West Bengal News Live Updates: কসবা-কাণ্ডে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য, দুর্গাপুজোর সময়ে তৈরি হয়েছিল তৃণমূল কাউন্সিলরের ওপর হামলার ব্লু-প্রিন্ট
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখে নিন একনজরে।
বিচারকের বিরুদ্ধে আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। ডায়মন্ড হারবার আদালতে আইনজীবীদের বিক্ষোভ ও কর্মবিরতির ডাক। আদালতের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ ক্রিমিনাল কোর্ট বার অ্যাসোসিয়েশনের। আইনজীবীদের একাংশের বিক্ষোভের জেরে ব্যাহত বিচারপ্রক্রিয়া। দ্রুত পদক্ষেপ না করলে ভবিষ্যতেও আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি।
নিয়োগের দাবিতে ফের পথে চাকরিপ্রার্থীরা। পুলিশে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল চাকরিপ্রার্থীদের। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। ওয়েলিংটনে রাস্তায় শুয়ে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের।
বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে কাউন্সিলরের ছেলে গ্রেফতার। ৯৯ ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের ছেলে গ্রেফতার। ৯৯ ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে শুদ্ধসত্ত্ব বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করল পুলিশ।
নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের জামিন। ED-র মামলায় জামিন মঞ্জুর করলেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। এর আগে জামিন চেয়ে সুপ্রিম কোর্টে যান কুন্তল। মামলা হাইকোর্টে ফিরিয়ে একমাসের মধ্যে নিষ্পত্তির পরামর্শ দেয় সর্বোচ্চ আদালত। ED-র মামলায় জামিন পেলেও CBI-এর মামলায় এখনও জামিন পাননি কুন্তল। ফলে এখনই জেলমুক্তি হচ্ছে না বহিষ্কৃত যুব তৃণমূল নেতার।
অ্যাপোলোতে ভর্তি জ্যোতিপ্রিয় মল্লিক, জানায়নি জেল কর্তৃপক্ষ, দাবি ইডি-র। কী ধরনের শারীরিক সমস্যার কারণে জ্যোতিপ্রিয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী চিকিৎসা চলছে, কারা চিকিৎসা করছেন, জানতে চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি ED-র। রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়দের জামিন মামলায় দুই বিচারপতির ভিন্নমত। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিন্হা রায়ের ভিন্নমত। সকলকে জামিন দিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। পার্থ, সুবীরেশ, অশোক, কল্যাণময়, শান্তিপ্রসাদের জামিনের আবেদন খারিজ বিচারপতি অপূর্ব সিন্হা রায়ের। মামলা যাবে প্রধান বিচারপতির কাছে, গঠিত হবে তৃতীয় বেঞ্চ। সেখানেই নির্ধারিত হবে পার্থ, সুবীরেশদের ভাগ্য। অন্যদিকে চন্দন মণ্ডল, কৌশিক ঘোষ, সুব্রত সামন্ত-সহ ৫ জনকে জামিন দিল আদালত।
যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে সাংবাদিকতা বিভাগে নম্বর বিভ্রাটের অভিযোগ। স্নাতোকোত্তরে দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষায় নম্বর গরমিলের অভিযোগ ৫০ জন পড়ুয়ার। খাতা না দেখেই নম্বর দেওয়ার অভিযোগ। সংশ্লিষ্ট বিভাগের অধ্যাপকের ইস্তফার দাবি পড়ুয়াদের একাংশের। শুক্রবারের মধ্যে সমস্যার সমাধান হবে, ফের প্রকাশিত হবে রেজাল্ট, জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বেলডাঙা যাওয়ার পথে বাধা সুকান্ত মজুমদারকে। কৃষ্ণনগরে বিজেপির রাজ্য সভাপতিকে আটকে দিল পুলিশ।
উত্তর ব্যারাকপুরের উপপুরপ্রধানের রহস্য মৃত্যুর ঘটনায় এবার অভিযুক্ত জয়শ্রী দাসকে গ্রেফতার করল পুলিশ।উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের রহস্য়মৃ্ত্য়ুর ঘটনায় মৃতদেহের সঙ্গে বেশ কয়েক পাতার সুইসাইড নোট উদ্ধার হয়। পুলিশ সূত্রে দাবি, সেই নোটে এক মহিলা, তাঁর স্বামী এবং তৃতীয় এক ব্যক্তি মিলে তাঁকে একটি ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করতেন বলে লেখা ছিল। এই আবহে মৃতের পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয় জয়শ্রী দাস ও সঞ্জয় দাস নামে এক দম্পতি সহ একাধিক জনের বিরুদ্ধে। ঘটনার তদন্তে, গতকাল এসিপি জগদ্দলের নেতৃত্বে চার সদস্য়ের একটি বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয়। তদন্তে নেমে আজ বিভিন্ন জায়গা থেকে জয়শ্রী দাস, শুভজিৎ বিশ্বাস, শুক্লা বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। আজ তাদের ব্যারাকপুর আদালতে তোলা হবে।
লোকসভা ভোটে হারের কারণ খুঁজতে বেরিয়ে ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক। জনসংযোগে বেরিয়ে ব্যাপক ক্ষোভের মুখে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পঞ্চায়েতের প্রধান থেকে সদস্য, কেউ কোনও কাজ করেন না, অভিযোগ স্থানীয়দের। বিধায়কও ভোটের সময় আসেন, বাকি সময় দেখা নেই বলে অভিযোগ। কাজ হয়নি তাই ভোট দেয়নি মানুষ, উপলব্ধি তৃণমূল বিধায়কের।
ফের আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যবসায়ীর বাড়িতে চড়াও। জলপাইগুড়ির বানারহাটে ব্যবসায়ীর বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও দুষ্কৃতী। থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে ব্যবসায়ীর বাড়ি থেকে সাড়ে ৩ লক্ষ টাকা লুঠের অভিযোগ। থানার এত কাছে কীভাবে হামলা চালাল দুষ্কৃতীরা, তাই নিয়ে উঠছে প্রশ্ন।
রাজ্যে অস্ত্র উদ্ধারে বিরাম নেই! ফের দক্ষিণ ২৪ পরগনায় অস্ত্র-সহ গ্রেফতার দুষ্কৃতী। ক্যানিংয়ে দেশি পাইপ গান ও কার্তুজ সহ দুষ্কৃতী গ্রেফতার। সোনারপুরের কালিকাপুরেও আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার দুই দুষ্কৃতী।
এবার শান্তনু সেনকে পদ থেকে সরাতে স্বাস্থ্য ভবনে চিঠি সুদীপ্ত রায়ের। রাজ্য় মেডিক্যাল কাউন্সিলের মনোনীত সদস্য শান্তনু সেন। কারণ না দেখিয়েই রাজ্য মেডিক্যাল কাউন্সিলের শেষ ৩টি বৈঠকে গরহাজির ছিলেন শান্তনু। ৬টি বৈঠকে গরহাজির থাকায় মেডিক্যাল কাউন্সিলের আইন অনুযায়ী ওই পদটি এখন ফাঁকা। শান্তনুর জায়গায় ওই পদে নতুন কাউকে মনোনীত করা হোক। আর্জি জানিয়ে স্বাস্থ্য ভবনে চিঠি রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়ের।
বিনা অনুমতিতেই বছরের পর বছর রাজ্য় মেডিক্য়াল কাউন্সিলের রেজিস্ট্রার পদে মানস চক্রবর্তীকে নিয়োগ। অবশেষে ঘুম ভাঙল স্বাস্থ্য ভবনের। মানস চক্রবর্তীকে অপসারণের নির্দেশ দিয়ে রাজ্য় মেডিক্য়াল কাউন্সিলের চেয়ারম্যানকে চিঠি। রাজ্য় মেডিক্য়াল কাউন্সিলের চেয়ারম্যান সুদীপ্ত রায়কে চিঠি স্বাস্থ্যসচিবের। নতুন রেজিস্ট্রার নিয়োগের নির্দেশও দেওয়া হল স্বাস্থ্য়ভবনের তরফে। আর জি কর কাণ্ডের পর বারবার মানস চক্রবর্তীকে পুনর্নিয়োগের বিরুদ্ধে সরব হয় ডাক্তারদের একাধিক সংগঠন।
কসবা-কাণ্ডে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য। দুর্গাপুজোর সময়ে তৈরি হয়েছিল তৃণমূল কাউন্সিলরের ওপর হামলার ব্লু-প্রিন্ট। ব্লু-প্রিন্ট তৈরির জন্য বিহার থেকে লোক এনেছিল গুলজার। আগে বিহারের বেউর জেলে বন্দি ছিলেন ওই ব্যক্তি। বিহারের ওই ব্যক্তি, পাটনার এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত। ওই বিহারের বাসিন্দাই গুলজারকে অস্ত্র জোগাড় ও লোক পাঠানোয় সাহায্য় করেছিল। জেরায় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা ধৃত গুলজারের, পুলিশ সূত্রে দাবি। ইকবাল নামে এখনও কারও হদিশ মেলেনি, পুলিশ সূত্রে খবর। পুলিশকে বিভ্রান্ত করতে ইকবালের নাম, অনুমান তদন্তকারীদের। বিহারের পাপ্পু গ্যাংয়ের সঙ্গে গুলজারের পরিচয় করিয়ে দেন বেউর জেলের এক আসামি। প্রায় ৩ মাস ধরে তৃণমূল কাউন্সিলরের ওপর হামলার ছক, পুলিশ সূত্রে খবর।
সোমনাথ শ্যামের মৃত্যু হলে দায়ী থাকবেন অর্জুন সিং। এবার বিহার থেকে দুষ্কৃতী আনিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ তুললেন বর্তমান সাংসদ। একই অভিযোগ শোনা গেল সোমনাথ শ্যামের গলাতেও। যদিও অর্জুন সিংয়ের দাবি, তৃণমূল সাধারণ মানুষের ওপর যে অত্যাচার চালাচ্ছে, তাতে সাধারণ মানুষই তাঁদের পেটাবে।
দুই সরকারি হাসপাতালে সক্রিয় দালাল চক্র। এই অভিযোগ উঠেছে মালদায়। দু'টি অভিযোগের ভিত্তিতে উপযুক্ত ব্য়বস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলার CMOH।
এবার কি জোকা থেকে এসপ্ল্যানেড রুটে দৌড়বে মেট্রো? সেনাবাহিনীর সবুজ সঙ্কেত পাওয়ার পর উজ্জ্বল হল সেই সম্ভাবনা। বিধান মার্কেটের ব্যবসায়ীদের অস্থায়ীভাবে কার্জন পার্ক এলাকায় পুনর্বাসনের সিদ্ধান্ত।
কোটিপতি পানের ব্যবসায়ীর নাম উঠেছে আবাস যোজনার তালিকায়। পূর্ব মেদিনীপুরের তমলুকে তালিকা নিয়ে শুরু শোরগোল। তদন্তে নেমে নাম কেটে দিলেন জেলাশাসক। অভিযুক্ত পরিবারের দাবি, আগে অবস্থা ছিল নুন আনতে পান্তা ফুরনো, এখন ভাল চলছে ব্যবসা। তাই তৈরি হয়েছে পাকাবাড়ি। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে 'থ্রেট কালচারে'র অভিযোগে সাসপেন্ড হওয়া পাঁচ ছাত্রকে ক্লাস করার এবং পরীক্ষায় বসার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। তবে, তাঁরা ক্লাস করা এবং পরীক্ষায় বসা ছাড়া আর কোনও কাজের জন্য কলেজে যেতে পারবেন না।
ছিল সাংসদ বনাম ছাত্র সংগঠনের সভাপতির বাগযুদ্ধ। আর তাতে এবার মুখ খুললেন বিধায়কও। তৃণাঙ্কুর ভট্টাচার্যকে আক্রমণ করায় এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন মদন মিত্র। পাল্টা কামারহাটির তৃণমূল বিধায়ককে নিশানা করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ।
মেদিনীপুর মেডিক্যাল কলেজে সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সঙ্কটের অভিযোগ জুনিয়র ডাক্তারদের একাংশের। তাঁদের দাবি, এর ফলে জরুরি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করা হলে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার ফোন ধরেননি।
জনসংযোগে গিয়ে বেহাল রাস্তা নিয়ে গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়লেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। মন্ত্রীর সামনে ক্ষোভ উগরে দেন তাঁরই বিধানসভা এলাকার ভোটাররা। মন্ত্রীর দাবি, এলাকায় উন্নয়ন হচ্ছে বলেই মানুষের চাহিদা বাড়ছে। বিজেপির কটাক্ষ, কাজ না করার সাফাই দিয়েছেন মন্ত্রী।
প্রেক্ষাপট
দুর্গাপুজোর সময়েই বিহার থেকে লোক এনে তৃণমূল কাউন্সিলর খুনের বলু-প্রিন্ট। কসবা কাণ্ডে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য। মাস্টার মাইন্ড কি শুধুই গুলজার? উত্তর খুঁজছে পুলিশ।
কসবাকাণ্ডে ইকবাল কে? ওই নামে কারও খোঁজ মেলেনি। পুলিশকে বিভ্রান্ত করতেই ইকবালের নাম। অনুমান তদন্তকারীদের। বেউর জেলের এক আসামির মাধ্যমেই পাপ্পু গ্যাংয়ের সঙ্গে পরিচয় গুলজারের।
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টায় ব্যবহৃত স্কুটার উদ্ধার। বন্ডেল গেটের পিছনে গলিতে পড়েছিল। লাগানো হয়েছিল ভুয়ো নম্বর প্লেট। এই সেকেন্ড হ্যান্ড স্কুটারে চেপে এসেই হামলা।
কাউন্সিলরের ওপর হামলার পর অবশেষে টনক নড়ল প্রশাসনের। জমি দখল ও জলাশয় দখলের অভিযোগ খতিয়ে দেখতে মার্টিন পাড়ায় ভূমি ও ভূমি রাজস্ব দফতরের প্রতিনিধিরা।
সরকারি জমি থেকে ভেড়ি, গোডাউন। গুলশনে অভিযোগের পাহাড়! ব্যবসায়ী জুলকারের বিরুদ্ধে ১০ লক্ষ টাকা নিয়ে জমি না দেওয়ার অভিযোগ। ফাঁসানোর চক্রান্ত, পাল্টা দাবি জুলকারের।
রাজনৈতিক ছত্রছায়ায় বাইপাসের ধারে জমি দখলের কারবার। এক দশক আগে তৃণমূল নেতা অধীর মাইতি খুন, গ্রেফতার হন কাউন্সিলর শম্ভুনাথ কাউ। তাও হুঁশ ফেরেনি সরকারের।
মমতা বন্দ্যোপাধ্যায় বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম এবং দিচ্ছেন। অভিষেক সন্তানসম, ঠিক সময়ে আসবে, নেতৃত্ব বিতর্কে মন্তব্য ফিরহাদের।
উত্তরবঙ্গ মেডিক্যালে থ্রেট কালচারের অভিযোগে সাসপেন্ড হওয়া ৫ ছাত্রকে ক্লাস করার অনুমতি হাইকোর্টের। পরীক্ষাতেও বসতে পারবেন অভিযুক্তরা। ৫ সপ্তাহ পর ফের শুনানি।
মালদায় ট্যাব কেলেঙ্কারি, ইসলামপুর থেকে গ্রেফতার ১। অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার অভিযোগে পাকড়াও। মালদার ট্যাব প্রতারণাকাণ্ডে ধৃত বেড়ে ৩।
শীত পড়তেই দূষণ দৌড়। হাসফাঁস দিল্লি, কলকাতাতেও বাড়ছে দূষণ। ভিক্টোরিয়া, ফোর্ট উইলিয়াম, বালিগঞ্জ, বিটি রোডে উদ্বেগজনক পরিস্থিতি। ঘরে ঘরে জ্বর-সর্দি-শ্বাসকষ্ট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -