West Bengal News Live Updates: এবার SIR বিক্ষোভে উত্তপ্ত স্বরূপনগর, বিডিও অফিসের সামনে বিক্ষোভ তৃণমূলের

West Bengal News: সব জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।

Advertisement

ABP Ananda Last Updated: 21 Jan 2026 11:41 PM

প্রেক্ষাপট

স্বাস্থ্য ভবনের সামনে বিশাল উঁচু ব্যারিকেড। আশা কর্মীরা পৌঁছতেই বাধা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ধরপাকড়। তুমুল উত্তেজনা। আশা কর্মীদের প্রতিবাদে ধর্মতলায় তুলকালাম। হাওড়া-শিয়ালদা থেকে এসে ধর্মতলায় জমায়েত। ব্যারিকেড ভাঙার চেষ্টা। স্বাস্থ্য ভবনে যাওয়ার...More

West Bengal News Live: SIR-এর শুনানি কেন্দ্রে ঢুকে BLO-কে শাসানি খোদ মন্ত্রীর !

SIR-এর শুনানি কেন্দ্রে ঢুকে BLO-কে শাসানি খোদ মন্ত্রীর! শুনানি কেন্দ্রে ঢুকে BLO-কে হুমকি রঘুনাথগঞ্জের বিধায়কের। BLO-কে হুমকি দিয়ে বিতর্কের মুখে রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান। BLO-কে বিজেপির দালাল কটাক্ষ তৃণমূল বিধায়কের। 


 

© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.