West Bengal News Live: দক্ষিণ ২৪ পরগনার বজবজে পরপর বোমাবাজি, গুলি চালানোর ভিডিও ভাইরাল, ফের সামনে এল সিন্ডিকেট রাজ

WB News Live: সব জেলার প্রতি মুহূর্তের সব খবর দেখুন একনজরে।

ABP Ananda Last Updated: 13 Feb 2025 11:57 PM

প্রেক্ষাপট

কলকাতায় ফের প্রশ্নে নারী নিরাপত্তা। শ্লীলতাহানি তরুণীর, প্রতিবাদ করায় বাড়িতে চড়াও হয়ে মারধরের চেষ্টা। খুন-অ্যাসিড ছুঁড়ে মারার হুমকি। গড়ফা থানায় লিখিত অভিযোগ। অপরাজিতা বিল কার্যকর করাতে রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধিদল। কটাক্ষ...More

West Bengal News Live: অপরাজিতা বিল কার্যকর করাতে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হল তৃণমূল

অপরাজিতা বিল কার্যকর করাতে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হল তৃণমূল। রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুর সঙ্গে দেখা করল ১১ সদস্যের তৃণমূল প্রতিনিধিদল। সরকারই যদি প্রমাণ লোপাট করে, কড়া আইন এনে কী হবে? কটাক্ষ করেছে বিজেপি।