West Bengal LIVE News Updates: 'দুয়ারে রেশন' নিয়ে টালবাহানা কাটাতে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার

West Bengal News LIVE Updates: রাজ্য থেকে জেলার সব খবরের আপডেট...

ABP Ananda Last Updated: 21 Dec 2024 09:55 AM
Bangladesh News: ফের বাংলাদেশের হাস্যকর আস্ফালন

ফের বাংলাদেশের হাস্যকর আস্ফালন। আবার খালেদা জিয়ার দলের নেতার কথায় যুদ্ধ জিগির। রাফাল বিমান নিয়ে হাস্যকর চ্যালেঞ্জ ছুড়লেন BNP-র যুগ্ম মহাসচিব হাবিব উন-নবি-খান সোহেল। দিল্লিকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি, ভারতীয়  অভিনেত্রীদের কুরুচিকর কটাক্ষ করলেন BNP নেতা। 

Weather Updates: বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে গতকাল বিকেল থেকে দক্ষিণ ২৪ পরগনাজুড়ে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে গতকাল বিকেল থেকে দক্ষিণ ২৪ পরগনাজুড়ে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। রাত থেকে নাগাড়ে বৃষ্টি চলছে। মেঘলা আকাশ। বৃষ্টির পাশাপাশি ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে চারপাশ। দৃশ্যমানতা কমেছে বেশ কিছুটা। আজ দিনভর রোদের দেখা নাও মিলতে পারে। শীতের বৃষ্টিতে জুবুথুবু জেলার মানুষ।

West Bengal News: 'রাজ্যের প্রতিটি স্কুলে বাংলা পড়ানো বাধ্যতামূলক করতে হবে'

রাজ্যের প্রতিটি স্কুলে বাংলা পড়ানো বাধ্যতামূলক করতে হবে। এই দাবিতে রবিবার আন্দোলনে নামছে ওয়েস্ট বেঙ্গল লিঙ্গুইস্টিক মাইনোরিটি অ্যাসোসিয়েশন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রানি রাসমনি রোডে বিক্ষোভ-কর্মসূচির অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে আদালতের তরফে বেঁধে দেওয়া হয়েছে কিছু শর্ত। ২২ ডিসেম্বরের দুপুর ১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত  রানি রাসমণি অ্যাভিনিউতে ধর্নায় বসতে পারবেন আন্দোলনকারীরা। পাশাপাশি জমায়েত সীমাবদ্ধ রাখতে হবে ওই এলাকার মধ্যেই। পুলিশ এই বিক্ষোভ কর্মসূচির অনুমতি না দেওয়ায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আবেদন করা হয়। সেই প্রেক্ষিতেই শর্ত বেঁধে ধর্নার অনুমতি দিল হাইকোর্ট।

Jadavpur University: যাদবপুরের সমাবর্তন নিয়ে এখনও ক্ষুব্ধ আচার্য সিভি আনন্দ বোস

যাদবপুরের সমাবর্তন নিয়ে এখনও ক্ষুব্ধ আচার্য সিভি আনন্দ বোস। তবে, সমাবর্তনে যাবেন কিনা, সেব্য়াপারে, পড়ুয়াদের স্বার্থেই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন রাজ্য়পাল। আগামী ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের সমাবর্তন অনুষ্ঠান। রাজভবন সূত্রে খবর, আচার্যের অনুমতি না নিয়েই তারিখ ঠিক করা হয়েছে। কেন অনুমতি চাওয়া হয়নি, তা জানতে চেয়ে, বৃহস্পতিবারই যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্যকে চিঠি পাঠায় রাজভবন। শুক্রবার, কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের একটি অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন আচার্য সিভি আনন্দ বোস। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, তিনি যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের সমাবর্তনে উপস্থিত থাকবেন কিনা। তিনি জানান, ছাত্রছাত্রীদের কথা ভেবেই তিনি সিদ্ধান্ত নেবেন। 

Kolkata News: ফের শহরে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র

ফের শহরে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। কলকতা পুলিশের STF ও বেনিয়াপুকুর থানার যৌথ অভিযানে একটি গেস্ট হাউস থেকে উদ্ধার হল ২টি 9MM পিস্তল এবং ১৮ রাউন্ড কার্তুজ। ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৭ দিনের পুলিশ হেফাজত হয়েছে তাঁদের। 

Bangladesh Fake Passport Issue: সামনে এল পাসপোর্ট জালিয়াতি চক্রের কিং পিন সমরেশ বিশ্বাসের বাংলাদেশ যোগ

এবার সামনে এল পাসপোর্ট জালিয়াতি চক্রের কিং পিন সমরেশ বিশ্বাসের বাংলাদেশ যোগ। তদন্তকারীদের দাবি,  মাঝেমধ্যেই বাংলদেশে গিয়ে তিনি সংগ্রহ করতেন কারা টাকার বিনিময়ে অবৈধভাবে সীমান্ত পেরোবে তাদের তথ্য। ধৃতকে জেরা করার পর তদন্তকারীদের নজরে রয়েছে, হাওড়া ও হুগলির বেশ কয়েকটি পাসপোর্ট সেবা কেন্দ্র। 

Duare Ration News: 'দুয়ারে রেশন' নিয়ে নতুন নির্দেশিকা জারি

'দুয়ারে রেশন' নিয়ে টালবাহানা কাটাতে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। এখন থেকে সপ্তাহে চারদিন 'দুয়ারে রেশন'  পৌঁছে দিতেই হবে ডিলারদের, খাদ্য দফতরের তরফে দেওয়া হল নির্দেশ। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দুয়ারে রেশন চলাকালীন বন্ধ থাকবে সংলগ্ন এলাকার ফেয়ার প্রাইস শপ বা রেশন দোকান। সপ্তাহের বাকি দিনগুলোতে অবশ্য রেশন দোকান থেকেই খাদ্যসামগ্রী বিক্রি করতে পারবেন ডিলাররা। পাশাপাশি শনি ও রবিবার খোলা রাখতেই হবে রেশন দোকান।

প্রেক্ষাপট

'দুয়ারে রেশন' নিয়ে টালবাহানা কাটাতে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। এখন থেকে সপ্তাহে চারদিন 'দুয়ারে রেশন'  পৌঁছে দিতেই হবে ডিলারদের, খাদ্য দফতরের তরফে দেওয়া হল নির্দেশ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.