West Bengal LIVE News Updates: আজ থেকে হাওড়া শাখায় বাতিল হচ্ছে বহু লোকাল ট্রেন

West Bengal News LIVE Updates: রাজ্য থেকে জেলার সব খবরের আপডেট...

ABP Ananda Last Updated: 21 Dec 2024 02:46 PM

প্রেক্ষাপট

আজ থেকে হাওড়া শাখায় বাতিল হচ্ছে বহু লোকাল ট্রেন। প্রায় এক মাস ধরে বাতিল থাকবে বহু ট্রেন। গন্তব্য়ে দেরিতে পৌঁছবে বহু এক্সপ্রেস। হাওড়া স্টেশনের কাছে বেনারস রোডে রেল ওভার ব্রিজ...More

WB News LIVE Updates: আমডাঙার এক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানের স্বামীর রহস্যমৃত্যু

আমডাঙার এক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানের স্বামীর রহস্যমৃত্যু। মন্দারমণির হোটেল থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। মৃতের নাম আবুল নাসার ওরফে বাপ্পা। আজ সকালে হোটেল কর্মীরা তাঁকে ডাকতে গিয়ে সাড়া পাননি। মন্দারমণি কোস্টাল থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে আধহাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানের স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার করে। আত্মহত্যা বলেই প্রাথমিক অনুমান পুলিশের। ব্যবসার অংশীদারি নিয়ে ঝামেলায় খুন, অভিযোগ মৃতের পরিচিতর। ২ পরিচিতকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ