West Bengal LIVE News Updates: আজ থেকে হাওড়া শাখায় বাতিল হচ্ছে বহু লোকাল ট্রেন
West Bengal News LIVE Updates: রাজ্য থেকে জেলার সব খবরের আপডেট...
আমডাঙার এক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানের স্বামীর রহস্যমৃত্যু। মন্দারমণির হোটেল থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। মৃতের নাম আবুল নাসার ওরফে বাপ্পা। আজ সকালে হোটেল কর্মীরা তাঁকে ডাকতে গিয়ে সাড়া পাননি। মন্দারমণি কোস্টাল থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে আধহাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানের স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার করে। আত্মহত্যা বলেই প্রাথমিক অনুমান পুলিশের। ব্যবসার অংশীদারি নিয়ে ঝামেলায় খুন, অভিযোগ মৃতের পরিচিতর। ২ পরিচিতকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় 'কালীঘাটের কাকু'-কে হেফাজতেই চাইল না সিবিআই। 'সিবিআই হেফাজতে থাকাকালীন খাওয়া-দাওয়া বন্ধ, সুজয়কৃষ্ণ খাচ্ছেন না ওষুধও'। রাজনীতিবিদদের মতো অনশন করে সিবিআই-এর থেকে মুক্তি পেতে চাইছেন সুজয়কৃষ্ণ, আদালতে দাবি সিবিআই-এর। 'অনেকের নাম মুখে আনছেন না সুজয়কৃষ্ণ, সহযোগিতা করছেন না, তদন্তকে ভুলপথে চালিত করার চেষ্টা করছেন', সুজয়কৃষ্ণর ভয়েস স্যাম্পল নেওয়ার জন্য আবেদন সিবিআই-এর, আবেদন মঞ্জুর আদালতের। জামিনের আবেদন নাকচ, ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হল 'কালীঘাটের কাকু'-কে
দীর্ঘদিন ধরে নৈহাটির বড়মায়ের নাম ও ছবি দিয়ে একটি website খুলে হুগলির রিষড়া থেকে সকলের সঙ্গে পুজো দেওয়ার নামে প্রতারণা করে টাকা পয়সা তুলছিলেন । আজ বড়মা পুজো কমিটি ট্রাস্টের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে নৈহাটি থানার উদ্যোগে ও রিষড়া থানার সহযোগিতায় সুরজিৎ কুন্ডু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ । তার কাছ থেকে একটি ল্যাপটপ একটি মোবাইল ও একটি ব্যাংকের পাস বই উদ্ধার করেছে পুলিশ।
বেলেঘাটা আইডি হাসপাতালে এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। ১৬ ডিসেম্বর মৃত্যু হয় মানোয়ারা বিবির, বয়স ৬৯। উত্তর ২৪ পরগনার বাসিন্দা ছিলেন মানোয়ারা বিবি। ১২ ডিসেম্বর তাঁকে হাসপাতালের ভর্তি করা হয়। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু, উল্লেখ ডেথ সার্টিফিকেটে.
মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বাড়ির পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে সকালবেলা বোমাবাজি। খবর পেয়ে এলাকায় গিয়ে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। সামশেরগঞ্জের বোগদাদনগর গ্রাম পঞ্চায়েতের গামবাড় গ্রামের ঘটনা। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি সামশেরগঞ্জ থানার পুলিশ।
২৬ ডিসেম্বর পর্যন্ত জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টরস ও অভয়ামঞ্চের অবস্থানে অনুমতি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের অনুমতির পর রাতভর ধর্নায় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। ধর্নায় অভয়ামঞ্চের সদস্যরাও
দাঁড়িয়ে থাকা বাইকের পিছনে ইটবোঝাই ট্রাক্টরের ধাক্কা। বাইক আরোহী গৃহবধূর মৃত্যু, গুরুতর জখম স্বামী ও শিশুসন্তান। দুর্ঘটনা ঘিরে উত্তপ্ত দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়কের লিঙ্ক রোড। রাস্তার ধারে পুলিশের অস্থায়ী বসার জায়গায় ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। স্থানীয়দের দাবি, পুলিশের তাড়া খেয়ে গতি বাড়িয়ে পালানোর সময় ট্রাক্টর চালক বাইকে ধাক্কা মারেন
তপসিয়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই ২০০ টিরও বেশি ঝুপড়ি। স্থানীয়দের চোখে-মুখে এখনও আতঙ্ক। আচমকা সবকিছু হারিয়ে দিশেহারা বহু মানুষ। গতকাল সরকারি তরফে দুর্গতদের কম্বল ও ত্রিপল বিতরণ করা হয়। তাঁদের ফের ঝুপড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় বিধায়ক জাভেদ খান। মহিলা ও শিশুদের থাকার ব্যবস্থা হয়েছে স্থানীয় কয়েকটি স্কুল ও ক্লাবঘরে।
বেলপাহাড়ির পর এবার কাঁকড়াঝোড়ে বাঘ। ৫ বছর পর ঝাড়গ্রামে ফের বাঘের আতঙ্ক। ওড়িশার সিমলিপাল থেকে বেলপাহাড়ির কটাচুয়ার জঙ্গলে ঢোকে যমুুনা নামে ওই বাঘিনী। গলায় লাগানো রেডিও কলারের মাধ্যমে জানা যায়, গতকাল দিনভর বেলপাহাড়িতে কাটিয়ে সন্ধেয় এলাকা ছাড়ে বাঘিনী যমুনা। আজ সকালে কাঁকড়াঝোরের ময়ূরঝর্ণার জঙ্গলে তার সন্ধান মেলে। বন দফতর সূত্রে খবর, মহারাষ্ট্র থেকে বেশ কয়েকটা বাঘ সিমলিপাল ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখান থেকে যমুনা ও জিনাত নামে দুটি বাঘিনী পালায়। এর মধ্যে জিনাতের খোঁজ মেলে ঝাড়খণ্ডে। আর যমুনা পাড়ি দেয় বাংলায়। সেই যমুনারই খোঁজ মিলেছে ঝাড়গ্রামে। গ্রামবাসীদের সতর্ক করছে বন দফতর। ওড়িশা ও বাংলা, দুই রাজ্যের বন দফতরের কর্মীরাই নজরদারি চালাচ্ছেন
তলা নদী থেকে পাম্প দিয়ে বালি-মাটি পাচার! ক্যানিংয়ে SDO-BDO অফিসের সামনেই অবাধে বালি-মাটি পাচার। প্রশাসন নাকের ডগায় বালি-মাটি চুরি, জানেই না কেউ। প্রশাসনের নাকের ডগায় সাদা বালি পাচারের রমরমা কারবার। এবিপি আনন্দর ক্যামেরা দেখেই বালি-মাটি চোরদের দৌড়! গোলকুঠি পাড়া, পুরনো খেয়াঘাট থেকে সাদা বালি পাচার। দিঘির পাড়ে মাতলার চর থেকে নদীর মাটি পাচার!
ফের বাংলাদেশের হাস্যকর আস্ফালন। আবার খালেদা জিয়ার দলের নেতার কথায় যুদ্ধ জিগির। রাফাল বিমান নিয়ে হাস্যকর চ্যালেঞ্জ ছুড়লেন BNP-র যুগ্ম মহাসচিব হাবিব উন-নবি-খান সোহেল। দিল্লিকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি, ভারতীয় অভিনেত্রীদের কুরুচিকর কটাক্ষ করলেন BNP নেতা।
বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে গতকাল বিকেল থেকে দক্ষিণ ২৪ পরগনাজুড়ে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। রাত থেকে নাগাড়ে বৃষ্টি চলছে। মেঘলা আকাশ। বৃষ্টির পাশাপাশি ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে চারপাশ। দৃশ্যমানতা কমেছে বেশ কিছুটা। আজ দিনভর রোদের দেখা নাও মিলতে পারে। শীতের বৃষ্টিতে জুবুথুবু জেলার মানুষ।
রাজ্যের প্রতিটি স্কুলে বাংলা পড়ানো বাধ্যতামূলক করতে হবে। এই দাবিতে রবিবার আন্দোলনে নামছে ওয়েস্ট বেঙ্গল লিঙ্গুইস্টিক মাইনোরিটি অ্যাসোসিয়েশন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রানি রাসমনি রোডে বিক্ষোভ-কর্মসূচির অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে আদালতের তরফে বেঁধে দেওয়া হয়েছে কিছু শর্ত। ২২ ডিসেম্বরের দুপুর ১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত রানি রাসমণি অ্যাভিনিউতে ধর্নায় বসতে পারবেন আন্দোলনকারীরা। পাশাপাশি জমায়েত সীমাবদ্ধ রাখতে হবে ওই এলাকার মধ্যেই। পুলিশ এই বিক্ষোভ কর্মসূচির অনুমতি না দেওয়ায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আবেদন করা হয়। সেই প্রেক্ষিতেই শর্ত বেঁধে ধর্নার অনুমতি দিল হাইকোর্ট।
যাদবপুরের সমাবর্তন নিয়ে এখনও ক্ষুব্ধ আচার্য সিভি আনন্দ বোস। তবে, সমাবর্তনে যাবেন কিনা, সেব্য়াপারে, পড়ুয়াদের স্বার্থেই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন রাজ্য়পাল। আগামী ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের সমাবর্তন অনুষ্ঠান। রাজভবন সূত্রে খবর, আচার্যের অনুমতি না নিয়েই তারিখ ঠিক করা হয়েছে। কেন অনুমতি চাওয়া হয়নি, তা জানতে চেয়ে, বৃহস্পতিবারই যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্যকে চিঠি পাঠায় রাজভবন। শুক্রবার, কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের একটি অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন আচার্য সিভি আনন্দ বোস। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, তিনি যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের সমাবর্তনে উপস্থিত থাকবেন কিনা। তিনি জানান, ছাত্রছাত্রীদের কথা ভেবেই তিনি সিদ্ধান্ত নেবেন।
ফের শহরে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। কলকতা পুলিশের STF ও বেনিয়াপুকুর থানার যৌথ অভিযানে একটি গেস্ট হাউস থেকে উদ্ধার হল ২টি 9MM পিস্তল এবং ১৮ রাউন্ড কার্তুজ। ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৭ দিনের পুলিশ হেফাজত হয়েছে তাঁদের।
এবার সামনে এল পাসপোর্ট জালিয়াতি চক্রের কিং পিন সমরেশ বিশ্বাসের বাংলাদেশ যোগ। তদন্তকারীদের দাবি, মাঝেমধ্যেই বাংলদেশে গিয়ে তিনি সংগ্রহ করতেন কারা টাকার বিনিময়ে অবৈধভাবে সীমান্ত পেরোবে তাদের তথ্য। ধৃতকে জেরা করার পর তদন্তকারীদের নজরে রয়েছে, হাওড়া ও হুগলির বেশ কয়েকটি পাসপোর্ট সেবা কেন্দ্র।
'দুয়ারে রেশন' নিয়ে টালবাহানা কাটাতে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। এখন থেকে সপ্তাহে চারদিন 'দুয়ারে রেশন' পৌঁছে দিতেই হবে ডিলারদের, খাদ্য দফতরের তরফে দেওয়া হল নির্দেশ। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দুয়ারে রেশন চলাকালীন বন্ধ থাকবে সংলগ্ন এলাকার ফেয়ার প্রাইস শপ বা রেশন দোকান। সপ্তাহের বাকি দিনগুলোতে অবশ্য রেশন দোকান থেকেই খাদ্যসামগ্রী বিক্রি করতে পারবেন ডিলাররা। পাশাপাশি শনি ও রবিবার খোলা রাখতেই হবে রেশন দোকান।
প্রেক্ষাপট
আজ থেকে হাওড়া শাখায় বাতিল হচ্ছে বহু লোকাল ট্রেন। প্রায় এক মাস ধরে বাতিল থাকবে বহু ট্রেন। গন্তব্য়ে দেরিতে পৌঁছবে বহু এক্সপ্রেস। হাওড়া স্টেশনের কাছে বেনারস রোডে রেল ওভার ব্রিজ তৈরির জন্য় এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -