West Bengal News Live Updates: আজ থেকে শুরু SIR- এর শুনানি প্রক্রিয়া, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি

WB News Live Updates: সমস্ত জেলার গুরুত্বপূর্ণ সব খবর দেখুন একনজরে।

Advertisement

ABP Ananda Last Updated: 27 Dec 2025 03:16 PM

প্রেক্ষাপট

আজ থেকে এসআইআরের শুনানি শুরু। প্রথম ধাপে ডাকা হবে নো ম্যাপিংয়ের ৩২ লক্ষ ভোটারকে। শুনানির দায়িত্বে ERO, AERO-রা। থাকবেন মাইক্রো অবজার্ভাররাও। আজ থেকে শুরু SIR-এর শুনানি। কড়া পদক্ষেপ কমিশনের। কাজে যোগ...More

West Bengal News Live: ফের CEO দফতরের তৃণমূলের প্রতিনিধি দল

ফের CEO দফতরের তৃণমূলের প্রতিনিধি দল। 'মুখে সময় দিচ্ছে কমিশন, বাস্তবে তা দিচ্ছে না'। 'পর্যাপ্ত সময় না দিয়েই শুনানি কমিশনের'। 'এই SIR-র মূল উদ্দেশ্যেই হল নাম বাদ দিয়ে দাও'। 'নলেজ সার্ভিসের নামে ভোটারদের ডেটা সংগ্রহ'। 'বেসরকারি সংস্থার সঙ্গে একটি রাজনৈতিক দলের যোগ'। 'আজ কোথাও BLO-রা গ্রাউন্ডে নেই'। 'উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাম বাদ দেওয়া হচ্ছে'। 'একজন বয়স্ক মানুষ ৩০ কিমি হেঁটে ফর্ম জমা দিতে যাবেন?'। 'কয়েক হাজার জীবিতকে মৃত দেখানো হয়েছে'। 

© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.