West Bengal News Live : রতুয়ার সভা থেকে ফেরার সময় হামলা, আক্রান্ত একাধিক বিজেপি নেতা

Loksabha Election 2024 : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর।

ABP Ananda Last Updated: 20 Apr 2024 11:55 PM

প্রেক্ষাপট

শুরু হয়ে গেল ২৪ এর ভোট-যুদ্ধ। আর প্রথম দফাতেই বঙ্গ দেখল একের পর এক অশান্তি। ভোর থেকে রাত, ভোটের পরেও অশান্তি। শীতলকুচিতে স্কুলের  সামনে হল বোমাবাজি, ইভিএম লুঠের চেষ্টার অভিযোগ...More

West Bengal News Live : এবার অভিষেকের মুখে 'সার্জিক্যাল স্ট্রাইক' '

এবার অভিষেকের মুখে 'সার্জিক্যাল স্ট্রাইক'। 'বাংলা-বিরোধীদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করেছেন মহিলারা'  । প্রথম দফায় ৩ কেন্দ্রে ভোট হতেই বিজেপিকে আক্রমণে অভিষেক।