West Bengal News Live : রানিগঞ্জের সেনকো গোল্ডের শোরুমে লুঠের ঘটনায় একজন গ্রেফতার

Kolkata News Live Update : জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর

ABP Ananda Last Updated: 10 Jun 2024 11:51 PM
West Bengal News Live Updates: তৃণমূলের বিজয় মিছিলে আক্রান্ত পঞ্চায়েতের উপপ্রধান

তৃণমূলের বিজয় মিছিলে আক্রান্ত পঞ্চায়েতের উপপ্রধান। ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠল ISF এর একাংশের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

WB News Live Updates: মুর্শিদাবাদে নৃশংস ভাবে খুন তৃণমূলকর্মী, বিজেপির দিকে অভিযোগের আঙুল স্থানীয় তৃণমূল নেতৃত্বের

মুর্শিদাবাদের হরিহরপাড়ায় নৃশংসভাবে খুন করা হল তৃণমূলকর্মীকে। মাঠের মাঝখানে মোটরবাইক থেকে ফেলে দিয়ে, গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হল। ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যদিও পরিবার বলছে, ব্য়ক্তিগত শত্রুতার কারণেই এই খুন। 

West Bengal News Live Updates: কলকাতা মেডিক্যালে টিএমসিপি করতে 'চাপ', সরানো হল ২ হস্টেল সুপারকে, তৃণমূল সমর্থিত ৩ অধ্যাপকের লিখিত ব্যাখ্যা চাইল কলেজ কাউন্সিল

তৃণমূল ছাত্র পরিষদ করতে চাপ ও হুমকি দেওয়ার অভিযোগ। পড়ুয়াদের একাংশের অভিযোগে সরিয়ে দেওয়া হল কলকাতা মেডিক্য়াল কলেজের দুই হস্টেল সুপারকে। এক অধ্য়াপককে তাঁর প্রশাসনিক পদ থেকেও সরিয়ে দেওয়া হল। পাশাপাশি অভিযোগ নিয়ে তাদের ব্য়াখ্য়া তলব করা হয়েছে। অভিযোগের তদন্তে ২ ছাত্র প্রতিনিধি-সহ ৯ সদস্যের কমিটি গঠন

WB News Live Updates: প্রাক্তন ব্লক সভাপতির সঙ্গে বর্তমান ব্লক সভাপতির লড়াই

মুর্শিদাবাদের সালারে তৃণমূল বনাম তৃণমূলের লড়াই। সালারে তৃণমূলের গোষ্ঠীর দ্বন্দ্বে বোমাবাজি, আহত বৃদ্ধা। এলাকার দখল নিয়ে তৃণমূলের ২ গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজি। এখনও পর্যন্ত গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

West Bengal News Live Updates: তৃণমূলের মহিলা পঞ্চায়েত প্রধানকে মারধর, ভাইরাল সিসিটিভি ফুটেজ

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। তৃণমূলের মহিলা পঞ্চায়েত প্রধানকে মারধর, ভাইরাল সিসিটিভি ফুটেজ। বান্দিপুর ১ পঞ্চায়েতের প্রধানকে মারধর, পঞ্চায়েত অফিস ভাঙচুর। তৃণমূলের ব্লক সভাপতির মদতে হামলা, অভিযোগ আক্রান্ত প্রধানের। অভিযোগ অস্বীকার ব্লক তৃণমূল সভাপতির। 

WB News Live Updates: ১০ জুলাই মানিকতলায় উপনির্বাচন, প্রার্থী কে?

১০ জুলাই মানিকতলায় উপনির্বাচন, প্রার্থী নিয়ে আলোচনায় মমতা। মানিকতলা বিধানসভা উপনির্বাচন তৃণমূল প্রার্থী কে? কুণাল, পরেশ, অতীন, স্বপন সমাদ্দারের সঙ্গে নবান্নে বৈঠক। কাল মানিকতলা বিধানসভা কেন্দ্রের কাউন্সিলরদের সঙ্গে বৈঠক, খবর সূত্রের। সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়াকে প্রার্থী করায় অনেকের আপত্তি রয়েছে বলে খবর সূত্রের। তাহলে মানিকতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কে? বৈঠকে নেত্রী। 

West Bengali News Live Updates: ভুয়ো সংস্থা খুলে শাহজাহানের কালো টাকা সাদা করতে কাদের হাত? তদন্তে ৫জনের নাম উঠে আসার দাবি ইডির চার্জশিটে 

ভুয়ো সংস্থা খুলে, শেখ শাহজাহানকে কালো টাকা সাদা করতে সাহায্য় করেছিলেন কারা? ইডি সূত্রে দাবি, তদন্তে উঠে এসেছে পাঁচজনের নাম। সোমবার শেখ শাহজাহান, আলমগীর মোল্লা, দিদার বক্স মোল্লাদের আদালতে পেশ করা হয়। আইনজীবীরা জামিনের আর্জি জানালেও, আদালত সেই আর্জি খারিজ করে দেয়। ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্য়ে শেখ শাহজাহানের একটি সংস্থার মুনাফা হয় ৪ কোটি ৪৮ লক্ষ টাকা। ওই সংস্থার প্রায় ১৯৮ কোটি ৫২ লক্ষ টাকা রফতানি হয় বলেও ইডি সূত্রে দাবি। গ্রেফতার হওয়া তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরার সম্পর্কেও ইডি সূত্রে চাঞ্চল্য়কর দাবি করা হয়েছে। ধৃত শিবু হাজরা ৯০০ বিঘা ভেড়ি রয়েছে বলে ইডি সূত্রে দাবি। শাহজাহান-সহ ধৃতদের জামিনের আর্জি খারিজ, ২৩ তারিখ পর্যন্ত ফের জেল হেফাজতের নির্দেশ। 

WB News Live Updates: প্রথমবার মন্ত্রী হয়েই জোড়া দায়িত্বে সুকান্ত মজুমদার

প্রথমবার মন্ত্রী হয়েই জোড়া দায়িত্বে সুকান্ত মজুমদার। শিক্ষার সঙ্গে উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী হলেন সুকান্ত মজুমদার। অন্যদিকে জাহাজ প্রতিমন্ত্রীই রইলেন শান্তনু ঠাকুর। 

West Bengal News Live Updates: জেলায় জেলায় ভোট পরবর্তী সন্ত্রাস, ঘরছাড়া বহু বিজেপি কর্মী, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী

জেলায় জেলায় ভোট পরবর্তী সন্ত্রাস, ঘরছাড়া বহু বিজেপি কর্মী। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। 'মধ্যযুগীয় বর্বরতা চলছে। জলের লাইন কেটে দেওয়া হয়েছে। বিজেপি সমর্থক হকারদের তুলে দেওয়া হচ্ছে। বিজেপি কর্মীদের দোকানে তালা লাগিয়ে দিচ্ছে', তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ শুভেন্দু অধিকারীর। ডায়মন্ড হারবার ও বারুইপুরে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলেছেন শুভেন্দু।  

WB News Live Updates: ভোটে জিতে মন্ত্রিসভায় ঠাঁই না পাওয়ায় বিস্ফোরক সৌমিত্র খাঁ

ভোটে জিতে মন্ত্রিসভায় ঠাঁই না পাওয়ায় বিস্ফোরক সৌমিত্র খাঁ। 'আমাকে হয়তো ভয় পায়, পশ্চিমবঙ্গে রাজনীতির দখল নিয়ে নেব'। 'আমি মুকুলের অনুগামী ছিলাম, গোটা রাজ্যে প্রভাব ছিল'। 'আমার নবান্ন অভিযান দশটা আন্দোলনের মধ্যে অন্যতম'। 'বাংলা পূর্ণমন্ত্রী না পাওয়ায় অনেকে হতাশ'। '২ কোটি ৩৮ লক্ষ মানুষ ভোট দিয়েছেন, তাঁদের কাছে খারাপ বার্তা যাচ্ছে', বিস্ফোরক বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। 

West Bengal News Live Updates: রানিগঞ্জের সেনকো গোল্ডের শোরুমে লুঠের ঘটনায় একজনকে গ্রেফতার করল ঝাড়খণ্ড পুলিশ

রানিগঞ্জের সেনকো গোল্ডের শোরুমে লুঠের ঘটনায় একজনকে গ্রেফতার করল ঝাড়খণ্ড পুলিশ। উদ্ধার হয়েছে আসানসোল থেকে ছিনতাই করা গাড়ি। ওই গাড়িতে মিলেছে রানিগঞ্জের সেনকো গোল্ডের শোরুমের বেশ কিছু গয়না ও কার্তুজ। ঝাড়খণ্ড ও বিহারে পুলিশের খাতায় নাম রয়েছে ধৃতের। গতকাল ভরদুপুরে রানিগঞ্জ বাজারে সেনকো গোল্ডের শোরুমে হানা দেয় সশস্ত্র ডাকাতদল। পুলিশের সঙ্গে গুলির লড়াই চলে। এরপরও পালিয়ে যায় দুষ্কৃতীরা। ডাকাতির ঘণ্টাদুয়েকের মধ্যেই আসানসোলের মহিশিলায় গানপয়েন্টে রেখে গাড়ি ছিনতাই করে দুষ্কৃতীরা।

WB News Live Updates: লোকসভা ভোট মিটতেই এবার ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন

লোকসভা ভোট মিটতেই এবার ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ১০ জুলাই রাজ্যের ৪টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা কেন্দ্রে উপনির্বাচন। বিধায়ক পদে ইস্তফা দিয়ে লোকসভার প্রার্থী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী, বিশ্বজিৎ দাস। তার ফলেই ফের ভোট হবে। অন্যদিকে, সাধন পাণ্ডের মৃত্যুর ২ বছরেরও বেশি পরে মানিকতলায় উপনির্বাচন হতে চলেছে। উপনির্বাচনের জন্য ১৪ জুন বিজ্ঞপ্তি, ফল ঘোষণা হবে ১৩ জুলাই। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২১ জুন। 

West Bengal News Live Updates: তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে অশান্ত কসবা, চলল গুলি !

তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে অশান্ত কসবা, চলল গুলি! কসবার ইন্দু পার্ক এলাকায় দুষ্কৃতী তাণ্ডব, চলল গুলি-বোমা! গুলি চলেছে ২-৩ রাউন্ড, বোমাবাজিও হয়েছে, জানাল পুলিশ। ভোট মিটতেই কসবায় চরমে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। রাজডাঙার পর এবার ইন্দু পার্ক এলাকা। ফের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না ও কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীরা সংঘর্ষে জড়ালেন। রাতে বোমাবাজি-গুলি চলারও অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি কার্তুজের খোল। পুলিশের সামনেই এক মহিলার মুখ ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কসবা থানায় অভিযোগ দায়ের হয়েছে, ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূলেরই কাউন্সিলরের মদতের অভিযোগ দলেরই কাউন্সিলর সুশান্ত ঘোষের। 'বাড়িওয়ালা-ভাড়াটিয়ার গন্ডগোল, যে অন্যায় করবে তার শাস্তি হোক', হামলায় ঘনিষ্ঠদের যোগ থাকার অভিযোগ উড়িয়ে দাবি লিপিকা মান্নার। 

WB News Live Updates: নিউটাউনের রেস্তোরাঁয় মালিককে মারধর অভিনেতা-বিধায়ক সোহমের, কী বলছেন তৃণমূলের তারকা সাংসদ দেব?

নিউটাউনের রেস্তোরাঁয় সোহমের মস্তানি, নিন্দায় দেব। সোহম আমার বন্ধু হলেও এমন আচরণ সমর্থন করি না, মন্তব্য দেবের। শুক্রবার রাতে নিউটাউনের রেস্তোরাঁয় মস্তানি তৃণমূল বিধায়কের। রেস্তোরাঁ মালিককে বেধড়ক মারধর করেন সোহম। পাল্টা রেস্তোরাঁর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন অভিনেতা-বিধায়ক। দু'পক্ষই পুলিশে অভিযোগ দায়ের করেছে। 

West Bengal News Live Updates: বঙ্গ বিজেপির কাণ্ডারী কে? চলছে জল্পনা, কী বলছেন সুকান্ত মজুমদার?

'বাংলা থেকে কম আসন বিজেপি জিতেছে বলেই পূর্ণমন্ত্রী পায়নি বাংলা। আপাতত আমিই বিজেপি রাজ্য সভাপতি', বিজেপি এখনও আমাকেই রাজ্য সভাপতি রেখেছে, বললেন সুকান্ত মজুমদার। 

WB News Live Updates: এগরায় বিস্ফোরণের বছর ঘুরতে না ঘুরতেই বিস্ফোরণে কাঁপল কোলাঘাট

এগরায় বিস্ফোরণের বছর ঘুরতে না ঘুরতেই বিস্ফোরণে কাঁপল কোলাঘাট। কোলাঘাটের পয়াগ গ্রামে বাজির বেআইনি গুদামে ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত, ঝলসে গেল গাছ। মজুত বাজি থেকে বিস্ফোরণ, চাঙড় খসে আহত এক মহিলা। বিস্ফোরণের পর থেকেই জনশূন্য গ্রাম, বসল পুলিশ পিকেট। 'দীর্ঘদিন ধরেই গ্রামের ৩০ থেকে ৪০টি বাড়িতে বেআইনি বাজির কারবার' বেআইনি বাজির রমরমা কারবার নিয়ে অভিযোগ স্থানীয়দের। কীভাবে দিনের পর দিন বেআইনি বাজির কারবার? প্রশ্ন স্থানীয়দের। 

West Bengal News Live Updates: নিউটাউনের সোহমের মস্তানি, পুলিশের ভূমিকায় প্রশ্ন রেস্তোরাঁ মালিকের

নিউটাউনের সোহমের মস্তানি, পুলিশের ভূমিকায় প্রশ্ন রেস্তোরাঁ মালিকের। 'আমাকে মারধর করা হয়েছিল, প্রাণনাশের আশঙ্কা ছিল। আমার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ কী ব্যবস্থা নিয়েছে, এখনও জানতেই পারলাম না। পুলিশ আমার সঙ্গে কথাই বলেনি', দাবি রেস্তোরাঁ মালিকের। শুক্রবার রাতে নিউটাউনের রেস্তোরাঁয় মস্তানি তৃণমূল বিধায়কের। রেস্তোরাঁ মালিককে বেধড়ক মারধর করেন সোহম। পাল্টা রেস্তোরাঁর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন অভিনেতা-বিধায়ক। দু'পক্ষই পুলিশে অভিযোগ দায়ের করেছে। 

WB News Live Updates: মেডিকেলে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগ, পরীক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখতে তৈরি হল কমিটি

মেডিকেলে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগে তোলপাড় হচ্ছে দেশ। কলকাতা ও দিল্লির হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। NTA-এর কাছে রিপোর্ট তলব করেছে আদালত। এই পরিস্থিতিতে পরীক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে বলে জানালেন NTA-এর ডিজি সুবোধকুমার সিংহ। 

West Bengal News Live Updates: দক্ষিণবঙ্গে পিছিয়ে গেল বর্ষা, ফের গরমের দাপট

দক্ষিণবঙ্গে পিছিয়ে গেল বর্ষা, ফের গরমের দাপট। এখনই দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। 

WB News Live Updates: বাংলা থেকে এবারও নেই কোনও পূর্ণ মন্ত্রী, কটাক্ষ তৃণমূলের

বাংলা থেকে এবারও নেই কোনও পূর্ণ মন্ত্রী, কটাক্ষ তৃণমূলের। 'বাংলাকে বঞ্চনা করে নিজের দলের মধ্যেই বাংলাকে অসম্মান'। একজনও কেন পূর্ণ মন্ত্রী নেই? মোদিকে আক্রমণে কুণাল ঘোষ। 

West Bengal News Live Updates: ভোটে জিতে মন্ত্রিসভায় ঠাঁই না পাওয়ায় বিস্ফোরক সৌমিত্র খাঁ

ভোটে জিতে মন্ত্রিসভায় ঠাঁই না পাওয়ায় বিস্ফোরক সৌমিত্র খাঁ। 'আমাকে হয়তো ভয় পায়, পশ্চিমবঙ্গে রাজনীতির দখল নিয়ে নেব'। 'আমি মুকুলের অনুগামী ছিলাম, গোটা রাজ্যে প্রভাব ছিল'। 'আমার নবান্ন অভিযান দশটা আন্দোলনের মধ্যে অন্যতম'। 'বাংলা পূর্ণমন্ত্রী না পাওয়ায় অনেকে হতাশ'। '২ কোটি ৩৮ লক্ষ মানুষ ভোট দিয়েছেন, তাঁদের কাছে খারাপ বার্তা যাচ্ছে', বিস্ফোরক বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। 

WB News Live : রানিগঞ্জের সেনকো গোল্ডের শোরুমে লুঠের ঘটনায় একজন গ্রেফতার

রানিগঞ্জের (Raniganj Dacoity) সেনকো গোল্ডের শোরুমে লুঠের ঘটনায় একজনকে গ্রেফতার করল ঝাড়খণ্ড পুলিশ (Jharkhand Police)। উদ্ধার হয়েছে আসানসোল থেকে ছিনতাই করা গাড়ি। ওই গাড়িতে মিলেছে রানিগঞ্জের সেনকো গোল্ডের শোরুমের বেশ কিছু গয়না ও কার্তুজ। ঝাড়খণ্ড ও বিহারে পুলিশের খাতায় নাম রয়েছে ধৃতের। গতকাল ভরদুপুরে রানিগঞ্জ বাজারে সেনকো গোল্ডের শোরুমে হানা দেয় সশস্ত্র ডাকাতদল। পুলিশের সঙ্গে গুলির লড়াই চলে। এরপরও পালিয়ে যায় দুষ্কৃতীরা। ডাকাতির ঘণ্টাদুয়েকের মধ্যেই আসানসোলের মহিশিলায় গানপয়েন্টে রেখে গাড়ি ছিনতাই করে দুষ্কৃতীরা।

কোলাঘাটের পয়াগ গ্রামে বিস্ফোরণ, একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত

খাদিকুলে ভয়াবহ বিস্ফোরণের পর বছর ঘুরতেই কোলাঘাটের পয়াগ গ্রামে বিস্ফোরণ। একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত। আতঙ্কে ফাঁকা গ্রাম। বেআইনি বাজি তৈরি হত, অভিযোগ স্থানীয়দের। 

West Bengal News Live : রানিগঞ্জের সেনকো গোল্ডের শোরুমে লুঠের ঘটনায় একজনকে গ্রেফতার করল ঝাড়খণ্ড পুলিশ

রানিগঞ্জের সেনকো গোল্ডের শোরুমে লুঠের ঘটনায় একজনকে গ্রেফতার করল ঝাড়খণ্ড পুলিশ। উদ্ধার হয়েছে আসানসোল থেকে ছিনতাই করা গাড়ি। ওই গাড়িতে মিলেছে রানিগঞ্জের সেনকো গোল্ডের শোরুমের বেশ কিছু গয়না ও কার্তুজ। ঝাড়খণ্ড ও বিহারে পুলিশের খাতায় নাম রয়েছে ধৃতের। গতকাল ভরদুপুরে রানিগঞ্জ বাজারে সেনকো গোল্ডের শোরুমে হানা দেয় সশস্ত্র 
ডাকাতদল।

WB News Live : দুই তৃণমূল কাউন্সিলরের দ্বন্দ্বে বোমাবাজি ও গুলি চলার অভিযোগ উঠল কসবায়

দুই তৃণমূল কাউন্সিলরের দ্বন্দ্বে বোমাবাজি ও গুলি চলার অভিযোগ উঠল কসবায়। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীদের অভিযোগ বহিরাগতদের নিয়ে এসে তাদের ওপর হামলা চালিয়েছেন দলের কাউন্সিলর লিপিকা মান্নার অনুগামীরা। যদিও হামলা যোগ অস্বীকার করে বাড়িওয়ালা ভাড়াটের মধ্য়ে গন্ডগোল বলে পাল্টা দাবি করেছেন লিপিকা মান্না। 

WB News Live : কোলাঘাটের পয়াগ গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ

এগরার খাদিকুলে ভয়াবহ বিস্ফোরণের পর বছর ঘুরতে না ঘুরতেই এবার কোলাঘাটের পয়াগ গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। বিস্ফোরণের অভিঘাতে আশেপাশের অন্তত ৪-৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা আস্ত বাড়ি ধূলিসাৎ হয়ে 
গিয়েছে। গতকাল রাত ১০টা নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে পয়াগ গ্রাম ও আশেপাশের এলাকা। দমকলের ২টি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। স্থানীয় সূত্রে খবর, এই গ্রামে বেশ কিছু বাড়িতে বেআইনি বাজি তৈরি হয়। সেখানেই বিস্ফোরণ ঘটে। তবে হতাহতের খবর মেলেনি। 

West Bengal News Live : ভোট মিটতেই স্বপদে বহাল পূর্ব মেদিনীপুরের জেলাশাসক

ভোট মিটতেই স্বপদে বহাল পূর্ব মেদিনীপুরের জেলাশাসক।
এ নিয়ে আজই নির্দেশিকা জারি করেছে নবান্ন। ভোট শুরুর আগে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝিকে বীরভূমে বদলি 
করে নির্বাচন কমিশন। জেলাশাসক পদ থেকে অপসারিত করে
ভোটের সঙ্গে যুক্ত নয়, এমন কাজের দায়িত্ব দিতে নবান্নকে নির্দেশ দেয় কমিশন।

Loksabha Election News : বীরভূম লোকসভা আসনে হারের পর, এবার পঞ্চায়েত হাতছাড়া হতে চলেছে বিজেপির

বীরভূম লোকসভা আসনে হারের পর, এবার পঞ্চায়েত হাতছাড়া হতে চলেছে বিজেপির। সিউড়ির কড়িধ্যা গ্রাম পঞ্চায়েতের 
উপপ্রধান-সহ ২ জন পঞ্চায়েত সদস্যকে লিখিয়ে নিয়ে যোগদান করানো হল তৃণমূলে। এই গ্রাম পঞ্চায়েতে মোট আসন ১৭। এর মধ্যে তৃণমূল পেয়েছিল ৮টি, বিজেপি ৯টি আসনে জিতে বোর্ড গঠন করে বিজেপি। এবার উপপ্রধান-সহ ২ সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় তাদের সদস্য সংখ্যা বেড়ে হল ১০। বিজেপির সদস্য সংখ্যা কমে হল ৭। এবার পঞ্চায়েতে বোর্ড গঠনের জন্য BDO-র কাছে আবেদন জানানো হবে বলে জানিয়েছেন সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী। দলবদলের বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে বিজেপি জেলা নেতৃত্ব।

Loksabha Election 2024 : কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে স্কুল খোলা যাচ্ছে না, আদালতের হস্তক্ষেপের আর্জি

লোকসভা নির্বাচন মিটে যাওয়ার পরও রাজ্যের বহু স্কুল এখনও খোলা যাচ্ছে না। কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে সেইসব স্কুল খোলা যাচ্ছে না। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে আদালতের হস্তক্ষেপের আর্জি জানালেন আইনজীবীরা। আগামী বুধবার বিষয়টি শোনা হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

Weather Update Live : এই জেলাগুলিতে আজ তাপপ্রবাহের সতর্কতা

উত্তরবঙ্গে বর্ষা এলেও দক্ষিণবঙ্গে এখনও থমকে। তাই উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টি হলেও, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে আজ তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এমন জ্বালাপোড়া গরম থাকবে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও তাপমাত্রার হেরফের হবে না। অন্যদিকে, মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তরবঙ্গের বাকি ৫ জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের ছবিটা চলতি সপ্তাহেই স্পষ্ট হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Post Poll Violence 2024 :  ভোট পরবর্তী অশান্তি নিয়ে আদালতে শুভেন্দু অধিকারী

 ভোট পরবর্তী অশান্তি নিয়ে আদালতে শুভেন্দু অধিকারী। 'আক্রান্তদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আদালত পদক্ষেপ নিক' এই মর্মে প্রধান বিচারপতির বেঞ্চে মামলা করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার মামলার শুনানি চলতি সপ্তাহেই। 

WB News Live : দেগঙ্গায় তৃণমূলের উপপ্রধানকে ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপ

দেগঙ্গায় তৃণমূলের উপপ্রধানকে ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপ।
তৃণমূলের বিজয় মিছিল চলাকালীন হামলার অভিযোগ।
হামলার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে, ৪ আইএসএফ সমর্থক গ্রেফতার।
আহত উপপ্রধানকে কলকাতায় চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে। 

WB News Live : ভোট মিটতেই কসবায় চরমে তৃণমূলের গোষ্ঠীকোন্দল

ভোট মিটতেই কসবায় চরমে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। রাজডাঙার পর এবার ইন্দু পার্ক এলাকা। ফের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না ও কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীরা সংঘর্ষে জড়ালেন । রাতে বোমাবাজি-গুলি চলারও অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি কার্তুজের খোল

Sandeshkhali Case : সন্দেশখালিতে বিজেপি কর্মীদের ওপর অত্য়াচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সন্দেশখালিতে বিজেপি কর্মীদের ওপর অত্য়াচারের এরকম অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে রবিবার বেড়মজুরে যান বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার ইনচার্জ অর্চনা মজুমদার। ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি তাঁর।

West Bengal Post Poll Violence : মানিকচকে কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

 মালদার মানিকচকে কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নিহত কংগ্রেস কর্মীর নাম আকমল শেখ। অভিযোগ অস্বীকার শাসকদলের। দোষীদের গ্রেফতারির দাবিতে মানিকচক থানায় ঘেরাও কংগ্রেস কর্মীদের। 

WB News Live : ভোট মিটতেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে গুলি করে খুন করা হল এক তৃণমূল কর্মীকে

ভোট মিটতেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে গুলি করে খুন করা হল এক তৃণমূল কর্মীকে। গতকাল রাত ১২টা নাগাদ হরিহরপাড়ার গজনিপুর এলাকায় খুনের ঘটনা ঘটে। অভিযোগের তির বিজেপির দিকে। মৃত তৃণমূল কর্মীর নাম সনাতন ঘোষ। রাতে দুই সঙ্গীর সঙ্গে মোটরবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন সনাতন। অভিযোগ, মাঠের মধ্যে বাইক দাঁড় করিয়ে তৃণমূল কর্মীকে গুলিতে ঝাঁঝরা করে দেয় কয়েকজন দুষ্কৃতী। আশঙ্কাজনক
অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

TMC News Live : বাংলার মানুষের কাছে আমরা ঋণী, বার্তা অভিষেকের

রাজ্যবাসী তৃণমূলের ওপর যে আস্থা রেখেছেন, তার সম্মান রাখতে হবে। আরও দায়িত্বের সঙ্গে কাজ করতে হবে জনপ্রতিনিধিদের। বাংলার মানুষের কাছে আমরা ঋণী, বার্তা অভিষেকের। 

West Bengal News Live : কলকাতার ২টি লোকসভা আসনে তৃণমূল জিতলেও পুরসভায় থাবা বসিয়েছে বিজেপি

 কলকাতার ২টি লোকসভা আসনে তৃণমূল জিতলেও পুরসভায় থাবা বসিয়েছে বিজেপি। কলকাতার ১৪৪-র মধ্যে ৪৫টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি। পিছিয়ে দেবাশিস, শশী, পরেশ, জুঁই, বিশ্বরূপ।

West Bengal News Live : তৃতীয় মোদি সরকারেও ক্যাবিনেট মন্ত্রী-বিহীন বাংলা

বাংলা থেকে নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় জায়গা পেলেন শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার। দু-জনকেই প্রতিমন্ত্রী করা হয়েছে। তৃতীয় মোদি সরকারেও ক্যাবিনেট মন্ত্রী-বিহীন বাংলা। এনিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল এবং সিপিএম।

প্রেক্ষাপট

কলকাতা : টানা ৩ বারের জন্য় প্রধানমন্ত্রী ( PM Modi )পদে শপথ নিলেন নরেন্দ্র মোদি ( Narendra Modi ) । তাঁর সঙ্গেই শপথগ্রহণ করলেন আরও ৭১ জন মন্ত্রী। বাংলা থেকে প্রতিমন্ত্রী হলেন সুকান্ত মজুমদার ( Sukanta Majumdar ) ও শান্তনু ঠাকুর ( Santanu Thakur ) । সোমবার বিকেলে তৃতীয় মোদি-মন্ত্রিসভার প্রথম বৈঠক হতে পারে।


এদিকে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হলেন সুকান্ত মজুমদার। ফলে, বিজেপির 'এক ব্যক্তি এক পদ নীতি মেনে, তাঁকে রাজ্য সভাপতির পদ ছাড়তে হবে। সুকান্ত মজুমদারের জায়গায়, কে হবেন রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি? এনিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।


এরই মধ্যে বিজেপিতে এবার শুরু হল সোশ্যাল মিডিয়া পোস্ট যুদ্ধ।  দিলীপ ঘোষের পরাজয়ের পরই, সোশ্য়াল মিডিয়ায় নাম না করে, বিরোধী দলনেতাকে আক্রমণ শানাল দিলীপ অনুরাগীরা। পাল্টা ফেসবুকেই আক্রমণের জবাব দিল শুভেন্দু অধিকারীর অনুগামীরা। লোকসভা ভোটের ফলাফল প্রকাশ হতেই উত্তর থেকে দক্ষিণবঙ্গ, দিকে দিকে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব বিরোধীরা। এই পরিস্থিতিতে, দলীয় কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এক্স হ্যান্ডেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, পশ্চিমবঙ্গের মানুষ আমাদের প্রতি যে আস্থা রেখেছেন তাকে সম্মান করুন। যা নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা।  


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.