West Bengal News Live Updates: কলকাতা মেডিক্যাল কলেজের মেন বিল্ডিংয়ে আগুন
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।
কাকদ্বীপে ২ স্কুলছাত্রীর রহস্যমৃত্যু, রেল লাইন থেকে উদ্ধার ছিন্নভিন্ন দেহ। একদাশ ও দ্বাদশ শ্রেণির ২ ছাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ। গতকাল টিউশনে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরোয় ২ ছাত্রী। আজ নামখানা শাখার নিশ্চিন্তপুর ও করঞ্জলী স্টেশনের মাঝে রেল লাইনে ২ বান্ধবীর দেহ উদ্ধার। দুর্ঘটনা না সম্পর্কের টানাপোড়েনে আত্মহত্যা? নাকি অন্য কোনও কারণ? খতিয়ে দেখছে পুলিশ।
১০টি পাইপগান, ৫০ রাউন্ড এইট MM কার্তুজ, চার রাউন্ড 9MM কার্তুজ! ফের বিপুল অস্ত্র উদ্ধার হল। আসানসোলের কুলটিতে তল্লাশি চালিয়ে অস্ত্রগুলি উদ্ধার করল রাজ্য় পুুলিশের STF. বিহার থেকে অস্ত্রগুলি আনা হয়েছিল বলে পুলিশ সূত্রে দাবি। পাচারকারী সন্দেহে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
নিউটাউনে থাকদাঁড়িতে বেপরোয়া বাইক, পথচারীকে ধাক্কা। বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর মৃত্যু। মৃতের নাম রিপন দাস, পলাতক বাইক আরোহী, তদন্তে নিউটাউন থানার পুলিশ।
আর জি কর মেডিক্যালের মর্গে মত্ত অবস্থায় ডোমেদের মধ্যে মারপিটের ঘটনায়, ২ মর্গকর্মীকে গ্রেফতার করল পুলিশ। সম্পত্তি ভাঙচুরের অভিযোগে, টালা থানায় FIR দায়ের করে হাসপাতাল কর্তৃপক্ষ। তার প্রেক্ষিতেই গ্রেফতারি।
কলকাতা মেডিক্যাল কলেজের মেন বিল্ডিংয়ের দোতলায় আগুন। মেন বিল্ডিংয়ের একটি বাথরুমে আগুন লেগেছে বলে খবর হাসপাতাল সূত্রে। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল কর্মীরা। রোগীরা নিরাপদে রয়েছেন বলে খবর। তবে এই অগ্নিকাণ্ডে রোগীর আত্মীয়-পরিজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
ভর সন্ধেয় খাস কলকাতার রাজপথে হামলা! জোড়াবাগানের নতুন বাজারে প্রকাশ্য রাস্তায় ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ। পিছন থেকে এসে ব্যবসায়ীকে চপারের কোপ আরেক যুবকের। পারিবারিক বিবাদে হামলা, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
বলাগড়ের গুপ্তিপাড়ায় বাড়ির পাশে শৌচাগার থেকে উদ্ধার হল চার বছরের নিখোঁজ শিশুর দেহ। খুনে জড়িত সন্দেহে বলাগড় থানার পুুলিশ শিশুর ঠাকুরদা, ঠাকুমা ও জেঠিমাকে আটক করেছে। পুলিশ সূত্রে খবর, গতকাল তান্ত্রিকের কাছে যান শিশুর ঠাকুরদা-ঠাকুরমা। তবে কি শিশু খুনের নেপথ্যে তন্ত্র-যোগ? খতিয়ে দেখছে পুলিশ।
সোমবার কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। পুরসভা থেকে জেলা সভাপতি রদবদলের বিষয়ের পাশাপাশি সাংগঠনিক পরিকাঠামোয় পরিবর্তন নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। সংসদে শীতকালীন অধিবেশনে, আদানি ইস্যু থেকে ওয়াকফ বিলের বিরোধিতায় দলের অবস্থান কী হবে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিশা ঠিক করে দিতে পারেন বলে সূত্রের খবর। পাশপাশি, সূত্রের খবর, বৈঠকে এখনও আমন্ত্রণ পাননি তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়।
মুকুন্দপুরে সোনার দোকানে লুঠের চেষ্টা, প্রকাশ্যে এল সিসিটিভি ফুটেজ। ১৭ নভেম্বর, মুকুন্দপুরে সোনার দোকানে লুঠের চেষ্টা, আক্রান্ত মালিক। জেল হেফাজতে লুঠের চেষ্টার অভিযোগে ধৃত মুকুন্দপুর হাসপাতালের কর্মী। ঘটনার দিন অভিযুক্তকে মারধরের ঘটনায় গণপিটুনির ধারায় মামলা পুলিশের।
দেগঙ্গায় ভরসন্ধেয় বাড়িতে ঢুকে ডাকাতি। বাড়ির মহিলাদের ‘মা’ বলে ডেকে, দুষ্কৃতীদের লুঠপাট। আগ্নেয়াস্ত্র দেখিয়ে পরপর দুটি বাড়িতে ডাকাতি। সোনাদানা, টাকাপয়সা মিলিয়ে কয়েক লক্ষ টাকা লুঠ। লুঠপাটের পর ডাকাতরা চম্পট দেয় বলে অভিযোগ।
সল্টলেকে ফের টার্গেট একাকী বৃদ্ধা। সল্টলেকের পূর্বাচলে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার ফ্ল্যাটে ঢুকে লুঠ। বৃদ্ধাকে ইঞ্জেকশন দিয়ে অচৈতন্য করে লুঠের অভিযোগ। সোনার গয়না ও ৩ লক্ষ টাকা লুঠের অভিযোগ। গলা টিপে খুনের চেষ্টা, অভিযোগ বৃদ্ধার। গত মাসেই স্বামীর মৃত্যু, তারপর থেকে ফ্ল্যাটে একাই থাকেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। প্রাক্তন পরিচারক ও ব্রডব্যান্ড পরিষেবার সঙ্গে যুক্ত ১ যুবকের বিরুদ্ধে অভিযোগ।
পূর্ব মেদিনীপুরের খুকুড়দহে ভয়াবহ পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ফুলব্যবসায়ী ও পথচারীদের ট্রাকের ধাক্কা। ট্রাকের ধাক্কায় গুরুতর জখম ৯।
সিঙ্গুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। সুতোর কারখানায় ভয়াবহ আগুন। দিল্লি রোডের ধারে কারখানায় আগুন। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন।
ঘাটালে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বে কড়া দলের শীর্ষ নেতৃত্ব। শীর্ষ নেতৃত্বর তরফে চাওয়া হল রিপোর্ট, খবর সূত্রের। ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিস হুদাইত ও জেলার মন্ত্রী মানস ভুঁইয়ার কাছে রিপোর্ট তলব। ইতিমধ্যেই ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি রিপোর্ট পাঠিয়েছেন, খবর সূত্রের। রিপোর্ট পাঠাচ্ছেন মানস ভুঁইয়া। শাস্তির মুখে শঙ্কর দলুই? রিপোর্ট খতিয়ে দেখার পরেই দল ব্যবস্থা নেবে, খবর সূত্রের। যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিক প্রশাসন, জানানো হয়েছে দলের তরফে, খবর সূত্রের।
হাড়োয়ায় উপনির্বাচনে জেতার পর তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। বিজেপি প্রার্থী বিমল দাসের বাগানের গাছ কেটে, জমিতে জল দেওয়ার যন্ত্র ভেঙে দেওয়ার অভিযোগ। রাতের অন্ধকারে বিজেপি প্রার্থীর বাগানে ঢুকে ২০-২৫টি গাছ কেটে, কৃষি সরঞ্জাম ভেঙে দেওয়া হয়ে বলে অভিযোগ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ বিজেপি প্রার্থীর।
উপনির্বাচনে জামানত বাজেয়াপ্ত, সিপিএম-কে কটাক্ষ করে পোস্ট কুণাল ঘোষের। 'মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, সিপিএম শূন্য থেকে একে যায় না'। উপনির্বাচনে ভরাডুবি নিয়ে সিপিএম-কে কটাক্ষ কুণাল ঘোষের।
উপনির্বাচনে জিতেই ফের বিরোধীদের হুমকি শাসক নেতার। বিরোধীদের দাঁত ভেঙে দেওয়া, জিভ টেনে ছিড়ে নেওয়ার হুঁশিয়ারি। বিজয় উৎসব চলাকালীন হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির। মমতা বা অভিষেক সম্পর্কে কুকথা বললে দাঁত ভাঙার ও জিভ ছিঁড়ে নেওয়ার হুমকি শাসক নেতার।
উপনির্বাচনে ৬/৬ তৃণমূল, কংগ্রেস-সহ বিরোধীদের বার্তা কল্যাণের। ইগো ছেড়ে ইন্ডিয়া জোটের নেত্রী হিসেবে মমতাকে তুলে ধরুন। কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দল তাদের ব্যর্থতা স্বীকার করুক। ইগো ছেড়ে মেনে নিন, মমতা ছাড়া কিছু সম্ভব নয়, বিরোধীদের বার্তা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
ইছাপুরে জন্মদিনের পার্টিতে গিয়ে যুবকের রহস্যমৃত্যু। ইছাপুর রাইফেল ফ্যাক্টরির ক্যাম্পাস থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার যুবক। হাসপাতালে নিয়ে গেলে যুবককে মৃত বলে ঘোষণা। আহত অবস্থায় উদ্ধার আরও ২ যুবক। গতকাল ইছাপুর রাইফেল ফ্যাক্টরির ক্যাম্পাসে জন্মদিনের পার্টিতে গেছিলেন
কৃশানু চট্টোপাধ্যায়। নোয়াপাড়া থানা এলাকার আনন্দমঠের বাসিন্দা ছিলেন কৃশানু চট্টোপাধ্যায়। নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের মৃতের পরিবারের।
পকসো মামলায় গ্রেফতার কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র। কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের মামলায় অন্যতম অভিযুক্ত। কাল আসানসোল আদালতে কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের মামলায় চার্জ গঠন। তার আগে চার্জশিটে নাম থাকা বিকাশ মিশ্র পকসো মামলায় গ্রেফতার।
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ঘাটালে ধুন্ধুমার। দেবের সামনেই শাসক দলের দুই গোষ্ঠীর হাতাহাতি। শিশুমেলার আয়োজন নিয়ে মিটিং চলাকালীন তুলকালাম। দেবের অনুগামীদের সঙ্গে শঙ্কর দলুইয়ের অনুগামীদের হাতাহাতি। শাস্তির মুখে শঙ্কর দলুই? ঘাটালের অরবিন্দ স্টে়ডিয়ামের বৈঠকে তুলকালাম। গন্ডগোলের জেরে বৈঠক ছাড়লেন তৃণমূল সাংসদ দেব। কয়েকদিন আগেই শিশুমেলার আয়োজন নিয়ে বৈঠক প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুইয়ের। পরিকল্পিতভাবে সব করা হল, দাবি ঘাটালের প্রাক্তন তৃণমূল বিধায়ক।
সাংসদ সুখেন্দুশেখর রায়ের সঙ্গে দূরত্ব তৈরি করছে তৃণমূল? কাল তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে আমন্ত্রণ পেলেন না সুখেন্দুশেখর রায়, খবর সূত্রের। সুখেন্দুশেখরকে কি বাদ দেওয়া হয়েছে জাতীয় কর্মসমিতি থেকে? জল্পনা তৃণমূলে। প্রতিক্রিয়া দিতে নারাজ তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। 'দলে শৃঙ্খলা সবার আগে, যা ইচ্ছা বলা যায় না', আর জি কর-কাণ্ডে সুখেন্দুশেখরের আক্রমণের প্রসঙ্গ টেনে মন্তব্য ফিরহাদের।
প্রেক্ষাপট
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ঘাটালে ধুন্ধুমার। দেবের সামনেই শাসক দলের দুই গোষ্ঠীর হাতাহাতি। শিশুমেলার আয়োজন নিয়ে মিটিংয়ে তুলকালাম।
গন্ডগোল থামাতে হস্তক্ষেপ করতে হল পুলিশকে। বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন দেব। পরিকল্পিতভাবে সব করা হল, দাবি প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের।
কড়া অবস্থান দলের শীর্ষ নেতৃত্বর। মানস ভুঁইয়া, সাংগঠনিক জেলা সভাপতির কাছে রিপোর্ট তলব।রিপোর্ট খতিয়ে দেখে ব্যবস্থা। শাস্তির মুখে শঙ্কর দলুই? শুরু জল্পনা।
তৃণমূল ছয়ে ছয়, বিজয় উৎসবেই মালদায় হুমকি শাসক নেতার।
উপনির্বাচনে বিপুল জয়ের পর রাতে হাড়োয়ার বিজেপি প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ। অভিযোগ পেয়েও য়থোপযুক্ত ব্যবস্থা নেয়নি পুলিশ, দাবি বিজেপি প্রার্থীর।
কাল তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। আমন্ত্রণ পেলেন না সুখেন্দুশেখর রায়, খবর সূত্রের। দূরত্ব তৈরির চেষ্টা?
সল্টলেকে ফের টার্গেট একাকী বৃদ্ধা। পূর্বাচলে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বাড়িতে ঢুকে ইঞ্জেকশন দিয়ে অচৈতন্য করে লুঠ। গলা টিপে খুনের চেষ্টা। গয়না-৩ লক্ষ টাকা লুঠের অভিযোগ।
আসানসোলের কুলটিতে বেঙ্গল এসটিএফের তল্লাশি। উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ কার্তুজ। গ্রেফতার ২। কোথা থেকে আসছিল অস্ত্র, যাচ্ছিলই বা কোথায়? তদন্তে এসটিএফ।
খেলতে খেলতে নিখোঁজ। গুপ্তিপাড়ায় উদ্ধার শিশুর দেহ। বয়ানে অসঙ্গতি। শিশুর ঠাকুরদা-ঠাকুমা-জেঠিমা আটক। পারিবারিক বিবাদ, না কি তন্ত্র যোগ? রহস্যমৃত্যুর কারণ খুঁজছে পুলিশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -