West Bengal News Live : আজ নেতাজি ইন্ডোরে ইমামদের সভায় মুখ্যমন্ত্রী
অশান্ত মুর্শিদাবাদে এবার আসছে জাতীয় মানবাধিকার কমিশন।আজ নেতাজি ইন্ডোরে ইমামদের সভায় মুখ্যমন্ত্রী।আজই শহিদ দিবস পালন করবে বিজেপি।
ABP Ananda Last Updated: 16 Apr 2025 02:51 PM
প্রেক্ষাপট
মোদি সরকারের আনা ওয়াকফ আইনের প্রতিবাদে, মুর্শিদাবাদের অশান্তির আঁচ ঠান্ডা হওয়ার আগেই অগ্নিগর্ভ হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। এই অবস্থায়, বুধবার, সুপ্রিমকোর্টে রয়েছে ওয়াকফ-মামলার শুনানি। আর বুধবারই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম এবং মোয়াজ্জেমদের...More
মোদি সরকারের আনা ওয়াকফ আইনের প্রতিবাদে, মুর্শিদাবাদের অশান্তির আঁচ ঠান্ডা হওয়ার আগেই অগ্নিগর্ভ হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। এই অবস্থায়, বুধবার, সুপ্রিমকোর্টে রয়েছে ওয়াকফ-মামলার শুনানি। আর বুধবারই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম এবং মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে, গত বুধবার ওয়াকফ আইনের বিরোধিতায় সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিকে, মুর্শিদাবাদ থেকে ভাঙড়, ওয়াকফ আন্দোলন ঘিরে অশান্তি থামাতে পুলিশ ঠিক কতখানি সক্রিয় ছিল, তা নিয়ে প্রশ্ন তুলছেন তৃণমূলেরই একের পর এক বিধায়ক, সাংসদ। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর, সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা থেকে জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান। একসুর সবার। এখনও থমথমে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতি। রাস্তায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। রয়েছে পুলিশও। তবু আতঙ্ক পিছু ছাড়ছে না। অশান্তি ঠেকাতে নিজেরাই বাঁশের ব্যারিকেড তৈরি করেছেন বাসিন্দারা। আস্থা ফেরাতে শান্তি কমিটি তৈরি করে মিছিল, পথসভার আয়োজন করছে নাগরিক সমাজ। চাকরি বাতিল ইস্যুতে আন্দোলনের তীব্রতা বাড়াচ্ছেন চাকরিহারারা। বুধে দিল্লির যন্তরমন্তরে রয়েছে তাঁদের প্রতিনিধি দলের বিক্ষোভ কর্মসূচি। রাজধানীর মাটিতে আন্দোলন শুরুর আগে, পয়লা বৈশাখ চাকরি চেয়ে পথে নামলেন তাঁরা। ওয়েলিংটন থেকে ধর্মতলা পর্যন্ত মোবাইলফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে হল মিছিল। বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চের কয়েকজন সদস্য আবার পৌঁছে যান সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে কড়া ভাষায় কংগ্রেসকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী
যেখানে অশান্তি সেখানে জিতেছে কংগ্রেস। ওদেরই পরিস্থিতি শান্ত করা উচিত ছিল। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। অশান্তির জন্য উনিই দায়ী, পাল্টা জবাব দিলেন অধীর চৌধুরী।