West Bengal News Live : কাল বারুইপুরে দুপুর ২টো থেকে তিনঘণ্টার জন্য কর্মসূচি শুভেন্দুর, অনুমতি দিল হাইকোর্ট

১ এপ্রিল থেকে ৪% ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের।দলের উল্টোসুরে এবার দিলীপের পাশে হুমায়ুন, 'সাহসী' বলে প্রশংসা।জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত শীতলকুচি। দু'পক্ষের সংঘর্ষে তুলকালাম।

ABP Ananda Last Updated: 26 Mar 2025 03:36 PM

প্রেক্ষাপট

আজ যে যে খবরে নজরহাওড়ার বেলগাছিয়ার ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের দুর্ভোগ আরও বেড়েছে। কোথাও মাটি ধসে পড়েছে, কোথাও রাস্তা ফুলে উঠেছে, কারও বাড়িতে ঢুকে গেছে ড্রেনের নোংরা জল। বেলগাছিয়া ভাগাড়ে বিপর্যয়ের...More

West Bengal News : ফের বোমায় 'বিদ্ধ' শৈশব

মাঠে পড়ে থাকা সকেট বোমাকে লোহার বল ভেবে বাড়িতে নিয়ে আসায় বিপত্তি। বহরমপুরে বোমা ফেটে জখম এক শিশু-সহ ২। আহত এক মহিলাও। আহত শিশু হাসপাতালে ভর্তি।