে কোনও সৃজনশীল প্রকল্পের আসল ক্যাপ্টেন হলেন পরিচালক। তাই পরিচালকদের সমর্থনে এবার সমস্ত প্রযোজনার শ্যুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রোডিউসার্স গিল্ড। 

West Bengal News LIVE Updates: ছেলের সামনে বাবাকে টেনে নিয়ে গেল কুমির

ছেলের সামনে বাবাকে টেনে নিয়ে গেল কুমির। গতকাল দুপুর থেকে নিখোঁজ পাথরপ্রতিমার বাসিন্দা এক মৎস্যজীবী। ছেলেকে নিয়ে জগদ্দল নদীতে মাছ ধরতে নেমেছিলেন তিনি। জাল ফেলার সময় নদীতে পড়ে যান ওই মৎস্যজীবী। কুমির টেনে নিয়ে চলে যায়। মৎস্যজীবীর সন্ধানে গোবর্ধনপুর কোস্টাল থানা এবং বন দফতর একযোগে তল্লাশি চালাচ্ছে। 

WB News LIVE Updates:সাতসকালে মা উড়ালপুলে দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়ি

সাতসকালে মা উড়ালপুলে দুর্ঘটনা। ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়ি। চালক আহত হন। সকাল ৬টা নাগাদ EM বাইপাস থেকে পার্ক সার্কাসের দিকে যাওয়ার সময় মা উড়ালপুলের ওপর ডিভাইডারে ধারে মারে গাড়ি। চালক কীভাবে নিয়ন্ত্রণ হারালেন, খতিয়ে দেখছে প্রগতি ময়দান থানার পুলিশ।

West Bengal News LIVE Updates: নির্মাণকাজের অংশিদারি নিয়ে প্রোমোটারদের মধ্যে হাতাহাতিতে ধুন্ধুমার বাঁধল হুগলির কোন্নগরে

নির্মাণকাজের অংশিদারি নিয়ে প্রোমোটারদের মধ্যে হাতাহাতিতে ধুন্ধুমার বাঁধল হুগলির কোন্নগরে। আক্রান্ত প্রোমোটারের তরফে উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যা করেছেন, তা শুধু আত্মরক্ষার জন্য, পাল্টা দাবি করেছেন অভিযুক্ত প্রোমোটার। 

WB News LIVE Updates: এক মহিলাকে বাড়িতে ঢুকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে

জমি বিবাদকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের কালনায় এক মহিলাকে বাড়িতে ঢুকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। ছবি ভাইরাল হতেই চাপের মুখে গ্রেফতার করলেও হেফাজতেই চাইল না পুলিশ। ১২ ঘণ্টার মধ্যেই জামিনে মুক্তি পেয়ে গেলেন অভিযুক্ত তৃণমূল নেতা। 

West Bengal News LIVE Updates: আবারও উত্তাল সমুদ্রে দুর্ঘটনার কবলে ট্রলার, মাছ সমুদ্রে পড়ে যায় ৪ মৎস্যজীবী

আবারও উত্তাল সমুদ্রে দুর্ঘটনার কবলে ট্রলার, মাছ সমুদ্রে পড়ে যায় ৪ মৎস্যজীবী, উদ্ধার ৩ জন। এখনও নিখোঁজ এক মৎস্যজীবী। তল্লাশি শুরু উপকূল রক্ষী বাহিনীর. নিম্নচাপের জেরে গতকাল রাত থেকে দফায় দফায় ভারী বৃষ্টি সুন্দরবন উপকূলে। সকালেও বৃষ্টি অব্যাহত। সমুদ্র  উত্তাল থাকায় মৎস্যজীবীদের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। টানা কয়েকদিন এই দুর্যোগ চলবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। 

WB News LIVE Updates:সমাজবিরোধীদের বার্তা সৌগতর

ফের সমাজবিরোধীদের নিয়ে কড়া বার্তা দিলেন সৌগত রায়। না শোধরালে পদক্ষেপ করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বিরোধীরা প্রশ্ন তুলছেন, কেন বার বার বার্তা দিতে হচ্ছে শাসকদলকে? তাহলে কি ওপরতলার বার্তা নিচুতলায় পৌঁছচ্ছে না?  

West Bengal News LIVE Updates: রাজ্যভাগের বিতর্কে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি সাংসদের

রাজ্যভাগের বিতর্কে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি সাংসদের। 'আলাদা রাজ্যের দাবি বিভিন্ন পরিস্থিতিতে তৈরি হয়। আলাদা রাজ্য সংবাদমাধ্যমে বলে হবে না। সংসদে যা বলার বলব। নেতা সব সময় জনতার লাইনে থাকে। জনতার যা লাইন, পার্টির লাইনও তাই', রাজ্যভাগের বিতর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তর। 

WB News LIVE Updates: পরিচালক থেকে অভিনেতা, তাঁরাই বা পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে কী বার্তা দিচ্ছেন?

নিয়ম ভেঙে এবং কাউকে না জানিয়ে বাংলাদেশে গিয়ে শ্যুটিং করেছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। এই অভিযোগে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের শ্যুটিং বয়কট করেছেন টেকনিশিয়ানরা। কিন্তু কেন এই বয়কট? ঠিক কী হয়েছিল? পরিচালক থেকে অভিনেতা, তাঁরাই বা পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে কী বার্তা দিচ্ছেন? ফেডারেশনের বক্তব্যই বা কী, দেখে নেব।  

West Bengal News LIVE Updates: টলিপাড়ায় চরমে অচলাবস্থা

পরিচালক রাহুলকে 'বয়কট' টেকনিশিয়ানদের, পাল্টা পরিচালকদের কর্মবিরতির ডাক। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য অসহযোগিতার হুঁশিয়ারি পরিচালকদের । অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক পরিচালকদের, পাশে দাঁড়ালেন প্রযোজকরা। টেকনিশিয়ান-পরিচালক দ্বন্দ্বে আজ থেকে টালিগঞ্জের স্টুডিওপাড়ায় অচলাবস্থার আশঙ্কা। 

প্রেক্ষাপট

'বাংলাকে ভাগ করার জন্য চক্রান্ত চলছে, একেক জন একেক রকম প্রস্তাব করছে। কেউ বলছে কোচবিহার আলাদা কর, কেউ বলছে মালদা, মুর্শিদাবাদ নিয়ে আলাদা রাজ্য কর। কেন বঞ্চিত জানতে চায় বাংলা, এ নিয়ে সরব হবেন তৃণমূল সাংসদরা। ভোট এলেই বিজেপির মুখে ভাগের কথা, ক্ষমতা থাকলে বিধানসভায় আসুন, ভোটাভুটি হোক। যাঁরা বাংলা ভাগের কথা বলছেন, রাজ্যের মানুষ তা চায় কি না, তা জানতে বিধানসভায় ভোটাভুটি হোক', বিজেপি সরকার আসার পর থেকে সব বন্ধ করে দিয়েছে, বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী।


'উত্তরবঙ্গ থেকে এত আসন জিতেও কিছু দিল না কেন্দ্রীয় সরকার। বন্যার জন্য বিহার টাকা পেয়েছে, অসম পেয়েছে, বাংলা এক টাকাও পায়নি', ওদের লজ্জা নেই, বাংলা ভাগ নিয়ে চিৎকার করছে, বিধানসভায় আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলাকে একটা টাকাও দেওয়া হয় না, নিজেদের সেতু তৈরি করতে হয়েছে, বিধানসভায় মন্তব্য মুখ্যমন্ত্রীর। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.