West Bengal News Live Updates: কসবাকাণ্ডে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট তলব আদালতের, আগামী বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট দেবে রাজ্য

WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ সমস্ত খবর দেখুন একনজরে।

ABP Ananda Last Updated: 03 Jul 2025 02:50 PM

প্রেক্ষাপট

রাস্তায় ফেলে ছাত্রকে নির্মম নির্যাতন! এবিপি আনন্দর হাতে মনোজিতের গুন্ডামির হাড়হিম করা ভিডিও। প্রাক্তনীদের কলেজে ঢোকার বিরোধিতা করে জুটেছিল নৃশংস মারধর। FIR করেও লাভ হয়নি। অভিযোগ আক্রান্তের। শাহজাহান, জেসিবি, জয়ন্তর চেয়েও ত্রাসের...More

WB News Live: হাসপাতালে ঢুকে শাসানি বিজেপি নেতা কৌস্তভ বাগচীর, ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

ব্যারাকপুরে সারদা মাল্টিসুপার স্পেশালিটি হাসপাতালে ঢুকে শাসানি বিজেপি নেতা কৌস্তভ বাগচীর। ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের শাসানি কৌস্তভের। মোহনপুর থানায় অভিযোগ দায়ের হাসপাতাল কর্তৃপক্ষের। কাল সকাল ১১ টায় থানায় হাজিরার নির্দেশ। মারধর, হুমকি-সহ চিকিৎসকদের ওপর হামলার ধারায় মামলা রুজু।