West Bengal News Live Updates: '২৭ জুনের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া DA-র ২৫%, বকেয়া DA-র জন্য সরকারি কর্মীদের অন্ততকাল অপেক্ষায় রাখা যাবে না', DA মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
প্রেক্ষাপট
বিকাশ ভবনের সামনে লাগাতার অবস্থানে চাকরিহারা শিক্ষকরা। সরকারের অবস্থান না জানা পর্যন্ত কর্মসূচি চালানোর সিদ্ধান্ত।শিক্ষকরা ফিরতে পারছেন না স্কুলে। এবার পড়ুয়াদের দিয়ে প্রতিবাদ করানোর ভাবনা চাকরিহারাদের। বাগবাজারে নির্মীয়মাণ বহুতলে পোড়া গন্ধ।...More
অবৈধভাবে অন্যের লগ ইন আইডি ব্যবহার করে ভুয়ো ভোটারের নাম ঢোকানো হয়েছিল। এমনই অভিযোগে কাকদ্বীপ মহকুমার সহকারী সিস্টেম ম্য়ানেজারকে সাসপেন্ড করল মুখ্য় নির্বাচনী আধিকারিকের দফতর। ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে এই প্রথম শাস্তিমূলক পদক্ষেপ নিল মুখ্য় নির্বাচনী আধিকারিকের দফতর।
ডানকুনিতে ট্য়ুরিস্ট ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও এখানেই রয়ে যাওয়ার অভিযোগে এক ব্য়ক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ধৃত মহম্মদ সাহাদাত হোসেনকে গ্রেফতার করে আদালতে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজত হয় তাঁর। পুলিশ সূত্রে খবর, বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতের পাসপোর্ট।
এক ফোনেই মিলল সুরাহা। 'টক টু মেয়রে' ফোন করে জানানোর ২৪ ঘণ্টার মধ্য়েই স্বাস্থ্য়সাথীর কার্ড পেলেন কলকাতা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজর্ষি সিকদার ও তাঁর পরিবার। 'স্বাস্থ্য় সাথী'র কার্ড পেতে বারবার বিভিন্ন দফতরে আবেদন জানিয়েও মিলছিল না সুরাহা। শুক্রবার কলকাতা পুরসভার 'টক টু মেয়র' চলাকালীন ফোন করে নিজের সমস্য়ার কথা জানান পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজর্ষি সিকদার। সেই অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্য়েই ওই পরিবারের হাতে কার্ড তুলে দিলেন কলকাতার মেয়র।
কোচবিহারের মেখলিগঞ্জে বেআইনিভাবে সীমান্ত পারাপারের সময় BSF-এর হাতে আটক বাংলাদেশের নাগরিক। পরে তাঁকে গ্রেফতার করে কুচলিবাড়ি থানার পুলিশ। ধৃত সেলিমউদ্দিন বাংলাদেশের কক্সবাজারের বাসিন্দা। সূত্রের খবর, ধৃত ব্যক্তি ৪ বছর আগে ভারতে অনুপ্রবেশ করে সেলাইয়ের কাজ করার পাশাপাশি মুর্শিদাবাদের একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। অভিযোগ, অন্যের নামে ইমাম ভাতাও নিতেন। ধৃতের কাছ থেকে মিলেছে আধার কার্ড ও প্যানকার্ড। উদ্ধার হয়েছে বাংলাদেশের বার্থ সার্টিফিকেট। বাংলাদেশে যাওয়ার সময় মেখলিগঞ্জের তিনবিঘা সংলগ্ন এলাকা থেকে ওই অনুপ্রবেশকারীকে পাকড়াও করে BSF.
বৃহস্পতিবার চাকরি চাইতে গিয়ে জুটেছে পুলিশের বেধড়ক মার! কিন্তু তারপরেও আন্দোলনে অনড় যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। তাঁদের স্পষ্ট দাবি, শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে আসতে হবে আন্দোলনস্থলে। যদিও আন্দোলনকারীরা নাটক করছে বলে মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। তাঁকে সমর্থন করেছে কুণাল ঘোষ। তীব্র বিরোধিতা শোনা গেছে আন্দোলনকারী ও বিরোধী দলগুলির গলায়।
অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দিল তৃণমূল। জেলা সভাপতির পদ বাদ দিয়ে আস্থা রাখা হল কোর কমিটির ওপরই। রবিবার সকাল সাড়ে ১১টায় বোলপুরে সেই কোর কমিটির বৈঠক ডাকলেন বীরভূম তৃণমূলের কোর কমিটির চেয়ারম্য়ান আশিষ বন্দ্যোপাধ্যায়।এই রদবদল প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি অনুব্রত মণ্ডল।
বীরভূম কোর কমিটির বৈঠক ডাকলেন আশিস বন্দ্য়োপাধ্যায়। ফের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েই বৈঠক ডাকলেন আশিস। কাল সকাল ১১টা ৩০মিনিটে জেলা পার্টি অফিসে বৈঠকের ডাক।
ছাব্বিশের বিধানসভা ভোটের আগে সংগঠনে একাধিক গুরুত্বপূর্ণ রদবদল করল তৃণমূল। তার মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে বীরভূম ও উত্তর কলকাতা। এই দুটির ক্ষেত্রেই দীর্ঘদিন ধরে সভাপতি পদে ছিলে।
DA মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেয়েছে রাজ্য় সরকার। বকেয়া থাকা, DA-র অন্তত ২৫ শতাংশ আগামী ৬ সপ্তাহের মধ্য়ে মিটিয়ে দেওয়ার জন্য়, রাজ্য় সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
ট্যাংরাকাণ্ডে গ্রেফতার বড় ভাই প্রণয় দে। হাসপাতাল থেকে ছাড়া পেতেই প্রণয় দে গ্রেফতার। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ শিয়ালদা আদালতের। ১৯ ফেব্রুয়ারি: ট্যাংরার ব্যবসায়ী পরিবারের ৩ জনের দেহ উদ্ধার হয়। ওই দিন গভীর রাতে বাড়ি থেকে বেরোয় দুই ভাই ও তাঁর নাবালক ছেলে। অভিষিক্তা মোড়ের কাছে পথদুর্ঘটনায় গুরুতর জখম হয় ৩ জন। দুর্ঘটনার সূত্র ধরে রহস্য়ময় বাড়ির ৩ মহিলার দেহ উদ্ধার হয়।
মা-বাবা-বোন-ঠাকুমাকে খুন, মৃত্যুদণ্ড দিল আদালত। জুন, ২০২১: মালদার কালিয়াচকে পরিবারের ৪জনকে খুন। ৪ জনকে খুন করে বাড়িতেই দেহ পুঁতে লোপাটের চেষ্টা। খুন, খুনের চেষ্টা, দেহ লোপাটে মৃত্যুদণ্ড। জমি, গাড়ি বিক্রি করে ৩০ লক্ষ টাকা হাতিয়ে ৪জনকে খুন।
অপারেশন সিঁদুরে পর্যুদস্ত পাকিস্তান, সেনাকে ধন্যবাদ জানাতে তৃণমূলের মিছিল। কলকাতা-সহ জেলায় জেলায় ভারতীয় সেনাবাহিনীকে সম্মানজ্ঞাপন কর্মসূচি তৃণমূলের। গার্ডেনরিচে ফিরহাদ হাকিমের নেতৃত্বে মিছিল। আহিরীটোলায় শশী পাঁজার নেতৃত্বে মিছিল তৃণমূলের।
'৬ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া DA-র ২৫%'। '২৭ জুনের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া DA-র ২৫%'। 'বকেয়া DA-র জন্য সরকারি কর্মীদের অন্ততকাল অপেক্ষায় রাখা যাবে না'। DA মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ অগাস্ট পরবর্তী শুনানি।
রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতার ২৫ শতাংশ এখনই দিয়ে দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের। ডিএ মামলার শুনানিতে নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রথমে ৫০ শতাংশ বকেয়া মহার্ঘভাতা দিয়ে দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। এটা বিপুল টাকা, রাজ্যের কোমর ভেঙে যাবে, আদালতে আপত্তি জানায় রাজ্য। এটা কোনও সাংবিধানিক অধিকার নয়, ৫০ শতাংশ ডিএ দেওয়া সম্ভব নয়, আদালতে জানায় রাজ্য। এরা আপনাদের কর্মী, ফলে অসুবিধার কোনও কারণ নেই, জানান বিচারপতি সঞ্জয় কারোল। 'বকেয়া মহার্ঘভাতার অন্ততপক্ষে ২৫ শতাংশ এখনই দিয়ে দিন', মামলার ভাগ্যের ওপর বাকিটা নির্ভর করবে, নির্দেশ সুপ্রিম কোর্টের। অগাস্ট মাসে শুনানির দিন ধার্য করছি, প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি।
উত্তর কলকাতার জেলা সভাপতির পদ থেকে সরিয়ে সুদীপ এবার শুধুই চেয়ারম্যান। মোগাম্বো খুশ হুয়া, মন্তব্য কুণাল ঘোষের।
এবার অডিও রেকর্ডিং প্রকাশ করে পুলিশের তত্ত্ব খারিজ চাকরিহারা শিক্ষকদের। অন্তঃসত্ত্বা মহিলার আটকে পড়ার অভিযোগ অস্বীকার। পুলিশের অভিযোগ অস্বীকার চাকরিহারা শিক্ষকদের। 'বিকাশ ভবনে ঘেরাওয়ের দিন অন্তঃসত্ত্বা মহিলা আটকে পড়েছিলেন, দাবি এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের। 'কোনও অন্তঃসত্ত্বা মহিলাকে আটকানো হয়নি', পুলিশই গেট বন্ধ করে দিয়েছিল, পাল্টা দাবি চাকরিহারা শিক্ষকদের। অন্তঃসত্ত্বা মহিলার সঙ্গে কথোপকথনের রেকর্ডিং শুনিয়ে দাবি আন্দোলনকারীদের।
নাটক বলে আক্রান্ত শিক্ষকদের আক্রমণে ববি, আরও চড়া সুরে কুণাল। ক্যামেরা দেখে নাটক বলে আন্দোলনকারীদের তীব্র কটাক্ষ কুণালের। 'অশান্তি করতে গিয়ে রাজ্য সরকারের রিলিফই না বন্ধ হয়ে যায়'। 'এই অশান্তিটা সুপ্রিম কোর্টে পৌঁছলে, রিলিফটাই না বন্ধ হয়ে যায়', আন্দোলনকারী শিক্ষকদের কার্যত হুঁশিয়ারি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের।
ডানকুনিতে গ্রেফতার এক বাংলাদেশী। গোয়েন্দা বিভাগের তথ্য পেয়ে ডানকুনির মনোহরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় মহম্মদ সাহাদাত হোসেনকে। আজ তাকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়।
ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের বড়সড় সাফল্য। বাংলাদেশে পাচারের আগেই দশটি সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ, গ্রেফতার ২ পাচারকারী।
পুলিশের শিক্ষক-শাসন, প্রতিবাদে পথে সেভ ডেমোক্রেসি ফোরাম। মৌলালি থেকে মিছিল সেভ ডেমোক্রেসি ফোরামের।
নলবনে যুবকের গলাকাটা দেহ! লেদার কমপ্লেক্স থানার নলবনে গলাকাটা দেহ! আনন্দপুরের বাসিন্দা রাজা মণ্ডল নামে যুবকের দেহ উদ্ধার
সম্পর্কের টানাপোড়েনেই খুন বলে সন্দেহ পুলিশের। গলার নলি কেটে খুন, একাধিক ধারালো অস্ত্রের আঘাত। পিকনিক করার জন্য ডেকে মদের আসরে খুন, সন্দেহ পুলিশের। লেদার কমপ্লেক্সের কাঁটাতলার ১ বাসিন্দার খোঁজে পুলিশ।