West Bengal News Live : অবশেষে রাজ্যে শুরু হতে চলেছে এমবিবিএস ও ডেন্টালের ভর্তি-প্রক্রিয়া

WB News : ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বাংলায় এসে পরিবর্তনের ডাক দিয়ে নতুন স্লোগান প্রধানমন্ত্রীর।

ABP Ananda Last Updated: 23 Aug 2025 01:48 PM

প্রেক্ষাপট

কলকাতা : কলকাতায় এসে একই দিনে তিন তিনটে সম্প্রসারিত মেট্রো রুটের উদ্বোধন করে গেলেন নরেন্দ্র মোদি। উদ্বোধনী অনুষ্ঠানে না থেকেও, সোশাল মিডিয়া পোস্টে নস্ট্যালজিয়া তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। পোস্ট...More

Kolkata News : এয়ারপোর্ট থেকে গড়িয়া মেট্রোর কাজ বন্ধ, 'রাজ্য সরকারের উদাসীনতা', BJPর বিক্ষোভ

রাজ্য সরকারের উদাসীনতা ও অসহযোগিতায় এয়ারপোর্ট থেকে গড়িয়া মেট্রোর কাজ বন্ধ রয়েছে বলে অভিযোগ। এ নিয়ে চিংড়িঘাটা মোড়ে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী, সমর্থকরা। বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রী মেট্রোর ৩টি নতুন রুটের রূপায়ণের কৃতিত্ব নিচ্ছেন, অথচ মেট্রো রেল বিকল্প রাস্তা করে দেওয়ার পরেও রাজ্য সরকারের অসহযোগিতায় চিংড়িঘাটা মোড়ে ৩৬৬ মিটার অংশে মেট্রো সম্প্রসারণের কাজ থমকে রয়েছে। এর প্রতিবাদে এদিন চিংড়িঘাটা মোড়ে বিক্ষোভ দেখানো হয়।