West Bengal News Live Updates: বিকাশ ভবনের সামনে ধর্নার ১২ দিন, জারি আন্দোলন, হকের চাকরি ফেরত চেয়ে চলছে অবস্থান-বিক্ষোভ

WB News Live Updates: সমস্ত জেলার প্রতি মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।

ABP Ananda Last Updated: 18 May 2025 11:51 PM

প্রেক্ষাপট

তীব্র গরম থেকে প্রবল বৃষ্টি। বিকাশ ভবনের সামনে টানা আন্দোলনে চাকরিহারা শিক্ষকরা। পুলিশের হাতে রক্তাক্ত শিক্ষকরা। তাও নাটক দেখছেন ফিরহাদ। নাটক বলে আক্রান্ত শিক্ষকদের আক্রমণে ববি, আরও চড়া সুর কুণালের। পুলিশের মার খেয়েও...More

West Bengal News Live: নলবনে হোটেল কর্মীকে খুনের ঘটনার একদিনের মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

নলবনে হোটেল কর্মীকে খুনের ঘটনার একদিনের মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। লেদার কমপ্লেক্স থানা সূত্রে খবর, ধৃতের সঙ্গে বিবাহ বর্হিভূত সম্পর্ক ছিল মৃতের স্ত্রীর। অন্যদিকে, নেতাজি নগর থানা এলাকার রানিকুঠিতে সাতসকালে দিঘিতে ভেসে উঠল এক যুবকের দেহ। আত্মহত্যা নাকি সাঁতার না জানায় জলে ডুবে মৃত্যু, খতিয়ে দেখছে নেতাজিনগর থানার পুলিশ।