West Bengal News Live Updates: '২৭ জুনের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া DA-র ২৫%, বকেয়া DA-র জন্য সরকারি কর্মীদের অন্ততকাল অপেক্ষায় রাখা যাবে না', DA মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের

WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।

ABP Ananda Last Updated: 17 May 2025 11:46 PM

প্রেক্ষাপট

বিকাশ ভবনের সামনে লাগাতার অবস্থানে চাকরিহারা শিক্ষকরা। সরকারের অবস্থান না জানা পর্যন্ত কর্মসূচি চালানোর সিদ্ধান্ত।শিক্ষকরা ফিরতে পারছেন না স্কুলে। এবার পড়ুয়াদের দিয়ে প্রতিবাদ করানোর ভাবনা চাকরিহারাদের। বাগবাজারে নির্মীয়মাণ বহুতলে পোড়া গন্ধ।...More

WB News Live: অবৈধভাবে অন্যের লগ ইন আইডি ব্যবহার করে ভুয়ো ভোটারের নাম ঢোকানো হয়েছিল, এমনই অভিযোগে কাকদ্বীপ মহকুমার সহকারী সিস্টেম ম্য়ানেজারকে সাসপেন্ড করল মুখ্য় নির্বাচনী আধিকারিকের দফতর

অবৈধভাবে অন্যের লগ ইন আইডি ব্যবহার করে ভুয়ো ভোটারের নাম ঢোকানো হয়েছিল। এমনই অভিযোগে কাকদ্বীপ মহকুমার সহকারী সিস্টেম ম্য়ানেজারকে সাসপেন্ড করল মুখ্য় নির্বাচনী আধিকারিকের দফতর। ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে এই প্রথম শাস্তিমূলক পদক্ষেপ নিল মুখ্য় নির্বাচনী আধিকারিকের দফতর।