West Bengal News Live : রতুয়ার সভা থেকে ফেরার সময় হামলা, আক্রান্ত একাধিক বিজেপি নেতা
Loksabha Election 2024 : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর।
এবার অভিষেকের মুখে 'সার্জিক্যাল স্ট্রাইক'। 'বাংলা-বিরোধীদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করেছেন মহিলারা' । প্রথম দফায় ৩ কেন্দ্রে ভোট হতেই বিজেপিকে আক্রমণে অভিষেক।
মালদার নির্বাচনী প্রচার সভা থেকে ফের সিএএ, এনআরসি ইস্য়ুতে সুর চড়ালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। নিজেকে রয়্য়াল বেঙ্গল টাইগারের সঙ্গে তুলনা করে সিএএ, এনআরসি করতে দেবেন না বলে ফের হুঙ্কার দেন তিনি। পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল নেত্রীকে কটাক্ষ করেছে সিপিএমও।
অধীরের প্রচারে বাধা, জেলা প্রশাসনের রিপোর্ট তলব কমিশনের । বারবার কেন প্রচারে বাধা? নির্বাচন কমিশনে কংগ্রেসের বিক্ষোভ। অধীর চৌধুরীর নিরাপত্তা বাড়ানোর দাবিতে কমিশনে চিঠি । অধীরের সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনীর স্পেশাল টিমের দাবি কংগ্রেসের।
শুভেন্দুর সভা সেরে ফেরার পথে বিজেপি কর্মীদের উপর হামলা। রতুয়ার সভা থেকে ফেরার সময় হামলা, আক্রান্ত একাধিক বিজেপি নেতা
মাথা ফাটল উত্তর মালদার যুব মোর্চার সম্পাদকের। বাঁশ, লাঠি নিয়ে গাড়িতে হামলা, ৬জন বিজেপি নেতা-কর্মী আহত । তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির । হামলার অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের ।
কুশমণ্ডির সভা থেকে তৃণমূলকে কটাক্ষ মিঠুনের। 'বিজেপি কি দুর্নীতিগ্রস্ত পার্টি? গরু-কয়লা-বালি চুরি করে? আমাদের প্রতিপক্ষ দুর্নীতিগ্রস্ত পার্টি, গরু-কয়লা-বালি চুরি করে । আপনারা কি দুর্নীতিগ্রস্ত পার্টিকে ভোট দেবেন? সুন্দর বাংলা গড়বে বিজেপি, এটাই মোদির গ্যারান্টি।'
NDA-র পক্ষে একতরফা ভোটদান হয়েছে। প্রথম দফার ভোটের পর দিনই এই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কটাক্ষ করেছেন বিরোধীদের জোট 'INDIA'-কেও। পাল্টা, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগে ২০০ পার করো, তারপরে তো পুকুরে সাঁতার কাটবে।
অধীরের প্রচারে বাধা, জেলা প্রশাসনের রিপোর্ট তলব কমিশনের । বারবার কেন প্রচারে বাধা? নির্বাচন কমিশনে কংগ্রেসের বিক্ষোভ। অধীর চৌধুরীর নিরাপত্তা বাড়ানোর দাবিতে কমিশনে চিঠি । অধীরের সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনীর স্পেশাল টিমের দাবি কংগ্রেসের।
'ইডি-সিবিআই দিয়ে অনেক চমকেছে, পরিবারকেও ছাড়েনি। আমরা দিল্লির কাছে মাথা নত করব না। আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়ে যাব।' ফের এজেন্সি নিয়ে বিজেপিকে নিশানা অভিষেকের।
প্রথম দফার ভোট মিটতেই সন্ত্রাস। ধূপগুড়িতে বিজেপির পোলিং এজেন্টকে মার। দিনহাটায় আক্রান্ত তৃণমূল কর্মী। বাড়ি ভাঙচুর। বিজেপি কর্মীর বাড়ির সামনে বোমা। রানাঘাটে বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে বোমাবাজি। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। প্রতিবাদ মিছিল, থানার সামনে বিক্ষোভ, কমিশনে নালিশ। অভিযোগ ওড়াল তৃণমূল।
শুভেন্দু অধিকারীর মুখে ফের 'বিস্ফোরণ' হুঁশিয়ারি। 'তৃণমূল কূলকিনারা পাবে না, এমন অবস্থা হতে চলেছে'। রতুয়ার সভা থেকে হুঁশিয়ারি বিরোধী দলনেতার।
রামপুরহাট থানায় বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার। বিজেপি প্রার্থী দেবাশিস ধর সহ একাধিক নেতার বিরুদ্ধে
অস্ত্র আইনে মামলার প্রতিবাদ। জোর করে থানায় ঢোকার চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।
রামপুরহাট থানায় বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার। বিজেপি প্রার্থী দেবাশিস ধর সহ একাধিক নেতার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রতিবাদ। রামনবমীর দিন অস্ত্র হাতে মিছিলের অভিযোগে বিজেপি প্রার্থী ও নেতাদের বিরুদ্ধে মামলা পুলিশের। জামিন অযোগ্য ধারায় মামলার প্রতিবাদে রামপুরহাট থানায় বিক্ষোভ বিজেপির। জোর করে থানায় ঢোকার চেষ্টা বিজেপি কর্মীদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।
উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল-রাজ্য সংঘাত তুঙ্গে। ৬টি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু, খবর রাজভবন সূত্রে। শিক্ষা দফতরের ৩১ জনের তালিকা থেকে ৭ জনকে ডেকেছিলেন রাজ্যপাল। যে ৭ জনকে রাজ্যপাল ডেকেছিলেন, তাঁদের মধ্যে ৫ জন আজ রাজভবনে আসেন।
এই ৫ জনের সঙ্গে রাজভবনের এক আধিকারিকের আজ বৈঠক হয়।
জখম তৃণমূল কর্মীকে দেখতে হাসপাতালে গেলেন দিলীপ ঘোষ। ১০০ দিনের কাজে দুর্নীতির প্রতিবাদ করায় তৃণমূলেরই অপর গোষ্ঠী হামলা চালায় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিক্যালে ভর্তি তৃণমূল কর্মী স্বপন মল্লিক। আজ আহত তৃণমূল কর্মীকে দেখতে হাসপাতালে যান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
জলঙ্গিতে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী। বিক্ষোভের মুখে মুর্শিদাবাদ লোকসভার বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ। বিজেপি প্রার্থীকে দেখানো হয় কালো পতাকা, দেওয়া হয় গো ব্যাক স্লোগান। বিক্ষোভকারীদের হাতে কোনও দলীয় পতাকা ছিল না। বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল, অভিযোগ বিজেপি প্রার্থীর।
'প্রথমদফায় এনডিএ-র পক্ষে একতরফা ভোটদান হয়েছে। ' প্রথমদফার ভোটের পরদিনই দাবি প্রধানমন্ত্রীর। 'ভোটাররাও দেখছে, যে কীভাবে ইন্ডিয়া জোট নেতৃত্ব দুর্নীতি ঢাকতে একজোট হয়েছে। সেই জন্যই প্রথমদফায় ভোটাররা ইন্ডিয়া জোটকে প্রত্যাখ্যান করেছে'
মহারাষ্ট্রের সভা থেকে ইন্ডিয়া জোটকে আক্রমণ প্রধানমন্ত্রীর।
ফের সন্দেশখালিতে গেল সিবিআই। জোর করে জমি দখলের অভিযোগের তদন্তে শেখ শাহজাহানের খাসতালুকে সিবিআইয়ের টিম।
সিবিআইয়ের দলে আছেন ১০ জনেরও বেশি আধিকারিক। শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ শুনতে বাড়ি বাড়ি যাচ্ছে সিবিআই।
বাঁশদ্রোণী এলাকায় বর্ণাঢ্য প্রচার করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। হুডখোলা গাড়িতে চড়ে কলকাতা পুরসভার ১১২ নম্বর ওয়ার্ডে প্রচার করেন সায়নী। তৃণমূল প্রার্থীর প্রচারে ছিল ধামসা-মাদল, আদিবাসী নাচ ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ট্যাবলো।
বহরমপুরের পর এবার নওদা, ফের তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন অধীর চৌধুরী। বহরমপুরের কংগ্রেস প্রার্থীকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দিলেন তৃণমূল কর্মীরা। এদিন ভোট-প্রচারে নওদায় যান অধীর চৌধুরী। কংগ্রেস প্রার্থীর পদযাত্রা চলাকালীন বিক্ষোভ দেখায় তৃণমূল। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন অধীর চৌধুরী।
ভোট শেষেও কোচবিহারে অশান্তির শেষ নেই। শীতলকুচিতে বিজেপির বিরুদ্ধে ইভিএম লুঠের চেষ্টার অভিযোগ । স্কুলের সামনে বোমাবাজির অভিযোগ । ঘটনাস্থলে গেলে তৃণমূলকর্মীদের ওপর পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ।
ডাউন ব্যান্ডেল লোকালে ধোঁয়া, ট্রেনের মধ্যে আগুন-আতঙ্ক। তাড়াহুড়ো করে চুঁচুড়া স্টেশনে নেমে পড়েন যাত্রীরা। ট্রেনের তলা থেকে ধোঁয়া বেরোতে দেখেন চালক। ব্রেক বাইন্ডিংয়ের ফলে ধোঁয়া, জানানো হয়েছে রেলের তরফে।
নদিয়ার কালীগঞ্জের দেবগ্রামে বিস্ফোরণ, টুকরো হয়ে উড়ে গেল দোকানোর শাটার। বিস্ফোরণে ঝলসে গিয়েছেন দোকানের কর্মচারী। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের আরও কয়েকটি দোকান।
ভোটের দিন, নিজের নির্বাচনী কেন্দ্র দিনহাটাতেই, এলাকার মহিলাদের বিক্ষোভের মুখে পড়লেন, তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে পুলিশি পাহারায় গ্রাম ছাড়তে হল উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে। যেমন কর্ম, তেমন ফল বলে উদয়ন গুহকে কটাক্ষ করেছেন নিশীথ প্রামাণিক।
মুর্শিদাবাদের রেজিনগরে রামনবমীর মিছিলে বোমাবাজি, NIA তদন্ত চেয়ে হাইকোর্টে গেল বিশ্ব হিন্দু পরিষদ। মমলা দায়েরের
অনুমতি দিলেন প্রধান বিচারপতি। রেজিনগরের ঘটনায় NIA তদন্তে চেয়ে মামলায় সোমবার শুনানির সম্ভাবনা রয়েছে।
রেজিনগরে রামনবমীর মিছিলে অশান্তি ঘটনায়, মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে, একটা পক্ষকেই সরাসরি দায়ী করলেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেন, কেন অস্ত্র নিয়ে মিছিল করবেন আপনারা? কে অধিকার দিয়েছে সংখ্যালঘু দেখলেই তাঁদের বাড়িতে NIA ঢুকে পড়বার? পাল্টা বিজেপি বলছে, সাজানো অভিযোগ করে একটা পক্ষ নিচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
রেজিনগরে রামনবমীর মিছিলে অশান্তি ঘটনায়, মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে, একটা পক্ষকেই সরাসরি দায়ী করলেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেন, কেন অস্ত্র নিয়ে মিছিল করবেন আপনারা? কে অধিকার দিয়েছে সংখ্যালঘু দেখলেই তাঁদের বাড়িতে NIA ঢুকে পড়বার? পাল্টা বিজেপি বলছে, সাজানো অভিযোগ করে একটা পক্ষ নিচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
প্রেক্ষাপট
শুরু হয়ে গেল ২৪ এর ভোট-যুদ্ধ। আর প্রথম দফাতেই বঙ্গ দেখল একের পর এক অশান্তি। ভোর থেকে রাত, ভোটের পরেও অশান্তি। শীতলকুচিতে স্কুলের সামনে হল বোমাবাজি, ইভিএম লুঠের চেষ্টার অভিযোগ উঠল । গীতালদহ-তুফানগঞ্জ-শিলিগুড়িতে আক্রান্ত হল বিজেপি। অন্যদিকে বিজেপি বিধায়ককে পুলিশের গ্রেফতারির চেষ্টা ঘিরে শিলিগুড়িতে তুলকালাম বেঁধে গেল। ছাপ্পাভোটের অভিযোগ পেয়ে শিলিগুড়ির বুথে গিয়েছিলেন বিজেপি বিধায়ক। তৃণমূলের বাধা পেয়ে বসলেন বুথের বাইরেই। অন্যদিকে শীতলকুচিতেও ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে এলাকায় গেলেন বিজেপি বিধায়ক। তাড়া করে বের করল তৃণমূল। সব মিলিয়ে প্রথম দফা ভরা রইল বিক্ষিপ্ত অশান্তিতে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -