West Bengal News LIVE Updates: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় OMR শিট নিয়ে তদন্ত শুরু করল ED
West Bengal NEWS LIVE Updates 4 July: এক নজরে রাজ্যের সব খবরের আপডেট
আগামী বুধবার মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। নুসরত জাহান, মেয়র পারিষদ স্বপন সমাদ্দারকে নিয়ে সকাল সকাল প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। হুডখোলা গাড়িতে চড়ে বেঙ্গল কেমিক্যাল, কাঁকুরগাছি, ফুলবাগান এলাকায় চলে প্রচার।
বর্ষার সময়ে কলকাতায় কলেরা। বাগুইআটির জ্যাংড়ায় আক্রান্ত বছর পঁয়ত্রিশের যুবক। বিধাননগর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বমি ও পেটের সমস্যা নিয়ে রবিবার বেলেঘাটা ID হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষায় ভিব্রিও কলেরি পজিটিভ ধরা পড়ে বলে হাসপাতাল সূত্রে খবর। একই উপসর্গ রয়েছে রোগীর মায়েরও। এলাকায় আর কেউ কলেরা আক্রান্ত নিয়ে খোঁজ নিচ্ছে স্বাস্থ্য দফতর। পানীয় জল ও স্নানের জলে কলেরার জীবাণু রয়েছে কি না জানতে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশনের প্রতিনিধিদল এলাকায় গিয়ে নমুনা সংগ্রহ করেছে। স্থানীয়দের দাবি, দিনদশেক আগে আক্রান্ত যুবকের আবাসনের আরও এক বাসিন্দারও একই উপসর্গ দেখা দেয়।
এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় OMR শিট নিয়ে তদন্ত শুরু করল ED. এর আগে CBI প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় OMR শিট মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির দুই আধিকারিক কৌশিক মাজি ও পার্থ সেনকে গ্রেফতার করে। গতকাল প্রেসিডেন্সি জেলে ২ জনকে প্রায় ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন ED-র আধিকারিকরা। সূত্রের খবর, মূলত টাকা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে জানতে চাওয়া হয়। কে এই সংস্থাকে বরাত দিয়েছিল, কত টাকার লেনদেন হয়েছিল, কাগজে-কলমে যা দেখানো হয়েছিল সেই টাকাই মিলেছিল, নাকি তার বাইরেও কোনও লেনদেন হয়েছে, তা নগদে কি না, এসবই জানতে চান ED-র আধিকারিকরা।
গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালে অপারেশনে ব্যবহৃত সরঞ্জাম থেকেই ছড়িয়েছে চোখ সংক্রমণ। সূত্রের দাবি, স্বাস্থ্য ভবনে জমা পড়া প্রাথমিক তদন্ত রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে। ছানি অপারেশনের পর চোখ নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন রোগীরা। এরপরই তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য ভবন।
ফের ডেঙ্গির বাড়বাড়ন্ত। এক সপ্তাহের মধ্য়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি পার করেছে। গত ৬ মাসে রাজ্যে আক্রান্তের সংখ্যা দেড় হাজারের কাছাকাছি। ডেঙ্গি সংক্রমণে এক নম্বরে রয়েছে উত্তর ২৪ পরগনা। কলকাতায় আক্রান্তের সংখ্যা একশো ছাড়িয়েছে।
নামমাত্র ভাড়ায় ক্লাবকে রবীন্দ্র সরোবরের জমি, স্থিতাবস্থার নির্দেশ হাইকোর্টের। আপাতত রবীন্দ্র সরোবরের ওই এলাকায় কোনও নির্মাণ কাজে না আদালতের। ক্যালকাটা এন্টারটেনমেন্ট ক্লাব ফাউন্ডেশনকে ৯৮ কাঠা জমি ভাড়া দেওয়ার অভিযোগ। বছরে ৮ হাজার ৩০০ টাকায় ৯৮ কাঠা জমি ভাড়া দেওয়ার অভিযোগে মামলা। রবীন্দ্র সরোবর এলাকার গাছ কেটে নির্মাণের অভিযোগেও মামলা। 'বার্ষিক মাত্র ৮,৩০০ টাকা ভাড়ায় এত বড় জমি!'
বিস্ময়প্রকাশ করে রাজ্যকে হলফনামা পেশের নির্দেশ হাইকোর্টের। দুঃস্থ শিশুদের ক্রিকেট প্রশিক্ষণের জন্য জমি দেওয়া হয়েছে, দাবি রাজ্যের। ২৫ জুলাই পর্যন্ত ওই এলাকায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ।
ডাইনি অপবাদে ফাঁসিদেওয়ায় কুপিয়ে খুন! দাদার বিরুদ্ধেই খুনের অভিযোগ পরিবারের। ২৯ জুন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। গতকাল রাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মৃত্যু বধূর।
ঠিকা শ্রমিককে ঘরে আটকে বেল্ট দিয়ে বেধড়ক মার তৃণমূল কর্মীর! এক লক্ষ টাকা না দিলে মাথা কেটে নেওয়ার হুমকির অভিযোগ! ময়ূরেশ্বরের দাপুটে তৃণমূল কর্মী বুলেট মির্জার দাদাগিরির ভিডিও ভাইরাল। '১ লক্ষ টাকা তোলা দাবি করছেন বুলেট, ভয়ে বাড়ি ফিরতে পারছে না ছেলে', অভিযোগ তুলে সরাসরি রামপুরহাট আদালতে আক্রান্তর মা। '২ মাস আগে মুম্বইয়ের ঘটনা, ধারের টাকা না দেওয়ায় মার', দাবি অভিযুক্ত তৃণমূল কর্মী বুলেট মির্জার। বুলেট ও আক্রান্ত যুবক, দুজনেই মুম্বইয়ে ঠিকাকাজ করেন, দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের।
আড়িয়াদহ গণপিটুনিকাণ্ডে ধৃত জয়ন্ত সিংহর পুলিশ হেফাজত। ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল ব্যারাকপুর আদালত। আড়িয়াদহে মা-ছেলেকে গণপিটুনির ঘটনায় চারদিনের মাথায় গ্রেফতার জয়ন্ত। আড়িয়াদহর কাছে বরানগর থেকেই গ্রেফতার মূল অভিযুক্ত তৃণমূল কর্মী। ৩ দিন পরে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। নাকের ডগায় জয়ন্ত, খোঁজ পেল না পুলিশ? প্রশ্ন বিরোধীদের। আড়িয়াদহে গণপিটুনিকাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে ৯।
গার্ডেনরিচ হাসপাতালে ছানি অপারেশনের পর দেখতে পাচ্ছেন না অনেকেই। অস্ত্রোপচারকাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য ভবনে। 'গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালের OT থেকেই ছড়িয়েছে সংক্রমণ, অস্ত্রোপচারের সময় ব্যবহার করা ফ্লুইড থেকেই ছড়িয়েছে সংক্রমণ',
স্বাস্থ্য ভবনে পেশ করা তদন্ত কমিটির রিপোর্টে উল্লেখ, খবর সূত্রের। যে ব্যাচের ওষুধ এবং ফ্লুইড এসেছে তার মান সঠিক ছিল না বলেই সন্দেহ। হাসপাতালে ওই ব্যাচের ওষুধ থাকলে তা ব্যবহারে নিষেধ করা হয়েছে। অস্ত্রোপচারে ব্যবহৃত ফ্লুইডের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। OT-তে ব্যবহৃত সব উপকরণ পরীক্ষা করতে পাঠানো হয়েছে SSKM-এ।
প্রায় ১ মাস পর ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতিকাণ্ডে গ্রেফতার। বিহারের বেগুসরাই থেকে গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রবীন্দ্র সাহানি ওরফে রবীন্দ্র চৌধুরী। বিহার পুলিশের STF ও SOG-র অপারেশনে আত্মীয়র বাড়ি থেকে পাকড়াও। বিহারেও একাধিক ডাকাতির মামলায় অভিযুক্ত ধৃত রবীন্দ্র।
ধৃত দুষ্কৃতীকে ট্রানজিট রিমান্ডে বাংলায় আনতে বিহারে পৌঁছেছে হাওড়া পুলিশ। ১১ জুন ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতি, ৪ কোটির গয়না লুঠের অভিযোগ।
সরকারি জমি দখলমুক্তির নির্দেশ দিয়েছিলেন মুখ্য়মন্ত্রী। কিন্তু, তাঁর বাড়ির কাছে সরকারি জমি দখলমুক্ত করতে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন পুর-আধিকারিকরা। ভাইরাল ভিডিওতে পুর-আধিকারিকদের প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে মুখ্য়মন্ত্রীর ভাই বাবুন বন্দ্য়োপাধ্য়ায়ের মেয়েকে। যদিও, এনিয়ে বাবুন বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাঁকে পাওয়া যায়নি।
অফিসেই পঞ্চব্যঞ্জন সাজিয়ে BDO-র আইবুড়ো ভাত! BDO-র গলায় রজনীগন্ধার মালা, সামনে কাঁসার থালায় পঞ্চব্যঞ্জন! BDO-র গলায় মালা পরিয়ে, উলু দিয়ে অফিসেই আইবুড়ো ভাত। বর্ধমান ১-এর BDO-কে আইবুড়ো ভাত খাওয়ালেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা। তৃণমূলের ব্লক সভানেত্রীর পায়ে হাত দিয়ে প্রণামও করলেন BDO রজনীশ কুমার যাদব।
'দিঘার জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ কেন করছে হিডকো?' প্রশ্ন তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা। 'কোনও সরকারি সংস্থা ভাল কাজ করলে অন্য প্রকল্পে কাজে লাগতে পারে না?', প্রশ্ন তুলে মামলা খারিজ করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 'কলকাতা হাইকোর্টের ফুডকোর্ট IRCTC পরিচালনা করে। তাহলে IRCTC কি রেল ছাড়া কোথাও খাবার সরবরাহ করতে পারবে না?', প্রশ্ন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। '২০২২-এ টেন্ডার ডাকা হয়েছিল, মন্দিরের কাজ প্রায় শেষ', ৭ জুলাই উদ্বোধন হওয়ার কথা, হাইকোর্টে জানাল রাজ্য।
পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বিস্ফোরণে NIA-র চার্জশিট। 'রাজনৈতিক সভায় যাতে সবাই হাজির হয়, তাই ভয় দেখাতে তৈরি হচ্ছিল বোমা', ভূপতিনগর-বিস্ফোরণে চার্জশিটে বিস্ফোরক দাবি NIA-র। 'বোমা তৈরির চক্রান্তে ছিলেন তৃণমূলের বুথ সভাপতি বলাইচরণ মাইতিট, যাকে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত NIA, তার বিরুদ্ধে চার্জশিট। ভূপতিনগর বিস্ফোরণে ৩৫ পাতার NIA-চার্জশিটে ৬জনের নাম
গ্যাংস্টার সুবোধের পর এবার বেউড় জেল থেকে নিয়ে আসা হল সুবোধের শাগরেদ রওশনকে। ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ ব্যারাকপুর মহকুমা আদালতের। রওশনের বিরুদ্ধেই জেল থেকে ব্যবসায়ী তাপস ভকতকে হুমকি ফোন করার অভিযোগ।
রবীন্দ্র সরোবর এলাকায় অল্প ভাড়ায় জমি দেওয়ার অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা। ক্যালকাটা এন্টারটেনমেন্ট ক্লাব ফাউন্ডেশনকে ৯৮ কাঠা জমি ভাড়া দেওয়ার অভিযোগ। ওই জমিতে গাছ কেটে বেআইনি ভাবে নির্মাণের অভিযোগ। 'বার্ষিক মাত্র ৮,৩০০ টাকা ভাড়ায় এত বড় জমি!' বিস্ময়প্রকাশ করে রাজ্যকে হলফনামা পেশের নির্দেশ হাইকোর্টের। দুঃস্থ শিশুদের ক্রিকেট প্রশিক্ষণের জন্য জমি দেওয়া হয়েছে, দাবি রাজ্যের। ২৫ জুলাই পর্যন্ত ওই এলাকায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ
'উপনির্বাচনে জয়ী দুই বিধায়কের শপথ কবে, সব জানা যাবে কাল। কেউ যদি ভাবেন আমরা অসহায়, তাহলে ভুল ভাবছেন। বিধানসভা রাজ্যপালের উপর নির্ভর করে না', জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কাল বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকেছেন অধ্যক্ষ। আজও ধর্নায় দুই নবনির্বাচিত প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার।
নিটের প্রশ্নফাঁসকাণ্ডে এবার সরাসরি নাম জড়াল কলকাতার। এই মামলায় নিউটাউনের একটি আবাসনের ফ্ল্য়াটে তল্লাশি চালাল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সি সূত্রের খবর, নিট প্রশ্নফাঁসকাণ্ডে ঝাড়খণ্ড কানেকশনের তদন্তে নাম উঠে এসেছে ওই ফ্ল্য়াটের মালিক অমিত কুমারের।
চোপড়ায় যুগলকে মারধরের ঘটনায় গ্রেফতার আরও ২। জেসিবি, আমিরুলের পর এবার গ্রেফতার আব্দুল রউফ ও তাহেরুল ইসলাম। ঘটনার ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে ২ জনকে গ্রেফতার, দাবি পুলিশ সূত্রের। ধৃতরা চোপড়ার লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা
অবশেষে গ্রেফতার মদন-ঘনিষ্ঠ জয়ন্ত সিংহ। আড়িয়াদহে মা-ছেলেকে গণপিটুনির ঘটনায় চারদিনের মাথায় গ্রেফতার জয়ন্ত । মা-ছেলেকে মারের পরই কলকাতা ছাড়ে জয়ন্ত, দাবি পুলিশের। আড়িয়াদহে গণপিটুনির পরই উত্তরবঙ্গে গা ঢাকা দেয় জয়ন্ত। নিজের গাড়ি চালিয়ে উত্তরবঙ্গে পালায় অভিযুক্ত তৃণমূল কর্মী। উত্তরবঙ্গে ২ দিনে দুটি রিসর্ট বদলায় মদন-ঘনিষ্ঠ জয়ন্ত। জয়ন্তর গতিবিধির উপর নজর রাখতে উত্তরবঙ্গে টিম পাঠায় পুলিশ। টাকা ফুরিয়ে আসতেই কলকাতায় ফেরে জয়ন্ত।
ডানলপের কাছে এক পরিচিতর থেকে টাকা নিতে এলেই পাকড়াও। টাকা নিয়ে ওড়িশায় পালানোর ছক ছিল জয়ন্তর, দাবি পুলিশের।
গ্যাংস্টার সুবোধের পর এবার বেউড় জেল থেকে নিয়ে আসা হল সুবোধের শাগরেদকে। বেউড় জেল থেকে নিয়ে আসা হল রওশন ওরফে তাঁতিয়াকে। রওশনকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করল সিআইডি। রওশনের বিরুদ্ধেই জেল থেকে ব্যবসায়ী তাপস ভকতকে হুমকি ফোন করার অভিযোগ
বাঁকুড়ার ওন্দায় ২১ জুলাইয়ের প্রস্তুতি ঘিরে তৃণমূলের কোন্দল। দলের ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতির মধ্যে ঠান্ডা লড়াই প্রকাশ্যে এল। স্থানীয় তৃণমূল নেতা ও ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতির উদ্যোগে ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে গরহাজির ছিলেন ওন্দার তৃণমূল ব্লক সভাপতি। দলীয় বৈঠকে তিনিই ডাক পাননি বলে বলে বিক্ষুব্ধ নেতার দাবি। অন্যদিকে, ব্লক সভাপতির ডাকা বৈঠকে অনুপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি। বিজেপির কটাক্ষ, এটা শাসকদলের ভাগ-বাঁটোয়ারার লড়াই। গোষ্ঠীকোন্দলের কথা অস্বীকার করেছেন বড়জোড়ার তৃণমূল বিধায়ক ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান
অলক মুখোপাধ্যায়।
গ্যাংস্টার সুবোধকে নিয়ে ভবানীভবনে CID। ১৭ জুলাই পর্যন্ত CID হেফাজতে গ্যাংস্টার সুবোধ সিংহ। এসএসকেএমে স্বাস্থ্য পরীক্ষার পর আনা হল ভবানী ভবনে । ডাকাতি, হুমকি থেকে খুনি-জেল থেকে কীভাবে সুবোধের নেটওয়ার্ক? পাটনার জেলে বসে কীভাবে বাংলায় অপারেশন সুবোধের? সুবোধের লিঙ্কম্যান কে? কে বা কারা বরাত দিত? জানতে চায় সিআইডি। রানিগঞ্জে ডাকাতি থেকে বিটি রোডে গুলি, ব্যারাকপুরে মণীশ শুক্লা খুন। বাংলায় একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ সুবোধের বিরুদ্ধে। গ্রিন করিডর করে আসানসোল থেকে কলকাতায় আনা হল গ্যাংস্টারকে
সিবিআই, ইডি-র পর এবার আয়কর দফতরের রাডারে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা। পার্থ-অর্পিতার নামে রয়েছে আরও বেনামী সম্পত্তি, দাবি আয়কর দফতর সূত্রের। জেলে গিয়ে অর্পিতাকে জেরা করার আবেদন। 'বেনামী সম্পত্তি খুঁজতেই অর্পিতাকে জেরা প্রয়োজন', আদালতে দাবি আয়কর দফতরের: সূত্র
আগামী বুধবার মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। নুসরত জাহান, মেয়র পারিষদ স্বপন সমাদ্দারকে নিয়ে সকাল সকাল প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। হুডখোলা গাড়িতে চড়ে বেঙ্গল কেমিক্যাল, কাঁকুরগাছি, ফুলবাগান এলাকায় চলে প্রচার।
লেক গার্ডেন্সের গুলিকাণ্ডে নতুন মোড়। মৃত রাকেশ শা সিভিক ভলান্টিয়ার। পুলিশ সূত্রে খবর, লেক গার্ডেন্সের গেস্ট হাউস থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। পুলিশের অনুমান, ক্ষোভের বশেই প্রেমিকাকে গুলি করে আত্মঘাতী হন রাকেশ শা। মৃতের দাদার দাবি, তরুণীর সঙ্গে ৭ বছরের সম্পর্ক ছিল রাকেশের। অভিযোগ, লিভ-ইন করার সময় তৃতীয় ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়ান তরুণী। মানতে না পেরেই গুলি চালান রাকেশ। কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেলেন সিভিক ভলান্টিয়ার রাকেশ, খতিয়ে দেখছে পুলিশ।
অ্যাপোলো হাসপাতালে ভর্তি মুকুল রায়ের শারীরিক অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল বলে সূত্রের খবর। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় রক্ত জমাট বেঁধেছে। চিকিৎসা পরিভাষায় যাকে বলা হয়, সাব ডিউরল হেমাটোমা। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মুকুল রায়।
সরকারি জমি দখল নিয়ে এবার দলীয় নেতাদের হুঁশিয়ারি দিলেন নারায়ণ গোস্বামী। বাগদা উপনির্বাচনের আগে কর্মী সম্মেলনে গিয়ে অশোকনগরের তৃণমূল বিধায়ক বলেন, যত বড়ই তৃণমূল নেতা হোন, সরকারি জায়গা দখল করতে পারবেন না। যদি করেন, ২৪ ঘণ্টার মধ্য়ে নিজে দাঁড়িয়ে থেকে খালি করে দিন। আমাকে মাঠে নামতে হলে, সেটা বিপজ্জনক হবে। পাশাপাশি, বাগদা উপনির্বাচনে তৃণমূলের ফল ভাল না হলে, দলের শীর্ষ নেতৃত্বের কাছে রিপোর্ট যাবে বলেও হুঁশিয়ারি দেন অশোকনগরের তৃণমূল বিধায়ক। বাগদা পঞ্চায়েতের তৃণমূল প্রধানই সরকারি সম্পত্তি দখল করে রেখেছেন, আগে সেটা ভেঙে দেখান, তৃণমূল বিধায়ককে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি। তৃণমূল প্রধানের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
আড়িয়াদহে মা-ছেলেকে গণপিটুনির ঘটনায় চারদিনের মাথায় গ্রেফতার জয়ন্ত সিংহ। ডানলপ ISI-এর কাছ থেকে গ্রেফতার জয়ন্ত। গোপন সূত্রে খবর পেয়ে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ
বর্ষার হাত ধরে ফিরল ডেঙ্গি-আতঙ্ক। ৭ দিনে রাজ্যে আক্রান্ত ১২৯ জন। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর ২৬ জুন পর্যন্ত রাজ্যে ১ হাজার ৩২৮ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। ডেঙ্গি সবথেকে বেশি থাবা বসিয়েছে উত্তর ২৪ পরগনায়। সেখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৭৬ জন। দু’নম্বরে মালদা, জেলায় ১৭৪ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। মুর্শিদাবাদে মোট ডেঙ্গি আক্রান্ত ১৫৩ জন। হুগলিতে সংখ্যাটা ১৪৫ ছুঁয়েছে। কলকাতায় চলতি বছরে এখনও পর্যন্ত ১১৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। গত বছর রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল সর্বাধিক, প্রায় ১ লক্ষ ৭ হাজার জন। যা ভেঙে দিয়েছিল গত ১২ বছরের রেকর্ড। এবার পরিস্থিতি কী হয়, তা নিয়ে চিন্তিত স্বাস্থ্য কর্তারা।
গতকাল ব্যান্ডেলে শ্যুটআউট। কলকাতা পুরসভার কর্মীকে গুলি করে খুন। ব্যান্ডেল স্টেশন থেকে হেঁটে বাড়ি ফেরার পথে খুন। কলকাতা পুরসভার কর্মীকে ব্যান্ডেলে গুলি করে খুন। দুষ্কৃতীদের খোঁজে পুলিশের তল্লাশি
লেক গার্ডেন্সে তরুণীকে গুলি করে আত্মঘাতী যুবক। গেস্ট হাউসে তরুণীকে গুলি করে আত্মঘাতী যুবক। গেস্ট হাউসের ঘর থেকে পরপর গুলির শব্দ। তরুণীর ওপর হামলার পর গুলি চালিয়ে আত্মঘাতী যুবক। গুরুতর জখম অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি তরুণী। প্রণয় ঘটিত কারণেই গুলি করে আত্মঘাতী যুবক, অনুমান পুলিশের । আক্রান্ত এবং আত্মঘাতী, ২জনেরই বজবজে বাড়ি: পুলিশ সূত্র
ব্যারাকপুরে রাতের অন্ধকারে যুবককে রাস্তায় ফেলে ব্যাপক মারধর। ঘটনার পরে রক্তাক্ত অবস্থায় ওই যুবক রাস্তার ওপরেই বেশ খানিকক্ষণ পড়ে ছিল বলে অভিযোগ। পরে ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মারধরের পিছনে স্থানীয় তৃণমূল নেতা নওশাদের ভাই সাদ্দাম, অভিযোগ আক্রান্তের। তদন্তে ব্যারাকপুর থানার পুলিশ। দল না দেখে পুলিশ তদন্ত করবে, আশ্বাস ব্যারাকপুরের পুরপ্রধান উত্তম দাসের
আড়িয়াদহে মা-ছেলেকে গণপিটুনির ঘটনায় চারদিন পেরোলেও মূল অভিযুক্ত জয়ন্ত সিং এখনও অধরা। এক্ষেত্রেও বারবার উঠছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের চিকিৎসক অনির্বাণ দত্তের রহস্যমৃত্যুতে নতুন মোড়। প্রাক্তন স্ত্রীর অভিযোগের ভিত্তিতে বহরমপুর থানায় দায়ের হল এফআইআর। বহরমপুর থানায় লিখিত অভিযোগ জমা করেন অনির্বাণ দত্তের প্রাক্তন স্ত্রী শর্মি চট্টোপাধ্য়ায়। মৃত্যু নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তিনি।২৫ জুন বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকায় বর্তমান শ্বশুরবাড়ি থেকে মৃতদেহ উদ্ধার হয় চিকিৎসক অনির্বাণ দত্তের।
গার্ডেনরিচের সুপার স্পেশালিটি হাসপাতালে ছানি অপারেশনের পরেই দেখতে পাচ্ছেন না বেশ কয়েকজন রোগী। কলকাতা মেডিক্যাল কলেজের রিজিওনাল ইন্সটিটিউট অফ অফথালমোলজি-তে করা হল ফের অস্ত্রোপচার। সংক্রমণের জেরে বিপত্তির কারণে অনির্দিষ্টকালের জন্য গার্ডেনরিচ হাসপাতালে বন্ধ করা হল চোখের অপারেশন থিয়েটার।
অবশেষে সংসদে মণিপুর নিয়ে নীরবতা ভাঙলেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে জায়গার নাম উল্লেখ না করলেও চোপড়ার ঘটনার সমালোচনা করলেন নরেন্দ্র মোদি। বিজেপিশাসিত রাজ্যে নারী নির্যাতনে অভিযুক্ত বিজেপি নেতা কেন গ্রেফতার হয় না, পাল্টা প্রশ্ন তুলেছে তৃণমূল। মোদির কথায়, 'আর যিনি নিজেকে অনেক বড় প্রগতিশীল নেত্রী মনে করেন, উনিও মুখে তালা লাগিয়ে বসে গেলেন। কারণ এর সম্পর্ক তাঁর সঙ্গে জড়িত কোনও রাজনৈতিক দল বা রাজ্যের সঙ্গে রয়েছে। আর তাই জন্য আপনি মহিলাদের ওপর অত্যাচার নিয়ে চুপচাপ হয়ে যাবেন? সভাপতি মহাশয়, আমার মনে হয়, যেভাবে বরিষ্ঠ নেতারা এই ধরনের বড় ঘটনাকে উপেক্ষা করে যাচ্ছেন, তাতে দেশের পীড়া তো হয়ই, মা-বোনেদের আরও বেশী পীড়া হয়।'
মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কড়া বার্তার এক সপ্তাহ পরেও চলছে উচ্ছেদ অভিযান। তারকেশ্বরে সরকারি জমি দখলমুক্ত করতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় বেআইনি কাঠামো। ফুটপাত দখলমুক্ত করতে আসরে নামে বাঁকুড়া পুরসভাও। জবরদখল হঠাতে এবার শিলিগুড়ি লাগোয়া চা বাগানে চলল বুলডোজার।
বারুইপুর সেন্ট্রাল জেল থেকে ছাড়া পেলেন ভাঙড়ের আরাবুল ইসলাম। মালা পরিয়ে তাঁকে দেওয়া হয় সম্বর্ধনা। কিন্তু, তাঁর ভাঙড়ে ফেরার আগেই ঘর থেকে খুলে ফেলা হল পঞ্চায়েত সমিতির সভাপতির নেমপ্লেট। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
প্রেক্ষাপট
আজও ধর্নায় দুই নবনির্বাচিত প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার। 'উপনির্বাচনে জয়ী দুই বিধায়কের শপথ কবে, সব জানা যাবে কাল। কেউ যদি ভাবেন আমরা অসহায়, তাহলে ভুল ভাবছেন। বিধানসভা রাজ্যপালের উপর নির্ভর করে না', জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কাল বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকেছেন অধ্যক্ষ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -